সাময়িক পোস্টঃ মন্তব্য মডারেশন

আপডেট -০১

সাময়িকভাবে সদস্যদের জন্য সমস্যাটির সমাধান করা হয়েছে। অর্থাৎ এখন সরাসরি মন্তব্য পাবলিশ করার জন্য লগইন করে মন্তব্য করতে হবে। অতিথি বা লগইন ছাড়া সদস্যদের মন্তব্য করার সুবিধাটি আপাততঃ কাজ করবেনা। এটি খুব তাড়াতাড়িই সারিয়ে তোলা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

ওয়ার্ডপ্রেসের কারিগরী সমস্যায় ব্লগের অনেক সদস্যের মন্তব্য মডারেশনে চলে যাচ্ছে। আশা করছি এই ব্যাপারটি সাময়িক।

জাতির এই ক্রান্তিকালে সিসিবির সঙ্গেই থাকুন।

২,৬৩৬ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “সাময়িক পোস্টঃ মন্তব্য মডারেশন”

  1. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    আমি কমেন্ট মডারেশনে গেছে দেখে খুশীই হয়েছিলাম। নিজেকে কিছুটা সিআইএর এজেন্ট বলে মনে হচ্ছিল।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  2. মরতুজা (৯১-৯৭)

    জাতির এই ক্রান্তিলগ্নে আজ আর চুপ করিয়া বসিয়া থাকিবার সময় নয়। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করিতে হইবেক। আসুন ভাইসকল, আজ এই রোদ্রতপ্ত বিদ্যুৎবিহীন গ্রীষ্মের খর দিনে শত্রুর মোকাবেলায় ঝাপিয়ে পরে দোজাহানের অশেষ নেকি হাসিলে সামিল হই।

    :salute:

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    মন্তব্য মডারেশন এ যাবার ব্যাপারে একটা জিনিস খেয়াল করলাম। ভুল ও হতে পারে। যারা নিয়মিত কমেন্ট করেন তাদের টা মডারেশন এ যায় না। মনে হয় ২-৩ দিন (ঠিক সময় বলতে পারব না ) এর জন্য আইপি এড্রেস সংরক্ষণ করা হয় তার মধ্যে কেউ কমেন্ট করতে থাকলে আর মডারেশন এর জন্য যায় না। যারা ১ সপ্তাহ পরে পরে কমেন্ট করতে আসে তাদের গুলা হয়ত মডারেশন এ যাচ্ছে। আমার এরকম হইছিল। অনেক দিন পর পর কমেন্ট করতে গিয়ে দেখতাম মডারেশন এ যাচ্ছে। ইদানিং আবার প্রতিদিন কমেন্ট করি কোনটাই যাচ্ছে না। 🙂

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    ব্লগ এডজুট্যান্টের ব্যাঞ্চাই। মডুদের সশ্রম ফাঁসি চাই।
    সিসিবি সদস্যদের মন্তব্য নিয়ে এফবিয়াই এফবিয়াই খেলা চইলতো নো। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)
    অতিথি বা লগইন ছাড়া সদস্যদের মন্তব্য করার সুবিধাটি আপাততঃ কাজ করবেনা।

    অতিথি বা লগইন ছাড়া সদস্যদের মন্তব্য তো সব সময়ই মডারেশন হয়ে আসে। এখন কি তারা মন্তব্যই করতে পারছে না?
    বুঝলাম না। একটু বুঝিয়ে দিলে ভালো হয়।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. আদনান (১৯৯৭-২০০৩)

    আমি কিন্তু ব্যাপারটা এ্যাপ্রিশিয়েট করছি। এই সিস্টেম চালু থাকলে অনেক ফালতু লোকের সমাগম এবং স্টুপিড মার্কা কমেন্ট আর হবে না। সিসিবি পরিবেশ ভাল থাকবে।
    অবশ্য মডারেশন-এর অপশন যেহেতু আছে সেক্ষেত্রে ওটা সমস্যা হবার কথা না, যদি মডারেশন ঠিকমত হয়।
    সিসিবি'র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।