শীতের বেলায় মজার খেলায়
দমকা হাওয়া এসে,
ঝরতে যাওয়া পাতায় ছাওয়া
গাছকে ভালবেসে।
আলতো করে দেয় নাড়িয়ে
হলদে বরন পাতা,
অন্যরকম বৃষ্টি পড়ে
বন্ধ থাকে ছাতা।
পাড়ার সকল ছোট্ট সেনা
একসাথে যাই ছুটে,
এদিক ওদিক দৌড়ে বেড়াই
ধরতে পাতা মুঠে।
আকাশ থেকে পাতার তারা
নামতে থাকে ভেসে,
ছোট্ট হাতে দেয় ধরা দেয়
মিষ্টি করে হেসে।
স্মৃতির পাতায় ভেসে ওঠে
ছোট্টবেলার প্রেম,
আকাশ থেকে নামত যখন
লাল টুকটুক মেম।
কিংবা যখন দৈত্যি দানো
ভয় দেখাত ভারী,
মায়ের কোলে মুখ লুকাতাম
তুলতে নাহি পারি।
ছোট্টবেলার এমন অনেক
ছোট্ট মজার স্মৃতি,
হাসায় আমায়,আবার কাঁদায়
আজব ওদের রীতি।
আপনমনে একলা বসে
সেসব কথাই ভাবি
হঠাৎ কোথায় হারিয়ে গেল
স্বপ্নলোকের চাবি।
পাইছি তোরে :grr:
লাজাওয়াব :thumbup:
আবারো ২য়............... :(( :no: =(( 😕 ~x(
বাচ্চু কঠিন সাধনার ব্যাপার :grr:
বড়ই সোন্দর্য 😀
এত সুন্দর কবিতা মানুষ কিভাবে লিখে :dreamy:
🙁
😀 B-)
বড়ই সোন্দর্য :))
ভাল লাগল 🙂
কোনটা ভালো লাগলো?
ফুয়াদের কবিতা, নাকি আশহাবের হাসি? 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
বড়ই সৌন্দর্য। একটু মন খারাপ করা ছড়া। 🙁
ভালো ছিল.... শেষের ছবিটাও অসাধারণ....... কেমন যেন একটা মন খারাপ করে দেয়া ধরনের ভালো লাগা.....
:thumbup:
সুপার্ব....... :clap: :clap:
:clap: :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
:clap: :clap:
ঐ খান কমেন্ট কাট পেস্ট করস কেন x-( x-(
মানুষ তার স্বপ্নের সমান বড়
বন্যদা ড়কায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হঠাৎ কোথায় হারিয়ে গেল
স্বপ্নলোকের চাবি। 🙁 🙁 🙁
চমৎকার ফুয়াদ....
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:boss: :boss: :boss: