পুনঃদৃষ্টি আকর্ষণঃ বইমেলা

দৃষ্টি আকর্ষনী পোস্টে কোনও সাড়া না পেয়ে নিজেই দু’হালি বই কিনে ফেললাম। ক্যাডেটদের আরো কোনও বই থাকলে লেখকেরা জানান দিন। কিনে ফেলব অবশ্যই। আহসান কবির, শাহাদুজ্জামান আর শাকুর মজিদ ভাইয়ের নতুন বইগুলো বাদ গেছে। পরেরবার দেখা যাক। আর, জুনা’দার ওয়েস্টার্ণ বইটা কিনেছি। ছবি তোলার আগেই হাওয়া। সেবা’র বই কিনা!
CCB 1

বইয়ের ছবিঃ ওপরে বাম থেকে ক্লকওয়াইজ- ১। এক দুষ্টু ক্যাডেটের গল্প/ইকরাম কবীর, ২। মুক্তিযুদ্ধ ও একটি ডায়েরি/হেলালুজ্জামান বীরপ্রতীক (হাসিব-১০৯৯ এর বাবা), ৩। প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই/রাব্বী আহমেদ, ৪। দুই দুই শূন্য তিন/ফেরদৌস জামান রিফাত, ৫। আবরার, শিশির এবং জয়িতা/মোস্তফা মামুন, ৬। অন্ধ গলিতে ফুলের গন্ধ/মোস্তফা মামুন, ৭। গোধুলীর স্বপ্নছায়া/খায়রুল আহসান, ৮। জীবনের জার্নাল/খায়রুল আহসান।

৩ ফাল্গুন, ১৪২২/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬

পুনশ্চঃ আচ্ছা, ‘বইপত্র’ প্রকাশনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের কেউ কি এক্স-ক্যাডেট?
এই প্রকাশনী থেকে এক্স-ক্যাডেটদের লিখিত সাড়ে-তিনটি বই প্রকাশ পেয়েছে।

 

৪,৩৩১ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “পুনঃদৃষ্টি আকর্ষণঃ বইমেলা”

  1. জিহাদ (৯৯-০৫)

    লুকজন এর আজকাল ব্লগিং ফ্লগিং এ মনযোগ নাই। কী আর করার। কামরুল হাসান ভাইয়ের বইটা বাদ গেসে Hyaku Haiku। অনন্যা প্রকাশনী থেকে বেরোইসে। জিএইচ হাবীব ভাইয়ের বই বের হইসে সংহতি থেকে, লাতিন ভাষার কথা


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    ধন্যবাদ, ইশহাদ, নিজে বই কেনার জন্য আর এ ব্যাপারে অন্যের "পুনঃদৃষ্টি আকর্ষণ" এর জন্য।
    আচ্ছা, ‘বইপত্র’ প্রকাশনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের কেউ কি এক্স-ক্যাডেট?
    এই প্রকাশনী থেকে এক্স-ক্যাডেটদের লিখিত সাড়ে-তিনটি বই প্রকাশ পেয়েছে।
    -- মনে হয়, একজন আরেকজনকে টেনে এনেছে... 🙂 আমাকে যেমন গোলাম রাব্বী আহমেদ।
    তবে প্রকাশক নিজে এক্সক্যাডেট নন। আমাদেরকে দেখে তার ক্লাস ফাইভে পড়ুয়া ছেলেকে দেবার অনেক ইচ্ছে জন্মেছে। ছেলেটাকে বইমেলায় দেখেছি। বেশ চটপটে এবং "ফার্মের মুরগী" নয় বলে মনে হয়েছে। বেশ মিশুক প্রকৃ্তির। চান্স পেলে ভালো করবে বলে আমার মনে হয়েছে।
    সাড়ে-তিনটি কেন? বাকী অর্ধেক গেল কই?

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ওয়েস্টার্ন আমার না। কোন মতে একটা গল্প জায়গা পাইছে আর কি...
    দুঃখের কথা হল- সেবা থেকে একটা সৌজন্য কপিও দিল না... 🙁

    যাই হোক, এক্স ক্যডেটদের আরও কিছু বই আছে-
    ১। বিশ্বকাপের দিনলিপি-আবুল হাসান মোহাম্মদ বাশার (জেসিসি), প্রান্ত প্রকাশন, স্টল নং ৫৩৩-৫৩৪
    ২। তোমার পরে ঠেকাই মাথা-মাসুদুর রহমান (জেসিসি), প্রান্ত প্রকাশন, স্টল নং ৫৩৩-৫৩৪
    ৩। তোমার স্পর্শ রয়ে যায়-মাসুদুর রহমান (জেসিসি), সাহিত্য বিলাস, স্টল নং ১৮৫, ১৮৬, ১৮৭
    ৪। যেই আবর্তে গড়ে উঠি-হোসেন এম জাকির (জেসিসি), রাতুল গ্রন্থ প্রকাশ, স্টল নং-৫৯২
    ৫। "আড়মোড়া ভাঙে ঘুমন্ত শহর"-আব্দুল্লাহ জামিল (জেসিসি)
    প্রকাশকঃ কালজয়ী প্রকাশ
    পরিবেশকঃ অনুপ্রাণন প্রকাশনী (স্টল ২৬৮) ও শোভা প্রকাশ (স্টল ১১১-১১৪)
    সৌজন্য মূল্যঃ ২০ টাকা (১ টা বই), ২০০ টাকা (১২ টা বইয়ের সিরিজ)
    (ভাই এর স্ট্যাটাস হুবহু তুলে দিলাম)
    ৬। শিকড়ে শাখায় মেঘে- ইফতেখার মাহমুদ (আরসিসি) দেশ পাবলিকেশন্স, স্টল ৪০৭-৪০৮
    ৭। তোমার, আমার এবং তার গল্প- বশির মাহমুদ (এক্স ক্যাডেট ফোরাম থেকে দিলাম, ভাই এর কলেজ জানি না, ফেসবুকে ইনফো দেয়া নেই), প্রিয়মুখ প্রকাশনীর স্টল#১০৯ এ
    ৮। আমি তোমারি একটি নিলাম- জাকির হোসেন (এমসিসি), বাংলা একাডেমির লিটল ম্যাগাজিন চত্বরে খড়িমাটি ও প্ল্যাটফর্ম এবং সোহরাওয়ার্দী উদ্যানে বাতিঘরে পাওয়া যাবে।
    ৯। এক্স ক্যাডেট ফোরামের এই থ্রেডে আরও অনেক নাম আছে।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. লুৎফুল (৭৮-৮৪)

    পোস্ট আর মনব্য সকলি উৎসাহব্যঞ্জক।
    গত বছর ক্যাডেট কলেজ ক্লাব থেকে সবার একখানা করে বই সংগ্রহ করে দুই ব্যাগ ভরে বাড়ী ফেরা হয়েছিলো।
    তবে কারোই শুভেচ্ছা বাণী তাতে আঁকিয়ে নেবার সুযোগটা হয়নি
    এবছর এখনো বই মেলায় যাওয়াই হলো না। বই শেষমেষ কেনা হলেও কলমের ছোঁয়াটুকু তার কোনোটাই বুঝি এবারও পাবে না ...

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।