OCAS পিকনিকঃ ছবি ব্লগ

গত ১৬ই ফেব্রুয়ারিতে OCAS (Old cadet Association of Sylhet) এর পিকনিক ছিল মানিকগঞ্জের কইট্যাতে। স্পটের নাম Proshika HRDC Trust complex। ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় এই পিকনিক মিস করার কোন কারণই ছিল না। পিকনিকের কিছু মুহুর্ত নিয়ে এই ছবি ব্লগিং।


সকালের নাস্তার বিরতি ছিল জাতীয় স্মৃতিসৌধে।


বাস স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার জানালো বাস ঠেলতে হবে। ঠেলা দেয়ার জন্য এত উতলা ভলান্টিয়ার কেউ দেখেছেন কি?


পিকনিক স্পটে.


এটা কি পলাশ ফুল? নাম জানি না, ভুল হলে ক্ষমাপ্রার্থী


চলছে ফোটো সেশন :awesome:


প্রশিকা ফেব্রিক্সে চলছে তাঁতে কাপড় বোনা


চরকায় সুতা কাটা


ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ


ক্রিকেটে জয়ী হলো শাহজালাল হাউস


ছোটদের দৌড় প্রতিযোগিতা


মেয়েদের বালিশ বদল প্রতিযোগিতা


১ম ব্যাচের মফিজ ভাইকে দেখে নাকি সবাই বলে উনি কার শ্বশুর?


কাকতালীয় ভাবে র‍্যাফেল ড্রতে জিতে গেলাম ৪র্থ প্রাইজ :goragori:

পিকনিকটা আসলেই এনজয় করেছি। অনেকদিন পরে সবার সাথে দেখা।পরের পিকনিকগুলোতে আরো বেশি মানুষ অংশগ্রহণ করবে এই আশা করছি।

১,৬১১ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “OCAS পিকনিকঃ ছবি ব্লগ”

  1. শাওন (৯৫-০১)

    ফাউল, আমার ছুবি কই?............আমিও খেলমুনা...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।