গত ১৬ই ফেব্রুয়ারিতে OCAS (Old cadet Association of Sylhet) এর পিকনিক ছিল মানিকগঞ্জের কইট্যাতে। স্পটের নাম Proshika HRDC Trust complex। ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় এই পিকনিক মিস করার কোন কারণই ছিল না। পিকনিকের কিছু মুহুর্ত নিয়ে এই ছবি ব্লগিং।
সকালের নাস্তার বিরতি ছিল জাতীয় স্মৃতিসৌধে।
বাস স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার জানালো বাস ঠেলতে হবে। ঠেলা দেয়ার জন্য এত উতলা ভলান্টিয়ার কেউ দেখেছেন কি?
এটা কি পলাশ ফুল? নাম জানি না, ভুল হলে ক্ষমাপ্রার্থী
প্রশিকা ফেব্রিক্সে চলছে তাঁতে কাপড় বোনা
ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ
ক্রিকেটে জয়ী হলো শাহজালাল হাউস
মেয়েদের বালিশ বদল প্রতিযোগিতা
১ম ব্যাচের মফিজ ভাইকে দেখে নাকি সবাই বলে উনি কার শ্বশুর?
কাকতালীয় ভাবে র্যাফেল ড্রতে জিতে গেলাম ৪র্থ প্রাইজ :goragori:
পিকনিকটা আসলেই এনজয় করেছি। অনেকদিন পরে সবার সাথে দেখা।পরের পিকনিকগুলোতে আরো বেশি মানুষ অংশগ্রহণ করবে এই আশা করছি।
😀
সব সেশন এর সেরা সেশন 'ফোটো সেশন'
ক্যাডেটরা ক্রিয়াটিভিটিতে যে সর্বদাই ১ধাপ এগিয়ে তার প্রমান :boss:
=)) =))
🙂
চ্যারিটি বিগিনস এট হোম
আমারে ট্যাগাস নাই কেন? :-?খেলব না
ফাউল, আমার ছুবি কই?............আমিও খেলমুনা...
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
শাওনের একটা হিরু মার্কা ছবি ছিল। আপ্লোড করতে গিয়াও করলাম না... এম্নিতেই তার এত মেয়ে ফ্যান... না জানি আপ্লোড করলে কি হয়, এই ভয়ে।
@তানভীর,
ইয়ে মানে দোস্ত, তুই ক্ষেপলি কেন?
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
খুব ভাল লাগল।যদিও যাওয়া হয় নি।আরো ছবি দিলে ভাল লাগতো।
ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ তানভীর।
পিকনিকটা মিস করে খারাপই লাগছে।
মফিজ ভাই ফার্স্ট না থার্ড ব্যাচের।