সরাসরি ব্লগিং- জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ পর্বঃ-৩

আগের পৃষ্ঠাগুলো বড় হয়ে যাওয়ায় যথারীতি এই নতুন পৃষ্ঠা করা হয়েছে। আগেরগুলো পাবেন এখানে:
# লাইভ ব্লগিং: জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ – ১
# লাইভ ব্লগিং: জাতীয় সংসদ নির্বাচন ২০০৮ – ২

বর্তমান অবস্থা (অসম্পূর্ণ)

মহাজোট

দিনাজপুর – ১,৫
নিলফামারী – ২,৩
লালমনিরহাট – ১,২,৩
রংপুর – ১,২,৩,৪,৫,৬
রাজশাহী – ১,২,৩,৪,৫,৬
খুলনা – ১,২,৩,৪,৫,৬
গোপালগঞ্জ – ১,২,৩
নারায়ণগঞ্জ – ১,২,৩,৫
কুষ্টিয়া – ২,৩,৪
পাবনা – ১,২
ময়মনসিংহ – ৬,৭,১১
জামালপুর – ৩,৫,৬
সুনামগঞ্জ – ৩
চাঁপাইনবাবগঞ্জ – ৩
বগুড়া – ৫
কিশোরগঞ্জ – ৩,৫,৬
রাঙামাটি
সিরাজগঞ্জ – ৩
ফরিদপুর – ১,২,৩,৪
সিলেট – ১,২,৩,৪,৫,৬
টাঙ্গাইল – ৮
ভোলা – ৩
নওগাঁ – ৬
বরিশাল – ১,৩
কক্সবাজার – ৪
চট্টগ্রাম – ৩,১১
পিরোজপুর – ৩
শেরপুর – ২
ঢাকা – ১৯,২০
নড়াইল – ৪
ঝিনাইদহ – ২
সাতক্ষীরা – ৩,৪
মেহেরপুর – ১
বরগুনা – ১,২
যশোর – ১,২
মানিকগঞ্জ – ১,২,৩
কুড়িগ্রাম – ২
মাগুরা – ১,২
মাদারিপুর – ২
নেত্রকোনা – ১,২,৩,৪,৫
বাগেরহাট – ১,২,৩

চার দলীয় জোট

চট্টগ্রাম – ২
কক্সবাজার – ২
বগুড়া – ২,৩,৬,৭
জয়পুরহাট – ২
কুমিল্লা – ২,৪
ফেনী – ১,২
সিরাজগঞ্জ – ২
লক্ষ্মীপুর – ১,২,৩
মেহেরপুর – ২

৮,০৩৫ বার দেখা হয়েছে

১৮৬ টি মন্তব্য : “সরাসরি ব্লগিং- জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ পর্বঃ-৩”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    আমার বাসায় অবস্থা খুব গরম ছিল। কিন্তু অবস্থা থেকে এখন সবাউ ঘুমাতে গেছেন। আব্বু শতকরা ১০০ ভাগ নিশ্চয়তা দিয়ে বলছেন, "কোথাও বিশাল একটা election engineering হইছে। কিন্তু সেইটা আমরা ধরতে পারতেছি না।"
    ধরতে পারার প্রশ্নই উঠে না। কারণ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যে আপামর জনসাধারণই করেছে।
    বাংলাদেশের জনগণকে :salute: :salute: :salute:

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মহাজোট আসলেই দুই-তৃতীয়াংশ আসন পায়া গেলে একটা ইন্টারেস্টিং সিচুয়েশন হবে...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. সাকেব (মকক) (৯৩-৯৯)

    দেলোয়ার এর গিট্যা ফাইনালি খুইল্যা গেসে...
    ভোলা থেকে নাজিউর রহমান মঞ্জু(বিজেপি) এর পোলা (আন্দালিব) জিতছে


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
    • মুহাম্মদ (৯৯-০৫)

      রাজপথের অবস্থা তো এখন পর্যন্ত শান্ত বলেই জানি। চারদল অত্যন্ত শক্‌ড। কিন্তু কারচুপি হয়েছে এমন অভিযোগ অফিসিয়ালি তোলার সাহস বোধহয় নেই। তারপরও ঢাকার এক প্রার্থী অলরেডি নাকি কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলেন করেছে। এটা বিস্তৃত হবে বলে মনে হচ্ছে না। জামাতের অধিকাংশই বলছে, বড় ধরণের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। কিন্তু সেটাও প্রকাশ সেভাবে প্রকাশ করতে পারবে বলে মনে হয় না। কারণ, পর্যবেক্ষক সবাই এই নির্বাচনকে এখন পর্যন্ত ফেয়ারই বলছেন।
      এখনও সব শান্ত, ঝড়ের পূর্বাভাস কি-না তা অবশ্য জানি না।

      জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    আমার গ্রামের বাড়ি ভালুকা, আসন ময়মনসিংহ ১১। সেখানে ধানের শীষের ফখরুদ্দীন আহমেদ বাচ্চুকে বিপুল ব্যবধানে পরাজিত করেছে নৌকার ডাঃ মোঃ আমানউল্লাহ। এত ব্যবধান হবে কেউ নাকি ভাবতেও পারেনি। বাচ্চুর খরচের পরিমাণটা অনেক বেশী ছিল। উল্লেখ্য, আমার জামাতপন্থী বাবাও বাচ্চুর পক্ষে ভালুকায় ক্যাম্পেইন করেছিলেন।

    জবাব দিন
  5. তৌফিক

    দেখা যাক হাসিনা এইবার কি করে। জাতির বিবেকের কাছে আবার প্রশ্ন না করা শুরু করলেই হইল। ক্ষমতা পাওয়ার এক বছরের মধ্যে যদি বিটিভিরে স্বায়ত্তশাসন দিয়া দেয় তাইলে বুঝতে হবে এদের ইরাদা ভালো।

    জবাব দিন
  6. সাকেব (মকক) (৯৩-৯৯)

    কামরুলের কথাটা তখন ঠাট্টা হিসাবে নিলেও এখন ভাবতে বাধ্য হচ্ছি...
    জাপা যদি আসলেই বিএনপির চেয়ে বেশি সীট পায়া যায়, তাইলে তো বুদ্ধি কইরা এরশাদ রে বিরোধীদলীয় নেতা বানায় দিলে খালেদার বেইল শেষ :clap:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    দুঃখিত, আমাদের ছেলেপিলেরা গুলিয়ে ফেলেছিল। বেশিরভাগের জন্য প্রথম অভিজ্ঞতা। তাই আমাকে হস্তক্ষেপ করতে হয়। ব্লগে এতোক্ষণ অনুপস্থিতির এটাই কারণ।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ঢাকার মত জায়গা থেকে হোমো এরশাদের বিপুল বিজয় আমাদের কিসের ঈঙ্গিত দেয়?

    জামাতী শু ঃর গুলার সাথে এই বিশ্ববেহায়াটার ভরাডুবি হইলেও খুব খুশি হইতাম! x-(


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  9. সাব্বির (৯৫-০১)

    কেউ কি বলতে পারে সাবের হোসেন চৌধুরীর কি অবস্থা?
    সাকেব ভাইয়ের দেওয়া
    নির্বাচনের আসনভিত্তিক ও দলওয়ারী ফলাফল
    এর লিঙ্কে আমি ঢুকতে পারতেছি না।

    জবাব দিন
  10. সাব্বির (৯৫-০১)

    একটা বিষয় নিয়া চিন্তিত। ~x(
    মাত্র ৩০/৩৫ টা সিট নিয়া যদি বিরধী দল হয় তাইলে তো সরকারী দল দেশ রে মামা বাড়ি বানাইয়া ফালাবে। গত ৭ বছর যা দেখলাম। আমি সব সময় চাই আওয়ামিলীগ জিতুক, কিন্তু বিরধী দল একটু শক্তিশালী না হইলে কেমনে কি?
    (এইটা সম্পুর্ন আমার ব্যক্তিগত মতামত B-) )

    জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কিছুটা সংশোধনীসহ এবিসির সর্বশেষ খবর:

    মহাজোট : ২৩৮

    নৌকা : ২১৪
    লাঙ্গল : ২৪
    চারদল : ৩০
    ধানের শীষ : ২৮
    দাড়িপাল্লা : ২
    স্বতন্ত্র : ৪
    এলডিপি : ১
    মোট আসন : ২৭৩


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আর এক-দুইটা আসনের ফল রাতে পাওয়া যেতে পারে। বাকিগুলো সকালের আগে মিলবে না। কারণ ওসব আসনের অনেক কেন্দ্র প্রত্যান্ত অঞ্চলে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এবিসির সর্বশেষ খবর:

    মহাজোট : ২৪১
    নৌকা : ২১৭
    লাঙ্গল : ২৪

    চারদল : ৩২
    ধানের শীষ : ৩০
    দাড়িপাল্লা : ২

    স্বতন্ত্র : ৪
    এলডিপি : ১

    মোট আসন : ২৭৮

    ঢাকার ১৫টা আসনের ফল এখনো পাওয়া যায়নি। আশা করা যায় আগামী দুয়েক ঘণ্টার মধ্যে মিলবে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  14. তৌফিক

    লাবলু ভাই ও এবিসি রেডিওকে :salute:

    আমাদের সবাইকে সবার আগে সঠিক রেজাল্ট দেয়ার জন্য।

    যেকোন প্রফেশনাল নিউজ সাইটের আগে এসেছে আপডেট আমাদের প্রিয় সিসিবিতে। লাবলু ভাইয়ের ৪৮ ঘন্টা নির্ঘুম পরিশ্রমের কারণেই এটা সম্ভব হয়েছে।

    তাই, লাবলু ভাই আমাদের সিসিবির এম পি।

    সবাই বলেন, আমিন।

    জবাব দিন
  15. সেলিনা (১৯৮৮-১৯৯৪)

    অসংখ্য ধন্যবাদ সানাউল্লাহ ভাই।

    কেমনে কেমনে জানি এবিসি রেডিও শুনতে পাচ্ছি। 'কি সুন্দর বাঁশি যায় বাজাইয়া...'

    ধানের শীষ : ২৮
    লাঙ্গল : ২৪

    এদের দুইদলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রধান বিরোধী দলের পজিশনের জন্য।

    জবাব দিন
  16. রকিব (০১-০৭)

    বাংলাদেশ থেকে অনেক দূরে থেকেও সিসিবি এম,পি, সানাউল্লাহ ভাইয়ের কল্যাণে বাংলাদেশের অনেক মানুষের আগেই নির্বাচনের ফলাফল জানতে পেরেছি এবং এখনো পারছি। দূরে থেকেও কাছে রাখার জন্য ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তারপরো সবার পক্ষ থেকে জেনারেল সালাম :salute:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  17. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এবিসির সর্বশেষ খবর:

    মহাজোট : ২৪৩
    নৌকা : ২১৮ (আ. লীগ ২১৪; জাসদ-ইনু ৩; ওয়ার্কার্স পার্টি ১)
    লাঙ্গল : ২৫

    চারদল : ৩২
    ধানের শীষ : ৩০ (বিএনপি ২৯, বিজেপি ১)
    দাড়িপাল্লা : ২

    স্বতন্ত্র : ৪
    এলডিপি : ১

    মোট আসন : ২৮০

    ঢাকার বাকি ১৪টা আসন যাচ্ছে মহাজোটের পকেটে। (ওয়ার্কার্স পার্টির একটাসহ)

    পার্বত্য রাঙ্গামাটি নৌকা বা আ. লীগ পাচ্ছে আর পার্বত্য বান্দরবানে নৌকা ও ধানের শীষে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।

    বরিশালের ২টিপটুয়াখালীর ১টি আসনের ফল দিনে পাওয়া যাবে মনে হচ্ছে।

    সব মিলিয়ে যোগ করে দেখো ২৯৯টা আসন।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  18. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    এখানে আমি যেই সেলফোনের সার্ভিসে ইন্টারনেট ব্যবহার করি সেই শালারা এক্কেবারে আসল দিনটাতে এসে আমারসহ আরও কয়েকজনের লাইনে গ্যাঞ্জাম লাগায়ে দিছে 🙁 । অলওয়েজ আপডেট থাকাটা তাই আর হয়ে ওঠেনি। অফিসের কম্পিউটারের বদৌলতে জাস্ট দেখাটা হচ্ছিল কোনরকম - পার্টিসিপেট করতে পারছিলাম না।

    বিকাল থেকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) সিসিবি'র কল্যাণে আমি আমার আশেপাশের সবাইকে গরম গরম আপডেট দিতে পেরেছি 😀 ।

    সিসিবি বস :boss: :boss: ।
    আর সানাউল্লাহ ভাই :salute: :salute: :salute: :salute: ।
    মুহাম্মদ :hatsoff: :hatsoff: ।
    অন্যান্য সবাইকে শুভেচ্ছা।


    Life is Mad.

    জবাব দিন
  19. সেলিনা (১৯৮৮-১৯৯৪)

    দখল রাজনীতি শুরু হয়ে গেল মনে হয়, প্রথম আলো তো তাই বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ মেডিক্যালঃ দখলে ছাত্র লীগ।
    দুই ম্যাডামকে কোনো ভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়াতে পারলে হয়তো কিছুটা কন্ট্রোলে থাকতো ওরা আর অফ চান্সে উনারাও।

    জবাব দিন
  20. টিটো রহমান (৯৪-০০)

    নাম ও আসন অনুযায়ি একটা আপডেট লিস্ট দিলাম সামইনের এক ব্লগারের সৌজন্যে। ঝামেলা হলে তুলে ফেল

    পঞ্চগড়-১ (001) মো: মজাহারুল হক প্রধান নৌকা
    পঞ্চগড়-২ (002) মো: নূরুল ইসলাম সূজন নৌকা
    ঠাকুরগাঁও-১ (003) রমেশ চন্দ্র সেন নৌকা
    ঠাকুরগাঁও-২ (004) আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম নৌকা
    ঠাকুরগাঁও-৩ (005) হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল
    দিনাজপুর-১ (006) মনোরঞ্জন শীল গোপাল নৌকা
    দিনাজপুর-২ (007) খালিদ মাহ্‌মুদ চৌধুরী নৌকা
    দিনাজপুর-৩ (008) ইকবালুর রহিম নৌকা
    দিনাজপুর-৪ (009) আবুল হাসান মাহমুদ আলী নৌকা
    দিনাজপুর-৫ (010) মো:মোস্তাফিজুর রহমান নৌকা
    দিনাজপুর-৬ (011) আজিজুল হক চৌধুরী নৌকা
    নীলফামারী-১ (012) জাফর ইকবাল সিদ্দিকী লাঙ্গল
    নীলফামারী-২ (013) আসদুজ্জামান নূর নৌকা
    নীলফামারী-৩ (014) কাজী ফারুক কাদের লাঙ্গল
    নীলফামারী-৪ (015) কর্নেল (অব এ. এ মারুফ সাকলান নৌকা
    লালমনিরহাট-১ (016) মোঃ মোতাহার হোসেন নৌকা
    লালমনিরহাট-২ (017) মোঃ মজিবর রহমান লাঙ্গল
    লালমনিরহাট-৩ (018) গোলাম মোহাম্মদ কাদের লাঙ্গল
    রংপুর-১ (019) হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল
    রংপুর-২ (020) আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল
    রংপুর-৩ (021) হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল
    রংপুর-৪ (022) টিপু মুনশি নৌকা
    রংপুর-৫ (023) এইচ. এন. আশিকুর রহমান নৌকা
    রংপুর-৬ (024) শেখ হাসিনা নৌকা
    কুড়িগ্রাম-১ (025) এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল
    কুড়িগ্রাম-২ (026) হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল
    কুড়িগ্রাম-৩ (027) এ. কে. এম মাঈদূল ইসলাম লাঙ্গল
    কুড়িগ্রাম-৪ (028) মো: জাকির হোসেন নৌকা
    গাইবান্ধা-১ (029) মো: আব্দুল কাদের খান নৌকা
    গাইবান্ধা-২ (030) মোছা: মাহাবুবর আরা বেগম গিনি নৌকা
    গাইবান্ধা-৩ (031) ডঃ টি আই এম ফজলে রাব্বি চৌধুরী লাঙ্গল
    গাইবান্ধা-৪ (032) মো: মনোয়ার হোসেন চৌধুরী নৌকা
    গাইবান্ধা-৫ (033) মো: ফজলে রাব্বী মিয়া নৌকা
    জয়পুরহাট-১ (034) মোঃ মোজাহার আলী প্রধান ধানের শীষ
    জয়পুরহাট-২ (035) গোলাম মোস্তফা ধানের শীষ
    বগুড়া-১ (036) আব্দুল মান্নান নৌকা
    বগুড়া-২ (037) এ. কে. এম হাফিজুর রহমান ধানের শীষ
    বগুড়া-৩ (038) আব্দুল মোমিন তালুকদার ধানের শীষ
    বগুড়া-৪ (039) জেড. আই. এম. মোস্তফা আলী ধানের শীষ
    বগুড়া-৫ (040) মোঃ হাবিবর রহমান নৌকা
    বগুড়া-৬ (041) বেগম খলেদা জিয়া ধানের শীষ
    বগুড়া-৭ (042) বেগম খালেদা জিয়া ধানের শীষ
    চাঁপাইনবাবগঞ্জ-১ (043) মোহাম্মদ এনামুল হক নৌকা
    চাঁপাইনবাবগঞ্জ-২ (044) মুঃ জিয়াউর রহমান নৌকা
    চাঁপাইনবাবগঞ্জ-৩ (045) মোঃ আব্দুল ওদুদ নৌকা
    নওগাঁ-১ (046) সাধন চন্দ্র মজুমদার নৌকা
    নওগাঁ-২ (047) মোঃ শহীদুজ্জামান সরকার নৌকা
    নওগাঁ-৩ (048) মোঃ আকরাম হোসেন চৌধুরী নৌকা
    নওগাঁ-৪ (049) মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং স্বতন্ত্র
    নওগাঁ-৫ (050) মোঃ আব্দুল জলিল নৌকা
    নওগাঁ-৬ (051) মোঃ ইসরাফিল আলম নৌকা
    রাজশাহী-১ (052) ওমর ফারুক চৌধুরী নৌকা
    রাজশাহী-২ (053) ফজলে হোসেন বাদশা হাতুড়ী
    রাজশাহী-৩ (054) মোঃ মিরাজ উদ্দীন মোল্লা নৌকা
    রাজশাহী-৪ (055) এনামুল হক নৌকা
    রাজশাহী-৫ (056) মোঃ আব্দুল ওয়াদুদ নৌকা
    রাজশাহী-৬ (057) মোঃ শাহরিয়ার আলম নৌকা
    নাটোর-১ (058) মোঃ আবু তালহা লাঙ্গল
    নাটোর-২ (059) মোঃ আহাদ আলী সরকার নৌকা
    নাটোর-৩ (060) জুনাইদ আহ্‌মেদ পলক নৌকা
    নাটোর-৪ (061) মোঃ আব্দুল কুদ্দুস নৌকা
    সিরাজগঞ্জ-১ (062) তানভীর শাকিল জয় নৌকা
    সিরাজগঞ্জ-২ (063) রুমানা মাহমুদ ধানের শীষ
    সিরাজগঞ্জ-৩ (064) মোঃ ইসহাক হোসেন তালুকদার নৌকা
    সিরাজগঞ্জ-৪ (065) মোঃ শফিকুল ইসলাম নৌকা
    সিরাজগঞ্জ-৫ (066) মো: আব্দুল লতিফ বিশ্বাস নৌকা
    সিরাজগঞ্জ-৬ (067) চয়ন ইসলাম নৌকা
    পাবনা-১ (068) মোঃ শামসুল হক টুকু নৌকা
    পাবনা-২ (069) আব্দুল করিম খন্দকার নৌকা
    পাবনা-৩ (070) মোঃ মকবুল হোসেন নৌকা
    পাবনা-৪ (071) শামসুর রহমান শরীফ নৌকা
    পাবনা-৫ (072) গোলাম ফারুক খন্দঃ প্রিন্স নৌকা
    মেহেরপুর-১ (073) মোঃ জয়নাল আবেদীন নৌকা
    মেহেরপুর-২ (074) মোঃ আমজাদ হোসেন ধানের শীষ
    কুষ্টিয়া-১ (075) আফাজ উদ্দিন আহমেদ নৌকা
    কুষ্টিয়া-২ (076) হাসানুল হক ইনু মশাল
    কুষ্টিয়া-৩ (077) কে. এইচ. রশীদুজ্জামান নৌকা
    কুষ্টিয়া-৪ (078) সুলতানা তরুন নৌকা
    চুয়াডাংগা-১ (079) সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) নৌকা
    চুয়াডাংগা-২ (080) মোঃ আলী আজগার নৌকা
    ঝিনাইদহ-১ (081) মো: আব্দুল হাই নৌকা
    ঝিনাইদহ-২ (082) মো: সফিকুল ইসলাম নৌকা
    ঝিনাইদহ-৩ (083) মো: শফিকুল আজম খান নৌকা
    ঝিনাইদহ-৪ (084) আব্দুল মান্নান নৌকা
    যশোর-১ (085) শেখ আফিল উদ্দিন নৌকা
    যশোর-২ (086) মোস্তফা ফারুক মোহাম্মদ নৌকা
    যশোর-৩ (087) মো: খালেদুর রহমান টিটো নৌকা
    যশোর-৪ (088) রণজিত কুমার রায় নৌকা
    যশোর-৫ (089) খান টিপু সুলতান নৌকা
    যশোর-৬ (090) শেখ আব্দুল ওহাব নৌকা
    মাগুরা-১ (091) মোহাম্মদ সিরাজুল আকবর নৌকা
    মাগুরা-২ (092) শ্রী বীরেন শিকদার নৌকা
    নড়াইল-১ (093) মো: কবিরুল হক নৌকা
    নড়াইল-২ (094) এসকে আবু বাকের নৌকা
    বাগেরহাট-১ (095) শেখ হাসিনা নৌকা
    বাগেরহাট-২ (096) মীর শওকত আলী বাদশা নৌকা
    বাগেরহাট-৩ (097) হাবিবুন নাহার নৌকা
    বাগেরহাট-৪ (098) মোঃ মোজাম্মেল হোসেন নৌকা
    খুলনা-১ (099) ননী গোপাল মণ্ডল নৌকা
    খুলনা-২ (100) নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ
    খুলনা-৩ (101) বেগম মন্নুজান সুফিয়ান নৌকা
    খুলনা-৪ (102) মোল্যা জালাল উদ্দিন নৌকা
    খুলনা-৫ (103) নারায়ন চন্দ্র চন্দ নৌকা
    খুলনা-৬ (104) মোঃ সোহরাব আলী সানা নৌকা
    সাতক্ষীরা-১ (105) শেখ মুজিবুর রহমান নৌকা
    সাতক্ষীরা-২ (106) এম. এ. জব্বার লাঙ্গল
    সাতক্ষীরা-৩ (107) আ.ফ.ম রুহুল হক নৌকা
    সাতক্ষীরা-৪ (108) এইচ. এম গোলাম রেজা লাঙ্গল
    বরগুনা-১ (109) ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ নৌকা
    বরগুনা-২ (110) গোলাম সবুর নৌকা
    পটুয়াখালী-১ (111) মোঃ শাহজাহান মিয়া নৌকা
    পটুয়াখালী-২ (112) আ. স. ম. ফিরোজ নৌকা
    পটুয়াখালী-৩ (113) মোঃ গোলাম মাওলা রনি নৌকা
    পটুয়াখালী-৪ (114) মোঃ মাহাবুবুর রহমান নৌকা
    ভোলা-১ (115) আন্দালিভ রহমান গরুর গাড়ী
    ভোলা-২ (116) তোফায়েল আহমেদ নৌকা
    ভোলা-৩ (117) মো: জসিম উদ্দিন নৌকা
    ভোলা-৪ (118) আবদুল্লাহ আল ইসলাম নৌকা
    বরিশাল-১ (119) তালুকদার মোঃ ইউনুস নৌকা
    বরিশাল-২ (120) মোঃ মনিরুল ইসলাম নৌকা
    বরিশাল-৩ (121) গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল
    বরিশাল-৪ (122) মোঃ মেজবাউদ্দীন ফরহাদ ধানের শীষ
    বরিশাল-৫ (123) মোঃ মজিবর রহমান সরওয়ার ধানের শীষ
    বরিশাল-৬ (124) এ বি এম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল
    ঝালকাঠি-১ (125) বজলুল হক হারুন নৌকা
    ঝালকাঠি-২ (126) আমির হোসেন আমু নৌকা
    পিরোজপুর-১ (127) এ. কে. এম. এ. আউয়াল (সাইদুর রহমান) নৌকা
    পিরোজপুর-২ (128) মো: শাহা আলম নৌকা
    পিরোজপুর-৩ (129) মোঃ আনোয়ার হোসেন নৌকা
    টাংগাইল-১ (130) মোঃ আব্দুর রাজ্জাক নৌকা
    টাংগাইল-২ (131) খন্দকার আসাদুজ্জামান নৌকা
    টাংগাইল-৩ (132) মতিউর রহমান নৌকা
    টাংগাইল-৪ (133) আবদুল লতিফ সিদ্দিকী নৌকা
    টাংগাইল-৫ (134) মোঃ আবুল কাশেম লাঙ্গল
    টাংগাইল-৬ (135) খন্দকার আব্দুল বাতেন লাঙ্গল
    টাংগাইল-৭ (136) মোঃ একাব্বর হোসেন নৌকা
    টাংগাইল-৮ (137) শওকত মোমেন শাহজাহান নৌকা
    জামালপুর-১ (138) আবুল কালাম আজাদ নৌকা
    জামালপুর-২ (139) মোঃ ফরিদুল হক খান নৌকা
    জামালপুর-৩ (140) র্মিজা আজম নৌকা
    জামালপুর-৪ (141) মোঃ মুরাদ হাসান নৌকা
    জামালপুর-৫ (142) মোঃ রেজাউল করিম হীরা নৌকা
    শেরপুর-১ (143) মো:আতিয়ার রহমান আতিক নৌকা
    শেরপুর-২ (144) মতিয়া চৌধুরী নৌকা
    শেরপুর-৩ (145) এ. কে. এম ফজলুল হক নৌকা
    ময়মনসিংহ-১ (146) প্রমোদ মানকিন নৌকা
    ময়মনসিংহ-২ (147) হায়তোর রহমান খান নৌকা
    ময়মনসিংহ-৩ (148) মজিবুর রহমান ফকির নৌকা
    ময়মনসিংহ-৪ (149) মো: মতিউর রহমান নৌকা
    ময়মনসিংহ-৫ (150) কে এম খালিদ নৌকা
    ময়মনসিংহ-৬ (151) মো: মোসলেম উদ্দিন নৌকা
    ময়মনসিংহ-৭ (152) রেজা আলী নৌকা
    ময়মনসিংহ-৮ (153) মো: আব্দুছ ছাত্তার নৌকা
    ময়মনসিংহ-৯ (154) মেজর জেনারেল আব্দুস সালাম নৌকা
    ময়মনসিংহ-১০ (155) গিয়াস উদ্দিন আহমেদ নৌকা
    ময়মনসিংহ-১১ (156) মোহাম্মদ আমানউল্লাহ নৌকা
    নেত্রকোণা-১ (157) মোশতাক আহমেদ রুহী নৌকা
    নেত্রকোণা-২ (158) মো: আশরাফ আলী খান খসরু নৌকা
    নেত্রকোণা-৩ (159) মঞ্জুর কাদের কোরাইশী নৌকা
    নেত্রকোণা-৪ (160) রেবেকা মমিন নৌকা
    নেত্রকোণা-৫ (161) ওয়ারেসাত হোসেন বেলাল নৌকা
    কিশোরগঞ্জ-১ (162) সৈয়দ আশরাফুল ইসলাম নৌকা
    কিশোরগঞ্জ-২ (163) আলহাজ্ব অধ্যাপক ডাঃ এম এ মান্নান নৌকা
    কিশোরগঞ্জ-৩ (164) মোঃ মুজিবুল হক লাঙ্গল
    কিশোরগঞ্জ-৪ (165) মোঃ আব্দুল হামিদ এডভোকেট নৌকা
    কিশোরগঞ্জ-৫ (166) মোঃ আফজাল হোসেন নৌকা
    কিশোরগঞ্জ-৬ (167) মোঃ জিল্লুর রহমান নৌকা
    মানিকগঞ্জ-১ (168) এ বি এম আনোয়ারুল হক নৌকা
    মানিকগঞ্জ-২ (169) এস. এম. আব্দুল মান্নান লাঙ্গল
    মানিকগঞ্জ-৩ (170) জাহিদ মালেক নৌকা
    মুন্সীগঞ্জ-১ (171) সুকুমার রঞ্জন ঘোষ নৌকা
    মুন্সীগঞ্জ-২ (172) সাগুফতা ইয়াসমিন নৌকা
    মুন্সীগঞ্জ-৩ (173) এম ইদ্রিস আলী নৌকা
    ঢাকা-১ (174) আব্দুল মান্নান খান নৌকা
    ঢাকা-২ (175) মোঃ কামরুল ইসলাম নৌকা
    ঢাকা-৩ (176) নসরুল হামিদ নৌকা
    ঢাকা-৪ (177) সানজিদা খানম নৌকা
    ঢাকা-৫ (178) হাবিবুর রহমান মোল্লা নৌকা
    ঢাকা-৬ (179) মিজানুর রহমান খান নৌকা
    ঢাকা-৭ (180) মোস্তফা জালাল মহিউদ্দিন নৌকা
    ঢাকা-৮ (181) রাশেদ খান মেনন হাতুড়ী
    ঢাকা-৯ (182) সাবের হোসেন চৌধুরী নৌকা
    ঢাকা-১০ (183) এ. কে. এম রহমতুল্লাহ নৌকা
    ঢাকা-১১ (184) আসাদুজ্জামান খাঁন নৌকা
    ঢাকা-১২ (185) শেখ ফজল নূর তাপস নৌকা
    ঢাকা-১৩ (186) জাহাঙ্গীর কবীর নানক নৌকা
    ঢাকা-১৪ (187) মোঃ আসলামুল হক নৌকা
    ঢাকা-১৫ (188) কামাল আহমেদ মজুমদার নৌকা
    ঢাকা-১৬ (189) মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ নৌকা
    ঢাকা-১৭ (190) হুসেইন মুহম্মদ এরশাদ লাঙ্গল
    ঢাকা-১৮ (191) সাহারা খাতুন নৌকা
    ঢাকা-১৯ (192) তালুকদার মোঃ তৌহিদ জং (মুরাদ) নৌকা
    ঢাকা-২০ (193) বেনজীর আহমদ নৌকা
    গাজীপুর-১ (194) আ. ক. ম. মোজাম্মেল হক নৌকা
    গাজীপুর-২ (195) মোঃ জাহিদ আহসান রাসেল নৌকা
    গাজীপুর-৩ (196) আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলী নৌকা
    গাজীপুর-৪ (197) তানজিম আহমদ নৌকা
    গাজীপুর-৫ (198) মেহের আফরোজ নৌকা
    নরসিংদী-১ (199) মোহাম্মদ নজরুল ইসলাম নৌকা
    নরসিংদী-২ (200) আনোয়ারুল আশরাফ খান নৌকা
    নরসিংদী-৩ (201) জহিরুল হক ভূঞা মোহন নৌকা
    নরসিংদী-৪ (202) নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নৌকা
    নরসিংদী-৫ (203) রাজি উদ্দিন আহমেদ নৌকা
    নারায়নগঞ্জ-১ (204) গোলাম দস্তগীর গাজী নৌকা
    নারায়নগঞ্জ-২ (205) মো: নজরুল ইসলাম নৌকা
    নারায়নগঞ্জ-৩ (206) আবদুল্লাহ-আল-কায়সার নৌকা
    নারায়নগঞ্জ-৪ (207) সারাহ্ বেগম কবরী নৌকা
    নারায়নগঞ্জ-৫ (208) নাসিম ওসমান লাঙ্গল
    রাজবাড়ী-১ (209) কাজী কেরামত আলী নৌকা
    রাজবাড়ী-২ (210) মোঃ জিল্লুল হাকিম নৌকা
    ফরিদপুর-১ (211) মোঃ আব্দুর রহমান নৌকা
    ফরিদপুর-২ (212) সৈয়দা সাজেদা চৌধুরী নৌকা
    ফরিদপুর-৩ (213) খন্দকার মোশাররফ হোসেন নৌকা
    ফরিদপুর-৪ (214) নিলুফার জাফর উল্লাহ নৌকা
    গোপালগঞ্জ-১ (215) মুহাম্মদ ফারুক খান নৌকা
    গোপালগঞ্জ-২ (216) শেখ ফজলুল করিম সেলিম নৌকা
    গোপালগঞ্জ-৩ (217) শেখ হাসিনা নৌকা
    মাদারীপুর-১ (218) নূর-ই-আলম চৌধুরী নৌকা
    মাদারীপুর-২ (219) শাজাহান খান নৌকা
    মাদারীপুর-৩ (220) সৈয়দ আবুল হোসেন নৌকা
    শরীয়তপুর-১ (221) বি. এম. মোজাম্মেল হক নৌকা
    শরীয়তপুর-২ (222) শওকত আলী নৌকা
    শরীয়তপুর-৩ (223) মোঃ আব্দুর রাজ্জাক নৌকা
    সুনামগঞ্জ-১ (224) মোয়াজ্জেম হোসেন রতন নৌকা
    সুনামগঞ্জ-২ (225) সুরঞ্জিত সেন গুপ্ত নৌকা
    সুনামগঞ্জ-৩ (226) এম এ মান্নান নৌকা
    সুনামগঞ্জ-৪ (227) বেগম মমতাজ ইকবাল লাঙ্গল
    সুনামগঞ্জ-৫ (228) মুহিবুর রহমান মানিক নৌকা
    সিলেট-১ (229) আবুল মাল আব্দুল মুহিত নৌকা
    সিলেট-২ (230) শফিকুর রহমান চৌধুরী নৌকা
    সিলেট-৩ (231) মাহমুদ উস সামাদ চৌধুরী নৌকা
    সিলেট-৪ (232) ইমরান আহমদ নৌকা
    সিলেট-৫ (233) হাফিজ আহমদ মজুমদার নৌকা
    সিলেট-৬ (234) নুরুল ইসলাম নাহিদ নৌকা
    মৌলভীবাজার-১ (235) মো: শাহাব উদ্দিন নৌকা
    মৌলভীবাজার-২ (236) নওয়াব আলী আব্বাছ খান লাঙ্গল
    মৌলভীবাজার-৩ (237) সৈয়দ মহসিন আলী নৌকা
    মৌলভীবাজার-৪ (238) মো: আব্দুস শহীদ নৌকা
    হবিগঞ্জ-১ (239) দেওয়ান ফরিদ গাজী নৌকা
    হবিগঞ্জ-২ (240) মোঃ আব্দুল মজিদ খান নৌকা
    হবিগঞ্জ-৩ (241) মো: আবু জাহির নৌকা
    হবিগঞ্জ-৪ (242) এনামুল হক নৌকা
    ব্রাহ্মণবাড়িয়া-১ (243) মোহাম্মদ ছায়েদুল হক নৌকা
    ব্রাহ্মণবাড়িয়া-২ (244) এড: মোঃ জিয়াউল হক মৃধা লাঙ্গল
    ব্রাহ্মণবাড়িয়া-৩ (245) লুৎফুল হাই নৌকা
    ব্রাহ্মণবাড়িয়া-৪ (246) মোহাম্মদ শাহ আলম নৌকা
    ব্রাহ্মণবাড়িয়া-৫ (247) শাহ জিকরুল আহমেদ মশাল
    ব্রাহ্মণবাড়িয়া-৬ (248) এ বি তাজুল ইসলাম নৌকা
    কুমিল্লা-১ (249) মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া নৌকা
    কুমিল্লা-২ (250) এম. কে আনোয়ার ধানের শীষ
    কুমিল্লা-৩ (251) কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ধানের শীষ
    কুমিল্লা-৪ (252) এ বি এম গোলাম মোস্তফা নৌকা
    কুমিল্লা-৫ (253) আবদুল মতিন খসরু নৌকা
    কুমিল্লা-৬ (254) আ ক ম বাহাউদ্দীন নৌকা
    কুমিল্লা-৭ (255) অধ্যাপক মো: আলী আশরাফ নৌকা
    কুমিল্লা-৮ (256) নাছিমুল আলম চোধুরী নৌকা
    কুমিল্লা-৯ (257) মো: তাজুল ইসলাম নৌকা
    কুমিল্লা-১০ (258) আ হ ম মুস্তফা কামাল নৌকা
    কুমিল্লা-১১ (259) মো: মুজিবুল হক নৌকা
    চাঁদপুর-১ (260) ড. মহীউদ্দিন খান আলমগীর নৌকা
    চাঁদপুর-২ (261) মোঃ রফিকুল ইসলাম নৌকা
    চাঁদপুর-৩ (262) ডাঃ দীপু মনি নৌকা
    চাঁদপুর-৪ (263) মোঃ হারুনুর রশিদ ধানের শীষ
    চাঁদপুর-৫ (264) মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ফুলের মালা
    ফেণী-১ (265) বেগম খালেদা জিয়া ধানের শীষ
    ফেণী-২ (266) জয়নাল আবদিন ধানের শীষ
    ফেণী-৩ (267) মুহাম্মদ মোশাররফ হোসেন ধানের শীষ
    নোয়াখালী-১ (268)
    নোয়াখালী-২ (269) জয়নুল আবদিন ফারুক ধানের শীষ
    নোয়াখালী-৩ (270)
    নোয়াখালী-৪ (271) মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নৌকা
    নোয়াখালী-৫ (272) মো: ওবায়দুল কাদের নৌকা
    নোয়াখালী-৬ (273) মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র
    লক্ষ্মীপুর-১ (274) নাজিম উদ্দিন আহমেদ ধানের শীষ
    লক্ষ্মীপুর-২ (275) মো: আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ
    লক্ষ্মীপুর-৩ (276) মো: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ছাতা
    লক্ষ্মীপুর-৪ (277) এ.বি.এম আশরাফ উদ্দিন ( নিজান) ধানের শীষ
    চট্টগ্রাম-১ (278) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নৌকা
    চট্টগ্রাম-২ (279) সালাউদ্দীন কাদের চৌধুরী ধানের শীষ
    চট্টগ্রাম-৩ (280) এ বি এম আবুল কাসেম নৌকা
    চট্টগ্রাম-৪ (281) আনিসুল ইসলাম মাহমুদ লাঙ্গল
    চট্টগ্রাম-৫ (282) এ বি এম ফজলে করিম চৌধুরী নৌকা
    চট্টগ্রাম-৬ (283) মোহাম্মদ হাছান মাহমুদ নৌকা
    চট্টগ্রাম-৭ (284) মইনউদ্দীন খান বাদল মশাল
    চট্টগ্রাম-৮ (285) নুরুল ইসলাম বিএসসি নৌকা
    চট্টগ্রাম-৯ (286) মোঃ আফছারুল আমীন নৌকা
    চট্টগ্রাম-১০ (287) এম আবদুল লতিফ নৌকা
    চট্টগ্রাম-১১ (288) সামশুল হক চৌধুরী নৌকা
    চট্টগ্রাম-১২ (289) আখতারুজ্জামান চৌধুরী নৌকা
    চট্টগ্রাম-১৩ (290) ডক্টর অলি আহমদ বীর বিক্রম ছাতা
    চট্টগ্রাম-১৪ (291) আ.ন.ম শামশুল ইসলাম দাঁড়িপাল্লা
    চট্টগ্রাম-১৫ (292) জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষ
    চট্টগ্রাম-১৬ (293)
    কক্সবাজার-১ (294) হাসিনা আহমেদ ধানের শীষ
    কক্সবাজার-২ (295) এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা
    কক্সবাজার-৩ (296) লু্ৎফুর রহমান ধানের শীষ
    কক্সবাজার-৪ (297) আবদুর রহমান বদি নৌকা
    পার্বত্য খাগড়াছড়ি (298) যতীন্দ্র লাল ত্রিপুরা নৌকা
    পার্বত্য রাংগামাটি (299)
    পার্বত্য বান্দরবান (300)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  21. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বিডিনিউজের এই খবরটিতে বেশ কিছু তথ্য আছে যেটা এবারের ভোটের ফল বুঝতে সাহায্য করবে। তাই এটি এখানে পেস্ট করে দিলাম।

    আ'লীগের ভোট বেড়েছে ৮ শতাংশ; বিএনপিরও কমেছে একই

    মঈনুল হক চৌধুরী
    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক

    ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ৪৮ শতাংশ ভোট পেয়েছে আওয়ামী লীগ। ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৩২ শতাংশ ভোট। আর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এবার মোট ভোট পড়েছে ৮৭ শতাংশ।

    ২০০১ সালের সংসদ নির্বাচনের তুলনায় আওয়ামী লীগের ভোট এবার ৮ শতাংশ বেড়েছে। অপরদিকে বিএনপির কমেছে একই পরিমাণ।

    অষ্টম সংসদ নির্বাচনে ৭৫ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছিল। অর্থাৎ এবার প্রদত্ত ভোটের পরিমাণ বেড়েছে ১১ দশমিক ৪১ শতাংশ।

    নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ২৯৯ আসনে মোট ভোটার ছিল ৮ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০৬ জন। এর মধ্যে ভোট দিয়েছে ৭ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৪৪৯ জন; অর্থাৎ ৮৭ দশমিক ১৭ শতাংশ ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে বাতিল হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৮৪ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ২৬৫টি।

    প্রার্থী নুরুল ইসলামের মৃত্যুর কারণে নোয়াখালী-১ আসনে নির্বাচন গত ২৯ ডিসেম্বর হয়নি। এ আসনে নির্বাচন হবে আগামী ১২ জানুয়ারি।

    এবার আওয়ামী লীগের ভোট বেড়েছে প্রায় ৮ শতাংশ। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৪০ দশমিক ২১ শতাংশ ভোট পায়। এর বিপরীতে বিএনপির ভোট কমেছে ৮ শতাংশের কিছু বেশি। ২০০১ এর নির্বাচনে বিএনপি পায় ৪০ দশমিক ৮৬ শতাংশ ভোট।

    এবার ৪৮ শতাংশ ভোট নিয়ে আওয়ামী লীগ পেয়েছে ২৩০টি আসন। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৯১০টি। তবে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মিত্র কয়েকটি দলও নির্বাচনে অংশ নেয়।

    ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০ দশমিক ৮ এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদে ৩৭ দশমিক ৪৪ শতাংশ ভোট পায়। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে দলটি পায় ৭৩ দশমিক ২ শতাংশ ভোট।

    এবার ৩২ শতাংশ ভোট নিয়ে বিএনপি পেয়েছে ২৯টি আসন। তারা ভোট পেয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ২৬৪টি। বিএনপিরও কয়েকটি মিত্র দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়।

    বিএনপি পঞ্চম সংসদে ৩০ দশমিক ৮১ এবং সপ্তম সংসদে ৩৩ দশমিক ৬০ শতাংশ ভোট পায়। ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপি ৪১ দশমিক ১৬ শতাংশ ভোট পায়।

    নবম সংসদ নির্বাচনে এইচএম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি পেয়েছে ৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৪ শতাংশ ভোট। লাঙল প্রতীকে জাতীয় পার্টি ভোট পেয়েছে ৪৯ লাখ ৫ হাজার ৪১৭টি; আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত পেয়েছে ৩২ লাখ ৯ হাজার ২২ ভোট।

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৪৭ জন পেয়েছেন প্রদত্ত ভোটের প্রায় ৩ শতাংশ। অন্য দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন ১ দশমিক ৫ শতাংশ, জাসদ (জেএসডি) দশমিক ৭৪, এলডিপি দশমিক ৩৮, বিজেপি দশমিক ২৭, জমিয়তে উলামায়ে ইসলাম দশমিক ২৬, বিকল্পধারা দশমিক ২৫, জাকের পার্টি দশমিক ২১, ইসলামী ঐক্যজোট দশমিক ১৬, জাগপা ও কৃষক-শ্রমিক জনতা লীগ দশমিক ১৫, গণফোরাম দশমিক ১০, বাসদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দশমিক ০৬ শতাংশ ভোট পেয়েছে।

    এবার সবচেয়ে বেশি ভোট পড়েছে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে, ৯৫ দশমিক ৪৩ শতাংশ। সবচেয়ে কম পড়েছে ঢাকা-১১ (তেজগাঁও) আসনে, ৭২ দশমিক ৪২ শতাংশ।

    ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত আটটি সংসদ নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল যথাক্রমে (প্রথম থেকে অষ্টম)- ৫৪ দশমিক ৯ শতাংশ; ৫০ দশমিক ৯৪ শতাংশ; ৬০ দশমিক ৩১ শতাংশ; ৫৪ দশমিক ৯৩ শতাংশ; ৫৫ দশমিক ৪৫ শতাংশ; ২৬ দশমিক ৭৪ শতাংশ; ৭৫ দশমিক ৬০ শতাংশ; ৭৫ দশমিক ৫৯ শতাংশ।

    প্রথম বার প্রবর্তিত হলেও নবম সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের প্রতিটিতেই 'না' ভোট পড়েছে। এর মোট সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৬২৫টি। 'না' ভোটের হার প্রদত্ত ভোটের দশমিক ৪৬ শতাংশ।

    সবচেয়ে বেশি 'না' ভোট পড়েছে পার্বত্য রাঙামাটি আসনে, ৩২ হাজার ৬৭টি। সবচেয়ে কম পড়েছে নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনে, ৭০টি।

    বিবি


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।