অভিজিৎ রায়ের খুনীদের ফাঁসি চাই

“আপনারা অবগত আছেন যে মুক্তমনা ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা, বিজ্ঞান ও যুক্তি বিষয়ক বইয়ের জনপ্রিয় লেখক, আমাদের সহযোদ্ধা অভিজিৎ রায় ঢাকা সময় ২৬ ফেব্রুয়ারি রাত নয়টার সময় মৌলবাদী দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত হন। একই হামলায় সাথে থাকা তাঁর স্ত্রী লেখিকা রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই খুন ও হামলার তীব্র নিন্দা জানাই, খুনীদের ফাঁসি দাবি করি এবং এই খুনের সঙ্গে জড়িত সকল উসকানিদাতাদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাই।

অভিজিৎ রায় এবং বন্যা আহমেদ মুক্তবুদ্ধির বিকাশে দীর্ঘ সময় ধরে নিবেদিত সাধনা করে এসেছেন। অভিজিৎ রায়ের মৃত্যু তাই বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মসূচি আপনাদের জানানো হবে।

অভিজিৎ রায় থাকবেন আমাদের মননে, আমাদের চেতনায়। ১৯৭১ সাল থেকেই মুক্তচিন্তার চর্চাকারীরা ঘাতকের আঘাতে নিহত হচ্ছেন, তারই ধারাবাহিকতায় অভিজিতের এই নির্মম হত্যাকাণ্ড আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সেকুলার বাংলাদেশ রাষ্ট্র গঠন কেন এত প্রয়োজনীয়।

#IAmAvijit”

৪ টি মন্তব্য : “অভিজিৎ রায়ের খুনীদের ফাঁসি চাই”

  1. পারভেজ (৭৮-৮৪)

    খুনিদের অবশ্যই ফাসি চাই।
    রাজিব হত্যাকান্ডে অংশ নেয়া দুই চারটারে এতদিনে ঝুলাইতে পারলে হয়তো আজ অভিজিত-কে মরতে হতো না।
    অপরাধের বিচার ও অপরাধির শাস্তি বিধানের যে একটা "ক্রাইম-প্রিভেনশন" রোলও আছে, সেটা যে আমরা কবে বুঝবো, আল্লাই জানেন......

    তবে, সরব কৃতিত্ব নেয়ার অনেক সুযোগ থাকা সত্বেও যেভাবে নিরব তদন্ত চলছে, তাতে আমি আশাবাদি যে খুবই শীঘ্রই সব অপরাধি ধরা পড়বে। এবং এইবার আমরা ক্রাইম প্রিভেনশনে ভুমিকা রাখতে পারবো।

    ওয়েটিং ফিঙ্গারস ক্রসড.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. অভিজিৎ রায়ের খুনিদের অবশ্যি বিচারের মুখোমুখি করে প্রাপ্য শাস্তি দিতে হবে।
    সেসঙ্গে কিছু ভাবনাও আছে- চক্ষুলজ্জা থাকা কিংবা একচোখা হওয়া চলবে না। ভুললে চলবে না, ব্লগার রাজিবকে পুরোপুরিভাবে সমর্থন দান ও উৎসাহদানকারী ব্যক্তি বিতর্কিত ও নিরপেক্ষতাহীনতা-দুষ্টতার দোষে দুষ্ট। কারণ আমরা যখন জেনেছি, ব্লগার রাজিব অতি কুৎসিতভাবে একটি ধর্মের নবীকে উপস্থাপন করেছেন যেখানে কোনরকম যুক্তির বালা্ই ছিল না (উদাহরণ হিসেবে তার সে পোস্টের কথা বলা যায়- যেখানে নামাযের রুকুর উৎপত্তি হিসেবে মুহম্মদের সডোমি প্রীতির কথা গ্রাফিকালি উপস্থাপন করা হয়েছে।) একইভাবে, বলা যায়, যখন আমি বুঝি যে আমার বন্ধুর সারকাজম বোঝার ক্ষমতা নেই, তখন সে বন্ধুর সাথে সে ভাষায় কথা বলা হয় বোকামি, বা তারে চেয়ে বেশি নিজেকে অযাচিতভাবে বড় করে তোলার চেষ্টা। তবে এর জন্য তো খুন হওয়া অবশ্যই কাম্য নয়। একই সাথে এটিও বোঝা দরকার যে, এতে যুক্তিযুক্তভাবে আমি কিছু উপস্থাপন করছি, তাও বলার অবকাশ নেই।

    এরপরও শেষ কথা, খুনিদের অবশ্যি বিচারের মুখোমুখি করে প্রাপ্য শাস্তি দিতে হবে যেন নিজের হাতে আইন তুলে নেয়ার সাহস কারো না হয়।

    জবাব দিন
  3. হত্যা কোন সমাধান হতে পারে না, কোন সভ্য সমাজেই নয় ৷
    রাজীবে প্রতি উতলে উঠা 'ভালবাসা' কী তার সেই লিখার জন্য???? Holy cow???

    তবে 'রসময় গুপ্ত' কেন কিশোর সাহিত্যে ' একুশে ' পোদক পাইবে না?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।