সুন্দর সমুদ্র…

কয়েকদিন আগে আমরা ৮ জন বন্ধু মিলে বেরিয়ে এলাম কক্স-বাজার। ইনানী বিচে তোলা কিছু ছবি। যারা সমুদ্র পছন্দ করেন, তাদের ভাল লাগবে আশা করি। কিছু ছবিতে “সেপিয়া” এফেক্টটি ব্যব্যহার করা হয়েছে। শেষের কাল ছবিটি বড় করে দেখলে ডিটেইলস বুঝা যাবে।

কক্স বাজার থেকে ইনানী বিচে গিয়েছিলাম বাংলাদেশ সেনাবাহীনির ১৭ ইসিবি দ্বারা নির্মানকৃত “মেরিন ড্রাইভ” দিয়ে :salute: । সেই ভিডিওটির ফেসবুক লিঙ্ক। চলন্ত চান্দের গাড়ির পিছনে দাঁড়িয়ে করা হয়েছে বলে বলে ভিডিওটা তেমন পরিস্কার আসে নি, তবুও দিলাম।

২,২৩২ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “সুন্দর সমুদ্র…”

  1. তানভীর (৯৪-০০)

    আমার কাছে কেন জানি ইনানী বিচটা ভালো লাগেনি। তবে ইনানী বিচে যাওয়ার রাস্তাটা ভালো লেগেছে। মাঝখানে বিচের একটা অংশ দারুণ সুন্দর লেগেছে।
    ছবিগুলো সুন্দর হয়েছে। :thumbup:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।