ফেসবুক সম্প্রতি ইউজারদের প্রোফাইল থেকে সব থার্ড পার্টি এপ্লিকেশনের প্রোফাইল বক্স সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। সে প্রেক্ষিতে ক্যাডেট কলেজ ব্লগ এর ফেসবুক এপ্লিকেশনটি আপডেট করা হলো। প্রোফাইল বক্স এর পরিবর্তে এখন থেকে “ক্যাডেট কলেজ ব্লগ” এপ্লিকেশনের ব্যবহারকারিরা এটিকে প্রোফাইল ট্যাব হিসেবে যোগ করতে পারবেন এবং সেখান থেকেই সরাসরি ব্লগ পোস্টগুলো পড়তে পারবেন। কিভাবে এটি করতে হবে তার নির্দেশনা নিচে বর্ণনা করা হলো।
ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন
যারা এখনো এপ্লিকেশনটি প্রোফাইলে যোগ করেননি:
১। ক্যাডেট কলেজ ব্লগ ফেসবুক এপ্লিকেশনের অফিসিয়াল পেজটিতে যান। বামের ট্যাব থেকে Go to application এ ক্লিক করুন।
২। এপ্লিকেশনটি আপনার প্রোফাইলে যোগ করার জন্য এটি অনুমতি চাইবে। অনুমতি প্রদান করুন।
৩। এপ্লিকেশনটি যোগ হয়ে যাওয়ার পর আপনি এখন ফেসবুকে সিসিবি এপ্লিকেশনের হোমপেজটি দেখতে পাবেন।
প্রোফাইল ট্যাব যোগ করা:
প্রথম পদ্ধতি:
সিসিবি ফেসবুক হোমপেজের উপরে ডানে কোণায় Add profile Tab এবং Invite friends নামে দুটো অপশন দেখতে পাবেন। Add Profile Tab এ ক্লিক করুন এবং ট্যাবটি যোগ করে নিন।
দ্বিতীয় পদ্ধতি:
লগইন করার পর ডানে কোনায় Account অপশন থেকে Application settings এ ক্লিক করুন। এরপর আপনি আপনার প্রোফাইলে ইন্সটলকৃত সবগুলো এপ্লিকেশনের লিস্ট দেখতে পাবেন। সেখান থাকে ক্যাডেট কলেজ ব্লগ এপ্লিকেশনটি খুঁজে বের করুন এবং এর ডানের Edit settings এ ক্লিক করুন। profile ট্যাব থেকে add অপশনে ক্লিক করুন এবং ওকে করুন।
এবার আপনার প্রোফাইলে যান। দেখবেন CCB নামে ট্যাবটি ইতোমধ্যেই প্রোফাইলে যোগ হয়ে গেছে।
হোমপেজ এ বুকমার্ক করতে চাইলে:
এপ্লিকেশনের লিংকটি হোমপেজে বুকমার্ক করতে চাইলে পূর্বের মত করে Account > application settings > ক্যাডেট কলেজ ব্লগ Edit settings > Bookmark এ যান এবং চেকবক্সটি সিলেক্ট করে ওকে দিন।
তাহলেই নিচের ছবির মত এপ্লিকেশন লিংকটি ফেসবুক হোমপেজের সাইডবারে বুকমার্ক হয়ে যাবে।
পাশাপাশি, অন্যান্য সিসিবিয়ানদের এপ্লিকেশনটি এড করার জন্য ইনভাইট করুন। এপ্লিকেশন হোমপেজ থেকে Invite Friends এ ক্লিক করে যারা এখনো এপ্লিকেশনটি যোগ করেননি তাদের লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে সিলেক্ট করে তাদেরকে আমন্ত্রণ জানান।
হ্যাপি ব্লগিং
সিসিবি'র টেকি পাট্টি রক করে :boss: :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লাইক লাইক লাইক 🙂
ধন্যবাদ এ্যাডজুটেন্ট স্যার।
You cannot hangout with negative people and expect a positive life.
All Done, স্যার :salute:
চরম তো!
এডু স্যার,
আপনি রক্করেন... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাইক লাইক 🙂
স্যার ফেইসবুক কি জিনিস? খায় না মাথায় দেয়? 😕
সরিষার তেল ধরনের জিনিস, খাইতেও পারবেন, মাথাতেও দিতে পারবেন 😀 😀
:thumbup: =))
চ্যারিটি বিগিনস এট হোম
:boss:
অফিস থেকে facebook log in banned করে দিয়েছে 🙁 :(( x-( ~x( 😡
ডিজলাইক ডিজলাইক ডিজলাইক :thumbdown:
এপ্লিকেশানটা দিয়ে 'সিক পাবলিক' নামক ব্লগে একটা বড় আকারের কমেন্ট দিয়েছিলাম। মডারেটর এর চোখে আপত্তিকর কিছু নেই তা নিশ্চিত করে বলা যেতে পারে কিন্তু কমেন্টটি বেমালুম গায়েব হয়ে গেল।
সমাধান প্রার্থী। :-/
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকা খাইছে ধোঁকা 🙂
লাইক :awesome:
পাইলট...প্লেনের প্রপেলারের সাথে বাইন্ধা টেক-অফ করুম...!!! :duel:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ম্যাশ-পিন্টুস.........কই গেলি তোরা????????..........মোকায় জানি কি কয়, একটু শোন তো ওর কথা :grr:
:hatsoff: স্লামালেকুম বস। ভালো আছেন??!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
Thank u sir 🙂 we will share it to the other cadet friends>>>>>>>
...বেবাক কইরাহালাইচ্চি ।।। 😀
এডজুট্যান্ট স্যারতো ব্যাপক কাবিল :salute:
[সংযমের মাস দেইখা বেশি তেল দিলামনা ;)) ]
সংসারে প্রবল বৈরাগ্য!
এডু স্যার রক্করে :gulti:
চ্যারিটি বিগিনস এট হোম
অচাম অচাম অচাম :boss: :boss: :boss:
চমৎকার :boss: