মন্তব্যে “জবাব দিন” অপশনটি নিস্ক্রিয় থাকা প্রসংগে

সার্ভার জটিলতার কারণে মন্তব্য সেকশনের “জবাব দিন” অপশনটি বর্তমানে অকার্যকর আছে। ।
আমরা চেষ্টা করছি খুব শিগগিরই অপশনটি সক্রিয় করার জন্য। এছাড়া সিসিবি’র সম্মানিত সদস্যরা অন্য কোন সমস্যার সম্মুখীন হলেও আমাদেরকে এখানে জানাতে পারেন।
সাময়িক এ অসুবিধার জন্য আমরা একান্তভাবে দু:খিত।
পুনশ্চঃ আরেকবার সদস্যদের নামের পাশে কলেজে অবস্থান সময়কাল উল্লেখ করার অনুরোধ করা হলো।
ধন্যবাদ।

৮১৩ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “মন্তব্যে “জবাব দিন” অপশনটি নিস্ক্রিয় থাকা প্রসংগে”

  1. আরিফ (৯৫-০১)

    আচ্ছা আমি "ব্লগলিখুন" অপশনটি উপরে দেখতে পাচ্ছিনা...সেই সাথে, ডান পাশের বারে"ব্লগলিখুন" অপশনটিতে ঢুকতে চাইলে, বলছে আপনার প্রয়োজনীয় অনুমতি নাই...এটাকি কোন নতুন problem? নাকি আমাকে Blog a "Red card" দেওয়া হয়েছে? জানতে চাই

    জবাব দিন
  2. আরিফ
    এরকম হওয়ার কোন কারন নেই। এখানে কেউ কাউকে কার্ড দেখায় না। 'ব্লগ লিখুন' অপসন থাকার কথা আর লিখতেও পারার কথা।
    তুমি আবার ট্রাই করে দেখো। মাঝে মাঝে ব্রাওজারের সমস্যার কারনে এটা হতে পারে। আশা করছি ঠিক হয়ে যাবে।
    ধন্যবাদ।

    জবাব দিন
  3. মুহাম্মদ (৯৯-০৫)

    আমরা বেশ কয়েকটি সমস্যাই হুট করে একসাথে লক্ষ করছি। যদিও শেষ কয়দিনে তেমন কোন কনফিগারেশন চেন্জ করা হয়নি যার জন্য এমনটি হতে পারে। ধারণা করছি সার্ভার এর মেমরী লিমিট হয়তো শেষের দিকে চলে আসার দরুণ কিছু প্লাগইন ঠিকঠাক কাজ করছেনা। চেষ্টা করছি ফিগার আউট করতে। সাময়িক এই সমস্যাগুলোর কারণে আবারো দু:খ প্রকাশ করছি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।