অবশেষে নিজের বাড়িতে যাত্রা শুরু!!
যাদের অন্তত একটি ব্লগ রয়েছে তারা দয়া করে পূর্বের ইউজার আই ডি এবং পাসওয়ার্ড- 12345 ব্যবহার করে লগ ইন করুন এবং প্রোফাইল সেকশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। যাদের ইতিপূর্বে কোন ব্লগ লেখা হয়নি তারা দয়া করে পুনরায় রেজিস্টার করুন।
সাইটটিতে বেশ কিছু সমস্যা চোখে পড়বে।পরীক্ষার ব্যস্ততা এবং নিজেদের আনাড়িপনা দুটোই এজন্য দায়ী।তবে আশা করি সমস্যাগুলো সবার সহযোগিতায় আস্তে আস্তে কাটিয়ে ঊঠতে পারবো।
ইন্টারনেট এক্সপ্লোরার এ বর্তমানে সাইটটি দেখতে কিছু সমস্যা হচ্ছে।তবে অপেরা এবং মজিলা ফায়ারফক্সে কোন সমস্যা নেই। এই ব্লগে টেকি ব্যাকগ্রাউন্ডের অনেকেই রয়েছেন।এ ব্যাপারে তাদের সহায়তা কামনা করছি।
যে কোন ধরণের সমস্যার কথা নিচের কমেন্ট বক্সে অথবা পূর্বের ব্লগ এড্রেসে জানান। ধন্যবাদ।
UID: syedshafi
email: syedshafi@gmail.com
আমার উপরের প্রোফাইলটা মনে হয় নতুন ঠিকানায় রেজিস্টার্ড হয়নাই 🙁
খুব সুন্দর হইছে জিহাদ, অভিনন্দন। গ্রেট এফোর্ট!
ভুল-চুক যা আছে ব্যাপার না। ঠিক হয়ে যাবে। আমার কাছে খুব সুন্দর লাগতেছে সব কিছু।
www.tareqnurulhasan.com
তারেক কেমন আছিস তুই?
তারেক ভাই,
একজন PHP মূর্খ হিসেবে আমার পক্ষে যতদূর করা সম্ভব হইসে করসি। আর বাকি যা কিছু আছে কিছু টেকি লোকের হেল্প দরকার।
আশা করি সেটারও অভাব হবেনা। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
PHP er kichu help lagle try korte pari
অভিভূত, বিমোহিত।
ধন্যবাদ জিহাদ, মুহাম্মদ, রায়হান।
(লজ্জা)
সাতেও নাই, পাঁচেও নাই
boss........... jotil hoise...... hurre....... nijedrer 1ta bari..........
হৈ মিয়া। আস্তে চিল্লাও।বাড়ির মধ্যে এত চিল্লাপাল্লা কিসের ? :@
সাতেও নাই, পাঁচেও নাই
কল্পনাকেও ছাড়িয়ে গেছে। জিহাদ আর রায়হানের সকল পরিশ্রম আজ সার্থক। আরেকটি মাইলফলক অতিক্রম করলো ক্যাডেট কলেজ ব্লগ।
আমি গত অনেকদিন যাবৎ ব্লগে খুব একটা গুঁতোগুতি করছি না। এজন্য ক্ষমাপ্রার্থী। অচিরেই আবার পুরোদমে ব্লগিং শুরু করবো। এমন একটা সাইট পেলে করবো না কেন?
তবে পরীক্ষাটাই ঝামেলা। পরীক্ষা শেষে শুরু হবে। আপনারা সবাই চালিয়ে যান।
তুহিন এর কথা বাদ গেল কিন্তু :-s
সাতেও নাই, পাঁচেও নাই
ব্যাপার্নাহ, নেক্সট্টাইম। আমি কিছুই কোরিনাই। সব কিছূ কর্ছে জিহাদ, মুহাম্মদ আর্লিঙ্কন।
জোটিল হৈছে সাইট্টা।
তুহিন না থাকলে তো এই সাইট ডিজাইন শুরুর সাহসই পাওয়া যেতো না। ওয়ার্ডপ্রেস থিমের ভেতরে যে সবকিছুতেই পরিবর্তন আনা সম্ভব তা তুহিনই আবিষ্কার করলো। আর জিহাদ, লিংকন কাজে নেমে পড়লো। ধন্য সবাই।
জিহাদ
এই সাইটে আসার পর আমার পাসওয়ার্ড 12345 চেঞ্জ করার চেষ্টা করসিলাম, এখন সেইটা একসেপ্ট করতেসেনা। আমি এখান থেকে "পাসওয়ার্ড হারিয়েছেন?" ব্যবহার করলে যেই মেইল পাঠায়, ইয়াহুতে, সেটার বাংলাও দেখতে পাইনা।
পারলে thinkpositivelyর একটা নতুন পাসওয়ার্ড বের করে আমাকে মেইল করে পাঠাওঃ nazbd20@yahoo.com.
বাংলাতে দেখার জন্য আপনি যে ব্রাউজার ইউজ করেন তার view option এ গিয়ে encoding থেকে UTF8 এ ক্লিক করেন যদিও তা আগে থেকেও সিলেক্ট করা থাকে।
আর আপনার পাসওয়ার্ড হয়তো নিচ্ছেনা আপনি তা দেবার সময় অভ্রতে বাংলা মুড অন করে রেখেছিলেন।
এতেও যদি না হয় দয়া করে আবার জানান।
সাতেও নাই, পাঁচেও নাই
@ জিহাদ ভাইয়া
তুমি হয়তো প্রবলেমটা বুঝতে পার নাই। কামরুল হাসান ভাইয়ের মতো ব্যাপারটা।
just do it: আমার পাসওয়ার্ডটা 12345 সেট করে দাও।
ধন্যবাদ।
Ok. করে দেয়া হয়েছে।
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ,খুব ভালো হইছে………..
ঠ্যাংকু 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
অসাধারণ একটা কাজ। খুব ভাল লাগলো।
CCB জিন্দাবাদ!!!!!!!!
আমার প্রোফাইল আপডেট হয় না কেন???
৪বার ট্রাই করলাম। তাও দেখায় আমি নাকি FCC-র ক্যাডেট। কি মুশকিল।
সাব্বির ভাই, profile রিলেটেড ইনফো বক্স গুলো আপনি আপনার প্রোফাইল পেজ সেকশনের একেবারে নিচের দিকে extra fileds এর আন্ডারে দেখতে পাবেন। এটা হয়ত আপনার চোখ এড়িয়ে গেছে। আমি কয়েকটা পূরণ করে দিয়েছি। আপনি বাকিগুলো করে নিয়েন।
আর হ্যা। এখন প্রোফাইল আবার দেখেন। আপনাকে এফ সি সি থেকে বি সি সি তে কনভার্ট করা হয়েছে। 😉
সাতেও নাই, পাঁচেও নাই
@জিহাদ
ধন্যবাদ। সব কিছু ঠিক আছে এখন।
সাব্বির ভাই, ডিসপ্লে নেইম টা বাংলায় দেন। দেখতে সুন্দর লাগবে। 🙂
ডিসপ্লে নেইম চেঞ্জ করে কেমনে? অপশন খুজে পাচ্ছিনা। 🙁
চেঞ্জ করে দেয়া হয়েছে 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
UID: khasan955
email: khasan955@yahoo.com
SCC (1994-2000)
এই সাইটে আসার পর আমার পাসওয়ার্ড একসেপ্ট করতেসেনা। আমি এখান থেকে “পাসওয়ার্ড হারিয়েছেন?” ব্যবহার করলে যেই মেইল পাঠায়, ইয়াহুতে, সেটার বাংলাও দেখতে পাইনা।
একটা নতুন পাসওয়ার্ড বের করে আমাকে মেইল করে পাঠাও please.
khasan955@yahoo.com
কামরুল ভাই,
আগের পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি এখানে কাজ করবেনা।দয়া করে আপনি আবার রেজিস্টার করুন।লগ ইন বক্সের নিচেই রেজিস্টার করার অপশনটি পাবেন। ধন্যবাদ।
সাতেও নাই, পাঁচেও নাই
সমস্যা: এই ব্যবহারকারির নামে পূর্বেই রেজিষ্ট্রেশন হয়েছে, অনুগ্রহ করে অন্য কোন নাম পছন্দ করুন।
সমস্যা: এই ইমেইল ঠিকানাটি নিবন্ধিত আছে । অন্য ইমেইল ঠিকানা দিয়ে চেষ্টা করুন।
আমার নতুন পাসওয়ার্ড একসেপ্ট করতেসেনা। কি মুশকিল। please. bhai kisu ekta koro.
Ok. আমি আপনার পাসওয়ার্ড 12345 এ সেট করে দিচ্ছি। আপনি লগ ইন করে পাসওয়ার্ড টা চেঞ্জ করে নিবেন।
সাতেও নাই, পাঁচেও নাই
কামরুল ভাই, 12345 দিয়ে এখন লগইন করার চেষ্টা করুন।
লগ ইন করেই পাসওয়ার্ড চেঞ্জ করে দিন। আর প্রোফাইল আপডেট করতেও ভুলবেন না কিন্তু 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ভালো হইসে ভালো হইসে
bhai, login korar por arekta dialog box to login to control panel of cadetcollegblog.com. but onekbar dileu login hoi na. abar show kore. prob ki?
এখন আর সমস্যা হবার কথা না...
সাতেও নাই, পাঁচেও নাই
আমার মাথায় একটা idea এসেছে....
BEXCA, ORCA..... etc yahoo group ase, oi group-a amader log-tar kotha janie dile kmon hoy? tahole rapidly amader blog sobar majhe corie porbe.....
হুম ভালো আইডিয়া। তুমি মেইলা মেইলি শুরু করে দাও তাহলে। আর শুনো প্রোফাইলে যেয়ে নামটা বাংলা করে দেও। mdtarik এর বদলে তারিক লিখে দাও। স্যাম তুইও vই কাজ কর।
আমি bexcaতে করে দিচ্ছি, অন্যরা যার যার কলেজের গ্রুপে করে দিলে ভাল হয়।
আমার ছবি আপলোড করতে পারছি না। profile থেকে try করেছি, হচ্ছে না; পরামর্শে দেয়া ওয়েব এড্রেসেও try করলাম, but ঐ address-এ বারবারই server not found দেখাচ্ছে, গতকাল থেকেই এই অবস্থা।
প্রোফাইল পিকচার দেবার জন্য নাইনটি বাই নাইনটি রেজ্যুলেশনের বেশি সাইজের ছবি দেয়া যাবেনা।তুমি বোধহয় বড় সাইজের কোন ছবি দিয়েছো।
আর gravatar.com এ আজকেও আমি ছবি সেট করেছি।কোন সমস্যা হবার কথা না।তুমি আরেকবার ট্রাই করে দেখো।
না পারলে তোমার ছবি আমার মেইল আইডিতে পঠিয়ে দাও।আমি সেট করে দিব।
সাতেও নাই, পাঁচেও নাই
খুবই সুন্দ্র হইছে। পরীক্ষা শেষ হইলে আইতাসি...
আমাকে চ্যাট রুমে ঢুকতে দেয় না।
যেই নামই দেই, বলে সরি, আগে ইউজড। আমি কি আমার নামে ঢুকতে পারবোনা? মানে একেকদিন একে নামে ঢুকতে হবে? একদিন জরিনা, আরেকদিন সখিনা এইরকম? আমি আসলে আগে কখনো ঢুকি নাই বুঝতে পারতেসিনা। একটু হেল্প করা যাবে?
জিহাদ একটু হেল্প কইরো 'আগে ইউজড' বেচারীকে। 😉 ...(দুঃখিত)
না,এমন হবার কথা না। তবে নেট খুব বেশি স্লো থাকলে এমন প্রব্লেম হবে। আর চ্যাট রুম থেকে বের হয়ে আবার সাথে সাথে অই নিক নিয়ে ঢুকতে চাইলে এই প্রবলেমটা হতে পারে।
সাতেও নাই, পাঁচেও নাই
সামিয়া/জিহাদ
আমার মনে হয় বাংলা 'নিক' এরা নিতে চায়না। ইংরেজিতে নিক দিলে সাথে সাথে নিয়ে নেয়। স্যাম বোধহয় বাংলায় "জরিনা" লিখসিলা, এখন "jorina" দিয়ে ট্রাই কর।
আগের বাড়ীর হেডার ইমেজটা দারুণ ছিলো। ওটা কি এখানে আনা যায়না?
at least "Cadet College Blog" লেখাটা বাংলায় করা যায় কিনা, অথবা "স্মৃতিময় ক্যাডেট কলেজ"।
আলম ভাই, ভালো কথা বলেছেন। আসলে বাংলা ব্লগের সাথে ইংরেজিতে লেখা হেডার খাপ খায় না। তাড়াহুড়া করে এইটা দিয়েই শুরু করা হয়েছে।
নতুন হেডার এর জন্য কয়েকজনকে বলা হয়েছে। আসলেই আপলোড করে দেওয়া হবে। আপনিও ট্রাই করে দেখতে পারেন একটা হেডার বানানোর জন্য।
profile update hoi na. kotobar cadet nam, no dilam. save korar por r dekhai na. kahini ki? r comment dileu maje maje koitase spam. plz bhai chk this out
internet explorer e ki prob hoche karo? ami kintu test korlam. kono problem pai nai (both in windows XP and Vista with IE7)
ভাই, মন্তব্য দিলে pending দেখায় মাঝে মাঝে।
জিহাদ...ভাই, অনেকবার চেষ্টা করার পর-ও প্রোফাইল এ ক্যাডেট নাম, নাম্বার...এইসব আপলোড করতে পারিনি। তুমি কি একটু কষ্ট করে দেখবা?
আমার প্রোফাইলও আপডেট হইতেছিলনা, পরে জিহাদ ঠিক করে দিছে। ইষ্ট এন্ড ওয়েষ্ট, জিহাদ ইজ্ দ্যা বেস্ট।।।(পাম্প দিলাম)
আসলে জুনিয়ার দিয়া কাজ করানোর মজাই আলাদা!!! 😀
আমাদের সাইট ঠিক হইসে ঃ)
আমার পুরাতন পাসওয়ার্ডেই কাজ হচ্ছে।
কিন্তু ফায়ারফক্সে ঠিক দেখা যাচ্ছে না।
www.tareqnurulhasan.com
তারেক ভাই, সরি । এই পোস্টটা ভুলে স্টিকিতে চলে গেসিল।
ফায়ারফক্সের ব্যাপারটা মনে হয় সতের তারিখে বের হওয়া ফায়ারফক্স ৩ এই resolved যাবে। সেই আশাই তো করছি। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ভাই জিহাদ,আমি নিবন্ধন করছি,কিন্তু আমি লগ ইন হইতে পারছিনা............।।pl register me
saif aldin
15th intake
ccc
ক্যাডেট নম্বর /ত ৭৪৭
1994/2000................brother eita amar details.............
regards
saif aldin
15th
ccc
ভাইয়া আপনাকে আগের ব্লগেই বলেছিলাম দয়া করে স্প্যাম ফোল্ডার চেক করে দেখুন। সেখানেই রেজিস্ট্রেশন মেইলটা থাকার কথা।
যদি নাই থাকে তাহলে আবার জানান। এড করে নিচ্ছি।
সাতেও নাই, পাঁচেও নাই