কান্না কিভাবে ঠেকাই ????????????

:salute: আগেই বলে রাখি আমি এই ব্লগের জুনিয়র মোস্ট মেম্বার। মাত্র ১৫ তারিখে রাজশাহী ক্যাডেট কলেজ ক্যাম্পাস থেকে আমি বের হই এবং এখন আমি একজন এক্স ক্যাডেট। লিখতে খুবই কষ্ট হচ্ছে। আমি পাসিং আউট এর পর থেকে আজ নয়টা পর্যন্ত কলেজের জন্য একটুও কাদিনি। কিন্তু এই ব্লগকে ধন্যবাদ it made me cry for my college. আমাদের এই ব্লগের সদস্য আরো বাড়ানো দরকার। তাহলে আমরা আরো ভালোভাবে উপলব্দি করতে পারবো আমরা ক্যাডেট কলেজ থেকে কখনোই বিচ্ছিন্ন ছিলাম না।

১,১৪৩ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “কান্না কিভাবে ঠেকাই ????????????”

  1. জিহাদ (৯৯-০৫)

    ব্লগে স্বাগতম 🙂

    তবে তাড়াতাড়ি বাংলাটা শিখে ফেল। কারণ এই ব্লগে ইংরেজী পোস্ট প্রকাশ করার জন্য গ্রহণযোগ্য হবেনা। বাংলা বিষয়ে সাহায্যের জন্য bangla problem সেকশন থেকে সাহায্য নিতে পারো।


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. আলম (৯৭--০৩)

    "এই ব্লগের সদস্য আরো বাড়ানো দরকার।"...
    অবশ্যই। তবে এক্ষেত্রে নতুন এক্স-ক্যাডেটদের ভালো ভূমিকা থাকা দরকার।
    আমরাতো 'পুরনো কাসুন্দি ঘেঁটে' লিখি, ফলে অনেক ঘটনা স্মৃতির আড়ালেই রয়ে যায়। তাই ফ্রেশ এক্স'রা যেন তাদের ফ্রেশ অভিজ্ঞতাগুলা ফ্রেশ করে লিখে দেয়, সেটাই কামনা। তাহলে হয়তো ব্লগের মান আরো বাড়বে, ফলে সদস্য-সংখ্যাও বাড়বে।

    জবাব দিন
  3. মান্নান (১৯৯৩-১৯৯৯)

    স্বাগতম স্মৃতিময় এক জগতে যেখানে ক্যাডেট কলেজকে উপলদ্ধি করা যায় আরো বেশি করে ........ ক্যাডেট কলেজ থেকে বের হওয়ার পরেই সবাই আরও বেশি ক্যাডেট হয় ।

    জবাব দিন

মওন্তব্য করুন : samin

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।