সুধী,
B G Interactive, একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক আউটসোর্সিং কোম্পানি কিছু দক্ষ PHP প্রোগ্রামার খুঁজছে। আপনি যদি PHP প্রোগ্রামিং করেন (অথবা আপনার পরিচিত কেউ PHP প্রোগ্রামিং করলে দয়া করে তাদেরকে জানাবেন), তবে নিম্নে উল্লেখিত ইমেইলে CV পাঠানোর জন্য আহবান জানাচ্ছি।
দক্ষতা (আবশ্যিক):
1. PHP5 এবং OOP Concepts
2. MySQL
3. JavaScript এবং jQuery / Ajax
4. XHTML / CSS
Framework-এর দক্ষতা (ন্যূনতম ১টি PHP & ১টি JavaScript framework-এ দক্ষতা থাকতে হবে):
PHP
১. CakePHP
২. Code Igniter
৩. Zend
৪. Symfony
JavaScript
১. jQuery and AJAX
২. extJS
৩. Mootools / Scriptaculous / Prototype / Dojo
CMS / eCommerce (ন্যূনতম ১টিতে কাজ করার দক্ষতা থাকতে হবে)
১. Expression Engine
২. Drupal
৩. Magento
৪. X-Cart
৫. WordPress
API (যদি ব্যবহার করে থাকেন)
১. Facebook / Twitter / LinkedIn
২. PayPal / Google Checkout / SagePay / অন্যান্য Payment Gateways
৩. eBay / Amazon / অনুরূপ API
ইমেইল-এর body-তে আপনার দক্ষতার বিবরণ নিম্নরূপে উল্লেখ করুনঃ
আপনার নাম: ক খ গ
ইমেইল: example@example.com
ফোন: ০১xxx-xxxx-xxx
PHP5:
(কত বছর ধরে ব্যবহার করছেন)
(কতগুলো ওয়েবসাইট করেছেন)
(reference URL(s), যদি সম্ভব হয়)
OOP with PHP5:
(কত বছর ধরে ব্যবহার করছেন)
(কতগুলো ওয়েবসাইট করেছেন)
(reference URL(s), যদি সম্ভব হয়)
MySQL:
(কত বছর ধরে ব্যবহার করছেন)
(কতগুলো ওয়েবসাইট করেছেন)
(reference URL(s), যদি সম্ভব হয়)
CakePHP:
(কত বছর ধরে ব্যবহার করছেন)
(কতগুলো ওয়েবসাইট করেছেন)
(reference URL(s), যদি সম্ভব হয়)
…
আপনার দক্ষতার বিবরণী সহকারে CV-টি ইমেইল করে পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ aftab@bglobalsourcing.com.
ধন্যবাদ
🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আমার ভাই ইংল্যাণ্ডে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতেছে,ওর স্পেশালাইজেশন পিএইচপি।প্রবাসী হইলে কি আবেদন করার সুযোগ আছে?
এইগুলা কি? খায় না মাথায় দেয়? :grr:
🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বেতন কত দিব কইলা না যে? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই, এই কম্পিউটারের লোক ছাড়া আর কি কাউকে খুজার নাই? আমাগোরে খুজেন না কেনু, কেনু, কেনু?