কয়েকদিন আগে আমরা ৮ জন বন্ধু মিলে বেরিয়ে এলাম কক্স-বাজার। ইনানী বিচে তোলা কিছু ছবি। যারা সমুদ্র পছন্দ করেন, তাদের ভাল লাগবে আশা করি। কিছু ছবিতে “সেপিয়া” এফেক্টটি ব্যব্যহার করা হয়েছে। শেষের কাল ছবিটি বড় করে দেখলে ডিটেইলস বুঝা যাবে।
কক্স বাজার থেকে ইনানী বিচে গিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহীনির ১৭ ইসিবি দ্বারা নির্মানকৃত “মেরিন ড্রাইভ” দিয়ে :salute: । সেই ভিডিওটির ফেসবুক লিঙ্ক। চলন্ত চান্দের গাড়ির পিছনে দাঁড়িয়ে করা হয়েছে বলে বলে ভিডিওটা তেমন পরিস্কার আসে নি, তবুও দিলাম।
পত্থম হইছি।
কক্সবাজার যাইতে মঞ্চায়। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট ভাইয়া, আমি থাকতে তুমি পরথম হইলে কেম্নে? x-(
যাউজ্ঞা কুল্ড :teacup: নাও।
আমরা আমরাই তো আপু। 😀 😀 😀
কপিতে চিনি দেন নাই ক্যান???? :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চিনি খাওয়া ভাল না। :grr: কপিতো ভাল হয়েছে। B-)
=)) =)) =)) =)) ভাবী কেমতে জানল তোর বহুমূত্র রোগ আছে :grr: :grr:
সমুদ্র আমার কাছে সবসময় প্রিয়। সে সাদা-কালো হোক আর রঙ্গীন ... 🙂
ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
নাহ সমুদ্র দেখতে দেখতে নাই হইয়া গেছি। পাহাড় দেখতে চাই। পাহাড় আমি বরাবরই ভালা পাই। 😉 😉
আমি আজ ভেজাব চোখ সমুদ্রজলে
তারপর ফার্মগেটে ভিক্ষা করা লাগবে =)) =)) =)) =))
=)) =)) =))
ধন্যবাদ ভাবী...বাট আমার কফি কই???...হট চকলেট হইলেও কিন্তু খারাপ হয় না...
ক্যাফে মোকা চলবে? ( কফি উইথ হট চকলেট ) 😛
আমার কাছে কেন জানি ইনানী বিচটা ভালো লাগেনি। তবে ইনানী বিচে যাওয়ার রাস্তাটা ভালো লেগেছে। মাঝখানে বিচের একটা অংশ দারুণ সুন্দর লেগেছে।
ছবিগুলো সুন্দর হয়েছে। :thumbup:
বন্ধু আমাদের সেই কক্সবাজার এর ট্যুর নিয়া একটা ভ্রমন কাহিনী লেখে ফেল।
আমাদের শাকিলরে নিয়া লেখা শুরু করলে তো লেখা আর শেষ হবে না রে! =)) =))
**** সিং। শাকিল তো এখানেও ফর্মে আছে।
* * * * সিং নাকি গাড়ী কিনসে? শালায় নাকি লং ড্রাইভে যায়? 😉
হুমমমম!! সারাদিন বিজি থাকে।
তানভীর ভাই...ইনানী বিচে কি ভাটার সময় গেছিলেন?? ভাটার সময় সেখানে পাথর গুলো বের হয়ে আসে...তখন সুন্দর লাগে নাকি...এছাড়া অইখানে special কিছু নাই...বিচটা একটু পরিস্কার আরকি...
ভাটার সময়ই গিয়েছি, মানে পাথরগুলো যখন বের হয়ে থাকে তখন। কিন্তু তারপরও ভালো লাগেনি। আসলে সেন্টমার্টিনের পাথরগুলোর তুলনায় ভালো লাগেনি।
আরে ভাই...সেন্টমার্টিনের সাথে দুনিয়ার কিছুর তুলনা হয়...অর কাছে লাস ভেগাসও কিচ্ছু না...(যদিও দুইটার কোনোটাতেই যাই নাই...তবু, নিজের দেশ বলে কথা...)
শাহেদ ভাই বড়ই মজিই আছেন দেখছি x-( x-( x-(
ভাই, এতো রাগ করো কেন???...almost ৫ বছর পর দেশে গেলাম...এক্টু মজা করবনা আমার ক্যাডট কলেজের বন্ধুদের সাথে......দেশটারেও তো কম মিস করি নাই...
আরে এইটা তো দেখি আমাদের শাহেদ ভাই 😀
ছবি গুলা ভাল লাগছে ভাইয়া :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
এত্ত দেরিতে চিনলা আমারে...উল্টা ডিগবাজি লাগাও তিন্টা...
বাই দা অয়ে...ছবি ভাল লাগছে শুনে খুশি হইলাম...
শাহেদ... ছবি ভাল লাগল। এস এল আর এ তোলা ছবি নাকি??
আরেহ না ভাই...খুবই সাধারন ক্যামেরা...canon A470...
ছবির জন্য :thumbup: