পূর্ববর্তী পোস্ট – লাইভ ব্লগিং: ৯ম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮
এই পোস্টের মন্তব্যগুলোর পর থেকে এখানে মন্তব্য করুন। আগের পৃষ্ঠাটি অনেক বড় হয়ে যাওয়ায় এটা শুরু করা হয়েছে।
১৮৭ টি মন্তব্য : “লাইভ ব্লগিং: জাতীয় সংসদ নির্বাচন ২০০৮”
মন্তব্য করুন
পূর্ববর্তী পোস্ট – লাইভ ব্লগিং: ৯ম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮
এই পোস্টের মন্তব্যগুলোর পর থেকে এখানে মন্তব্য করুন। আগের পৃষ্ঠাটি অনেক বড় হয়ে যাওয়ায় এটা শুরু করা হয়েছে।
১ম :frontroll:
সম্ভাব্য ২য় মন্তব্য: এখন পর্যন্ত তো মহাজোটের দিকেই সুবাতাস বইছে। বিএনপির বান্ধা আসন কুমিল্লা ১ এও মহাজোট এগিয়ে আছে।
এবারো সবার আগে অফিসিয়ালি জিতার স্বাদ শেখ হাসিনা পাবে বলে মনে হয়। গোপাল্গঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) আসনে উনি আগাইয়া আছেন
৩৫৫০০ ভোটে পাইছে এখন পর্যন্ত। নিকটতম প্রতিদ্বন্দী চারদলের জিলানী পেয়েছেন ৭৮২ ভোট।
ওই ব্যাটার এইবারো জামানোত চলে যাবে মনে হয়। গতবার দেড়লাখ ভোটে হারছিলো।
ক্যান যে এইসব আসনে মানুষ নৌকার বিপক্ষে দাঁড়ায় !! x-(
জিলানীর জন্য সমবেদনা। 🙁
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
জ্বিলানি সাহেবের জন্য একটা কবিতা লিখছি...
চল, চল, চল...
জ্বিলানির সাহস বস...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপডেট
গোপাল্গঞ্জ-৩ (টুঙ্গিপাড়া)
৩২টি কেন্দ্রে
শেখ হাসিনা (মহাজোট)- ৪৫৩৬২ ভোট
জিলানী- (চারদল)- ১১৪২ ভোট 🙁 🙁
আপডেট
গোপাল্গঞ্জ-৩ (টুঙ্গিপাড়া)
৬২টি কেন্দ্রে
শেখ হাসিনা (মহাজোট)-৭৮,৬৩৯ ভোট
জিলানী- (চারদল)- ২,৩৬১ ভোট :)) :)) :))
জ্বিলানি সাবরে এত জন পছন করে??? :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
টুঙ্গিপাড়া বা গোপালগ্ঙ্জ এ ধানের শীষ করতে বলস লাগে।
একটা লিংক দিতেছি, নিউ এজ এর একটা ইন্টার অ্যাকটিভ ম্যাপ আছে, সেইটা দেখেন।
সিলেট ১ আসন মনে হয় হাত ছাড়া হবার পথে।
সাইফুর রহমান সাহেবের ডান্ডি ফটাশ হইয়া যাবে মনে হয়।
এইবার মিথ টা টিকলেই হয়
সংসারে প্রবল বৈরাগ্য!
লাইভ খবোর্দেক্তে এইখানেই আসতে হইতেছে। বাসার্টিভিতে হিন্দি স্রিয়াল চল্তাছে। :(( :(( :((
আমার আসন ঢাকার-৮ এর আপডেট দেখলাম মাত্র
৬টি কেন্দ্রের ফলাফলঃ
রাশেদ খান মেনন-৪৫৬৩ ভোট
হাবিবুন্নবী সোহেল -২৬৭৪ ভোট
ভাইয়া পিলিজ কে কোন দল সাথে দিয়েন। এইখানে বুঝতে পারছি কিন্তু অনেক জায়গায় বুঝিনা কে কোন দল।
পরিস্থিতি দেখে মনে হচ্ছে মহাজোট ২০০ আসন তো হবেই দুই-তৃতীয়াংশ না হয়ে যায়। সেটা হলে খারাপ হবে। মাথা ঠিক থাকবে না। জামাতের খবর এখন পর্যন্ত দেখছি না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কথা ঠিক, বেশি হইলে মাথা আউলায় যাইব এইগুলার
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বরিশালে সব আসনে মহাজোট এগিয়ে। আমাদের গ্রামের এলাকা ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনে জাপা টার্নড বিএনপি প্রার্থী গত ২০ বছর দখল কইরা রাখছিল। এইবার জাসদের হাতে যাইতাছে। নিজামী ২০ হাজার ভোটে পিছিয়ে আছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আয় হায়
লাবলু ভাই বাওনবাইরার পোলা!! 😀
কঙ্কি!! 😀
আমার দাদার বাড়ি আখাউড়া। ব্রাক্ষণবাড়িয়া-৪।
মামা-কাকারা ফোন কইরা কইলো ওইক্ষানেও মহাজোটের শাহ আলম সাহেব আগাইয়া। :thumbup:
বরিশালে এবার ব্যাপক পরিবর্তন হতে চলেছে মনে হয়, আমি আমার জন্মের পর থেকে কোন নির্বাচনেই আ,লী কে ভাল করতে দেখি নি.. এবার সিটি কর্পোরেশনের নির্বাচনে যে খেল দেখা গেল, মনে হয় সংসদ নির্বাচনেও কিছু একটা হয়ে যাবে...সরোয়ার মিয়া ধরা খেয়ে যাবেন মনে হচ্ছে।
10 no e adda ditasi, ar eikane update dektasi.
এটিএন বাংলার খবর টা ভাল গোছানো না। আংশিক রেজাল্টে কোন দল কত আসনে এগিয়ে আছে কেউ জানাতে পারবে>
তপু, এই হিসাব এখনো নয়। ৫০% আসনের ফল না এলে এরকম হিসাব ভুল হতে পারে। তাই অপেক্ষা করেত হবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া সহ্য হচ্ছে না অপেক্ষা। খুব টেনশিত আছি
এইমাত্র বিটিভিতে কয়েক আসনের কিছু ফলাফল পেলাম:
কুড়িগ্রাম ২ - যথারীতি এরশাদ এগিয়ে আছেন
গোপালগঞ্জ ৩ ও বাগেরহাট ১ - শেখ হাসিনা অনেক এগিয়ে আছেন
মানিকগঞ্জ ৩ - নৌকা এগিয়ে আছে
অধিকাংশ কেন্দ্রেই নৌকা এগিয়ে আছে দেখা যাচ্ছে। ধানের শীষ কেবলই পিছিয়ে যাচ্ছে। তবে না ভোটের ভরাডুবি হয়েছে। কোন কেন্দ্রেই না ভোট এখন পর্যন্ত ২০০ ক্রস করতে পারেনি। না ভোট পড়েছে বেশ কম।
কিছুক্ষণ আগে ১৭৫০০+ না ভোট পাইছি।সম্ভবত,বান্দরবানের কুন ১ টা আসনে
রাঙ্গামাতি-২ আসনে মনে হয় না ভোট সবচেয়ে বেশি পরছে।
আংশিক ফলাফল আসছে
আগ্রহীরা এই সাইটটি দেখতে পারেন
সংসারে প্রবল বৈরাগ্য!
সাইটটা চরম, পছন্দ হইছে।
যশোর ৬ - ২টি কেন্দ্রে: নৌকা ৬০০ র মতো ভোটে এগিয়ে
গাইবান্ধা ৩ - ১০টি কেন্দ্রে: দাঁড়িপাল্লাকে ৮০০০ ভোটে পেছনে ফেলেছে লাঙ্গল
চুয়াডাঙ্গা ২ - ৪টি কেন্দ্রে: দাঁড়িপাল্লাকে ১০০০ ভোটে পেছনে ফেলেছে নৌকা
যশোর ৩ - ২টি কেন্দ্রে: নৌকা এগিয়ে
চুয়াডাঙ্গা ১ - ৬টি: নৌকা এগিয়ে প্রায় ২০০০ ভোটে
ঠাকুরগাঁও ৩ - ৯টি: জাতীয় পার্টি এগিয়ে, ধানের শীষ থেকে ৩০০০ ভোটে এগিয়ে
সিলেট -১ (১৭টি কেন্দ্রে)
আবুল মাল মুহিত (মহাজোট) -১৭৬৫২
সাইফুর রহমান (চারদল)- ১১২৫৮
সাবেক অর্থমন্ত্রী পিছিয়ে যাচ্ছেন ক্রমশ।
Mirpurer (d 14) te khalek bisal bash khaise. Al er aslam egiye ase birat vote.
Ekta kendre, 6 no e 1500 vote kom paise khalek.
ধন্যবাদ মুহম্মদ তোমাকে অনেকদিন ধরেই একখান ধন্যবাদ দিব দিব ভাবতেছিলাম। একটা কোক পাওনা রইল আমার পক্ষ থেকে।
আমি কোক্ষাপো.. 🙁
পাবনা-১ (সাঁথিয়া- বেড়ার একাংশ) আসনে ৫টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের মধ্যে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী পাঁচ হাজার ৯৮৫ ভোট ও তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক টুকু পাঁচ হাজার ৪৯৪ ভোট পেয়েছেন।
এ আসনে মাওলানা নিজামী ৪৯১ ভোটে এগিয়ে আছেন
বগুড়া-৭ (গাবতলী ও সদরের ৩টি ইউপি) আসনে গাবতলী উপজেলার মীরপুর ভোটকেন্দ্রে এক হজার ৯৮৪টি ভোটের মধ্যে চারদলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেয়েছেন এক হাজার ৭০১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোট মনোনীত জাতীয় পার্টির আলতাফ আলী পেয়েছেন দুইশ’ ৫৪ ভোট। এ আসনে খালেদা জিয়া এক হাজার ৪৪৭ ভোটে এগিয়ে আছেন।
পাবনায় ৩৩ কেন্দ্রে মহাজোটের টুকু ৫৫,৫৪৯ আর জামাতের নিজামী ৩৩,১৯২ ভোট। :salute: পাবনাবাসী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ফলাফল ঘোষণায় এবিসি অনেক এগিয়ে আছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
টিভি বাদ দিয়া রেডিও এবিসি লাগাইছি।
বাকি সবাই পিছাইয়া আছে।
এবিসি :hatsoff:
কথা বান্ধবী পম্পা আপুরে সাইফুল নামে এক শ্রোতা আই লাভিউ কইছে মাত্র। 😉 😉 😉 😉
😮 😮 😮
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
রেডিও এবিসি ওয়েবকাস্ট করে না? 😕
এখনো নয়। শিগগরিই করবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অপেক্ষায় রইলাম। লাবলু ভাই, আপনাদের ওয়েব সাইটটা আন্ডার কনস্ট্রাকশন মনে হইলো।
@ কামরুল, ওইডা কি তুমার ছদ্মনাম? =(( =(( =((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি ও শুনছি 😀
😮
বাংলার মানুষকে :salute: এবিসি কে :salute: লাবলু ভাইকে :salute: সিসিবি কে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
দিনাজপুরে তো মনে হয় জামাত আগায় গেছে, ও লাবলু ভাই আপডেট কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিডিনিউজ২৪.কম এর আপডেট :
প্রাথমিক ফলাফলে আ. লীগ এগিয়ে
ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ভোট গণনা শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সর্বশেষ বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের ১২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৫০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী চার দলের এম এ জিলানী পেয়েছেন ৬২৩ ভোট।
শেরপুর-২ এর দুইটি কেন্দ্রে মতিয়া চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৬৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী পেয়েছেন ৪ হাজার ১১৬ ভোট।
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব আসনে আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম ১৩ হাজার ৯'শ ৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫'শ ভোট।
২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছিল ২১০ টি আসন এবং আওয়ামী লীগ ৬২টি আসন।
এর ২০০৭ সালের ২২ জানুয়ারী পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে তা বাতিল হয়।
ওই বছরের ১১ জানুয়ারী জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সময় নিয়ে ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। চারদলীয় জোটের দাবির মুখে চার দফা তফসিল পিছিয়ে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর সোমবার সারাদেশে একটি ছাড়া সব কয়টি (২৯৯)আসনে ভোটাভুটি পরিচালনা করে।
সংসারে প্রবল বৈরাগ্য!
মির্জা আজম না জিতলেই খুশি হইতাম, ব্যাটা লোক সুবিধার না, অর বোন জামাই শায়েখ আঃ রহমান
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:-/ :no:
কুমিল্লার সাবেক বিএনপি সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তার
সংসারে প্রবল বৈরাগ্য!
সুনামগঞ্জ ২ - ধানের শীষ এগিয়ে
নেত্রকোনা ২ - ধানের শীষ এগিয়ে
পঞ্চগড় ২ - নৌকা এগিয়ে
এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে যে, মহাজোটের বিপুল বিজয় হবে। চার দলীয় জোট বোধহয় গো হারাই হারতে যাচ্ছে।
রাউজান আসনে গিকাচৌধুরি (বিএনপি) এগিয়ে আছে মহাজোট প্রার্থীর চেয়ে
সংসারে প্রবল বৈরাগ্য!
এইমাত্র ব্রেকিং নিউজে ২টা আসনের পূর্ণাঙ্গ ফল দিলাম আমরা। বগুড়া-৩ এ বিজয়ী চারদল আর দিনাজপুর-১ আসনে মহাজোট। এখানেও আমরাই প্রথম।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:clap: :clap: :clap: :clap: :clap: :clap:
আমিও শুনলাম।
এবিসি কে :thumbup: লাবলু ভাইকে :salute:
কিছু তো দেখি নেক টু নেক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিটাগাং-৮ এ শুনলাম বিএসসি (নৌকা) ধরাছোয়ার বাইরে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিবিসির খবর
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার সমস্যা একটাই। বিজয় আর ইউনিজয়। আমার নিউজটা তুমাদের আবার রিপ্রডিউস করতে হয়। এটা না হলে ব্লগে তুমাদের আরো দ্রুত আপডেট করতে পারতাম, এমনকি এবিসির আগেও।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
যতগুলো ব্লগ সাইট (এমনকি নিউজ সাইটও) লাইভ আপডেট করে যাচ্ছে তাদের মধ্যে লাবলু ভাইয়ের সৌজন্যে আমরাই এগিয়ে !!!
গর্বে বুকটা ভরে যাচ্ছে, লাবলু ভাইকে :salute: লক্ষটা দিলেও কম হয়ে যাবে।
সংসারে প্রবল বৈরাগ্য!
কুড়িগ্রাম ৪ থেকেঃ
লাঙ্গলঃ ১০৪৯১
নৌকাঃ ৩৩৯২
দাড়িপাল্লাঃ ৩৭৮২
১০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল।
রাজাকারেরা ডুবলেই হইল আপাতত। ওয়ান প্রব্লেম এট এ টাইম।
পালের গোদাটা তো (নিজামী) গেছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আলহামদুলিল্লাহ।
😀 😀 😀
Life is Mad.
শুনলাম সাঈদিও নাকি হারছে।
রংপুর৬ আসনে হাসিনা জয়ী । পেয়েছেন ১,৭২,০৪৪ ভোট আর নিকটতম বিএনপির নুর মোহাম্মদ ৩৮৪৪০ ভোট।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এইটা আমার নিজের এলাকা, ১০/১৫ বছর পর আমি খাড়ামু
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমরা লাবলু ভাইয়ের সৌজন্যে সবার আগেই আসনে চূড়ান্ত বিজয়ীর নাম পেয়ে যাচ্ছি। এখন মেইন পোস্টে সেটা আপডেট করা যায়। সচলায়তনের উইড্জেট টা আসনের হিসাবে আসতে আরো দেরি হবে মনে হয়। সেটি রেখেও তার আগে পোস্টের সাথে আসনের ফলাফল যোগ করে দেয়া যায়। লাবলু ভাইয়ের আপডেটের সাথে সাথে সেটি আপডেট করে দেয়া যেতে পারে। মুহাম্মদ, কি বলিস?
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার তো রেডিও নাই, আমি তো কিছুই শুনি না :((
নীলফামারি ২ আসনের সবগুলো কেন্দ্রের ফলাফলঃ মহাজোটের আসাদুজ্জামান নূর বিজয়ী
খুলনার ৬টি আসনের সবগুলোতে, নারায়নগঞ্জের ৫টি আসনের ৪টিতে মহাজোট নিশ্চিত (একমাত্র কবরী অনিশ্চিত)। রিটার্নিং কর্মকর্তা বললেই ঘোষণা দেব।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চালায়া যান লাভলু ভাই। এবিসি রেডিও শুনতে পারতেছি না দেখে খুব কষ্ট লাগতাছে। সব মিডিয়ার লিড দিতাছে আমাদের লাভলু ভাইয়ের এবিসি, ভাবতেই তো বুকের ছাতি দশ হাত হয়া যাইতাছে।
গোপাল্গঞ্জ ৩ এর বেসরকারী সবগুলো কেন্দ্রের সর্বশেষ ফলাফল মহাজোটের শেখ হাসিনা জয়ী
বগুড়া-২ চারদল, রাজশাহী-৩ ও খুলনা-৬-এ মহাজোট জয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
রেজাল্ট বক্স অনেক পিছাইয়া আছে
এখন পর্যন্ত মহাজোট -১৫ চারদল- ১
মূল পোস্টে যোগ করেদেনা কেউ ফাইনাল আসন হিসাব।
সংসারে প্রবল বৈরাগ্য!
চট্টগ্রাম-৭,৮,৯,১০ নৌকা এগিয়ে। হেভিওয়েট নোমান তো গন কেস মনে হয়। একই আবস্থা আমির খসরুর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সাকা চৌ মহাজোট প্রার্থী থেকে অনেক লিডে আগায়া আছে 🙁 x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
এই রাজাকার এতো ভোট পায় ক্যামনে?
ক্যাডেট তো হালায়, টেকনিক জানে। :grr: :grr: :grr:
কলংক, ক্যাডেট নামের কলংক।
এই শালা ক্যাডেট এইটা যানি বাইরের পোলাপাইন না জানে।ওরে এনডিসি বা ঢাকা কলেজ বইলা চালায় দেওন যায়না?সাকা ক্যাডেট জানতে পারলে বাইরের পোলাপাইন ইজ্জত মাইরা দিবো 🙁
এক পাল ভেড়ার মধ্যে দু'একটা নেকড়ে থাকলেও লোকে ওটাকে ভেড়ার পাল বলেই ডাকে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে জানুক জানুক...এক হারামীর লাইগা কেউ পচবোনা
সংসারে প্রবল বৈরাগ্য!
খেলা জমতাছে না ~x( । ও খালদা ও খালদা তুমি কুথায়। :dreamy:
সানা ভাই বরিশালের খবর কি একটু জানান 🙂 Plz Plz
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বেশিরভাগ মহাজোট এগিয়ে। ৪টায়।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লালমনিরহাট ৩ মহাজোট বিজয়ী
হ্যা লালমনিরহাটে জি এম কাদের, এরশাদের ভাই জয়ী। হাসিনা গোপালগঞ্জে ১,৫৮,৮৫৮ ভোট আর নিকটতম বিএনপির জিলানী ৪,৪২১ ভোট।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এটিএন এ বললো সিলেটের ১৯ টা আসনের মধ্যে ১৮ টাতেই আগিয়ে আছে মহাজোট।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রাজবাড়ী আর ফরিদপুরের খবরটা কেউ জানেন?????
সানা ভাইকে থ্যাঙ্কসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ময়মনসিংহ ৬ মহাজোট বিজয়ী
কুষ্টিয়া ২ মহাজোট বিজয়ী
সংসারে প্রবল বৈরাগ্য!
লালমনিরহাট-১ আসনে জামাত হারছে। জিতেছে মহাজোট। রংপুর-৫ এ আওয়ামী লীগ জয়ী, নিকটতম জাপা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বগল বাজানো খবর : পাবনা-১। মোট কেন্দ্র ১০৩, ফলাফল ৯৬টার। মহাজোট : ১,৩৯,০৭৩। আর নিজামী ১,১২,৩৫৩ ভোট। নিজামী শেষ। কাভার করতে পারবে না।
পাবনা-২ : মহাজোটের এ কে খন্দকার জয়ী।
পাবনার ৫টি আসনের সবগুলোতেই মহাজোট জিততে চলেছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মারে আল্লাহ রাখে কে? :guitar:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
জটিল :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
মুন্সীগঞ্জের ৩টাতেই মহাজোট জিততে চলেছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানা ভাই,
ঢাকার আসনগুলার খবর কী?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সর্বশেষ: লীগ-২১, দল-৪
আওয়ামী লীগ - দিনাজপুর ১, নিলফামারী ২, লালমনিরহাট ১,৩, রংপুর ৫,৬, রাজশাহী ৩, খুলনা ১,২,৩,৪,৫,৬, গোপালগঞ্জ ২,৩, নারায়ণগঞ্জ ১,২,৩,৫, কুষ্টিয়া ২, ময়মনসিংহ ৬
বিএনপি - চট্টগ্রাম ২ (সাকা চৌ), বগুড়া ২,৩, কক্সবাজারের একটা
ফেনি-২ আসনে চারদল জিতেছে। হেরেছে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
২২-৪: পাবনা ২ এ মহাজোট
পাবনা ১ এ নিজামী বোধহয় হেরে যাচ্ছে। মোট কেন্দ্র ১০৩, ফলাফল ৯৬টার। মহাজোট : ১,৩৯,০৭৩। আর নিজামী ১,১২,৩৫৩ ভোট।
আলহামদুলিল্লাহ
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:party: :party: :party:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঢাকার অধিকাংশ আসনে মহাজোট এগিয়ে। নিশ্চিত খবর পেলে জানাবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ময়মনসিংহ৭ মহাজোট বিজয়ী
কুষ্টিয়া ৪ মহাজোট বিজয়ী
সংসারে প্রবল বৈরাগ্য!
কুমিল্লা-২ বিএনপির এম কে আনোয়ার জয়ী। নারায়নগঞ্জে কবরীও সম্ভবত জিতে যাচ্ছে।
তবে খারাপ খবর একটা : কক্সবাজারে একটা জামাতি বেশ এগিয়ে। আমার গরু খাওয়া সম্ভবত হচ্ছে না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হায় হায় কন কি? শেষ পর্যন্ত কক্সবাজার ধরায় দিল। ধুর।
সাতক্ষীরার কথা কেউ কয় না ক্যালা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মন্টাইখ্রাপায়াগ্লো... 🙁 :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মহাজোট----- ২৬
চারদল ---- ৪
মহাজোট
দিনাজপুর-১
দিনাজপুর-১
নিলফামারী-২
লাল্মনিরহাট-৩
রংপুর-৬
রাজশাহি-৩
খুলনা ১ ২ ৩ ৪ ৫ ৬
গপাল্গঞ্জ ২ ৩
নারায়ঙ্গঞ্জ ১ ২ ৩ ৫
কুস্টিয়া-২, ৪
লাল্মনিরহাত -১
পাবনা-২
ময়মংসিং- ৬ ৭
জামাল্পুর - ৫ ৬
চারদল
চট্টগ্রাম ২ (সাকা চৌ), বগুড়া ২,৩, কক্সবাজারের একটা
লক্ষীপুর কততে জানি একজন চারদলীয় সদস্যপ জিতেছে
আওয়ামীপন্থী একটা বেসরকারি টিভির ফলাফল হিসাব : ২২৬টা আসনের মধ্যে ২০১ মহাজোট।
আমরা একটা হিসাব দাঁড় করাচ্ছি। হলেই জানাবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সুনামগঞ্জ-৩ মহাজোট জয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঢাকা ৬ এর খবর কি ??
ঢাকা-৬ এ মহাজোট এগিয়ে। খোকা কভার দিতে পারবে বলে মনে হচ্ছে না।
পাবনা ১ মহাজোট জিতলো
নিজামী গন, এইবার জাহান্নামে যা শালা মইত্যা রাজাকার :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কিন্তু নিজামী লক্ষাধিক ভোট পাইছে, এত গুলা লোকরে মানুষ করমু কেমনে? 🙁
সাবাস পিসিসি।এই উপলক্ষে ওদেরকে হো* নিয়া টিজ করা কয়েকদিন বন্ধ রাখন যায়না?
:grr: :grr: :grr: :grr:
:goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
এইখানে দেখতে পারেন
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সাইফুর রহমান ২২ হাজার ভোট এ পিছিয়ে!
:grr: নিজামি বাহির হ :grr:
:clap: :clap: :clap:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঢাকা ১৯
আওয়ামী লীগঃ মুরাদ জং ২ লাখের ঘরে
বিএনপিঃ ডা. সালাউদ্দিন ১ লাখের ঘরে
জামাতের্দোসর্বাঁশ খাইছে 😀 😀 😀
ক্যাডেট ভাই আর পার্ল না। 🙁 🙁 🙁
পিরোজপুর-১, কক্সবাজার-২, চট্টগ্রাম-১৪ --এই ৩ টায় নাকি জামায়াত আগায়া???? x-( x-( x-( x-( x-( :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আসাদুজ্জামান নূর মহাজোট থেকে বেসরকারীভাবে নিরবাচিত!
চাপাইনবাবগন্জ ৩ মহাজোট জয়ী
সংসারে প্রবল বৈরাগ্য!
মান্নান ভুইয়াও গায়েব হয়ে যাচ্ছেন।
জয়পুরহাট-২-এ বিএনপি, বগুড়া-৫, কিশোরগঞ্জ-৩, ৬-এ মহাজোট জয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
নোয়াখালী-৬ স্বতন্ত্র ফওজুল আজিম (সাবেক বিএনপি), সিরাজগঞ্জ-৩ মহাজোট, কক্সবাজার-২ শুয়োর জামাত জয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই লাস্ট আসন সংখা কার কতো?
আমি হিসাব রাখতে পারতেছিনা আর।
প্যাচ লাগাইয়া ফেলছি। 😀
এখন হিসাব কইরো না। একটু গুছাইয়া নিই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
একি দশা আমারো :bash: :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
নতুন প্রজন্মের এক দিগভ্রান্ত যুবকের নমুনা
সংসারে প্রবল বৈরাগ্য!
যুবক না যুবতী জানলেন কীভাবে?
যুবতী হইলে দিতামনাকিরে 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
কারণ এইডা নিজের ভুট ;;)
কক্সবাজার-২-এ বিজয়ী শুয়োর হামিদুর রহমান আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী, রগকাটা শিবির নেতা। জাতীয় সংসদ অপবিত্র হবে আবারো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাবছিলাম জিরো হইব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হামিদুর রহমান আজাদ এবং তার সমর্থকদের প্রতি ঘৃনা। x-( x-( x-(
জামাত নাকি একটা পাইল??? ~x( ~x(
:bash: :bash: মেজাজটাই খারাপ হয়ে গেলো
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি? :no: :no: ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
সাইফুর রহমান মান্নান ভুইয়া দুই জনেই গায়েব। 😀 😀 😀
কুমিল্লা ২ বিএনপি প্রায় জয়ী ১ (আসন বাকি)
সংসারে প্রবল বৈরাগ্য!
এম কে আনোয়ার।
কবরী আপা (মিষ্টি মেয়ে ) 😀 হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছে।
ব্যাবধান খুব কম। 🙂
লালমনিরহাট ২ এ জাপা জয়ী
বর্তমান অবস্থা এরকম: ৩৪-৭
মহাজোট
দিনাজপুর - ১
নিলফামারী - ২
লালমনিরহাট - ১,৩
রংপুর - ৫,৬
রাজশাহী - ৩
খুলনা - ১,২,৩,৪,৫,৬
গোপালগঞ্জ - ২,৩
নারায়ণগঞ্জ - ১,২,৩,৫
কুষ্টিয়া - ২,৪
পাবনা - ১,২
ময়মনসিংহ- ৬,৭
জামালপুর - ৫,৬
সুনামগঞ্জ - ৩
চাঁপাইনবাবগঞ্জ - ৩
বগুড়া - ৫
কিশোরগঞ্জ - ৩,৬
রাঙামাটি
সিরাজগঞ্জ - ৩
চার দলীয় জোট
চট্টগ্রাম - ২
কক্সকবাজার - ২
বগুড়া - ২,৩
জয়পুরহাট - ২
কুমিল্লা - ২,৪
কুষ্টিয়া ৩ মহাজোট জয়ী
কিশোরগন্জ ৬ মহাজোট জয়ী
ফরিদপুর ৪ মহাজোট জয়ী
সংসারে প্রবল বৈরাগ্য!
গোপালগন্জ ১ মহাজোট জয়ী
সংসারে প্রবল বৈরাগ্য!
টুঙ্গিপাড়া বা গোপালগ্ঙ্জ এ ধানের শীষ করতে বলস লাগে।
দিনের সেরা মন্তব্য।
সিলেট -১ এ ১০০০ না ভোট
সাইফুর রহমান আর আবুল মাল মুহিতের আসনে (সিলেট-১) না ভোট পড়ছে দেড় হাজার। 😀 😀
সিলেট-৪ মহাজোট বেসরকারী রেজাল্ট
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবচেয়ে বেশি না ভোট পড়ছে (এখন পর্যন্ত) একটা পার্বত্য আসনে। রেডিওতে ঠিক মতো শুন্তে পারলাম না।
তবে সঙ্খ্যাটা ১৩ হাজারের বেশি। 😮 😮 😮
খুব একটা অবাক লাগলো না অবশ্য
চট্টগ্রাম ৮ মহাজোটের নুরুল ইসলাম বিএসসি ব্যাপক লিডে এগিয়ে
সংসারে প্রবল বৈরাগ্য!
সিরাজগন্জ ২(সদর+কামারখন্দ)-
প্রায় ২৫০০ ভোটের ব্যাবধানে বিএনপির রুমানা মাহমুদ(সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর স্ত্রী) জয়ী।নিকটতম প্রতিদন্দ্বী-জান্নাত আরা হেনরী(নৌকা-আ. লীগ)
আরেকটা পোস্ট দিচ্ছি। ঐটাতে কমেন্ট করুন। এটা অনেকের পিসিতেই লোড হচ্ছে না।
বগুড়া-৬, ৭ ও ফেনি-১ খালেদা জিয়া, টাঙ্গাইল-৮, নারায়নগঞ্জ-২, রংপুর-৪, ভোলা-৩, নওগাঁ-৬, বরিশাল-১, দিনাজপুর-৫, কক্সবাজার-৪ মহাজোট জয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সিরাজগন্জ ১(কাজিপুর)-
আ. লীগ(জয়,নাসিমের পোলা)-বিপুল ভোটে এগিয়ে
দুর খেলা একবারেই জমল না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শেরপুর-২ মতিয়া, পিরোজপুর-৩, চট্টগ্রাম-৩, ১১ আওয়ামী লীগ বিজয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মহাজোট তো উড়ায়ালৈলো মনৈতেছে! :duel:
রিজভী বিএনপি অফিস বন্ধ কইরা ভাইগ্যা গেছে। খন্দকার মোশাররফ হারছে। চাঁদপুর-৩, কুমিল্লা-১, ভোলা-৪ মহাজোট জয়ী।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পায়জামা দেলোয়ার হোসেন এর তো অবস্থা খারাপ !
সানা ভাই আপনাকে কি বলব বুঝতেছিনা। ঘুমাতে গিয়েছিলাম ঘুম ভেংগে গেছে। ঢাকা ৯ এর কোন খবর নাই ভাইয়া। সাবের ভাই কি অবস্থা
৫০ হাজার ভোটের ব্যবধানে হেরেছে আমিনী ব্রাক্ষ্মনবাড়িয়া-২ আসনে। ঝালকাঠিতে জিতেছে আমু। দুটোই মহাজোটের কব্জায়।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:grr: :grr: :grr: :grr: :grr:
Ntv বলছে মহাজোট-৩৮ আর ৪ দলীয় জোট-১৪ এইটা কেমনে বলছে সানউল্লাহ ভাই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্ এখন ৪৫ মহাজোট আর চারদল ১৫ টা বলছে এনটিভি
সংসারে প্রবল বৈরাগ্য!
বস, এইটা কি নির্ভরযোগ্য?????
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমাদের সিসিবির আন অফিসিয়াল হিসাব
মহাজোট- ৫৬
৪ দলীয় জোট-১১
ইটিভি (আওয়ামী ঝোল) বলছে, মহাজোট ২২৭, চারদল ২৯, স্বতন্ত্র ৩।
আসলে প্রত্যেকে যার যার সাংবাদিকদের মাধ্যমে দ্রুত খবর নিয়ে একটা প্রজেকশন করতে পারে। তবে ইটিভি বিশ্বাসযোগ্য না। আর এনটিভির কাছে চারদলের খবর আগে আসবে।
ফলে বিশ্বাস-অবিশ্বাস যার যার।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সারাদিন নেট কানাকশন ছিল না ~x( ~x( ~x(
একটু আগে কানেকশন পেলাম, এখন শান্তি লাগছে 🙂 । নিয়মিত রেজাল্ট আপডেট হচ্ছে এমন কোন লিংক কেউ কি দিতে পারবেন?
এইখানে তো হচ্ছে। 🙂
সাবের ভাই ১০ কেন্দ্রে ৫ হাজার এ এগিয়ে ছিলেন।
সাবের জিতবে। ঢাকার বেশির ভাগ আসনেই মহাজোট জিতবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সাকা একটায় হেরেছে, একটায় জিতেছে।
এখন পর্যন্ত ৫৪ আসনের মধ্যে মহাজোট ৪২, চারদল ১১, স্বতন্ত্র ১।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পরের পোস্টে আসেন। এইটা বড় হইয়া গেছে- লোড হতে দেরী হচ্ছে।
ফরিদপুর ১,২,৩,৪ মহাজোট
ফরিদপুর ৩ মুজাহিদ ২য় হইতে পারে নাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হই হই রই রই
মুজাহিদ ব্যাটায় গেল কই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রাজাকার গুলা শেষ। ওরা আবার পরাজিত।