একটি চিঠি ও এক বুক কান্না……

প্রিয় হায়দার ভাইয়া এবং মাজহার ভাইয়া,
আমি আপনাদের অনেক ছোট……কলেজে কোন দিন আপনাদের পাইনি….দেখিনি…কিন্তু তার পরও…আমি গত ৩ দিন আমার বুকের ভেতর এর চাপা ব্যাথা…আটকে রাখতে পারি নি…কেদেছি….অনেক….নীরবে…..হয়ত কেউ বিশ্বাস করবে না…..কিন্তু আমি জানি….আমি দোয়া করেছি….
আপনাদের সমস্ত কস্ট আল্লাহ তায়ালা যেন তুলে নেন…..
আপনারা যেন শান্তি তে ঘুমাতে পারেন……
বাকি সমস্ত পরকাল জীবনে…….
আর কোন বুলেট যেন আপনাদের আঘাত না করতে পারে…….
সেই টুকু আল্লাহপাক যেন নিশ্চিত করে দেন…..
তাঁর কাছে এত টুকুই চাওয়া……
আপনাদের এক ছোট ভাই,
আলম
২০তম (‘৯৯)
ক ক ক

৯৮৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “একটি চিঠি ও এক বুক কান্না……”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সিসিবিতে এরকম কয়েকটা দিন কাটাতে হবে, এতোগুলো আপনজনের মৃত্যুসংবাদ নিয়ে এটা কখোনোই কল্পনায়ও ভাবিনি।
    মহান আল্লাহ উনাদের সবাইকে তাঁর নিজের জিম্মায় খুব ভালো রাখুন


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।