পরিবর্তনই সংসারের নিয়ম

গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, “একই নদীতে দু’বার অবগাহন করা যায়না”। একই জাতীয় চিন্তা ভাবনার প্রতিফলন পাওয়া যায় আমাদের অঞ্চলের একটি গ্রন্থে।

যা হয়েছে তা ভালোই হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে,
যা হবে তা ভালোই হবে।
তোমার কি হারিয়েছে – যে তুমি কাঁদছো?
 তুমি কি নিয়ে এসেছিলে – যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ – যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ,
তোমার আজ যা আছে, কাল তা অন্য কারো ছিল।
পরশু সেটা অন্য কারো হয়ে যাবে — পরিবর্তনই সংসারের নিয়ম।

(উপরের কথাগুলো গীতার সারাংশ)

১,২৮২ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “পরিবর্তনই সংসারের নিয়ম”

মওন্তব্য করুন : আমিনুল (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।