ক্যাডেট কলেজের স্যার…

কয়েকদিন আগে আমাদের কলেজ গ্রুপ এর গ্রুপ মেইলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্যারদের কিছু মজার ডায়লগ নিয়ে একটা মেইল করেছিলাম।সেই ডায়লগগুলোই এখানে আবার শেয়ার করছি।আশা করি সবার ভাল লাগবে…

“Write a principal to the application”– ইকবাল স্যার,ভুগোল ডিপার্টমেন্ট,গোমতী হাউসের হাউস মাস্টার

“ঐ বেটা,আয় তোরে চুইমা(kiss) খাই” – রাখাল স্যার,তার এক ছাত্রকে প্রশ্নের উত্তর ঠিক ঠাক দিতে পারার জন্যে।

“আজকেই আমি এই বালের চাকরি ছেড়ে দিব” – শংকর প্রসাদ দাশ স্যার,প্রায় প্রতিদিনই কোন কাজে বিরক্ত হয়ে গেলে বলতেন

“যদি টিডি (Technical Drawing) হার্ড লাগে তাহলে বায়োলজি পড়” – খালেক স্যার,ক্লাস ইলেভেন(১৯৯৮) এর টিডি ইন্ট্রোডাকশন ক্লাসে

“শোন মিয়ারা যখনি দেখবা পারতেছোনা,ডাইনে বামে তাকায়া আস্তে কইরা নরম জায়গায় লাথি মাইরা দিবা” – গোমতী হাউসের তৎকালীন হাউস মাস্টার,ফুটবল কম্পিটিশনের পূর্বে হাউস টিম কে ব্রীফ করার সময়

১,৪৭৫ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “ক্যাডেট কলেজের স্যার…”

  1. Adding some more Old CCC dialogs

    দরজা দেখেছ? জানালা দিয়ে ছুড়ে ফেলে দিব : Principal inspection চলাকালে ভিপি আশরাফ আলী স্যার

    অনধকারে কাছে আসবানা বাবা ক্যাডেট : Electricity চলে যাবার পর মুহ: সাদীক স্যার (ইসলামিয়াত)

    দৌড়াইতে পারস না? পেটে কয়টা ছাও আসে? : হাবিলদার ওসি উদ্দিন, জনৈক মোটাসোটা ক্যাডেটের উদ্দেশে

    যা শালা রবীন্দ্রনাথ, রুমে গিয়া কবিতা লিখ: Adjutant Major সাঈদ স্যার, Obstacle Course এ ব্যথ জনৈক ক্যাডেটের উদ্দেশে

    জবাব দিন
  2. আরও কিছু Old CCC Dialogs

    ক্লাস এ কুকুর নিয়ে আসা টা খুব UNWISE হইসে : আমাদের ইন্টেকের মারুফ ক্লাস এ কুকুর এর বাচ্চা নিয়ে লুকিয়ে রাখসিল এবং ক্লাস এ স্যার ঢুকার পর এ সেই প্রানি তা চিতকার শুরু করলে ইংলিশ এর শফিক স্যার (এখন মনে হয় SCC তে) এই dialog টা দিয়েছিলেন।

    পানি বাইর কর শালারঃ প্রথম দিন পারেড এ এসে Adjutant মেজর সায়িদ স্যার এর অমর বানি

    উজ্জাম উলটা গুরঃ তিতাস হউসে এর স্টাফ নায়েক মোস্তফা

    লম্বা গরু কালা ভুত, কেয়ামত পর্যন্ত ফ্রন্ট্ররোল কর: হাবিলদার সাদেক, গোমতি হউসে এর জনৈক ক্যাডেটের উদ্দেশে

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।