একটি দ্রুতগতি সম্পন্ন টিউটোরিয়াল পোস্ট

সুখবর! সুখবর! সুখবর!!

আপনি যদি সি সি বি র একজন গর্বিত সদস্য হয়ে থাকেন এবং আপনার যদি থাকে কচ্ছপের সাথে কোনরকমে পাল্লা দেয়ার মত একটা নেট কানেকশন তবে এই পোস্টটা নি:সন্দেহে আপনার জন্য।

সিসিবি তে লগইন এর পর “ড্যাশবোর্ড” এ ক্লিক করে বসে আছেন কিন্তু ড্যাশবোর্ড আর ওপেন হচ্ছেনা? “নতুন ব্লগ লিখুন” এ ক্লিক করে অপেক্ষা করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠে মনে করতে পারছেন না আপনি আসলে ঠিক কি নিয়ে ব্লগ লিখতে চাচ্ছিলেন?

এই যদি হয় আপনার নেট স্পীড এর অবস্থা তবে পরিত্রাণ পেতে এই পোস্টে প্রবেশ করুন।

এই টিউটোরিয়াল পোস্ট অনুসরণ করলে আশা করা যাচ্ছে আজকে থেকেই সিসিবি নিয়ে আপনার স্পীড সংক্রান্ত ঝামেলার অবসান হয়ে যাবে!!

তো শুরু করা যাক..

প্রথম ধাপ:

প্রথমেই দেখে নেই ওয়ার্ডপ্রেসের এই ডিফল্ট ফিচার ইন্সটলের জন্য কোন অপারেটিং সিস্টেমে কোন কোন ব্রাউজার সমর্থিত। এগুলো হচ্ছে:

– মাইক্রোসফট উইন্ডোস এক্সপি অথবা ভিস্তা:
ব্রাউজার: ফায়ারফক্স 1.5+ অথবা ইন্টারনেট এক্সপ্লোরার 6+

– লিনাক্স:
ব্রাউজার: ফায়ারফক্স 1.5+

-এপল ম্যাক ওস X 10.4+
ব্রাউজার: ফায়ারফক্স 1.5+

– এপল ম্যাক ওএস X 10.4.11 (অথবা তদূর্ধ্ব)
ব্রাউজার: সাফারি 3.1.1

– মাইক্রোসফট উইন্ডোজ মোবাইল ৫ অথবা তদূর্ধ্ব:
ব্রাউজার: ইন্টারনেট এক্সপ্লোরার 4.01+

দ্বিতীয় ধাপ:

১। আপনার ব্রাউজার যদি ওয়ার্ডপ্রেস টার্বো ফিচার সমর্থন করে তবে সি সি বি তে লগইন এর পর ড্যাশবোর্ডে প্রবেশ করলে উপরে ডান দিকের কোণায় লগ আউট অপশন এর বামে টার্বো (Turbo) অপশনটি দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন।

অথবা, বামের ড্যাশবোর্ড প্যানেল এর নিচের দিকের টুলস (Tools) অপশন এ ক্লিক করুন।

২। টুলস অপশনে প্রবেশের পর প্রথম অপশনটিই পাবেন টার্বো ইন্সটলেশনের জন্য। সেখানে থেকে Install gears এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনি রিডাইরেক্ট হয়ে http://gears.google.com এ প্রবেশ করবেন। সেখান থেকে ডানের Install Gears e ক্লিক করুন ডাউনলোড করার জন্য। আপনার ব্রাউজার যদি ডাউনলোড ব্লক করে তবে নির্ভয়ে এলাউ করুন। গুগল গীয়ার এড অন এর সাইজ মাত্র ৫০০ কিলোবাইট। তবে লিনাক্স ইউজারদের ক্ষেত্রে এই এড অন এর সাইজ ১.৭ মেগাবাইট। আপনার অপারেটিং সিস্টেম এবং ব্রাউজার অনুযায়ী সঠিক এডঅনটি স্বয়ংক্রিয়ভাবেই চিহ্নিত করে ইন্সটল হবে। কাজেই এ নিয়ে ভাবার কিছু নেই।

৩। গিয়ার ডাউনলোড শেষ হয়ে গেলে আপনার ব্রাউজারটি রিস্টার্ট করার প্রয়োজন পড়বে। রিস্টার্ট না করা পর্যন্ত এটি একটিভ হবেনা।

তৃতীয় ধাপ:

১। রিস্টার্ট করার পর আবার সি সি বি তে ড্যাশবোর্ডে প্রবেশ করুন। দ্বিতীয় ধাপে বর্ণিত উপায়ে আবার টার্বো অপশনে প্রবেশ করুন। গুগল গিয়ার যদি আপনার ব্রাউজারে ঠিকঠাক ইন্সটল হয়ে থাকে তবে এবার Install gears এর পরিবর্তে সেখানে enable gears অপশনটি দেখতে পারবেন। সেটিতে ক্লিক করুন।

২। ক্লিক করার পর একটি ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে “I trust this website. allow this site to use gears” অপশনটির বামে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে Allow তে ক্লিক করুন। তারপরেই আপনার পিসিতে ওয়ার্ডপ্রেসের সবসময় ব্যবহারকৃত ফাইলগুলো আপনার পিসিতে স্থানীয়ভাবে সংরক্ষণ কাজ শুরু হবে। ফাইল আপডেটের এই পর্যায়ে আপনার কিছুটা সময় লাগতে পারে। তবে পাঁচ মিনিটের চে খুব বেশি লাগার কথা নয়। সবগুলো ফাইল আপডেট হয়ে গেলে আপনার পিসিতে ওয়ার্ডপ্রেস টার্বো ফিচার সফলভাবে সম্পন্ন হয়ে গেল। ব্যাস্…

এরপর সি সি বি ড্যাশবোর্ড কিংবা পোস্ট এডিটর বক্স এ ব্রাউজ করে দেখুন। ব্রাউজিং এ আগের চেয়ে এখনকার স্পীডের তারতম্য কিছু কি বোঝা যাচ্ছে?

হুমম… পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।

পুনশ্চ:

১। ওয়ার্ডপ্রেস টার্বো ফিচার সক্রিয় করার মাধ্যমে বহুল ব্যবহ্রত ওয়ার্ডপ্রেস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো এবং সংশ্লিষ্ট আরো কিছু ফাইল আপনার পিসিতেই সংরক্ষিত হবে। ফলে সিসিবি ড্যাশবোর্ড এবং এডিটর ভিজিট করার সময় যেসব ফাইলগুলো বার বার সার্ভার থেকে ব্রাউজার নামিয়ে নিতো সেগুলো আপনার পিসিতেই সংরক্ষিত থাকার দরুন ব্রাউজিং স্পীড উল্লেখযোগ্য পরিমানে বেড়ে যাবে। কোন কারণে ওয়ার্ডপ্রেস এর কোন ফাইল যদি আপডেট হয় তবে সয়ংক্রিয় ভাবে সেটা আপনার পিসিতেও আপডেট হয়ে যাবে। আপনাকে বাড়তি কিছু করার প্রয়োজন হবেনা।

২। আপনার ব্রাউজার যদি এই ফিচার কম্প্যাটিবল না হয় তবে ড্যাশবোর্ডে লগ আউট অপশন এর বামে টার্বো(turbo) অপশনটি প্রদর্শিত হবেনা।

৩। গুগল গীয়ার ইন্সটল করার পর এমন মনে করার কারণ নেই যে আপনার ভিজিট কৃত সব সাইট থেকেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আপনার পিসিতে সংরক্ষিত হবে। আপনি যদি কেবল সিসিবির জন্য টার্বো ফিচার এলাউ করেন তবে কেবল সিসিবির জন্যই এই ফিচারটি কার্যকর হবে। অবশ্য গুগল গীয়ার সমর্থিত সাইটের সংখ্যাই এখন পর্যন্ত হাতেগোণা কয়েকটি যার মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম।

৪। আপনি টার্বো ফিচারটি কোন কারণে নিস্ক্রিয় করতে চাইলে ব্রাউজারের টুলস অপশন থেকে gears settings এ গিয়ে সেটিংস পরিবর্তন করতে পারবেন।

এ সংক্রান্ত আরো কোন জিজ্ঞাস্য অথবা জানার থাকলে নিচে মন্তব্যের মাধ্যমে প্রশ্ন করতে পারেন।

শুভ লেখালেখি।

১৯ টি মন্তব্য : “একটি দ্রুতগতি সম্পন্ন টিউটোরিয়াল পোস্ট”

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।