ছোটবেলায় আমাদের বাসায় ইত্তেফাক রাখা হত।এখন যেমন পেপার খুলেই সরাসরি খেলার পাতায় চলে যাই তখন সেই রকম ছিলনা।ইত্তেফাকের দুটি জিনিস আমার জন্য বরাদ্দ থাকত-একটা হল আমার নিজের আগ্রহের…টারজানের কার্টুন,আরেকটা আমার বাবা কর্তৃক বরাদ্দকৃত…বাণী চিরন্তনী।বাবা এই জন্য আমাকে একটা রুল টানা খাতাও কিনে দিয়েছিলেন প্রতিদিনকার বাণীগুলো লিখে রাখার জন্য।তখন অবশ্য এইসব বাণী-টাণী মাথায় ঢুকত না…লিখতে বলেছেন,তাই লিখতাম।কিন্তু এর ফলে যা হল,আমার বাণী পড়ার অভ্যাসটা চিরস্থায়ী হয়ে গেল।
এখনও আমি কোথাও বাণী দেখলেই টুক করে পড়ে নেই…..এইভাবে অনেক বাণীই মনে দাগ কেটেছে খুব গভীরভাবে,আবার অনেক ফাউল বাণীও পেয়েছি..যেমন,অবিস্মরণীয় গাইডের লেখক এম. এ. ছালাম সাহেবের বাণী-
“আমি এমন কি করলাম যার জন্য এদেশর মানুষ আমাকে আজীবন মনে রাখবে!!”
যাই হোক,মুখ থাকলেই বাণী দেওয়া যায়…কিন্তু মানুষ যখন নিজের অভিজ্ঞতা থেকে কোন একটা কথা বলে,সেটার মত ধ্রুব সত্য খুব কম জিনিসই হয়..এইটা বেশি টের পাই পরীক্ষার সময়..সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়,time & tide,wait for none…এইসব প্রবাদের মাধ্যমে।
বাণীর যে জিনিসগুলো আমাকে টানে তা হল এর সার্বজনীন দিকটি..এটি কখনই কোন গন্ডিতে সীমাবদ্ধ নয়..এবং প্রায় প্রত্যেকটি ব্যাক্তির ক্ষেত্রেই এই কথাগুলো প্রযোজ্য।আর দ্বিতীয়ত হল,মানুষের অভিজ্ঞতার সংক্ষিপ্ততম প্রকাশ এবং এটাকেই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়।সেই সাথে অবশ্য মাঝে মাঝে অণূপ্রেরণার বিষয়টিও কাজ করে।
অনেক বড় ভুমিকা দিয়ে ফেল্লাম।এইবার পাঁচটি বাণী দিয়ে শেষ করছি…এবং এই পর্বের বাণীগুলো কম-বেশি সাফল্য বিষয়ক….
১.সাফল্য হচ্ছে ফুটবলের গোলের মত…যেখানে বাকি সবকিছুই ধারাভাষ্য – ব্রায়ান ট্রেসি
২.কেবলমাত্র তখনই তুমি সফল হবে,যখন কেউ তোমার উপর বিশ্বাস রাখতে পারবে না,তখনও তুমি যদি তোমার উপর বিশ্বাস রাখতে পার – সুগার রে রবিনসন
৩.সাফল্য একটি মইয়ের মত এবং কেউ কখনই পকেটে হাত রেখে মইয়ে উঠতে পারেনি- জিগলার
৪.তোমার যদি কোনো সমালোচক না থাকে,তবে জেনো,তোমার কোনো সাফল্যও নেই-ম্যালকম ফ্রোবেস
৫.কোনো কিছুরজন্য চেষ্টা করে বিফল হওয়াকে আমি নিচেষ্ট থেকে সফল হওয়ার চেয়ে প্রাধান্য দেই- রবার্ট শুলার
এইবার একটা বোনাস :
“Don’t dream it. Be it!” – Richard O’brian
না পিড়া ১ম ।
ওরে বাব্বা । ডরাইছি ।
তিন, পাঁচ আর বোনাসে :thumbup:
ফাউল বাণী দিয়ে শুরু করলি :duel: তবে আসল বাণীগুলা সেইরকম। :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাসি তামাশায় শত্রু বৃদ্ধি পায়-মোঃ আবু হানিফ(প্রভাষক,পরিসংখ্যান বিভাগ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ)
মোঃ আবু হানিফ(প্রভাষক,পরিসংখ্যান বিভাগ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ)
তিনি আমার কিঞ্ছিত দূর সম্পর্কের আত্নীয় :(( :((
কান্দস ক্যান?উনি কি কইছে কানলে বন্ধু বৃদ্ধি হয়??? x-( x-( x-(
হানিফ স্যারের ভলিবলের সার্ভ করাটা আমার এখনও দেখতে মঞ্ছায়। :))
তার সার্ভিং ষ্টাইলটা..............................অ অ অ অ অ অ অ অ অই,সেভেন ফাইইইইইইইইইইভ।
(বলে বলটা সার্ভিস করেন)
এইটা আমাদের ঝিনাইদহের শাহরিয়ার খুব সুন্দর কইরা দেখাইতে পারে।
তাই অর নিকনাম ই আবু হানিফ হয়া গেছে।
x-( x-( গরু তোর আত্মীয়? এখন পোস্টিং কই? বাছুর(উনার ছেলে সুজয়) কেমন আছে?
সেই নির্বোধ যে বড় হবার চিন্তা করে কিন্তু সে অনুযায়ী কাজ করেনা-এম এ ছালাম :)) :))
সালাম সাহেব এই ডায়লগটা কিন্তু খারাপ বলে নাই...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার আব্বু ক্লাস সেভেনে আমাকে প্রথম যে চিঠিটা লেখেন তাতে একটা কথা লিখেছেন। সেই কথাটা আমার জীবনের শ্রেষ্ট বাণী হিসেবে আমি আজও মানি। বাণীটা হল-"সজরীরের নাম মহাশয়, যাহা সহাইবা তাহাই সয়"। আর নিজের জীবন থেকে শীক্ষা নিয়ে আমি একটা কথা সবস্ময়ই বলি, জানিনা এটা কতটা বাণী, কিন্তু এটা যে একটা উপলব্ধি তাতে কোন্সন্দেহ নাই। কথাটা হল-"তুমি ততটুকুই সৌভাগ্যবান, যতটুকু তুমি মনে কর আর ততটাই দুর্ভাগা যতটা নিজেকে তুমি মনে কর"।
বাণীটা তোর মুখে অনেক শুনেছি। কিন্তু তোর বানানের এই হাল কেন রে?
যাহা মুখ ফস্কে হঠাৎ করে বেরিয়ে যায় তাহাই সত্যি কথা-নুরুল হক নাটকা(বোটানী -এফসিসি) :grr: :khekz: :gulti:
ঠিক একই বাণী আমার আব্বার কাছ থেকে অসংখবার শুনছি।আরেকটা বাণী উনি দেন-
"কাঁটার মুখ চোখাইয়া দেওন লাগেনা 😮 "(এইটার ভাবার্থ হইল-যার প্রতিভা আছে এম্নিতেই সেটা প্রকাশ পাবে,কাঁটার মুখ ত চোখাই থাকে তাইনা :)) )
আমার আব্বা আমারে একবার বলসিলেন..
আহার.নিদ্রা,ভয়
যত করে তত হয়
সেইটা একদিন কথায় কথায় আমার রুমমেট মইনুলরে বলাতে ও সেইটারে বানাইল...
আহার.নিদ্রা,ভয়
যত করে তত হয়
না করলে ক্ষতি হয়
বেশি করা উচিৎ নয়
পরিমিত করতে হয় 😡 😡
ক্যাডেট কলেজে আমার রুমমেট রেজা আলী বুলবুলের বাবা একটা কথা বলেছিলেন,
জীবন পুষ্পশয্যা নয়
লাইফ ইজ নট বেড অফ রোজেস
আমাদের ভুগোলের নুরুল হোসেন স্যার সব সময় বলতেনঃ
দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে, একদল ভালো আর একদল ক্যাডেট। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নুরুল হোসেন স্যার আমার ভূগোল শিক্ষক। পছন্দ করতাম।
=)) =)) =)) =))
Life is Mad.
পুরুষ মানুষ দুইপ্রকারঃ জীবিত/বিবাহিত -----ব্যাচেলর :tuski: :guitar:
প্রকৃতি শুন্যস্থান পছন্দ করেনা,তাই
স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড থেকে দূরে থাকা উচিৎ না-মহামতি আব্রাহাম খোরশেদ লিংকন। :khekz: :khekz:
এইটা আমার এক ফ্রেন্ড আমাদের মেইন দড়জায় লাগায় রাখছে।প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় চোখে পড়ে :goragori:
"খালি কলসি বেশি বাজে" : ফককের বাংলা শিক্ষক আক্কাস আলী :-B
আমাকে উদ্দেশ্য করে। কোনো এক বাংলা ক্লাসে! ;;) ;;) ;;)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
স্যার বুঝতে পারেননাই আপনি খালি কলসি না,কিছু মনে কইরেননা স্যার মুরুব্বি মানুষ ! বরং আপনি মোড়ক উন্মোচন করেন আর খালি করেন :grr: :khekz: :goragori:
:thumbup:
ছালাম সাহেবকে ছালাম।
সাথে বন্যকেও সালাম। কিরে পরীক্ষা শেষ হইল এতদিনে?? :grr: :grr:
r kois na ~x( ~x( ~x( x-( x-( 😡
Discipline is liberation.
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:awesome: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অসাধারণ লাগল........।
Life is Mad.
ভাল ছিল ----- খালেক
=)) :goragori: :khekz:
"যার লাগি মজে মন
কিবা হরি কিবা ডোম"
(নসুতে উড়াধুড়া সুন্দরী এক তন্বীর সাথে মৈনাক পর্বত সাইজের গরিলা মার্কা গান্ধা এক পোলারে দেইখা আমাদের চাপা উসখুশ শুইনা পার্ট টাইম নাটক শিক্ষক ইসরাফীল শাহীন স্যারের ডায়ালগ-বাংলা সাহিত্যের কই জানি এইটা আছে)
আপনার হাইট কত মাস্ফ্যু ভাই? :grr: :grr: :grr: :grr:
এইটা চর্যাপদে আছে। 🙂
তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে
ষাট বছরের পিতা থাকতে আমি মরব ক্যানে...
(জর্জ বেস্টের মৃতদেহের সামনে তার পিতার ছবির নিচের ক্যাপশন-মূল উৎস লোকজ বাংলা সাহিত্য)
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আমারতো একাডেমি ব্লকে লেখা Speak in English
বাণীর কথা মনে পরে যাচ্ছে :khekz:
খব ভালো পোস্ট হইছে.অবিস্মরণীয় সালাম সােহেবর কথা মনে করাইয়া দিলি.......
এবার বন-বাদারের দুয়েকটা বাণী শোনা...... :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) নাচতে নেমে ঘোমটা দেয়ার মানে হয়না B-)