হারানো বিজ্ঞপ্তি

শীতের বেলায় মজার খেলায়
দমকা হাওয়া এসে,
ঝরতে যাওয়া পাতায় ছাওয়া
গাছকে ভালবেসে।

আলতো করে দেয় নাড়িয়ে
হলদে বরন পাতা,
অন্যরকম বৃষ্টি পড়ে
বন্ধ থাকে ছাতা।

পাড়ার সকল ছোট্ট সেনা
একসাথে যাই ছুটে,
এদিক ওদিক দৌড়ে বেড়াই
ধরতে পাতা মুঠে।

আকাশ থেকে পাতার তারা
নামতে থাকে ভেসে,
ছোট্ট হাতে দেয় ধরা দেয়
মিষ্টি করে হেসে।

স্মৃতির পাতায় ভেসে ওঠে
ছোট্টবেলার প্রেম,
আকাশ থেকে নামত যখন
লাল টুকটুক মেম।

কিংবা যখন দৈত্যি দানো
ভয় দেখাত ভারী,
মায়ের কোলে মুখ লুকাতাম
তুলতে নাহি পারি।

ছোট্টবেলার এমন অনেক
ছোট্ট মজার স্মৃতি,
হাসায় আমায়,আবার কাঁদায়
আজব ওদের রীতি।

আপনমনে একলা বসে
সেসব কথাই ভাবি
হঠাৎ কোথায় হারিয়ে গেল
স্বপ্নলোকের চাবি।
mthumb.php

১,৯৯১ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “হারানো বিজ্ঞপ্তি”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।