সস্তা টিশার্ট দুপুরের রোদে পুড়ে আরও সস্তা হতে থাকে।
আর আমি বিত্তবানদের প্রতিনিধি হয়ে বসে থাকি শীতল কফিনে।
যে কফিনে শুধু মৃতদের বসবাস
মৃত নয় ,তবু আমার চারপাশে অসংখ্য লাশ।
কেবল একটি সস্তা জীবন্ত টিশার্ট
দুপুরের রোদে খন্ড খন্ড প্রতিবাদগুলো জমা করতে থাকে,
মৃত আমরা, একসাথে বসে জমা করা প্রতিবাদগুলো দেখি
আর মুচকি হাসি,
তারপর প্রতিবাদ আর সস্তা শব্দদুটোকে আমরা সমার্থক বানিয়ে দেই ।
১৭ টি মন্তব্য : “কাব্যকথা”
মন্তব্য করুন
১ম
পড়ার পর কবিতাটা আমার দারুণ লেগেছে। মোহামেডানের পোলাপাইন তো দেখি বেশ কাব্য লিখে। প্রথম হয়েছি; এবার অফিসে যাই।
খাইছে...ফুয়াদ নাকি? কবিতা তো দারুণ লিখছ! সাবাশ!
জটিল.....
ফুয়াদ,
কবিতা আমি তেমন বুঝিনা, তাই মূল্যায়ন করার সাহস করছিনা...
তবে লেখার জন্য সাধুবাদ অবশ্যই তোমার...
তোর কবিতা টা ভাল লাগলো । তবে একটা কথা, কবিতার নাম কাব্যকথা কেন? অন্য কোন নাম দিলে হয়ত আরো ভালো লাগতো ।
ভালো লেগেছে বন্য। লিখো আরো। লিখতে থাকো।।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:boss: :boss: :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মৃত নয় ,তবু আমার চারপাশে অসংখ্য লাশ।
কেবল একটি সস্তা জীবন্ত টিশার্ট
ফুয়াদ,
দোস, এত্ত সুন্দর করে কীভাবে ভাবতে পারিস??
অদ্ভূত সত্য কথা! আমার অনেক অনেক শুভেচ্ছা নিস বন্ধু...
(আমার মনে হয় নামটা অন্যকিছু দিলে সুন্দর হতো!)
বন্য নাকি? তুমি কি কবিতা লিখলে নাকি? তাইতো মনে হচ্ছে। আমিতো ভাবতাম দুষ্টুমি শুধু কর তুমি। নাহ !!! নতুন করে আবার ভাবতে হচ্ছে দেখি ...
দিহানের পার্ফরমেন্স দেখি খারাপ হয়ে গ্যাছে, সর্বোচ্চ মন্তব্য লিস্ট থেইকা নাম কাটা পড়ছে 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, ভাইয়া আর কইয়েন না। মন মেজাজ ভাল যাচ্ছেনা কয়দিন থিকা।
অফটপিকঃ আরে এত দেখি কাইয়ূম ভাই, সালাম ভাইয়া। ভাল? খুব সুন্দর হয়েছে।
ওয়ালাইকুম সালাম আপু 😀
কিন্তু কি খুব সুন্দর হয়েছে সেইটাইতো বুঝলামনা 😕
আমার কমেন্টটা? ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
বুঝলেন না ভাইয়া? :-/
বলছিলাম কি, নীল, সবুজ আর লীলের মধ্যে বৃষ্টি ভাল লাগছে। 😛
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
বন্য তুই কবিতা লিখিস???? জানতাম না তো। ইমোর অভাবে এই পোস্টে আর কিছু বলতে অপারগ (মনখারাপ)
মানুষ তার স্বপ্নের সমান বড়
বন্য দেখি আবার কবিতাও লেখস... তুই আসলেই একটা জিনিষ
কবিতা ভাল লাগছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এক কথায় অসাধারন লাগল বন্য। :clap: :clap: :clap: