লাইভ ব্লগিং: জাতীয় সংসদ নির্বাচন ২০০৮

পূর্ববর্তী পোস্ট – লাইভ ব্লগিং: ৯ম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮
এই পোস্টের মন্তব্যগুলোর পর থেকে এখানে মন্তব্য করুন। আগের পৃষ্ঠাটি অনেক বড় হয়ে যাওয়ায় এটা শুরু করা হয়েছে।

১৮৭ টি মন্তব্য : “লাইভ ব্লগিং: জাতীয় সংসদ নির্বাচন ২০০৮”

  1. এবারো সবার আগে অফিসিয়ালি জিতার স্বাদ শেখ হাসিনা পাবে বলে মনে হয়। গোপাল্গঞ্জ-৩ (টুঙ্গিপাড়া) আসনে উনি আগাইয়া আছেন
    ৩৫৫০০ ভোটে পাইছে এখন পর্যন্ত। নিকটতম প্রতিদ্বন্দী চারদলের জিলানী পেয়েছেন ৭৮২ ভোট।
    ওই ব্যাটার এইবারো জামানোত চলে যাবে মনে হয়। গতবার দেড়লাখ ভোটে হারছিলো।

    ক্যান যে এইসব আসনে মানুষ নৌকার বিপক্ষে দাঁড়ায় !! x-(

    জিলানীর জন্য সমবেদনা। 🙁

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    পরিস্থিতি দেখে মনে হচ্ছে মহাজোট ২০০ আসন তো হবেই দুই-তৃতীয়াংশ না হয়ে যায়। সেটা হলে খারাপ হবে। মাথা ঠিক থাকবে না। জামাতের খবর এখন পর্যন্ত দেখছি না।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বরিশালে সব আসনে মহাজোট এগিয়ে। আমাদের গ্রামের এলাকা ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনে জাপা টার্নড বিএনপি প্রার্থী গত ২০ বছর দখল কইরা রাখছিল। এইবার জাসদের হাতে যাইতাছে। নিজামী ২০ হাজার ভোটে পিছিয়ে আছে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • আয় হায়
      লাবলু ভাই বাওনবাইরার পোলা!! 😀
      কঙ্কি!! 😀
      আমার দাদার বাড়ি আখাউড়া। ব্রাক্ষণবাড়িয়া-৪।
      মামা-কাকারা ফোন কইরা কইলো ওইক্ষানেও মহাজোটের শাহ আলম সাহেব আগাইয়া। :thumbup:

      জবাব দিন
    • রেজওয়ান (৯৯-০৫)

      বরিশালে এবার ব্যাপক পরিবর্তন হতে চলেছে মনে হয়, আমি আমার জন্মের পর থেকে কোন নির্বাচনেই আ,লী কে ভাল করতে দেখি নি.. এবার সিটি কর্পোরেশনের নির্বাচনে যে খেল দেখা গেল, মনে হয় সংসদ নির্বাচনেও কিছু একটা হয়ে যাবে...সরোয়ার মিয়া ধরা খেয়ে যাবেন মনে হচ্ছে।

      জবাব দিন
  4. মুহাম্মদ (৯৯-০৫)

    এইমাত্র বিটিভিতে কয়েক আসনের কিছু ফলাফল পেলাম:

    কুড়িগ্রাম ২ - যথারীতি এরশাদ এগিয়ে আছেন
    গোপালগঞ্জ ৩ ও বাগেরহাট ১ - শেখ হাসিনা অনেক এগিয়ে আছেন
    মানিকগঞ্জ ৩ - নৌকা এগিয়ে আছে

    অধিকাংশ কেন্দ্রেই নৌকা এগিয়ে আছে দেখা যাচ্ছে। ধানের শীষ কেবলই পিছিয়ে যাচ্ছে। তবে না ভোটের ভরাডুবি হয়েছে। কোন কেন্দ্রেই না ভোট এখন পর্যন্ত ২০০ ক্রস করতে পারেনি। না ভোট পড়েছে বেশ কম।

    জবাব দিন
  5. মুহাম্মদ (৯৯-০৫)

    যশোর ৬ - ২টি কেন্দ্রে: নৌকা ৬০০ র মতো ভোটে এগিয়ে
    গাইবান্ধা ৩ - ১০টি কেন্দ্রে: দাঁড়িপাল্লাকে ৮০০০ ভোটে পেছনে ফেলেছে লাঙ্গল
    চুয়াডাঙ্গা ২ - ৪টি কেন্দ্রে: দাঁড়িপাল্লাকে ১০০০ ভোটে পেছনে ফেলেছে নৌকা
    যশোর ৩ - ২টি কেন্দ্রে: নৌকা এগিয়ে
    চুয়াডাঙ্গা ১ - ৬টি: নৌকা এগিয়ে প্রায় ২০০০ ভোটে
    ঠাকুরগাঁও ৩ - ৯টি: জাতীয় পার্টি এগিয়ে, ধানের শীষ থেকে ৩০০০ ভোটে এগিয়ে

    জবাব দিন
  6. পাবনা-১ (সাঁথিয়া- বেড়ার একাংশ) আসনে ৫টি কেন্দ্রে প্রাপ্ত ভোটের মধ্যে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী পাঁচ হাজার ৯৮৫ ভোট ও তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক টুকু পাঁচ হাজার ৪৯৪ ভোট পেয়েছেন।
    এ আসনে মাওলানা নিজামী ৪৯১ ভোটে এগিয়ে আছেন

    জবাব দিন
  7. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বিডিনিউজ২৪.কম এর আপডেট :
    প্রাথমিক ফলাফলে আ. লীগ এগিয়ে

    ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ভোট গণনা শুরু হওয়ার পর দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সর্বশেষ বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে।

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের ১২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৫০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী চার দলের এম এ জিলানী পেয়েছেন ৬২৩ ভোট।

    শেরপুর-২ এর দুইটি কেন্দ্রে মতিয়া চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৬৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী পেয়েছেন ৪ হাজার ১১৬ ভোট।

    জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব আসনে আওয়ামী লীগ প্রার্থী মির্জা আজম ১৩ হাজার ৯'শ ৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫'শ ভোট।

    ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট পেয়েছিল ২১০ টি আসন এবং আওয়ামী লীগ ৬২টি আসন।

    এর ২০০৭ সালের ২২ জানুয়ারী পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আন্দোলনের মুখে তা বাতিল হয়।

    ওই বছরের ১১ জানুয়ারী জরুরি অবস্থা জারির পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর সময় নিয়ে ৯ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। চারদলীয় জোটের দাবির মুখে চার দফা তফসিল পিছিয়ে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর সোমবার সারাদেশে একটি ছাড়া সব কয়টি (২৯৯)আসনে ভোটাভুটি পরিচালনা করে।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  8. মুহাম্মদ (৯৯-০৫)

    সুনামগঞ্জ ২ - ধানের শীষ এগিয়ে
    নেত্রকোনা ২ - ধানের শীষ এগিয়ে
    পঞ্চগড় ২ - নৌকা এগিয়ে

    এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে যে, মহাজোটের বিপুল বিজয় হবে। চার দলীয় জোট বোধহয় গো হারাই হারতে যাচ্ছে।

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এইমাত্র ব্রেকিং নিউজে ২টা আসনের পূর্ণাঙ্গ ফল দিলাম আমরা। বগুড়া-৩ এ বিজয়ী চারদল আর দিনাজপুর-১ আসনে মহাজোট। এখানেও আমরাই প্রথম।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমার সমস্যা একটাই। বিজয় আর ইউনিজয়। আমার নিউজটা তুমাদের আবার রিপ্রডিউস করতে হয়। এটা না হলে ব্লগে তুমাদের আরো দ্রুত আপডেট করতে পারতাম, এমনকি এবিসির আগেও।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আমরা লাবলু ভাইয়ের সৌজন্যে সবার আগেই আসনে চূড়ান্ত বিজয়ীর নাম পেয়ে যাচ্ছি। এখন মেইন পোস্টে সেটা আপডেট করা যায়। সচলায়তনের উইড্জেট টা আসনের হিসাবে আসতে আরো দেরি হবে মনে হয়। সেটি রেখেও তার আগে পোস্টের সাথে আসনের ফলাফল যোগ করে দেয়া যায়। লাবলু ভাইয়ের আপডেটের সাথে সাথে সেটি আপডেট করে দেয়া যেতে পারে। মুহাম্মদ, কি বলিস?


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    খুলনার ৬টি আসনের সবগুলোতে, নারায়নগঞ্জের ৫টি আসনের ৪টিতে মহাজোট নিশ্চিত (একমাত্র কবরী অনিশ্চিত)। রিটার্নিং কর্মকর্তা বললেই ঘোষণা দেব।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • তৌফিক

      চালায়া যান লাভলু ভাই। এবিসি রেডিও শুনতে পারতেছি না দেখে খুব কষ্ট লাগতাছে। সব মিডিয়ার লিড দিতাছে আমাদের লাভলু ভাইয়ের এবিসি, ভাবতেই তো বুকের ছাতি দশ হাত হয়া যাইতাছে।

      জবাব দিন
  13. মুসতাকীম (২০০২-২০০৮)

    সানা ভাই বরিশালের খবর কি একটু জানান 🙂 Plz Plz


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  14. রকিব (০১-০৭)

    রাজবাড়ী আর ফরিদপুরের খবরটা কেউ জানেন?????
    সানা ভাইকে থ্যাঙ্কসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :boss: :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  15. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বগল বাজানো খবর : পাবনা-১। মোট কেন্দ্র ১০৩, ফলাফল ৯৬টার। মহাজোট : ১,৩৯,০৭৩। আর নিজামী ১,১২,৩৫৩ ভোট। নিজামী শেষ। কাভার করতে পারবে না।
    পাবনা-২ : মহাজোটের এ কে খন্দকার জয়ী।
    পাবনার ৫টি আসনের সবগুলোতেই মহাজোট জিততে চলেছে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  16. মুহাম্মদ (৯৯-০৫)

    সর্বশেষ: লীগ-২১, দল-৪

    আওয়ামী লীগ - দিনাজপুর ১, নিলফামারী ২, লালমনিরহাট ১,৩, রংপুর ৫,৬, রাজশাহী ৩, খুলনা ১,২,৩,৪,৫,৬, গোপালগঞ্জ ২,৩, নারায়ণগঞ্জ ১,২,৩,৫, কুষ্টিয়া ২, ময়মনসিংহ ৬
    বিএনপি - চট্টগ্রাম ২ (সাকা চৌ), বগুড়া ২,৩, কক্সবাজারের একটা

    জবাব দিন
  17. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কুমিল্লা-২ বিএনপির এম কে আনোয়ার জয়ী। নারায়নগঞ্জে কবরীও সম্ভবত জিতে যাচ্ছে।

    তবে খারাপ খবর একটা : কক্সবাজারে একটা জামাতি বেশ এগিয়ে। আমার গরু খাওয়া সম্ভবত হচ্ছে না।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  18. মহাজোট----- ২৬
    চারদল ---- ৪

    মহাজোট

    দিনাজপুর-১
    দিনাজপুর-১
    নিলফামারী-২
    লাল্মনিরহাট-৩
    রংপুর-৬
    রাজশাহি-৩
    খুলনা ১ ২ ৩ ৪ ৫ ৬
    গপাল্গঞ্জ ২ ৩
    নারায়ঙ্গঞ্জ ১ ২ ৩ ৫
    কুস্টিয়া-২, ৪
    লাল্মনিরহাত -১
    পাবনা-২
    ময়মংসিং- ৬ ৭
    জামাল্পুর - ৫ ৬

    চারদল
    চট্টগ্রাম ২ (সাকা চৌ), বগুড়া ২,৩, কক্সবাজারের একটা

    জবাব দিন
  19. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আওয়ামীপন্থী একটা বেসরকারি টিভির ফলাফল হিসাব : ২২৬টা আসনের মধ্যে ২০১ মহাজোট।

    আমরা একটা হিসাব দাঁড় করাচ্ছি। হলেই জানাবো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  20. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কক্সবাজার-২-এ বিজয়ী শুয়োর হামিদুর রহমান আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী, রগকাটা শিবির নেতা। জাতীয় সংসদ অপবিত্র হবে আবারো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  21. মুহাম্মদ (৯৯-০৫)

    বর্তমান অবস্থা এরকম: ৩৪-৭

    মহাজোট

    দিনাজপুর - ১
    নিলফামারী - ২
    লালমনিরহাট - ১,৩
    রংপুর - ৫,৬
    রাজশাহী - ৩
    খুলনা - ১,২,৩,৪,৫,৬
    গোপালগঞ্জ - ২,৩
    নারায়ণগঞ্জ - ১,২,৩,৫
    কুষ্টিয়া - ২,৪
    পাবনা - ১,২
    ময়মনসিংহ- ৬,৭
    জামালপুর - ৫,৬
    সুনামগঞ্জ - ৩
    চাঁপাইনবাবগঞ্জ - ৩
    বগুড়া - ৫
    কিশোরগঞ্জ - ৩,৬
    রাঙামাটি
    সিরাজগঞ্জ - ৩

    চার দলীয় জোট

    চট্টগ্রাম - ২
    কক্সকবাজার - ২
    বগুড়া - ২,৩
    জয়পুরহাট - ২
    কুমিল্লা - ২,৪

    জবাব দিন
  22. জাবীর রিজভী (৯৯-০৫)

    সিরাজগন্জ ২(সদর+কামারখন্দ)-
    প্রায় ২৫০০ ভোটের ব্যাবধানে বিএনপির রুমানা মাহমুদ(সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এর স্ত্রী) জয়ী।নিকটতম প্রতিদন্দ্বী-জান্নাত আরা হেনরী(নৌকা-আ. লীগ)

    জবাব দিন
  23. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    বগুড়া-৬, ৭ ও ফেনি-১ খালেদা জিয়া, টাঙ্গাইল-৮, নারায়নগঞ্জ-২, রংপুর-৪, ভোলা-৩, নওগাঁ-৬, বরিশাল-১, দিনাজপুর-৫, কক্সবাজার-৪ মহাজোট জয়ী।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  24. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    রিজভী বিএনপি অফিস বন্ধ কইরা ভাইগ্যা গেছে। খন্দকার মোশাররফ হারছে। চাঁদপুর-৩, কুমিল্লা-১, ভোলা-৪ মহাজোট জয়ী।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  25. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ৫০ হাজার ভোটের ব্যবধানে হেরেছে আমিনী ব্রাক্ষ্মনবাড়িয়া-২ আসনে। ঝালকাঠিতে জিতেছে আমু। দুটোই মহাজোটের কব্জায়।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।