আমাদের Alternate ব্যাচ এর তখন অনেক দাপট চলছে। SSC-র সময় সিনিয়র আপারা ওই ব্যাচকে সাধারনত ঘাটাঘাটি করতেন না। তার উপর ৪তলা পুরোপুরি SSC candidatesদের দখলে হওয়ায় ওনারা তার যথাযোগ্য ব্যবহার শুরু করলেন। আমরা কয়েকজন ছিলাম ওনাদের প্রিয় পাত্রি। rest time, free time থেকে শুরু করে lights off এর আগ পর্যন্ত বিভিন্ন কায়দায় ওনারা আমাদের torture করার উপায় আবিস্কার করতে থাকলেন।
একদিন games time এ আমরা বাস্কেটবল খেলছি। সেদিন অনেক বৃষ্টি হবার কারনে ground এর অনেক জায়গায় পানি জমে ছিল। খেলতে খেলতে বল বাইরে চলে যাওয়ায় আমি দৌড়ে বল আনতে গেলাম। ওইদিকে কিছু ssc candidate আপারা হাটাহাটি করছিলেন। তো বল ধরার পর আসার সময় দেখি একটা জায়গায় অনেকখানি পানি জমে টলটল করছে। স্বভাবসুলভ ভাবে আমি সেখানে ৩ ৩টা লাফ মারলাম। পানি ছিটকে আমার trouser এ লাগলো…ভারি মজার ব্যাপার!
games time এর পর হাউসে আসতেই ডাক পরল ৪তলায়। আমার দোষ হল-বৃষ্টির পানিতে ৩বার লাফ দেয়া!! গিয়ে দেখি পলেনও punishment খাছছে। আমাকে বলা হল উচ্চাঙ্গ সঙ্গিত গাইতে (কেন যে মারিয়া আপাকে নিয়ে গান গাইসিলাম!!!) আমি বললাম আপা উচ্চাঙ্গ সঙ্গিত তো পারিনা। বাঁধন আপা বললেন, singing competition গুলাতে এত গান হয়, ১টাও শিখতে পারলানা এত দিনে! kneel down হয়ে থাক তাইলে। ওদিকে পলেনকে punishment দেয়া হল আজান দেয়া! আর পলেন সবাইকে অবাক করে দিয়ে আজান শুরু করল…
আপাদের মুখ দেখে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। হাসি চেপে রাখতে গিয়ে হঠাৎ বের হয়ে গেলে যেরকম বিশ্রি শব্দ বের হয়, সেরকম কিছু ১টা বের হয়ে গেল! আর সেটা শুনে পলেনও হাসা শুরু করল। তারপর আমাদের কি হল আর বলার অপেক্ষা রাখেনা… আর এভাবেই আমি আর পলেন দোষ করে বা না করে বকা খেতে এসে ১টা না ১টা উটকো fault করে punishment খেতে থাকলাম দিনের পর দিন।
অর্চি
নামের ডিসপ্লেটা বাংলায় করে দাও। দেখতে ভালো লাগে।
লেখাটা ভালো হচ্ছে। আরো পর্ব আছে নিশ্চয়ই। কবে আসবে?
Thnx!বাকি আরও কিছু পর্ব লিখার ইছ্ছা আছে,সময় পেলেই শুরু করব ইনশাল্লাহ।
কেন জানি অর্চি নামটা 'জনসম্মুখে প্রদর্শিত নাম' এর জায়গায় শো করতেসেনা!হয় পুরা নাম নয়তো ইংরেজীতে নিক নেমটা আসে!
প্রোফাইল ফিল্ডে যে দুটো নামের অপশন আছে তাদের একটা হচ্ছে পুরো নাম, আরেকটা ক্যাডেট নাম। নর্মালি এই ব্লগের সবাই হয় পুরো নাম অথবা ক্যাডেট নাম ডিসপ্লেতে ব্যবহার করে। তোমার ক্ষেত্রে ঝামেলা হল অর্চি নামটা না তোমার পুরো নাম, না তোমার ক্যাডেট নাম। তুমি চাইলে রিদওয়ানা রাখতে পারো। অথবা পুরো নামের ফিল্ডটাতে শুধু অর্চি লিখে প্রোফাইল আপডেট কর। তাহলেই ড্রপডাউন লিস্টে অর্চি নামটা আসবে।
সাতেও নাই, পাঁচেও নাই
পরবর্তী পর্বের আশায় আছি। ভালো লেখা হচ্ছে।
আফামনি, আফনে মনে অয় আমার মতন আছিলেন। আমিও পানিশমেন্ট কম খাই নাই। সিনিয়র, অথরিটি কেউ আমারে ভালা ফাইত না। সবাই পাংগাইত। প্রথম কিছুদিন টেরাই করছি যাতে পাংগা কম কম খাই, এরপর দেখি লাভ হয় না, সুতরাং হাল ছাইড়া দিয়া কেমতে সিনিয়ার আর অথরিটির জীবন দুঃসহ কইরা তোলা যায় তা আমার ক্যাডেট জীবনের লক্ষ্য কইরা নিছিলাম। ফলাফল, সিনিয়ারদের কর্তৃক মাইর, পাংগা আর অথরিটির এক্সট্রা ড্রিল। পরে ভাল হয়া গেলেও কালারড হয়া গেছিলাম আগেই। সুতরাং যে কোন কুকর্ম কে করছে এইটা তদন্ত করার সময় আমার ডাক আগের দিকেই পড়তো। কি আর করা! এই কারণে এই ব্লগে আমার লগ ইন নেম হইল নন্দঘোষ।
তৌফিক,
I just liked it.... =))
ধন্যবাদ আহসান ভাই।
সুন্দর লেখা। বাকিগুলো ও লিখে ফেল...।
অর্চি আপু,তোমার এই কাজগুলাকে আমরা জেসিসির ভাষায় বলতাম "ঘাউরামি"।অনেক স্মৃতি মনে করায় দিলা......শারেক পাগলাটা কেমন আছে?ওকে বলছ এই ব্লগের কথা?তাড়াতাড়ি জয়েন করতে বল...
১ম ১ম ছিলাম ব্যাড লাকের শিকার...পরেরগুলা অবশ্যই ‘ঘাউরামি’কারন coloured হয়ে আর কতদিন থাকা যায়!তৌফিক ভাই এর ভাষায়, "কেমনে সিনিয়ার আর অথরিটির জীবন দুঃসহ কইরা তোলা যায় তা আমার ক্যাডেট জীবনের লক্ষ্য কইরা নিছিলাম।" ঘাউরামির কাহিনী খুব তাড়াতাড়িই শুরু করব। 😀
শারেকের কথা আর বলেন না। ওর মত আলসের দ্বারা ফেসবুক, ব্লগ কোনোখানেই জয়েন করানো সম্ভব না। 🙁 আমি অনেক বলসি, এখন আপনারা বলেন...
মাসরুফ, তুমি মনে হয় একটু মাখাইয়া ফেলছ...
'ঘাউরামি' ছিল ইচ্ছাকৃত গুলো...
অর্চির কাহিনী পড়ে মনে হয়েছে বেশিরভাগই ক্ষেত্রেই ও ব্যাড লাকের শিকার...
Hunt of the bad luck!!! 😀
জুনায়েদ ভাই আমি তো অনেএএএএএএএক ভালা পুলা ছিলাম জীবনেও ঘাউরামি করিনাই তাই জানিও না... 😀
মাসরুফ, তুমি কি রোজা রাইখা কমেন্টটা করছিলা...দুপুরে তাইলে খাইয়া ফালাও...তোমার রোজা হালকা হয় নাই, উইড়া গেছে...!!
:))
সাতেও নাই, পাঁচেও নাই
স্বভাবসুলভ ভাবে টা লাফ :))
আহহহ...সেই চারতলা, কত স্মৃতি 🙁
এই মারিয়াটা মনে হয় আমাগো ব্যাচের। ভাল নাচতো নাকি?
www.tareqnurulhasan.com
খালি ভাল নাচতো? আপ্নেগোরে নাচাইতো না? 😉
সাতেও নাই, পাঁচেও নাই
:clap: :clap:
"স্বভাবসুলভ ভাবে আমি সেখানে ৩ ৩টা লাফ মারলাম। পানি ছিটকে আমার trouser এ লাগলো…ভারি মজার ব্যাপার!"
-সবসময় কি টলটল পানিতে তিন লাফ মার এবং মজা পাও। 😉 (স্মাইলির জন্য শারেক ভাই কিছু বলবেন না ত?!)
খালি বড় আপাদের নিয়া বাজে কথা মাথায় ঘুরে??
আইচ্ছা। বড় আপাগো বাদ দিয়া সমবয়সী আপাগো নিয়া ভাবি তাইলে :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
হ হ ভালা বুদ্ধি...। 😉 =)) 😛