রাজশাহী বিশ্ববিদ্যালয় কুরুক্ষেত্রে পরিণত

গতরাত ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে পুলিস রেইড করে প্রায় ৭৫জন পলিটিক্যাল, নন-পলিটিক্যাল ছাত্রদের ধরে নিয়ে গেছে। আমার বিভাগের একজন সাধারণ ছাত্রও এর শিকার হয়েছে। তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গিয়েছিলাম। কিন্তু প্রশাসন হল এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে এতই ব্যস্ত যে, ধৃত ছাত্রদের নিয়ে চিন্তা করার তাদের সময় নেই।

এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং শিবিরের সাধারন সম্পাদক খুন হওয়ায়, প্রশাসন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষনা করে। ছাত্রদের আজ বিকেল পাঁচটার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে।

এই হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি।

১,৫১০ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “রাজশাহী বিশ্ববিদ্যালয় কুরুক্ষেত্রে পরিণত”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    ২০০৬ এর মার্চমাসে রাবি'তে গেছিলাম সমাজবিজ্ঞানের শিক্ষকতার ভাইভা দিতে। ইন্টারভিউ শুরু হওয়ার একঘন্টা আগে তা স্থগিত করা হয়, কারণ কোন এ ছাত্রীহলের ছাত্রদল সভানেত্রীর গুনধর জামাই-রে নেওয়ার জন্য উক্ত নেত্রীর আব্দার ফেলতে পারছিলেন না মাননীয় ভিসি। 😛

    ইন্টারভিউ হলে আমার চাকরি হয়ে যেত। এখন মনে হয়, আল্লাহ আমারে বাচায়া দিছে সেই যাত্রা। 😉


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।