চট্টগ্রামে পানির ধারে আমার বড় হওয়া। শহরের ভেতরেই ফয়েজ লেক, পা বাড়ালেই কর্ণফুলীর তীর আর পতেঙ্গা সৈকত, একটু দূরে কাপ্তাই লেক, কক্সবাজার, টেকনাফ, উখিয়া — কত দিন যে কেটেছে এসব জায়গায়! পানির সেই টান এখনো ছাড়েনি। ভাগ্যক্রমে সহধর্মিনীরও একই নেশা। বেড়ানোর সুযোগ পেলেই আমরা খুঁজে বের করি পানির কাছাকাছি কোন জায়গা। ঘুরতে গিয়ে এমন বিভিন্ন জলাশয়ের পাশে তোলা ছবি জোর করে জুড়ে দিয়ে তৈরি এই এলেবেলে জলজ প্রেমের ছবিগল্প।
একাকী বালক বসে ভাবে…সে কি আসে, সে কি আসে!
বালিকা ছিল সাগর পাড়ে। মন তার হংস বলাকার পাখায় যায় উড়ে।
সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া নিয়ে উড়ে আসা গাংচিল বুলিয়ে যায় যাদুর পরশ…
অবশেষে লাজুক বালকের মুখে ফোটে— শোন শোন, কথাটি শোন!
আমার ছোট তরী, বল যাবে কি?
ঝিলমিলিয়ে হেসে উঠে বালিকা বলে, যদি তুমি পাশে থাক!
তারপর? তারপর খেলাঘর বাঁধতে লাগে তারা মনের ভিতরে।
গল্প শেষ হয় একে অপরকে পাওয়ায় সব ভাল লাগা দিয়ে।
___________________________________________
একটি জলজ বিদায়…
লিবার্টি আইল্যান্ড বেড়িয়ে ফেরার সময় হাডসনের এই ছবিটা তুলেছিলাম। তার ঠিক এক সপ্তাহ পর, ২৬ অক্টোবর ২০১৩, আমাদের নাবিক বন্ধু মফজল (ফকক, ১৯৮৪-‘৯০) থাইল্যান্ডের এক বন্দরে জাহাজেই মারা যায়। ঐ পারে আমাদের প্রথম যাত্রীর জন্য…
খুবই সুন্দর সব ছবি। আরও চাই।
পুরাদস্তুর বাঙ্গাল
আরো ছবি করার চেষ্টা করব ভাই।
নজরকাড়া ছবি আর মনকাড়া লেখা :clap: :clap:
মুগ্ধতাএকরাশ 😀
অনেক ধন্যবাদ আপা!
দোস্ত,
ছবিগুলোর সাথে আগে থেকেই তো আত্মীয়তা হয়ে আছে। বিশেষত প্রথমটা নিয়ে যখন দুচার লাইন লিখেছিলাম।
শেষ ছবিতে এসে থম মেরে গেলাম। নিজেরাও তো ছবি হয়ে যাবার দিকে এগিয়ে চলেছি।
ছবিগুলো সাজাইছিস দুর্দান্ত করে। :clap:
তা তো যাচ্ছিই। ঐ ব্যাটা গেল দুই বছর হয়ে গেল, ভাবা যায়!
দুর্দান্ত লাগল! :clap: :thumbup: :party: :hatsoff: :gulli:
অটঃ ফয়েজ লেকের কথা শুনে ফয়েজ ভাইর কথা মনে পড়ল। লোকটা কি হারায়ে গেল? 😕
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
হা হা হা... তোমার ইমোটিকনের সারি দেখে আমি কুপোকাত!
অটঃ কোন ফয়েজ ভাইকে খুঁজছ?
পুরাকালে সিসিবিতে এক ফয়েজ ভাই দূর্দান্ত উইটি সব কমেন্ট করতেন।
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
ছবি গুলো তোমার তোলা?
প্রবল ঈর্ষা জানিয়ে গেলাম।
অসাধারণ সব ছবির সাথে সুন্দর সব কথা... খুব ভালো লাগলো।