…অয়োময় ও যাভিয়েরকে….
১.
শ্যাওড়া গাছের পেত্নী কয়
আয় কাছে আয় অয়োময়
করমু তোরে বিয়া,
অবাক পোলা চাইয়্যা রয়
পেত্নী হলেও মন্দ নয়
দেখতে বড়ই “ইয়া”.. :shy: :shy:
এমন সময় হঠাৎ কয়
আম্মারে পাই বিশাল ভয়
যা তারে ক’ আগে..
পেত্নী শুনে তক্তা হয়
মায়ের এমন সুবোধ boy!!
পেত্নী দূরে ভাগে…
২.
শাক খাওয়া চুন্নী
নাম তার মুন্নী
প্রেম করিতে হায়
সুন্দর ছেলে চায়।
হ্যানছাম যাভিয়ের
পাশ দিয়া যেই যায়
মাথাটা নষ্ট হয়
পোলাটারে ভালা পায়।
পাশে গিয়া ডাইরেক্ট
“আলাভিউ যাভিয়ের”
রিফিউজ কইরোনা
বিষ খামু,পাবা টের।
শিডিউল খাতা দেখে
যাভিয়ের মাথা নাড়ে
আপাতত খালি নাই
দুশ্চিন্তা বাড়ে…
চুন্নীরে ডাক দিয়া…
কয় ,শোনো মন দিয়া…
লাইনে খাড়াও তুমি
সিরিয়াল লও
খালি হলে ডাক দিমু
চুপ করে বও!!
১ম 🙂
না পইড়া... 😕 😕 😕 😕 😕 😕
আমি না পইড়া লিখলে নিশ্চিত প্রথম হইতাম।
পড়ছি, কমেন্ট করছি তাও একই সময়ে কমেন্ট...
হুরররর... যাহ যাহ। পইড়া কমেন্ট কর
😛
১ম তো 😀 😀 পড়ে পড়ছি...
হয়নাই
আমি খেলুম না 😕
অবাক পোলা চাইয়্যা রয়
পেত্নী হলেও মন্দ নয়
ছি ছি ছি......
মাছুম, নিষ্কলুষ পোলাপাইনের মাথায় নাকি এইসব খেলে
😮 😮
বন্য তুই ক্যান ইরাম লিখলি??? :bash:
বালা অইছে 😀
ভালো ছিল! 😀 :thumbup: :thumbup:
সাতেও নাই, পাঁচেও নাই
ঝাক্কাস হইছে ফুয়াদ...একদম গুল্লি...... :gulli2: :gulli2:
ভাতিজা দুইটারে দেখলেই মন ভালো হয়ে যায়। 🙂
দারুন ছন্দ। অসাধারণ। 🙂 🙂
বন্য পোলাডা পুরাই একটা মাল :goragori: :goragori:
শিরোনাম দেখে ভাব্লাম, বন্য আবার বন্যায় ধরলো নাকি .........
এতদিন ঝান্তাম এইগুলা মানব মানবীতে এবং ক্ষেত্রবিশেষে মানব মানবে (পিসিসি দ্রষ্টব্য) সীমাবদ্ধ...এখন দেখি ভূত প্রেতও বন্যের হাত থিকা রক্ষা পাইতেছেনা 😮 😮 😮
ভাল ছিল... :grr: :grr:
বন্যেরা বনে সুন্দর, পেত্নী শেঁওড়াগাছে
বন্য তুই আসলেই একটা মাল 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বইন্য ... শেষ পর্যন্ত আমার পোলাগুলিরেও ছাড়লিনারে বদ। 😡
যাই কও দিহান, লেখছে কিন্তু জোস! :-B :-B :-B বন্যডা আসলেই একটা জিনিষ!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিক কইসেন ভাইজান, পোলা লিখসে একখান।
উনাকে কি কেজি দরে বাজারে পাওয়া যাবে?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর কি মনে হয়? :grr:
আমি কিছু কমু না। উনার নামে কিছু কইলেই চায়ের দোকানে আইসা ফ্রিতে চিনি আর কন্ডেন্সড মিল্ক নিয়া যায়গা।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
....আসলেই 😛 😀 😛 😀 ।
Life is Mad.
বন্য
তুমি অনন্য।
B-)
:p
বেশি বস্ হইছে।
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ ভাই দেখি আজকাল মন্তব্য না লিখে, হাসি দিয়েই পালায়। 😛 ( কঃরাঃ রাশেদ ) ;;;
ব্যাপক।। :thumbup: 🙂
বইন্য তোরে বকা দিতে ব্যস্ত থাকায়, তোরে ঠিক মত ধইন্যাপাতা দেয়া হয়নাই। :hug: খুব সুন্দর লিখেছিস। :hatsoff:
বান্ধায়া রাখুম, যাতে পোলারা বড় হয়ে তাদের পাগলা চাচ্চু'র ভালোবাসা দেখে, তারে দৌড়ান দিতে পারে। :grr:
হুদা ধইন্যাপাতা? 😐 🙁 সাথে একটু মুড়ি,চানাচুর,তেল মেখে দিলে হত না?? :party: :goragori: 😀 :awesome: :guitar:
চলে আয়, খালি মুড়ি মুড়কি না কাচ্চি বিরিয়ানী'র দাওয়াত রইলো। 😀
আপনার ওইখানে যাইতে যেই টেকা লাগব সেইটা দিয়া আমি স্টারে বইসা মরার আগ পর্যন্ত কাচ্চি খাইতে পারুম x-( x-( x-(
আপ্নে চইলা আসেন...উইথ ভাইয়া অ্যান্ড ভাইস্তাজ... :hug: :hug: :hug:
সাবাশ, বণ্য
তোর প্রতিভায় আমি মুগধ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওরে কি লিখলিরে!! আমি মুগ্ধ ।