হাসি এবং বেস্ট টার্ণ আউট পোস্ট প্রসঙ্গে…

আগের ভার্সনের পাশাপাশি ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনেও কোন মন্তব্যে একাধিক লিংক ব্যবহার করলে যে কারো মন্তব্য; এমনকি রেজিস্টার্ড সদস্যদের মন্তব্যও স্প্যাম হিসেবে সনাক্ত করে। ফলে সেটি মডারেশনের জন্য জমা হয়। তবে নতুন ভার্সনের পরিবর্তন অনুযায়ী ওয়ার্ডপ্রেস একেকটা স্মাইলিকেও একেকটা লিংক হিসেবে বিবেচনা করে। ফলে লিংক এবং স্মাইলি মিলিয়ে যদি সংখ্যাটা দুই পার হয় তবে সেটা স্প্যাম হিসেবে মডারেশন প্যানেলে জমা হয়। এই ডিফল্ট লিংক এলাউ লিমিট দুই এর বদলে বর্তমানে আটটি করা হয়েছে। কাজেই কারো কমেন্টে যদি যদি আটটার বেশি স্মাইলি ব্যবহার করা হয় তবে সেটা মডারেশনের জন্য জমা হয়ে যাবে।

কিন্তু তারপরও দেখা যাচ্ছে সিসিবিতে অত্যধিক স্মাইলি প্রীতির কারণে মডারেশন প্যানেলে অনেক কমেন্ট জমা পড়ছে শুধু অত্যধিক স্মাইলি ব্যবহারের কারণে। ফলে মডারেটরগণ এবং ব্যবহারকারি দু পক্ষের জন্যই ব্যপারটা একটু কষ্টকর এবং বিরক্তিকর।

কাজেই আমাদের পক্ষ থেকে সাজেশন হচ্ছে প্রাণ খুলে হাসুন। কিন্তু একই অট্টহাসি বারবার দেয়া থেকে বিরত থাকুন।

শুভ হাসাহাসি।

বেস্ট টার্ণ আউট পোস্ট:

ডানের সাইডবারে বেস্ট টার্ণ আউট পোস্ট নামে একটি নতুন অপশন যোগ করা হলো। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সর্বাধিক পঠিত তিনটি পোস্ট হিট সংখ্যার ক্রমানুসারে এই অপশনের অধীণে প্রদর্শিত হবে।

২,২৭৭ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “হাসি এবং বেস্ট টার্ণ আউট পোস্ট প্রসঙ্গে…”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    বুঝলাম...
    :)) :((
    :khekz: 😡
    :goragori: ~x(
    =)) :bash:

    হাসি হোক কান্না হোক...আটটি ইমোই যথেষ্ঠ


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    যদ্দুর মনে পরে কলেজে থাকতে বেস্ট টার্ন আউট হইতে যে কয়টা বিশেষ গুনাবলির দরকার ছিল তার মধ্যে একটা হল 😛 😛
    থাউক এডু মাইন্ড খাইলে রক্ষা নাই... 😀
    আগেই :frontroll: দিয়া লই... 😀
    তয় যারা বেস্ট টার্ন আউটের লেখক তারা পিসিসি থেকে সাবধান :awesome:

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ব্লগের উৎসর্গ-সম্রাট আলমের মতন এই পোস্টটা এডু স্যার আমাদের অতিপ্রিয় ইমো সম্রাট-সাইফ ভাইকে উৎসর্গ করলে ভাল হইত... :-B 😉


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. সামিয়া (৯৯-০৫)

    বেস্ট টার্ণ আউট পোস্ট -এইটা একটা জোশ জিনিস হইছে, নামটা কে দিসে জানিনা, কিন্তু একদম ফাস্ট ক্লাস, :salute: মডুরে সিসিবির পক্ষ থেকে তাকে চানাচুর মাখা খেতে দেয়া হলো 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।