সিসিবির সবচেয়ে জনপ্রিয় অংশ মনে হয় সাম্প্রতিক মন্তব্য। সেটার অভাবে গত দুদিন অনেককেই মাথা ঠুকতে দেখা গিয়েছে। কাইয়ূম ভাইর মত যারা শুধু মন্তব্য করে তারা খুব অসুবিধায় ছিলেন। তাদের সুবিধার জন্য সাময়িকভাবে ব্লগে সাম্প্রতিক মন্তব্য যোগ করা হয়েছে। তাড়াহুড়ো করে যোগ করার কারণে এটাতে বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সবচেয়ে বড় কথা সিসিবির ব্লগ এডজুট্যান্ট প্যারেডে না থাকার কারণে অনেক কিছু সমন্বয় করা সম্ভব হয় নি। সবার সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। খুব শীঘ্রই এডজুট্যান্ট এসে এটিকে আবার আগের অবস্থায় নিয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত এটা দিয়েই কাজ চালাই।
-একটিং ব্লগ এডজুট্যান্ট
একটিং ব্লগ এডজুট্যান্ট এর অভিনয়ে মুগ্ধ :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap:
:salute: :salute:
blockquote>
কাইয়ূম ভাইতো এইবার :gulli2: :gulli2: মারবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এক্টিং এডু দেখি ভাই ডাকতাছে, চামে একটু ঝাড়মু নাকি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:grr: :grr: :grr: =)) =))
এক্টিং এডু স্যার এর প্রতিঃ
একটু আগে মইন (৯৪/সকক) এর আমাদের প্রব্লেম টা নিয়ে কথা হলো।মূল সমস্যা যেটা ছিলো সেটা হলো, আমাদের সাম্প্রতিক মন্তব্যের প্লাগ ইন টার mysql এ query রেট ছিলো খুব ই স্লো। যেই কারনে সেটা এতো বেশি mysql এ query করতো যার জন্য অন্যান্য সাইট গুলা স্লো হয়ে যেতো (যেহেতু mysql টা শেয়ার করা)। তাই আমাদের প্লাগ ইন টার কোড অপ্টিমাইজ করে তারপর আবার চালু করতে হবে। যদি না করে চালু করি তাহলে আবার সাসপেন্ড হবার চান্স আছে।
আমি জানি না, কোড অপ্টিমাইজ করা হয়েছে কি না, তাই :just: শেয়ার করলাম যতোটুকু বুঝেছি।
আপনার কথা ঠিক ভাইয়া। কোড অপটিমাইজ করা হয়নি জাস্ট অন্য একটা প্লাগইন ইউজ করা হইছে। আবার প্রব্লেম হবার চান্স আছে। জিহাদ না আসলে কোড এ হাত দেওয়া যাচ্ছে না।
Then i should suggest not 2 use it. We should close it and in da mean time, onno jara code jane tara optimize er try korte thakuk. Coz abr suspend hole kintu hosting side ganjam korbe
এটা অন্য একটা প্লাগইন এটাতে এত বেশি query নাই। তাই মনে হচ্ছে এটাতে সমস্যা হবে না।
সমস্যা হলে বইলেন........ ঠিক করে দেয়ার ট্রাই করব...... মানে কোড করে দেয়ার ট্রাই করব আরকি...
আমার মতে যেহেতু সাম্প্রতিক মন্তব্য অংশটা খুবই ফ্রিকোয়েন্টলি পরিবর্তন হচ্ছে সুতরাং একে ডাটাবেজ এক্সেস করতে না দেয়াই ভাল...... যেটা করতে হবে তা হল: মূল কমেন্ট ইনসার্শন কুয়েরিটাকে একটু এডিট করে লোকাল সার্ভারে একটা টেক্সট ফাইলেও সেভ করে রাখতে হবে কমেন্টগুলো....... সাম্প্রতিক মন্তব্য প্লাগইনটা সেখান থেকে ডাটা পড়বে.... ডাটাবেজে যাবেই না.........
*** কনসেপ্ট এটা....... বিস্তারিত ভাবিনাই......
ইউ আর মোস্ট ওয়েলকাম। সময় থাকলে আওয়াজ দিয়েন। আমি আগের প্লাগইন টা আপনার মেইলে সেন্ড করে দিবো।
সাতেও নাই, পাঁচেও নাই
লোকাল সার্ভার বলতে কি বুঝাচ্ছ? রিসেন্ট কমেন্ট আনতে হলে সার্ভার এর ডাটাবেজ তো মনে হয় একসেস করতেই হবে। তোমার কথাটা আরেকটু খুলে বল।
জিহাদ নতুন প্লাগইন এর দেখ অপশন এর উপর ভিত্তি করে অনেক গুলা কাজ করা আছে ঐ অংশগুলা চেঞ্জ করে ফেলতে পার। আমাদের যা যা লাগবে সেটা রেখে এইটাকে একেবারে কাস্টমাইজ করে ফেলা মানে অপশনগুলা আর থাকবেই না। তুমি কি আমাকে আগের প্লাগইন ফাইলটা সেন্ড করতে পারবা?
কি টেকি কথাবার্তারে বাবা এইগুলা। B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বর্তমান প্লাগইনটা ভালই। অন্তত আগেরটার চে। লাস্ট দুইদিনের স্লো রানিং কোয়েরী লগ ফাইল আশা ব্যাঞ্জক। নতুন প্লাগইনটা খুব বেশি সমস্যা করছেনা। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ওয়েব ডিজাইন শিখুম-শখ হইছে।
জিহাদ, কোথা থাইকা শুরু করুম কও তো? এইচ টি এম এল দিয়া স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে পারি, একটা বানাইছিও
www.engr.mun.ca/~egss/
এইটারে ডায়নামিক কেমনে করা যায়?
জাভাস্ক্রিপ্ট শিখ
AJAX shikhen toufique vai, shoja ar shei rokom kam er jinish.
Www.W3schools.Org theke start korte paren.
থ্যাংকু তুহিন আর তপু। হাতের কাজ শেষ হইলেই শুরু করমু। 🙂
তৌফিক শিখার পর আমি তোমার কাছ থেইকা শিখা ফেলামু 😀
আগাম বুকিং দিলাম কিন্তু তৌফিক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুমি আমার সব কাম কইরা দিবা, আমার আর শিখতে হইবো না তাইলে।
বুকিং দিলাম। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না