নতুন প্রোফাইল পাতা প্রসঙ্গে

আপডেট ২৩/৩/২০১৫ : সদস্য ডিরেক্টরীও যোগ করা হয়েছে। লগইন করার পর বাম সাইডবারের একাউন্ট প্যানেল থেকে ডিরেক্টরি লিংক এ ক্লিক করে ডিরেক্টরিতে যাওয়া যাবে।

সিসিবিতে সদস্য প্রোফাইল সেকশনটি পুরোপুরি নতুন করে সাজানো শুরু হয়েছে। ফ্রন্টএন্ড/ব্যাকএন্ডে দুক্ষেত্রেই প্রচুর পরিবর্তন হচ্ছে/হবে।

১। পরিবর্তনের অংশ হিসেবে সদস্যদের প্রোফাইল পিকচার যোগ করার অপশনটিও পরিবর্তিত হয়েছে। ফলে আগের প্রোফাইল ছবিগুলো এখন অকার্যকর আছে। সিসিবির সদস্যদের তাই অনুরোধ জানানো হচ্ছে নিজেদের প্রোফাইল পিকচার নতুন করে আপলোড করার জন্য।
২। সদস্যরা এখন নিজের প্রোফাইলে কভারফটোও সংযুক্ত করতে পারবেন। কভারফটোর সর্বনিম্ন উইডথ ১০০০ পিক্সেল হতে হবে। আপলোড এর পর ক্রপ করার অপশনও পাবেন।
৩। সদস্য তথ্য আপডেট করার জন্য এখন আর ড্যাশবোর্ডে গিয়ে নয়, নিজের প্রোফাইল পাতা থেকেই আপডেট করতে পারবেন।
৪। একাউন্ট সংক্রান্ত তথ্য, যেমন: ইমেইল ঠিকানা পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তনও প্রোফাইল পাতা থেকে করতে পারবেন।

নিজের প্রোফাইল পাতাতে যাওয়ার জন্য লগইন এর পর সাইডবার থেকে “প্রোফাইল” এ ক্লিক করতে হবে। প্রোফাইল পাতাতে কভার ফটোর নিচে ডান কোণায় থাকা সেটিংস আইকনে ক্লিক করে প্রোফাইল এডিট, একাউন্ট পাতা তে যাওয়ার লিংক পাওয়া যাবে।

আমরা চাচ্ছি আমাদের প্রিয় সিসিবিকে ব্লগ প্লাটফর্ম এর পাশাপাশি একটা কমিউনিটি প্লাটফর্ম হিসেবেও আস্তে আস্তে দাঁড় করাতে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেও ধারাবাহিক ভাবে নতুন নতুন অপশন যুক্ত করা হবে। এ ব্যাপারে সিসিবির সকলের সহযোগিতা ও সাজেশন কাম্য।

নতুন প্রোফাইল সংক্রান্ত কারো কোন প্রশ্ন থেকে থাকলে নিচে মন্তব্যের ঘরে প্রশ্ন করতে পারেন।

হ্যাপি ব্লগিং।

নতুন প্রোফাইল পাতার সজ্জা

নতুন প্রোফাইল পাতার সজ্জা

৩,৩৬৮ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “নতুন প্রোফাইল পাতা প্রসঙ্গে”

  1. পারভেজ (৭৮-৮৪)

    দারুন হয়েছে প্রোফাইল পাতার নতুন ডিজাইনটা।
    খুবই খুশি।
    ভিজিটর কাউন্টার এড করাটাও ছিল চমৎকার একটা পদক্ষেপ।
    আরও দু'একটা জিনিষ করা যায় কিনা ভেবে দেখার অনুরোধ রইল:
    ১) লেখক তালিকা। বিভিন্নভাবে যেমনঃ কলেজ অনুযায়ী, পাসিং ইয়ার অনুযায়ী ইত্যাদি...
    ২) সার্চ ইঞ্জিন যেটা দিয়ে "সার্চ দিস সাইট" অপশনটা ব্যবহার করা যাবে।
    ৩) লেখককের ইনবক্স যেখানে প্রকাশ্যে বলা ঠিক না এমন মন্তব্য দেয়া যাবে। অবশ্য সেটায় এডমিনদের এক্সেস থাকতে হবে যাতে করে কেউ যেন সেটার মিস ইউজ না করে।


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • ইফতেখার (৯৫-০১)

      লেখকের ইনবক্সে কারোর এ্যাক্সেসের প্রয়োজন দেখি না। এ্যাবিউসের ক্ষেত্রে এ্যাডমিনকে ফরওয়ার্ড করা যেতে পারে। অন্যের এ্যাক্সেসই বরং এ্যাবিউস হওয়ার সম্ভাবনা বেশী।

      জবাব দিন
      • পারভেজ (৭৮-৮৪)

        প্রয়োজনটা প্রিভেন্টিভ।
        এবিউসড হবার পর তা ফরওয়ার্ড করে সমাধান চাওয়াটা কিউরেটিভ আর তাতে এবিউজ কিন্তু বন্ধ হচ্ছে না।
        যখন সতর্ক করা থাকবে, "ইনবক্সে লেখককে পাঠানো যে কোন মন্তব্য এডমিন কর্তৃক রিভিউড হতে পারে" - তখন এবিউসিভ কথা বার্তা বলা থেকে "মেম্বাররা" বিরত থাকবে।
        তবে এই সতর্কতার কারনে সমালোচনা নিরুৎসাহিত হবার কোন কারন দেখি না।

        ইনবক্স চাচ্ছি সমালোচনা শুনতে কিন্তু তা যেন এবিউসিভ না হয়।
        আর কোন ভাবে কি তা সম্ভব?
        মনেহয় না......... (সম্পাদিত)


        Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

        জবাব দিন
        • জিহাদ (৯৯-০৫)

          সমালোচনা বলতে কি আপনি লেখা সংক্রান্ত সমালোচনা বুঝিয়েছেন? সেটাই ধরে নিচ্ছি। সে ক্ষেত্রে কোন লেখায় প্রাইভেট মন্তব্য রাখার অপশন দেয়া যেতে পারে যেটা কেবল মাত্র এডমিন এবং লেখক দেখতে পারবেন। অন্য কেউ না। তবে সিসিবিতে একটা সমস্যা হচ্ছে ক্যাডেটরা শুরু থেকেই সিনিয়রিটি জুনিয়রিটি মেইন্টেইন করে বলে সহজে কেউ কারো লেখার সমালোচনা করতে চায়না। করলেও কেউ কেউ অফেন্ডেড ফীল করে। সিসিবিতে গঠনমূলক সমালোচনা এজন্য অন্যান্য ব্লগের তুলনায় কম হয় বলে আমি মনে করি।


          সাতেও নাই, পাঁচেও নাই

          জবাব দিন
          • পারভেজ (৭৮-৮৪)

            হ্যা আমি লিখা সংক্রান্ত সমালোচনার কথাই বুঝিয়েছি।
            ক্যাডেট কমুনিটিতে একটা কালচার যেহেতু হয়ে গেছে, প্রকাশ্যে কারো প্রশংসা ছাড়া কিছু করা যাবে না, যদি কেউ তা করে সে খুব খারাপ মানুষ - তাই হঠাৎ করে সেটা বদলানো সম্ভব হবে না।
            "প্রাইভেট কমেন্ট ফর ব্লগার (এন্ড এডমিন)" জাতিয় কিছু রাখা গেলে গঠনমুলক কিছু সমালোচনা করা যেতো।
            এতে লেখকরা উপকৃত হতো বলেই আমার মনে হয়।

            বাই দ্যা ওয়ে, আমার লিখার যে কোন রকমের প্রকাশ্য সমালোচনাই "মোস্ট ওয়েলকাম"


            Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

            জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      সদস্য ডিরেক্টরী যোগ করে দেয়া হয়েছে। লগইন করার পর বাম সাইডবারের একাউন্ট প্যানেল থেকে ডিরেক্টরি লিংক এ ক্লিক করে ডিরেক্টরিতে যাওয়া যাবে।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  2. প্রথম লগইনে ধাক্কা খেয়েছিলাম। আমার ছবি গেল কোথায়। পরে বিস্তারিত জানতে পারলাম। এখন আগের তুলনায় অনেক সহজ ও সুন্দর হয়েছে। ধীরে ধীরে আশা করি সবাই এটাতে অভ্যস্ত হতে পারবেন।

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    :clap: :clap: :clap:
    এত দারুন একটা কাজের জন্য এডু স্যারকে ধন্যবাদ দিতে দেরি করে ফেললাম।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. পারভেজ (৭৮-৮৪)

    "সদস্য ডিরেক্টরী যোগ করে দেয়া হয়েছে"
    দুর্দান্ত একটা কাজ হয়েছে ব্রাদার শুধু :hatsoff: :hatsoff: :hatsoff: -ই না
    অনেক অনেক
    ::salute:: ::salute:: ::salute::

    আরেকটা চাহিদাঃ
    প্রোফাইল পেইজে "সর্বমোট ব্লগ লিখেছেনঃ"-টা কি সন্নিবেশিত করা যায়?
    ভালই হয় কিন্তু... (সম্পাদিত)


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  5. টিটো মোস্তাফিজ

    অন্য সদস্যদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বার্তা বিনিময়ের সুযোগ চাই। সবাইতো ফেসবুকে থাকে না । কিন্তু সিসিবিতে হাজিরা দিবেই।


    পুরাদস্তুর বাঙ্গাল

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    গত ১২/১৩ বছর ধরে প্রায় লাখ-খানেক বার অনুরোধ করেছি পোস্টের মধ্যে হাইপার লিংক যোগ করার জন্য, যাতে করে পূর্ববর্তী এবং পরবর্তী পোস্টে যাওয়া যায়। কে শোনে কার কথা??? 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. মোকাব্বির (৯৮-০৪)

    আমি আমার প্রোফাইলে সবকিছু জুড়ে দিয়েছি! 😀 এডুকে অসংখ্য ধন্যবাদ :boss:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  8. খায়রুল আহসান (৬৭-৭৩)

    'নভিসেস ড্রিল' এ দেখলাম 'আমার লকার' নামে কিছু কথা লেখা আছেঃ
    "“আমার লকার” কি?
    কলেজে যেমন আপনার লকারেই আপনার সবকিছু থাকতো, তেমনি এই ব্লগেও “আমার লকার” অপশনটিতে ব্লগে আপনার নিজস্ব সব সম্পত্তির লিংক দেয়া আছে। দেখলেই বুঝবেন।" -
    হোমপেজে তো 'আমার লকার' নামে কোন কিছু দেখলাম না। ওটা কি এখনো বহাল আছে, না বাতিল করা হয়েছে?
    বহাল থাকলে কোথায় ওটার দেখা পাবো?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।