বর্তমানে সিসিবির থীম ইন্টারফেসসহ আরও নতুন নতুন ফীচার আপগ্রেড ও সংযোজনের কাজ চলছে। প্রথম ধাপে সিসিবির থীমটি আপগ্রেড করে রেসপন্সিভ বা মোবাইল ডিভাইস বান্ধব করা হয়েছে। এর মানে হচ্ছে ডেস্কটপ, ট্যাব, স্মার্টফোন সকল ডিভাইসের রেজুলেশন অনুসারে সিসিবির থীমটি আপনাআপনি মানিয়ে নেবে। যেহেতু প্রথমদিকের কাজ চলছে, কাজেই নানা ধরণের বাগ প্রত্যাশিত। সিসিবির নিয়মিত পাঠক/লেখকদের তাই যে কোন ধরণের সমস্যা বা বাগ রিপোর্ট নিচে মন্তব্যের ঘরে করার জন্য অনুরোধ রইলো।
হ্যাপি ব্লগিং!।
ভাবসিলাম মোবাইল ভার্সন নিয়ে বলবো, তার আগেই আপডেট চলে আসছে 😀 :boss:
মোবাইলে ডাইনে বায়ে (পোর্ট্রেইট, ল্যান্ডস্কেপ) চেক করে দেখো ডানপাশে ফাঁকা থাকে কিনা। থাকলে মোবাইলের রেজুল্যুশান জানিয়ে পোস্ট দাও।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ভাই, পড়তে সমস্যা হয় নাই আগে। তবে ফেসবুক সোশাল প্লাগিন কাজ করতো না আগে। আমি চেক করে জানাইতেসি।
ভাই মাত্র চেক করলাম। ডানদিকে ফাঁকা বেশি দেখা যায় আর বামদিকে চাপানো আসে। আরেকটু সেন্টারে আনতে পারলে সহজ হবে পড়তে।
এইটা কি পোর্ট্রেইট না ল্যান্ডস্কেপে? তোমার ডিভাইসের রেজুল্যুশান কত?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পোর্ট্রেইট। রেজুল্যুশান 240 x 320 pixels।
তবে এখন ফেসবুক সোশাল প্লাগিন কাজ করে 🙂
আচ্ছা চমৎকার। সম্ভবত ছোট রেজুল্যুশানে স্ক্রীনে ফিট করা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। দেখা যাক। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
@ইয়েন - একটু কনফার্ম করতে পারো তোমার মোবাইলে এখন ঠিক আসতেসে কীনা?
সাতেও নাই, পাঁচেও নাই
:party:
পুরাদস্তুর বাঙ্গাল
হাসপাতাল এখনো খোলে নাই দেখলাম (সিক রিপোর্ট)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
মোবাইলে ব্লগ বেশি বাম দিকে দেখা যাচ্ছে,
মাঝামাঝি রাখলে ভাল হয়।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
এই বিষয়ে কাজ চলছে! মুঠোফোন অতি উচ্চমার্গের না হলে লেখা বামে দেখাটা স্বাভাবিক। এই সমস্যার সমাধান করা হবে আশা করি! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পরিবর্তনটা চমৎকার লাগছে।
কমেন্ট এর বাক্স যদিও কিছুটা ভিন্ন ঠেকছে তবু বলবো বেশ হয়েছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কমেন্ট এর পরে "সিগনেচার", "জবাব দিন" এগুলো সহ আরো কিছু জায়গায় ফন্ট কালার কালোর জায়গায় ধূসর হওয়ায় সাদা ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অস্পষ্ট আসছে। ফন্ট সব কালো করা যেতে পারে।
জবাব দিনটা কালো করা যেতে পারে। সিগনেচার কম ফোকাসড থাকবে।
সাতেও নাই, পাঁচেও নাই
সিগনেচার কম ফোকাসড থাকাটাই ভাল হইছে।
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
চোখে সয়ে নিতে একটু সময় লাগছে...কিছুদিন যাক... 😀
ভাল কথা, 'জবাব' দিতেই থাকলে কমেন্ট থ্রেড তো মনে হচ্ছে বেশি ডানে সরে যাচ্ছে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুনলাম দশটার বেশী নাকি কমেন্ট কমেন্ট খেলা যাবে না! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পুরোনো পোস্টে গিয়ে দেখে মনে হলো এক সময় ঐটা আবার আস্তে আস্তে বামে সরে আসা শুরু করে, নিশ্চিত না
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জিগজ্যাগ টাইপের? তাইলো তো ভালো!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ঠিকই আছে... কমেন্ট কমেন্ট খেলা খুব খ্রাপ... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে এইভাবে খেলতে হবে। ১০টা খেইলাই নতুন লাইন! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আসুন জুনাদা, আমরা এই খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখি :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার তো এসবে কখনোই সমর্থন ছিল না... আজো নেই... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনার মত আদর্শবাদী কিছু মানুষ বেঁচে আছে বলেই এই ঘুঁণে ধরা নোংরা নষ্ট পৃথিবীতে আজো বেঁচে থাকার সাহস পাই :boss:
সাতেও নাই, পাঁচেও নাই
আমি জানতাম আপনি সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে। লেগে থাকুন জুনাদা, এ পথে আসবে বাধা আসবে বিপত্তি কিন্তু আপনি এগিয়ে যান... আমরা আছি, সাথে না থাকলেও গ্যালারীতে, পপকর্ণ হাতে :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গ্যালারি, পপকর্ণ- এসব কি বলিস?? সত্য ও ন্যায়ের পথটা কি স্টেডিয়ামের মধ্যে নাকি? x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনি সত্য ও ন্যায়ের পথে থাকতে থাকতে পুরো এনালগ হয়ে গেছেন, মিডিয়া কভারেজ আস সর্বত্র আর টিভির সামনের বিছানাই এখন গ্যালারী। যে কোন মুহুর্তে আপনার অনুভূতি কি প্রশ্নের জন্য প্রস্তুত হোন :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাই বলে যে কোন মুহুর্তে??!! 😮
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনি দেখি আস্তে আস্তে চিপায় চলে যাচ্ছেন, ঘটনা কি জুনাদা 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হিসাবে আহসান ভাই, জুনায়েদ ভাই ও জিহাদের কমেন্টের নিচে তিন দশ ত্রিশটি কমেন্টের অপশন আছে। আসুন আড্ডায় মেতে উঠি! :grr: :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ঐ কমেন্টগুলোর প্রতিটার জন্য ১০ টা করে যার প্রতিটার জন্য আবার জন্য ১০ টা করে, যার প্রতিটার জন্য আবার জন্য ১০ টা করে, যার প্রতিটার জন্য আবার জন্য ১০ টা করে... নাহ মাথা ঘুরানো শুরু হয়ে গেছে :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কেমন জানি একটা রীলে রেস টাইপের ফ্লেভার পাচ্ছি! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকা আমি আড্ডাবাজি পছন্দ করি না... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
+১০ 😀 😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আগে কোন পোস্টে ঢুকলে উপরে পূর্ববর্তী ও পরবর্তী পোস্টের লিংক থাকত। এখন সেটা দেখছি না...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাময়িক হলেও একটি সিসিবি চ্যাটরুম খোলার দাবী জানাই। ব্রেক টাইমে যাতে হা-হুতাশ করা যায়! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এইটাতে সহমত
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
দোস্ত তোমার চ্যাটরুম খোলা হয়েছে কিন্তু! 🙂 নাম হাফটাইম ক্যাফে! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ছবির নীচের ক্যাপশানগুলো মূল লেখায় আসছে না।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\