আমরা একটা এক্স-ক্যাডেট টি-শার্ট বানানোর পরিকল্পনা করেছি। ডিজাইন করেছে সামিয়া। সাদা রঙের হাফ হাতা… কলার সহ…ডিজাইনটা দিয়ে দিলাম। বাকী কথা কমেন্ট বক্সে…
দোকানে যেয়ে এখনও খবর নেই নাই। কুমিল্লার রহমানের সাথে কথা বলে ওরে নিয়া আজকালের মধ্যে যাবো। গেঞ্জির আনুমানিক খরচ হতে পারে ১২০-১৩০ টাকা করে। সর্বোচ্চ ১৫০। আরও কম হতে পারে।
GOOD IDEA!!!!!!!!!
ডিজাইন টা খুব সুন্দর হইছে। এই টি-শার্ট বানানো হলে আমাকে অবশ্যই এক পিস দিবা। পইরা ভাব মারব 😉
অবশ্যই দেয়া হবে। এই পোস্টটা দিসি আসলে সবাইরে কেম্নে দেয়া যায় এই ব্যাপারে আলোচনা করতে। আপ্নিই শুরু করেন।
আপনাকে কিভাবে দেয়া আর কেউ আছে আপনার আশে পাশে যে নিবে?
raihan eita ektu ghono hoe gese. dnt knw hw will it look on d shirt. ck any siplier 1 if possible.ager dui tao to valo chilo. otherwise no prb go ahead.
oi whatever it comes........ ekta amar jonno rakhish.by tc.
adb
প্রথম ছবিটা কি পুরা আসছে?
vaiya ra, desher baire pathanor kono bebostha ki ase??? ami advance order diye rakhlam...btw, back side e "cadet" lekha dekhe present cadet ra dholai dibe na to abar??? shoto holeo "cadet" title ta akhn oder sompotti...
design ta kinto jotil hoise 🙂
ছোটরা ধোলাই দিব মানে?? কোনডায় কইবো আমরা ক্যাডেট না? আইসা প্রমাণ দেখাক। এখনো পাল্লাপাল্লি ক্রসকান্ট্রি দিতে রাজি আসি (এই চাপাটা মনে হয় একটূ বেশি হয়া গেল )
আমার তো মনে হয় পুরা আসছে। আসল ছবি টা কতো টুকু ??? but এই খানে ১০ টা মানুষ রাস্তায় দাড়ানো এবং লেখা দেখা যাচ্ছে And we keep walkin hand n hand-
we এবং Keep ব্যাকগ্রাউন্ড এ বাক্স টাইপ কিছু।
আমি হাত তুললাম আমার জন্য দুই পিস।
ক্যাডেট লেখাটা লাল কেন? কেমন ডেঞ্জার সাইন মনে হচ্ছে।
না তপু ভাই, মেরুন। আমার মনে হয় কালার ঠিক ই আছে। দুইটা ডিজাইনই ঝাক্কাস।খালি লেখাটা আরেকটূ ফকফকা হইলেই পুরা ফার্স্ট কেলাস হইবো...
ক্যাডেটরা তো ডেঞ্জারাস-ই। :d
@kamrul vai chintayen na...hoye zabe.
@আদিব,
তোর কথা আশাকরি ডিজাইনার সিরিয়াস্লি বিবেচনা করবে...
প্রথম ডিজাইন্টা আসলেই অসাধারণ ছিল...
ওই তারাতাড়ি কর। কবে পামু??? আমার এখনি পরতে ইচ্ছা করতাসে। ডিজাইন পারফেক্ট। শুধু we keep in........ এই লেখাটার background এ কোন কিছু না থাকলে মনে হয় লেখাটা আর একটু পরিস্কার বোঝা যেত।টাকা তোলার ব্যবস্থা কিভাবে হবে?? তাড়াতাড়ি...............
accha.....ei design e aro duita meye ana jayna ?tahoile seita figuratively total 12 cadet college mean korto......9 boyz and 3 girls cadet college.....
obosso eishob byapare amar buddhi shuddhi banorer kasakasi......so amar idea temon patta na dileo cholbe.....
Samia apu ektu bhebe deikho to.....
amar design er lekha shomporke akta kotha ase..."hand n hand" kono sense mak ekore na...so designer ra jodi aktu ai beparta dekhe tahole mone hoi valo hoi...i guess "holding hand" or "side by side" dile mone hoi aro valo hoi...just a thought..shobai vebe dekho..
আমার কাছে তো ডিজাইনটা একটু ঘন মনে হলো। দুই একটা ফিগার কমিয়ে দিলে ভালো হবে মনে হয়। দশ ক্যাডেট কলেজের জন্যে দশটা ফিগারই লাগবে এরকমটা মনে হয় না।
পিছনে ক্যাডেট এর আগে be aware of লাগাইয়া দিলে কেমন হয়? :-))
valo idea ....amio dui hat tulllam. ar help korte hoileo amake bolte paro...ready achi...
good idea.Design ta khub joss hoise.
এই ডিজাইনটাই যদি থাকে তাহলে আমার মনে হয় সাদা টি-শার্টেই বা পোলো শার্টেই বেশি মানাবে । আর যদি কোনাকানা দিয়ে ছোট্ট করে এই ব্লগের ঠিকানা দেওয়া যায়... নতুন ব্লগের ঠিকানা.....। কেমন হয়?
হাসনাইন, কথাটা তোলার জন্য থ্যাঙ্কস।এইটা আগেই ডিসিশন নেয়া হইসে।কোন এক কোণায় ছোট করে দেয়া হবে।তবে এখানে লিখতে ভুলে গেসিলাম।এই ব্যাপারে কারো কোন সাজেশন আছে নাকি??
তারেক ভাইয়ের be aware of বুদ্ধিটা ভালই।তবে আই উই টির বিভিন্ন ডিপার্টমেন্ট এর টি শার্ট এ এই লেখা এত বার দেখসি যে দেখতে দেখতে আর ভয় লাগেনা 😀
amara pabo to???
@zihad,
cadet লেখাটার ঠিক নিচে একই এলাইনমেন্টে ব্লগের ঠিকানা দেওয়া যেতে পারে, কি বলিস?
রাইট, ব্লগের ঠিকানা দেয়া উচিৎ! এই পয়েন্ট মিস করে গেসিলাম।
যাই হোক, আগে থেকে জানাইয়া রাখি, আমি যদি টি-শার্ট না পাই, তাইলে কইলাম খবর আছে!
ভাইসব, আপনারা সবাই শান্ত হয়া বসেন।একে একে সব পাবেন।শুধু মোনাজাতের সময় আমাদের জন্য দোয়া একটু বেশি কইরা কইরেন। আর হ্যা, ব্যাক পকেটে মানিব্যাগটা নিয়া আসতে যেন ভুল না হয়
jotil design , pamu kobe??????
আমি মাশরুফ ভাই আর আদনান ভাই এর সাথে একমত... মেয়ে আরো দুটা বাড়ানো উচিৎ। আর hand n hand না দিয়ে hand in hand দাও... ওটা আরো বেশি সেন্স তৈরী করবে। যাইহোক, জটিল আইডিয়া পোলাপাইন... টি-শার্ট তেরনদী সাতসমুদ্দের এপারে পাঠানোর ব্যবস্থা থাকলে আমার লাগবে অনেকগুলো।
jotil design. kobe pamu? advance thanx to the organizers.
Brilliant idea.
১। এই বিষয়ে আমাদের সারওয়ার(BUET, EEE) বা নাহিদের(BUET, Arch) অভিজ্ঞতা অনেক। ওরা ৩/৪ বার এই কাজ করেছে। U people may contact wid them.
২। পেছনের Cadet লেখাটা নানা কারণে পছন্দ হয়নি।
ধন্যবাদ।
আপনার পছন্দ হয় নাই। তাহলে এইটা বাদ দিয়া দিতে হয়। সবাই কি কন???
কি কন ভাই!!!এইটাই তো সবচে জোস!!!লগে সবাই কইতেসে ফাটাফাটি একটা ডায়লগ লাগাইতে ..
সবাই ডায়লগ দ্যান......
আমার পছন্দ না হইলে বাদ দিবা ক্যান? খুব খারাপ।
সবাই যা বলে, তাই। তবে বিষয়টা ভেবে দেখার অনুরোধ করছি।
ক্যান ভাল্লাগতেসেনা স্পেসিফিক্যালি বললে ভাল হয়।
আচ্চা ক্যাডেট লেখাটার উপরে born to be a লাগাইয়া দিলে ক্যামন হয়??
বর্ন ডায়ালগটা জানি কেমন...
তারেক ভাইয়ের be aware of ডায়লগটা ভালো, আর হাসনাইনের এই ব্লগের/ নতুন web address ধারণার সাথে একমত।
"Proud to be a Cadet" লিখতে পার।
@রায়হান-ok দোস্ত।
i think, be ware of is fine. আর সামনের লেখাটা আর কি লেখা যায় মাথায় আসতেছে না। আর কারো মাথায় আসলে জানান।
গেঞ্জির ideaটা খুব ই চমৎকার হইসে...
গেঞ্জি কবে, কেমনে পামু wait করতেসি।
cant see the design? image not found 404