নতুন বাড়িতে স্বাগতম!!

অবশেষে নিজের বাড়িতে যাত্রা শুরু!!

যাদের অন্তত একটি ব্লগ রয়েছে তারা দয়া করে পূর্বের ইউজার আই ডি এবং পাসওয়ার্ড- 12345 ব্যবহার করে লগ ইন করুন এবং প্রোফাইল সেকশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। যাদের ইতিপূর্বে কোন ব্লগ লেখা হয়নি তারা দয়া করে পুনরায় রেজিস্টার করুন।

সাইটটিতে বেশ কিছু সমস্যা চোখে পড়বে।পরীক্ষার ব্যস্ততা এবং নিজেদের আনাড়িপনা দুটোই এজন্য দায়ী।তবে আশা করি সমস্যাগুলো সবার সহযোগিতায় আস্তে আস্তে কাটিয়ে ঊঠতে পারবো।

ইন্টারনেট এক্সপ্লোরার এ বর্তমানে সাইটটি দেখতে কিছু সমস্যা হচ্ছে।তবে অপেরা এবং মজিলা ফায়ারফক্সে কোন সমস্যা নেই। এই ব্লগে টেকি ব্যাকগ্রাউন্ডের অনেকেই রয়েছেন।এ ব্যাপারে তাদের সহায়তা কামনা করছি।

যে কোন ধরণের সমস্যার কথা নিচের কমেন্ট বক্সে অথবা পূর্বের ব্লগ এড্রেসে জানান। ধন্যবাদ।

৩,৬৫১ বার দেখা হয়েছে

৫৭ টি মন্তব্য : “নতুন বাড়িতে স্বাগতম!!”

  1. জিহাদ (৯৯-০৫)

    তারেক ভাই,

    একজন PHP মূর্খ হিসেবে আমার পক্ষে যতদূর করা সম্ভব হইসে করসি। আর বাকি যা কিছু আছে কিছু টেকি লোকের হেল্প দরকার।
    আশা করি সেটারও অভাব হবেনা। 🙂


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. মুহাম্মদ (৯৯-০৫)

    কল্পনাকেও ছাড়িয়ে গেছে। জিহাদ আর রায়হানের সকল পরিশ্রম আজ সার্থক। আরেকটি মাইলফলক অতিক্রম করলো ক্যাডেট কলেজ ব্লগ।

    আমি গত অনেকদিন যাবৎ ব্লগে খুব একটা গুঁতোগুতি করছি না। এজন্য ক্ষমাপ্রার্থী। অচিরেই আবার পুরোদমে ব্লগিং শুরু করবো। এমন একটা সাইট পেলে করবো না কেন?

    তবে পরীক্ষাটাই ঝামেলা। পরীক্ষা শেষে শুরু হবে। আপনারা সবাই চালিয়ে যান।

    জবাব দিন
  3. জিহাদ
    এই সাইটে আসার পর আমার পাসওয়ার্ড 12345 চেঞ্জ করার চেষ্টা করসিলাম, এখন সেইটা একসেপ্ট করতেসেনা। আমি এখান থেকে "পাসওয়ার্ড হারিয়েছেন?" ব্যবহার করলে যেই মেইল পাঠায়, ইয়াহুতে, সেটার বাংলাও দেখতে পাইনা।
    পারলে thinkpositivelyর একটা নতুন পাসওয়ার্ড বের করে আমাকে মেইল করে পাঠাওঃ nazbd20@yahoo.com.

    জবাব দিন
  4. UID: khasan955
    email: khasan955@yahoo.com

    SCC (1994-2000)

    এই সাইটে আসার পর আমার পাসওয়ার্ড একসেপ্ট করতেসেনা। আমি এখান থেকে “পাসওয়ার্ড হারিয়েছেন?” ব্যবহার করলে যেই মেইল পাঠায়, ইয়াহুতে, সেটার বাংলাও দেখতে পাইনা।

    একটা নতুন পাসওয়ার্ড বের করে আমাকে মেইল করে পাঠাও please.

    khasan955@yahoo.com

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      কামরুল ভাই,

      আগের পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি এখানে কাজ করবেনা।দয়া করে আপনি আবার রেজিস্টার করুন।লগ ইন বক্সের নিচেই রেজিস্টার করার অপশনটি পাবেন। ধন্যবাদ।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  5. সমস্যা: এই ব্যবহারকারির নামে পূর্বেই রেজিষ্ট্রেশন হয়েছে, অনুগ্রহ করে অন্য কোন নাম পছন্দ করুন।
    সমস্যা: এই ইমেইল ঠিকানাটি নিবন্ধিত আছে । অন্য ইমেইল ঠিকানা দিয়ে চেষ্টা করুন।

    আমার নতুন পাসওয়ার্ড একসেপ্ট করতেসেনা। কি মুশকিল। please. bhai kisu ekta koro.

    জবাব দিন
  6. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    আমার ছবি আপলোড করতে পারছি না। profile থেকে try করেছি, হচ্ছে না; পরামর্শে দেয়া ওয়েব এড্রেসেও try করলাম, but ঐ address-এ বারবারই server not found দেখাচ্ছে, গতকাল থেকেই এই অবস্থা।

    জবাব দিন
    • জিহাদ (৯৯-০৫)

      প্রোফাইল পিকচার দেবার জন্য নাইনটি বাই নাইনটি রেজ্যুলেশনের বেশি সাইজের ছবি দেয়া যাবেনা।তুমি বোধহয় বড় সাইজের কোন ছবি দিয়েছো।

      আর gravatar.com এ আজকেও আমি ছবি সেট করেছি।কোন সমস্যা হবার কথা না।তুমি আরেকবার ট্রাই করে দেখো।

      না পারলে তোমার ছবি আমার মেইল আইডিতে পঠিয়ে দাও।আমি সেট করে দিব।


      সাতেও নাই, পাঁচেও নাই

      জবাব দিন
  7. সামিয়া (৯৯-০৫)

    আমাকে চ্যাট রুমে ঢুকতে দেয় না।
    যেই নামই দেই, বলে সরি, আগে ইউজড। আমি কি আমার নামে ঢুকতে পারবোনা? মানে একেকদিন একে নামে ঢুকতে হবে? একদিন জরিনা, আরেকদিন সখিনা এইরকম? আমি আসলে আগে কখনো ঢুকি নাই বুঝতে পারতেসিনা। একটু হেল্প করা যাবে?

    জবাব দিন
    • রায়হান আবীর (৯৯-০৫)

      আলম ভাই, ভালো কথা বলেছেন। আসলে বাংলা ব্লগের সাথে ইংরেজিতে লেখা হেডার খাপ খায় না। তাড়াহুড়া করে এইটা দিয়েই শুরু করা হয়েছে।
      নতুন হেডার এর জন্য কয়েকজনকে বলা হয়েছে। আসলেই আপলোড করে দেওয়া হবে। আপনিও ট্রাই করে দেখতে পারেন একটা হেডার বানানোর জন্য।

      জবাব দিন
  8. সাব্বির (৯৫-০১)

    আমার প্রোফাইলও আপডেট হইতেছিলনা, পরে জিহাদ ঠিক করে দিছে। ইষ্ট এন্ড ওয়েষ্ট, জিহাদ ইজ্‌ দ্যা বেস্ট।।।(পাম্প দিলাম)
    আসলে জুনিয়ার দিয়া কাজ করানোর মজাই আলাদা!!! 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।