সামিয়ার (এমজিসিসি, ৯৯-০৫) বাবা, রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন মেডিক্যাল অফিসার কর্নেল ডাঃ জাকির হোসেন এবং আরও ৪১ জন আর্মি অফিসারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল—
স্থান – প্যারেড গ্রাউন্ড
দিবস – ২রা মার্চ, সোমবার
সময় – সকাল ১০:০০ ঘটিকা
সামিয়ার (এমজিসিসি, ৯৯-০৫) বাবা, রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন মেডিক্যাল অফিসার কর্নেল ডাঃ জাকির হোসেন এবং আরও ৪১ জন আর্মি অফিসারের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল—
স্থান – প্যারেড গ্রাউন্ড
দিবস – ২রা মার্চ, সোমবার
সময় – সকাল ১০:০০ ঘটিকা
স্যারকে আমরা দেখিনি , সম্ভবত ২০০৪ এর আগে ছিলেন.....
কি আর বলব, ভাষা নাই আমার........... দোয়া করা ছাড়া আর কিই বা করতে পারি.... সেটাই করব............. আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক ও উনার রুহের মাগফিরাত দান করুক
মুহাম্মদ, আরেকটু খোঁজ নাও। সময়টা ঠিক কিনা।
কোন পত্রিকায় দেখছি না। রায়হান বলল, ৩টার সময়। তার কাছ থেকে শুনেই এখানে দিয়েছি। আপনি কিছু জানলে জানিয়েন।
সবার জানাযা হবে কাল সকাল ১০টায়, প্যারেড গ্রাউন্ডে।
সামিয়া দুপুড় ১ টার দিকে রায়হানকে ফোন করে জানিয়েছিল যে জানাজা ৩ টায় হবে, আর্মি স্টেডিয়ামে। সেই সূত্র ধরেই এখানে জানানো হয়েছে।
পরে কোন পরিবর্তন হয়েছে কি-না এখনও জানি না।
জানলে জানাবো।
আজ জানাজা হয়নি।শওকত ভাইয়ের তথ্যই ঠিক।
কষ্টের উপর কষ্ট। আংকেল যে রংপুর ক্যাডেট কলেজে ছিলেন তা জেনে কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারিনি। শুধু মনে হচ্ছে যারা আমার কলেজটাতে একদিন হাসিমুখে ঘুরে বেরিয়েছে, আমার মত কিছু কিশোর ক্যাডেটের ক্ষতে আদরের পরশ বুলিয়েছে, সেই মমতা মাখা হাতগুলো, হাসিমাখা মুখগুলো কেমন করে আমরা হারিয়ে যেতে দিলাম ??
আজ জাতি হিসাবে আমরা কোথায় নেমে গেছি ?? আর কত বিশ্বাসঘাতকতার ইতিহাস আমরা দেখব ??
৪২জনের জানাজা কাল সকাল ১০টায় প্যারেড গ্রাউন্ডে। আইএসপিআর জানিয়েছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আল্লাহ সব শহীদদের জান্নাতের শ্রেষ্ঠ স্তরে ঠাঁই দিন।
তাদের পরিবারদের এ জ্বালা বইবার শক্তি দিন।
আমাদের প্রকৃত বিচার দেখে যাওয়ার ধৈর্য্য এবং তৌফিক দিন।
(আমিন)
সৈয়দ সাফী