ব্লগ বা ব্লগিং এবং এ ধরনের চেষ্টাতে সচেষ্ট থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা, সেটা হলো সমন্বয়। প্রাপ্ত সময়, মনোযোগ, মনন / শৈলী এবং সাহস – এ তিনটির কঠিন ও যুতসই সমন্বয়ের খুব দরকার। শিরোনাম দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে আমি নব্য ব্লগার। আসলেও বাস্তবতা সেরকম ই। সময় কি পার হয়ে গেলো? কে জানে? বলা কঠিন, যার সময়মতো হয় না, তার কখনো হয় না। কিন্তু পক্ষান্তরে এটাও সত্যি যে, কখনো না হওয়ার চেয়ে দেরীতে হওয়া ভালো। আসলে লেখার জন্য নিজের মনের থেকে যুক্তি দাড় করালাম।
সামনে আরো লিখবো আশা রাখি, দেখা যাক
:thumbup:
:clap:
শুভ লেখালেখি!!!
উৎসাহব্যঞ্জক সাড়া, ধন্যবাদ
রফিক ভাই,
সালাম।
কলেজের একজন বড় ভাই পেয়ে আনন্দিত হলাম।
🙂
সময় সুযোগ মিলে গেলে - লেখালেখি জারি রেখেন।
শুভ ব্লগিং।
সৈয়দ সাফী
😀 চেষ্টা চালাবো, দোয়া রেখো, থাঙ্কু থাঙ্কু
Welcome :hug:
শুকরিয়া শুকরিয়া 😀
ভাইয়া, সিসিবিতে স্বাগতম। :salute:
আশা করি এখন থেকে আমাদের সাথে নিয়মিত থাকবেন।
ইনশাল্লাহ, চেষ্টা করে যাবো 🙂
কলেজের বড় ভাই দেখলে মনে ব্যাপক শান্তি শান্তি লাগে 😀
স্বাগতম ভাইয়া, নিয়মিত লেখা আশা করছি।
সাতেও নাই, পাঁচেও নাই
ছুডোবাই থাঙ্কু থাঙ্কু, একন থিকা থাকমু, হু হু 😀
কিরে তোর নামের পাশে পোকা ঘুরঘুর করে ক্যা?
হুজুর বাত্তি জ্বালান, .........
সুস্বাগতম রফিক ভাই 🙂 আশা করি আপনার আরেকটা নতুন লেখায় দেখা হবে 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ, শুকরিয়া, থাঙ্কু থাঙ্কু, ইনশাল্লাহ দেখা হবে, না বলা অনেক কথা ভুর ভুর করছে, সমস্যা হলো সময় এবং সুযোগ, দেখা যাক কতদুর পারি 🙂
ভাইয়া, সিসিবিতে স্বাগতম। :salute:
নিয়মিত থাকবেন আশা করি।
চেষ্টা চালাবো ইনশাল্লাহ
নিজের বাড়িতে স্বাগতম ভাইয়া।
ওই রকিব, ভাইয়াকে :teacup: দে কাঁচা পাত্তি দিয়া কড়া কইরা।
মির্জাপুরের গ্যাংয়ে আরেকজন বাড়লো।
হ্যাপি ব্লগিং
থাঙ্কু থাঙ্কু ছুডোবাই, দুই যায়গায় একসাথে করার চেষ্টা চালাইতাসি, হু হু,
মির্জাপুরের চরম সাম্প্রদায়িকতার ব্যাঞ্চাই।একজন বড় ভাই,ক্যাডেট এবং ব্লগার বাড়লো সেটাই বড় তৃপ্তির কথা। :hug:
"রফিক ভাইয়ের পরিচয় আজ এই হোক
উনি :just: আমাদেরই লোক"
খিক খিক, সাম্প্রদায়িকতা নিয়ে লেখার ইচ্ছে আছে, কিন্তু তাতে লাভ হবে ডিমওয়ালা দের, পচা ডিম গুলো ওরা বিক্রি করতে পারবে, হু হু
এইখানে :just: আইলো কৈথিকা? x-(
ক্ষেপো ক্যা?
ব্লগে স্বাগতম রফিক ভাই। আপনার ছোট এই সূচনাকারী পোস্ট পড়ে মনে হচ্ছে আপনার পরবর্তী পোস্টগুলো ভালই হবে। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
স্বাগতম, টেরাই মাইরা দেকি, কি অবস্তা খাড়ায়, দুয়া কইরো, খিক খিক
সাম্প্রদায়িকতা হোক, কেয়ার করি না। কলেজে কলেজে পোস্টের সংখ্যা নিয়ে যে প্রতিযোগিতাতে মির্জাপুরের পক্ষে ভেটেরান ব্লগার পেয়ে যারপরনাই আনন্দিত। 😀
আপনার পোস্টগুলোর অপেক্ষায় থাকব। স্বাগতম রফিক ভাই। আমাদের সাথে থাকুন। 🙂
ছুডোবাই, তোমারে কেডা কইলো আমি ভেটেরান, টেরাই মারতাচি, দেহি কিসে গিয়া খাড়ায় শেষ পর্যন্ত 😀 :shy:
ব্লগে স্বাগতম ভাইয়া। ছোট ভাইয়াকে দেখছিনা, :teacup: নেন।
শুভ লেখালেখি। 🙂
শুকরিয়া, কত ছোট ভাইয়া, কাকে খুজছো?
এই ব্লগে চা'ওয়ালা ভাইয়া একটা'ই আছে রকিব। আমি আবার আদর করে তারে ছোট ভাইয়া ডাকি। 😀
এইবার মালুম হইচে, খিক খিক :pira:
ভাইয়া দেরী করে ফেলার জন্য ক্ষমাপ্রার্থী। আমি সিসিবির চাওয়ালা। আপনার জন্য এক কাপ ইস্পেসাল :teacup: । ওহ ভুলেই গিয়েছিলাম নিজের বাড়িতে (সিসিবিতে) স্বাগতম।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হু হু, থাঙ্কু থাঙ্কু
ভাইয়া - আসলে আমরা দেরী করে ফেলি নাই। টেকনোলজী আসতে দেরী করছে। এই ব্লগিং সিস্টেম আগে শুরু হলে কি আমরা তখন করতাম না? এই ছোট ছোট ছেলেমেয়েরা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
থাঙ্কু, তাই হয়তো হবে, যাক, এখন থেকে আছি 🙂
বস সিসিবিতে স্বাগতম...:salute
থাঙ্কু থাঙ্কু ব্রাদার 🙂
ব্লগে সুস্বাগতম ভাই। আপনারে কেউ ঠিকমত স্বাগতম করে নাই দেখি। লাবলু ভাই এসে করবে মনে হয়। আমি শুধু সালাম দিয়ে যাই।
এতক্ষন আচিলা কই ছুডোবাই, থাঙ্কু থাঙ্কু 😀
ভাইয়া,আমি আরব দেশে থাকি তাই আওরবি ভাষায় আপনাকে সি সি বি তে আহলান ওয়া ছাহ লান সি সি বি মানে সি সি বি তে স্বাগতম।লিখতে থাকেন। :clap:
থাঙ্কু থাঙ্কু 😀 😀
স্বাগতম ভাইয়া......... শুভ ব্লগিং... 😀 😀
thanku