প্রথম লেখা – ব্লগিং এর প্রানান্তকর চেষ্টা

ব্লগ বা ব্লগিং এবং এ ধরনের চেষ্টাতে সচেষ্ট থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা, সেটা হলো সমন্বয়। প্রাপ্ত সময়, মনোযোগ, মনন / শৈলী এবং সাহস – এ তিনটির কঠিন ও যুতসই সমন্বয়ের খুব দরকার। শিরোনাম দেখে মনে হওয়াটা স্বাভাবিক যে আমি নব্য ব্লগার। আসলেও বাস্তবতা সেরকম ই। সময় কি পার হয়ে গেলো? কে জানে? বলা কঠিন, যার সময়মতো হয় না, তার কখনো হয় না। কিন্তু পক্ষান্তরে এটাও সত্যি যে, কখনো না হওয়ার চেয়ে দেরীতে হওয়া ভালো। আসলে লেখার জন্য নিজের মনের থেকে যুক্তি দাড় করালাম।

সামনে আরো লিখবো আশা রাখি, দেখা যাক

২,৩৭১ বার দেখা হয়েছে

৪৮ টি মন্তব্য : “প্রথম লেখা – ব্লগিং এর প্রানান্তকর চেষ্টা”

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    মির্জাপুরের চরম সাম্প্রদায়িকতার ব্যাঞ্চাই।একজন বড় ভাই,ক্যাডেট এবং ব্লগার বাড়লো সেটাই বড় তৃপ্তির কথা। :hug:

    "রফিক ভাইয়ের পরিচয় আজ এই হোক
    উনি :just: আমাদেরই লোক"

    জবাব দিন
  2. তৌফিক (৯৬-০২)

    সাম্প্রদায়িকতা হোক, কেয়ার করি না। কলেজে কলেজে পোস্টের সংখ্যা নিয়ে যে প্রতিযোগিতাতে মির্জাপুরের পক্ষে ভেটেরান ব্লগার পেয়ে যারপরনাই আনন্দিত। 😀

    আপনার পোস্টগুলোর অপেক্ষায় থাকব। স্বাগতম রফিক ভাই। আমাদের সাথে থাকুন। 🙂

    জবাব দিন
  3. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    ভাইয়া - আসলে আমরা দেরী করে ফেলি নাই। টেকনোলজী আসতে দেরী করছে। এই ব্লগিং সিস্টেম আগে শুরু হলে কি আমরা তখন করতাম না? এই ছোট ছোট ছেলেমেয়েরা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।