সিসিবির ব্যক্তিগত বার্তা প্রেরণের জন্য এতদিন যে মডিউলটি চালু ছিল সেটি অন্যান্য মডিউলের সাথে কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট করছিল। এ জন্য এটি পরিবর্তন করে নতুন একটি বার্তা প্রেরণের মডিউল চালু করা হলো। আগেরটির মত এটিতেও একই রকম সুবিধা পাওয়া যাবে। বরং এটির মাধ্যমে বার্তা প্রেরণ করা আগের চেয়ে সহজ হবে।
একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো যাক।
ধরি, সিসিবি সদস্য মুহাম্মদ (৯৯ – ০৫ ) কে একটি বার্তা প্রেরণ করা হবে। সেক্ষেত্রে প্রাপকের ঘরে দুইভাবে মুহাম্মদের নাম সার্চ করা সম্ভব। এক. মুহাম্মদের জনসম্মুখে প্রদর্শিত নাম (মুহাম্মদ (৯৯ – ০৫)) দিয়ে ; দুই. মুহাম্মদ এর লগইন আইডি দিয়ে (Muhammad). এদের যে কোন একটি দিয়ে প্রাপকের ঘরে টাইপ করা শুরু করলেই নিচের ছবির মত অটোসাজেশন প্রদর্শিত হবে। লগইন আইডি কিংবা ডিসপ্লে নেম – দু ক্ষেত্রেই সিলেক্ট করার পর লগইন আইডি টি প্রাপকের ঘরে সন্নিবেশিত হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য:
১। এক সাথে একজনের বেশি সদস্যকে বার্তা প্রেরণ করা যাবে না
২। প্রেরিত বার্তা এবং এর বিপরীতে প্রাপ্ত জবাব একই সাথে মেসেজ থ্রেড হিসেবে প্রদর্শিত হবে।
৩। ইনবক্সে সর্বোচ্চ ৫০টি মেসেজ সংরক্ষণ করে রাখা যাবে।
৪। বার্তা প্রেরণের অপশনটি লগইনের পর “আমার লকার” এ পাওয়া যাবে।
মডিউল টা ভালো লেগেছে :thumbup:
সিসিবি রক্স :party:
সহমত :thumbup:
সিসিবি রক্স B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
সহমত অ্যাশ । :thumbup:
যাই একটা ব্যক্তিগত বার্তা পাঠায় আসি 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিসিবি রক্স :clap:
এডু রক্স :frontroll:
চ্যারিটি বিগিনস এট হোম
হা হা হা
এডুর সাথে ব্যাক্তিগত বার্তাবার্তি খেলতে মন্চায়।
সিসিবি আমাদের গর্ব :thumbup: :hatsoff:
এখনই টেস্ট করলাম। জট্টিল । সিসিবি রক্স । ধন্যবাদ। 🙂
আর বার্তা! বার্তা পাঠানোর মানুষ নাই। :no: :no:
আজকাল তাহলে তা্নভীর ভাইও মানুষ খুঁজেন বার্তা পাঠানোর জন্য 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও খুঁজি 😛