একটি ঘোষণা…(আপডেটেড পোস্ট)

এইটা ক্যাম্বা লাগে….আওয়াজ দেন…

২,৩৫৪ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “একটি ঘোষণা…(আপডেটেড পোস্ট)”

  1. আমিও আগের দলে। কিন্তু অনেকেই বলছে আগেরটা হিজিবিজি ছিল। তাই সবার মতামতের জন্য দিলাম। আচ্ছা এইটা বাদ...

    এখন কথা হইলো পেছনে কি ক্যাডেট লেখাটা আগের মতোই থাকবে? নাকি be a cadet..make it ur way এইটাও লাগাই দেয়া হবে। তাড়াতাড়ি কন...

    জবাব দিন
  2. ফুয়াদ
    এই কথাটাই আমি বলতে চাইসিলাম। শুধু Cadet লিখা থাকলে সেটা আরো বেমানান লাগতো।
    এখনেরটা মানা যায়, কারণ "be a cadet...make it ur way" দিয়ে বুঝা যায়ঃ
    ১। পরিচয়ঃ সে হয়তো ক্যাডেট নয়তো এক্স-।
    ২। প্রচারণাঃ সে অন্যদেরকে ক্যাডেটের ব্যাপারে আগ্রহী করাচ্ছে।

    জবাব দিন
  3. এইটা কি তোমার ব্যক্তিগত মতামত, নাকি as a Moderator?
    এতোদিন ধরে এতো আশা দেখিয়ে...মতামতের লেনদেন করে...এখন তীরে এসে তরী ডুবিয়ে দিবা?

    (ভাইয়া মন খারাপ হলে আমার সঙ্গে শেয়ার করতে পার, I never mind on anything)

    জবাব দিন
  4. রায়হান ভাইয়া,
    মন খারাপ করে কী হবে? 'ভালোবাসাহীন জীবনে' মাঝে মাঝে এমন একটু হয়ই। তোমার প্রিয় বাক্সটা 'খুলে একটা আদর বের করে' নাও আজ, আমার পক্ষ থেকে, 'খুব কৃপণের মত'।
    যার কাছে "এক বাক্স আদর" আছে, তার মন ভালো করতে আর কী চাই?
    বের করেছো, একটা আদর?

    জবাব দিন
  5. Happy 2 know that somebody cares about me.
    আবীর, আমার জন্যে ১ পিস তোমার কাছে তুলে রেখো। আমি রমজানে আসছি, তখন টাকা দিয়ে নিয়ে নিব।
    (ফর্সা মানুষতো, কাল গেঞ্জি হলে খুশি হতাম) ধন্যবাদ।

    জবাব দিন
  6. @ মেহেদি ভাই,

    ভাইয়া পেয়ে যাবার কথা। আমি শুক্রুবারে টাকা দিয়ে আসবো। তারপর আর যেই কয়েদিন লাগে। আপনার ফ্রেন্ড এর ঠিকানা, ফোন নং দিয়ে দিয়েন। আমি ওনারে হস্তান্তর করে দিব। আর লেখা মেইল করলে আমারে এইখানে একটু বলে দিয়েন। এখন পাইছি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।