কাব্যকথা

সস্তা টিশার্ট দুপুরের রোদে পুড়ে আরও সস্তা হতে থাকে।
আর আমি বিত্তবানদের প্রতিনিধি হয়ে বসে থাকি শীতল কফিনে।
যে কফিনে শুধু মৃতদের বসবাস
মৃত নয় ,তবু আমার চারপাশে অসংখ্য লাশ।
কেবল একটি সস্তা জীবন্ত টিশার্ট
দুপুরের রোদে খন্ড খন্ড প্রতিবাদগুলো জমা করতে থাকে,
মৃত আমরা, একসাথে বসে জমা করা প্রতিবাদগুলো দেখি
আর মুচকি হাসি,
তারপর প্রতিবাদ আর সস্তা শব্দদুটোকে আমরা সমার্থক বানিয়ে দেই ।

১,২০১ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “কাব্যকথা”

  1. মুসতাকীম (২০০২-২০০৮)
    তারপর প্রতিবাদ আর সস্তা শব্দদুটোকে আমরা সমার্থক বানিয়ে দেই

    :boss: :boss: :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  2. মৃত নয় ,তবু আমার চারপাশে অসংখ্য লাশ।
    কেবল একটি সস্তা জীবন্ত টিশার্ট

    ফুয়াদ,
    দোস, এত্ত সুন্দর করে কীভাবে ভাবতে পারিস??
    অদ্ভূত সত্য কথা! আমার অনেক অনেক শুভেচ্ছা নিস বন্ধু...

    (আমার মনে হয় নামটা অন্যকিছু দিলে সুন্দর হতো!)

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    বন্য দেখি আবার কবিতাও লেখস... তুই আসলেই একটা জিনিষ

    কবিতা ভাল লাগছে...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।