বাধনের একটা বিরক্তিকর অভ্যাস ছিলো, প্রতি শুক্রবার সে চাদর কাঁথা কম্বল সবকিছু নিয়ে ব্লকে রোদে দিত। এর জন্য শীত সকালের মিষ্টি রোদ জীবনেও রুমে ঢুকত না। আমরা ডর্মবাসিরা বিরক্ত হয়ে ডিসিশন নিলাম, ঠিক আছে, প্রতি বার সে কাথা কম্বল রোদে দেয়, এইবার ওরও রোদ পোহানোর সময় আসছে…। সেই মোতাবেক এক মিষ্টি শুক্রবার সকালে আমরা সবাই বাধনকে ধরপাকড় করে টানতে টানতে ব্লকে নিয়ে গেলাম আর বেল্ট,দড়ি যা কিছু ছিল তাই দিয়ে ওকে বেন্ধে রেখে মজা দেখতে থাকলাম(গড়াগড়ি) (গড়াগড়ি) , আর সে তারস্বরে চেচাতে থাকলো। আমি অনেকবার ওকে ধমক দিসি, বাধন চুপ থাক, আবুল হোসেন স্যার কিন্তু ডিএম, এক্ষুনি চলে আসবে। সে শুনে নাই। ।…
…ফল স্বরূপ একটু পর আবুল হোসেন স্যারের আগমন।আমরা ওকে ছেড়ে দিলাম।এখন ওর Second doze(এটা আমরা কেউ plan করিনাই)স্যার এসেই বললেন,” বাধন আমি তোমার চিৎকার শুনলাম”।স্যারও হাসছিল আর উনি ওকে নিজের মেয়ের মত আদর করতেন ,তাই ওকে আরেকটু টাইট দেয়ার জন্য বললাম,
“স্যার আমি ওকে অনেকবার বলসি চিৎকার করিসনা স্যার আসবে(এরপর ওর দিকে তাকায়ে)কি বলসিনা?তুই শুধু বল বলসি কিনা?”
বাধন মুখটাকে একই সাথে করুণ এবং ক্রোধান্বিত করে জবাব দিলো, হু।
স্যারঃ তাই নাকি?
জ়ি স্যার
স্যারঃ তারপরও তুমি চিৎকার করলে?
…জি স্যার…:D
তারপর যা বুঝার…বুঝে নেন।
(এই মুহুর্তে বাধন আমার পাশে চিল্লা পাল্লা এবং লাফালাফি করছে, ঠিক সেই দিনের মত :D)
@নাবিলা- লেখা মডারেশনের জন্য জমা দিতে চাইলে লেখা শেষে এডিটর এর ডান পাশের publish status অপশন থেকে pending reviw option টি সিলেক্ট করে সেভ করতে হবে। ড্রাফট হিসেবে সেভ করলে ধরে নেয়া হবে লেখা সম্পূর্ণ হয়নি।
সাতেও নাই, পাঁচেও নাই
আহহহ বাধনের চিৎকার...:D
"এই মুহুর্তে বাধন আমার পাশে চিল্লা পাল্লা এবং লাফালাফি করছে"----বাইন্ধা স্যাররে ফোন লাগা... 😀
(গড়াগড়ি)
সাতেও নাই, পাঁচেও নাই
অনেক মজার মজার ট্রেন্ড শেখা গেল...রোদে শুকানো, রেলিঙ্গে লটকানো...
আমি এখন কলেজে থাকলে একটারে রোদে শুকাইতে দিতাম...আফসোস এই সুন্দর সুন্দর আইডিয়া গুলা খালি আমাদের আফারাই জানে... 😉
আইডিয়ার কি দেখলা মামু;) আরো কত আছে...আস্তে আস্তে বলব...।
স্মাইলিং করতে হলে স্পেস দিতে হবে 😉
সাতেও নাই, পাঁচেও নাই
আইডিয়ার ডিব্বাটা যদি আগে পাইতাম... 🙁
এক বাক্স আইডিয়া। :))
😀
হাসার আগে ভালমত দাঁত ব্রাশও করতে হবে। তোমার হাসি দেখে সেটাও মনে পড়ে গেল। :))
সাতেও নাই, পাঁচেও নাই
খালি দাঁত ব্রাশ করলেই কাম হবে না, মুখেও গন্ধ। ওয়াক থুহ্
ইছ....
(kidding, মাইন্ড খাইছ না কেউ)
ছিই...যেইখানে সেইখানে থুতু ফেলে না...
repeat: :))
(kidding, মাইন্ড খাইছ না কেউ)
"ছিই…যেইখানে" , সেইখানে থুতু ফেলে না…
যেইখানে "ছিই" নাই, সেইখানে গিয়া ফালায়া আসি। 😛
আল্লাহ গোওওওওওও
আর একটা হার্ড জোক করলে তোরে ফালায় দিয়া আসবো, অলরেডি দুইটা করে ফেলাইছিস।
দানে দানে তিন দান।
হাঁসের বাচ্চা,তুই আরেকটা কর। নইলে পাপ হব।
সাতেও নাই, পাঁচেও নাই
এইগুলা হার্ড জুকস!!! 🙁
😛
আবুল হোসেন স্যার কি বাংলার?? আমাদের কলেজ এ উনি বেশ কিছু দিন ছিলেন। স্যার খুব ষ্টাইল করে কথা বলতেন।
চড় খাও দশটা... :))
বিখ্যাত আবুল হোসেন এর ডায়ালগ...
আইচ্ছা চ্যাট রুম কি কাম করে না???কখন থেকে লগ ইন কইরা বইসা আছি কেউ কিছু কয় না কেন?????
কাম করেনা মানে? পুরা দৌড়ায়...
সাতেও নাই, পাঁচেও নাই
আচ্ছা, চ্যাট রুম এর জন্য কি কোন টাইম ফিক্সড করা যায়? যেমন রাত ১২ টা বা এই রকম কিছু ১ টা?
প্রিন্স ভাই, ব্যাপারটা বুঝি নাই
সাতেও নাই, পাঁচেও নাই
প্রিন্স ভাই ডেইলি চ্যাটরুমে যায়,কিন্তু কাউরে পায়না,এর লাইগাই.....
আমি লগইন কর্তে পার্তেছিনা। :((
আর জুক্স্টা বুজিনাই। অ্যান্টেনারুপর্দিয়া গেছে 🙁
রাইত তিনটার সময় এত পুলাপান অনলাইন ক্যা?
পড়ালেখা নাই? ঘুমা তাইলে।
নাহ, পুলাপান সব খারাপ হৈআ গ্যাশে 🙁
ei rod e shukanor akta BMA naam asey....GC Fry...(Gentleman Cadet re kora rod e shoyay raikha fry kora...)
মাশরুফ ভাই বাংলা শিখেন। পরের কমেন্ট যদি বিলেতি ভাষায় দিসেন তো বললাম...
আমি বুঝিনা মাসরুফ ভাই খালি কথায় কথায় বি এম এ র রেফারেন্স দেয়। :-s
ভাই আপনে কি বি এম এ ফেরত নাকি?? 😛
সাতেও নাই, পাঁচেও নাই
মশকারী কর ভাইয়ের লগে,না??মাশরুফ ভাই,আপ্নার ইডির ঝোলাটা বাইর করেন তো.... 😉
এম.জি.সি.সি র আপুদের বান্ধাবান্ধি এতো পছন্দ কেনো...
জাতির বিবেকের কাছে প্রশ্ন??
ans না দিলে অগোরেই বাইন্ধা রাখুম।