কয়েকদিন আগে আমাদের কলেজ গ্রুপ এর গ্রুপ মেইলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্যারদের কিছু মজার ডায়লগ নিয়ে একটা মেইল করেছিলাম।সেই ডায়লগগুলোই এখানে আবার শেয়ার করছি।আশা করি সবার ভাল লাগবে…
“Write a principal to the application”– ইকবাল স্যার,ভুগোল ডিপার্টমেন্ট,গোমতী হাউসের হাউস মাস্টার
“ঐ বেটা,আয় তোরে চুইমা(kiss) খাই” – রাখাল স্যার,তার এক ছাত্রকে প্রশ্নের উত্তর ঠিক ঠাক দিতে পারার জন্যে।
“আজকেই আমি এই বালের চাকরি ছেড়ে দিব” – শংকর প্রসাদ দাশ স্যার,প্রায় প্রতিদিনই কোন কাজে বিরক্ত হয়ে গেলে বলতেন
“যদি টিডি (Technical Drawing) হার্ড লাগে তাহলে বায়োলজি পড়” – খালেক স্যার,ক্লাস ইলেভেন(১৯৯৮) এর টিডি ইন্ট্রোডাকশন ক্লাসে
“শোন মিয়ারা যখনি দেখবা পারতেছোনা,ডাইনে বামে তাকায়া আস্তে কইরা নরম জায়গায় লাথি মাইরা দিবা” – গোমতী হাউসের তৎকালীন হাউস মাস্টার,ফুটবল কম্পিটিশনের পূর্বে হাউস টিম কে ব্রীফ করার সময়
চরম চরম...
শাহেদ ভাই,
পুরা সেইরকম 😆
কানকথাঃ ভাই তাড়াতাড়ি বাংলাটা শিখা ফালান।নেক্সট টাইম কিন্তু সিনিয়র বইলা পার পাবেন না
ha ha ha ha
শাহেদ ভাই চরম.........খুব মজা পাইলাম........ বেশি জোস 😀
shahed bhai........... jotilllllllllllllllll laglo
....... 😆
শাহেদ, দারুন হইসে...
চালায়া যা...
রাখাল স্যার তো এখন কলেজের ভিপি...
শংকর স্যার এর "দেখ শালা নেপালের টাই" এর কথা মনে পইরা গেল...ঃ-)
নরো...ও...ও....ম.....
চু...ই ম্মা...... 😛
শাহেদ ভাই,সেই রকম হইছে।খুব মজা পাইলাম।
কি রাখাল ** ভি.পি হইসে????
পুরা কলেজ টারে পচাইয়া দিবো।
Adding some more Old CCC dialogs
দরজা দেখেছ? জানালা দিয়ে ছুড়ে ফেলে দিব : Principal inspection চলাকালে ভিপি আশরাফ আলী স্যার
অনধকারে কাছে আসবানা বাবা ক্যাডেট : Electricity চলে যাবার পর মুহ: সাদীক স্যার (ইসলামিয়াত)
দৌড়াইতে পারস না? পেটে কয়টা ছাও আসে? : হাবিলদার ওসি উদ্দিন, জনৈক মোটাসোটা ক্যাডেটের উদ্দেশে
যা শালা রবীন্দ্রনাথ, রুমে গিয়া কবিতা লিখ: Adjutant Major সাঈদ স্যার, Obstacle Course এ ব্যথ জনৈক ক্যাডেটের উদ্দেশে
হা হা, মজা পাইসি চরম।
মশিউর ভাই,শুধু শুধু কমেন্টে লেখালেখি ক্যান ভাই।জয়েন করে ফেলেন।
তারপর আরো বড় পরিসরে আপনার লেখাগুলা পড়ি 🙂
এই যে আমি বাংলা লিখতে পারি...হেহেহে!!! কুমিল্লার পোলাপাইন দেইখা...মন ফুরফুরে হইয়া গেল ......
কথাটা এইরকম ছিলো-
আ-আ-য়, তোরে চুইমে খাই!
*
শাহেদ, জটিলস, চালাইয়া যা।
হি হি
আরও কিছু Old CCC Dialogs
ক্লাস এ কুকুর নিয়ে আসা টা খুব UNWISE হইসে : আমাদের ইন্টেকের মারুফ ক্লাস এ কুকুর এর বাচ্চা নিয়ে লুকিয়ে রাখসিল এবং ক্লাস এ স্যার ঢুকার পর এ সেই প্রানি তা চিতকার শুরু করলে ইংলিশ এর শফিক স্যার (এখন মনে হয় SCC তে) এই dialog টা দিয়েছিলেন।
পানি বাইর কর শালারঃ প্রথম দিন পারেড এ এসে Adjutant মেজর সায়িদ স্যার এর অমর বানি
উজ্জাম উলটা গুরঃ তিতাস হউসে এর স্টাফ নায়েক মোস্তফা
লম্বা গরু কালা ভুত, কেয়ামত পর্যন্ত ফ্রন্ট্ররোল কর: হাবিলদার সাদেক, গোমতি হউসে এর জনৈক ক্যাডেটের উদ্দেশে
Chapa maro??? shalllla!!!!!!!!!!!!