সিসিবি সার্ভারের স্থানান্তর কাজ সম্পন্ন হয়েছে

সিসিবি সার্ভারের স্থানান্তরকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সিসিবি ব্যবহারকারি কেউ সাইট ব্যবহারে কোন সমস্যা/অসুবিধার সম্মুখীন হলে দয়া করে নিচে মন্তব্যে আপনার সমস্যা/অভিযোগ শেয়ার করুন। সাময়িক অনুপস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। হ্যাপি ব্লগিং

১,২৮৩ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “সিসিবি সার্ভারের স্থানান্তর কাজ সম্পন্ন হয়েছে”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আগে এরকম পরিস্থিতিতে সিসিবিয়ানদের মধ্যে কান্নাকাটি পড়ে যেত, আর এখন বেশিরভাগ জানেনই না কখন কি হল... 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. তাওসীফ হামীম (০২-০৬)

    ভাই ফুল স্ক্রিন আশা করেছিলাম, আপনি একটা স্ক্রিন শট দেখাইছিলেন, সেইটা খুব পছন্দ হইছিল, কবে হবে?


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।