toilets

strange..Cadets like toilets. I still didn’t find any suitable reason,but i know current cadets also love their toilet(academy block). Had there not been any toilet in academy block, lets investigate, what would we miss in the six years golden time(for me, 1994-2000, JCC 31):
****lists exclude the usual urinal business****
1. Surely its a kingdom of Class 8 cadets. We would miss their global(all houses) seniority.
2. its the place to sleep in afternoon prep.
3. its the place to practice guitar during afternoon prep(at least class 10 boys).
4. its the place to invite friends in evening prep to listen to their improvements in guitar(the own band composition from our batch khaiber house and badr house were created in toilets).
5. its the place to hit someone in downstairs with urines(perhaps the guards).
6. its the place to find the “soto golpo” and “onuKabbo”.(we found a Mohakabbo there written by our senior).
7. its the place to forget depression(most of the cases were about the separation of between virtual couples).
8. its the place to share the love-letters of classmates(usually the owner is reading the letter in loud, and the listeners make serious comments).
9. its the place to take the vital decisions(Like pentagon, who will be boycotted, which teacher has grown up/needs bad-sound….etc)
and a lot……………..

১,২৫১ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “toilets”

  1. এই ব্লগের নিয়ম অনুযায়ী ব্লগ লেখার ভাষা অবশ্যই বাংলায় হতে হবে। এ বিষয়ে আমাদের রেডবুক সেকশনেও বলে দেয়া রয়েছে। দয়া করে আপনার পরবর্তী ব্লগ সমূহ বাংলায় লিখে সাবমিট করুন। কিভাবে বাংলা লিখতে হয় সে ব্যাপারে আমাদের bangla problem? সেকশনে বিস্তারিত উল্লেখ করা রয়েছে। আপনি সেখান থেকে সাহায্য গ্রহণ করতে পারেন।

    পরবর্তীতে অন্য কোন ইংরেজীতে লেখা পোস্ট প্রকাশ করার জন্য গ্রহণযোগ্য হবেনা।

    আমাদের ব্লগে যোগদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    জবাব দিন
  2. আলম (৯৭--০৩)

    এইটা কোনদেশী ভাষা? পড়তে পারতেসি নাতো!! 😀
    তবে আপনি ব্লগে পা দিয়েই এডজুটেন্টের হাতে পড়লেন- এটা খুবই দুঃখজনক। লোকটা খুবই খাইশটা আছে, নেক্সট টাইম একটু সাবধানে থাইক্কেন ভাই। 😛

    জবাব দিন
  3. আলম (৯৭--০৩)

    লেখা মজাক হইসে। অনেককিছু মনে পইড়া গেল।

    ৬ নং পয়েন্ট>> আমাদের একাডেমিক ব্লকের বাথরুমে খালি মাহিন ম্যাডামের (বাংলার টিচার) ব্যাপারে সাহিত্যচর্চা হতো। কতিপয় চিত্রকর্মও থাকতো, যা দেখে আমার মতো নাদান পোলাপানেরা...।

    আরো লিখুন, ভাইয়া স্বাগতম।

    জবাব দিন
    • মাহমুদুল আলম বলেছেন,

      জুন ২৫, ২০০৮ @ ৭:০৩ অপরাহ্ন · সম্পাদনা

      লেখা মজাক হইসে। অনেককিছু মনে পইড়া গেল।

      ৬ নং পয়েন্ট>> আমাদের একাডেমিক ব্লকের বাথরুমে খালি মাহিন ম্যাডামের (বাংলার টিচার) ব্যাপারে সাহিত্যচর্চা হতো। কতিপয় চিত্রকর্মও থাকতো, যা দেখে আমার মতো নাদান পোলাপানেরা…****
      *************
      আধাঘন্টা নষ্ট করতো? 😉

      জবাব দিন
  4. Mahmud

    দোস্ত রেজু, কি আর বলবো... বাংলায় লিথতে গেলে একটু কষ্ট হয় আমারো ("চেষ্টা এবং ভুল" (বাংলা(স্টাইলে)) চাবি চাপতে হয়).... কি আর করা...... তবে পড়তে খুব আরাম হয়।

    জবাব দিন
  5. রেজওয়ান ভাই, আপনের যদি আপত্তি না থাকত আর আমার হাতে যদি খেমতা থাকত তালি পরে আপনারে আমি টয়লেট প্রিফেক্ট বানায়ে দেতাম...!!!

    বাংলার মধ্যে ইংরেজী দেখলে কলেজের নোটিশ বোর্ডের কথা মনে যায়......
    মনে হয় নিশ্চয়ই খারাপ কিছু, প্রিন্সিপাল্‌স ইন্সপেকশন অথবা প্যারেড এর নোটিশ অথবা কেউ ওয়ার্নিং খাইল...

    যাহোক টয়লেট নিয়ে আপনার যাবতীয় কথার সাথে আমি সম্পুর্ন একমত...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।