“ক্যাডেট কলেজ ব্লগ” এর সম্মানিত সদস্যগণ এবং এর পাঠকদের সুবিধার্থে ব্লগের বর্তমান সদস্যদের নিয়ে একটি ডিরেক্টরী তৈরী করা হয়েছে যা আলাদা পৃষ্ঠা হিসেবে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে “সদস্য ডিরেক্টরী” নামে।
দেখা গেছে ব্লগের নতুন এবং পুরোনো অনেক সদস্যই নিজ নিজ প্রোফাইলের তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করেননি কিংবা এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে।
এজন্য ব্লগের সকল সদস্যকে নিজ নিজ প্রোফাইল তথ্যগুলো সঠিকভাবে বাংলায় লিপিবদ্ধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
সবাইকে অনেক ধন্যবাদ।
Long Live CCB 🙂
are জিহাদ অসাধারণ একটা কাজ হইছে। বাম পাশের প্যানেল দেখে তো আমি বিমুগ্ধ।
একটেলের ইউনুস এর মত ডান বাম ভুইল্যা গেসস নাকি? =))
সাতেও নাই, পাঁচেও নাই
খাইছে 😛
ভাল উদ্যোগ।
সবার joining date একই যে?
এখন কি "অনলাইনে আছেন" অপশনটা তুলে দেয়া হইসে?
ধন্যবাদ জনাব এডজুটেন্ট।
হ্যা। আরো কিছু সমস্যা আমারো চোখে পড়েছে। শীঘ্রি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত করতে পারছিনা। এই উইকেন্ডে দেখবো।
সাতেও নাই, পাঁচেও নাই
অনলাইনে আছেন তুলে দেয়া হয়নি। শুধু ফ্রন্ট পেজে রাখা হয়েছে...
সাতেও নাই, পাঁচেও নাই
সদস্য হবার তারিখটা আমি চেক করে দেখলাম ঠিকই আছে। আমরা যেহেতু অন্য সার্ভার থেকে এখানে সব ইউজার শিফট করেছি কাজেই ঐ দিনের আগ পর্যন্ত সব ইউজার ছিল তাদের যোগদানের তারিখ একই দেখাচ্ছে। কিন্তু এখানে আসার পর যারা যোগ দিয়েছে তাদের তারিখ ভিন্ন। মানে যেদিন যোগ দিয়েছে সেদিনের তারিখটাই প্রদর্শিত হচ্ছে।
সাতেও নাই, পাঁচেও নাই
সুন্দর হইছে অনেক। 🙂
ঠ্যাঙ্কু 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদের স্ক্রিপটিং এ হাতেখড়ি সিসিবি দিয়া শুরু হইয়া থাকলে কালে দেশ একজন বড় প্রোগ্রামার পাইব।
:> ... এই স্মাইলিটাও কম হয়ে যায়...
ভাই আমি আসলে তেমন কিছুই পারিনা। শুধু ctrl+c আর ctrl+v এর ব্যবহারটা মোটামুটি ভাল পারি...
সাতেও নাই, পাঁচেও নাই
কি বিনয় কি বিনয় 😛
সাধে কি আর কই
চল চল চল,
জাহিদ ভাই (জিহাদ ভাই)বস।
আমার না জিহাদকে কিছু বলতে খুব লজ্জা লাগে। আমরা নিজেরা তো কিছু করিনা পোলাটাকে খালি এইটা করতে বলি অইটা করতে বলি। তাও লজ্জা করেই একটা কথা বলি সদস্য ডিরেক্টরীটা সদস্য হওয়ার তারিখ অনুযায়ী না হয়ে যদি ক্যাডেট কলেজের জয়েনের সাল হিসেবে হইত তাহলে ফ্রেন্ড খুঁজাটা সহজ হইত। সবাই কি বলে?