একদিন ফেসবুকে কলেজ এর পুরন ছবি দেখছিলাম । প্রতিটা ছবি যেন এক একটা গল্প । কত সৃতি জড়িয়ে আছে কলেজে ফেলে আসা পপ্রতিটি ঘাস পাতা আর বালুকনার সাথে। আর তখনি আমার ক্যানভাস মানে গানের খাতায় তুলে ধরলাম আমার এবং আমদের ফেলে আসা সব স্মৃতি ।
Intro
সাদা কালো ছবিগুলো
রাঙিয়েছে সৃতির পাতায়
সৃতির প্রতিছবি মনে
ফেলে আসা কথা বলায় ।
Verse
ব্যাস্ত জীবনে
অবসরে আনমনে
সৃতির ক্যানভাস এ
সোনালী ছবি একে ।।
Pre- chorus
যেখানে সপ্নের শহর
বন্ধুতের জালে বাঁধা
সেখানে হাঁসি আর গানে
জীবনের ছক কাটা ।।
Chorus
পৃথিবীর যেখানে
যে প্রান্তে যাই
ফিরে আসি
আবার এই সীমানায় ।।
—- Guitar Lead 1 —–
Bridge
বইএর প্রতিটি ভাঁজে
জমে আছে কত দুষ্টুমি
পুরন প্রেমের সৃতি
পড়ে আছে আজও
ক্লাস রুমে
ডানপিটে সব ছেলে গুলো
থমকে গেছে জতিলতায়
তবুও তারা যেতে চায়
পুরন সেই কথা মালায় ।
Pre- chorus
যেখানে সপ্নের শহর
বন্ধুতের জালে বাঁধা
সেখানে হাঁসি আর গানে
জীবনের ছক কাটা…।।
Chorus
পৃথিবীর যেখানে
যে প্রান্তে যাই
ফিরে আসি
আবার এই সীমানায় ।।
—- Guitar Lead 2 —–
Outro
জানি আমি তা হবার নয়
সেইদিন ফিরে পাবার নয়
বাস্তবতায় ভীষণ ভয়
একদিন ছিল সব সপ্নময়
আবার চল যাই ফিরে
সবুজ শান্তির নীরে
আর একবার খেলা করি
হাতে হাত ধরে।
———————————
লিরিক
হাসিনুল , মতিউর, জিহাদ, (ককক ৯৯-০৫)
ব্যান্ড ঃ XODIAC
কথাগুলো, ভালো লাগলো ভাই। :guitar:
গানটা শুনতে পারলে আরও ভালো লাগতো।
আশাকরি, গানটা দ্রুত শুনতে পারবো। 🙂
ভালো থাকা অনেক সহজ।
ধন্যবাদ ,
গানটা আমরা কএক বার টিভি আর রেডিও তে করেছি, আমদের ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/xodiac/?fref=ts) এ থাকলে আমদের সব খবর জানতে পারবেন আসা করি আমাদের অ্যালবাম এ গানটা শুনতে পাবেন ।
:guitar:
::salute::
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
আরে অনু পরমানু 😀
ব্লগে তোরে দেখে অনেক ভাল লাগল। একটু কষ্ট করে নামটা বাংলা করে দে আর নামের পাশে কলেজে যতদিন ছিলি (৯৯-০৫) লাগিয়ে দে। হ্যাপি ব্লগিং 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়