আপডেট -০১
সাময়িকভাবে সদস্যদের জন্য সমস্যাটির সমাধান করা হয়েছে। অর্থাৎ এখন সরাসরি মন্তব্য পাবলিশ করার জন্য লগইন করে মন্তব্য করতে হবে। অতিথি বা লগইন ছাড়া সদস্যদের মন্তব্য করার সুবিধাটি আপাততঃ কাজ করবেনা। এটি খুব তাড়াতাড়িই সারিয়ে তোলা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
ওয়ার্ডপ্রেসের কারিগরী সমস্যায় ব্লগের অনেক সদস্যের মন্তব্য মডারেশনে চলে যাচ্ছে। আশা করছি এই ব্যাপারটি সাময়িক।
জাতির এই ক্রান্তিকালে সিসিবির সঙ্গেই থাকুন।
মেজাজটা খ্রাপ হইসিল খুব।
সাথেই আছি...
আমার মন্তব্যও মডারেশনে গেসে... 🙁
আমি তো ভয়ে, কমেন্ট দেওয়াই অফ রাখসিলাম।
যাক, সাহস ফিরা পাইলাম 😀
ভূতে ধরছে সিসিবিরে
সংসারে প্রবল বৈরাগ্য!
জলদি তুই লেখা দে ...... ভুত তাড়ানোর এই একটাই উপায় ...
দোস্ত লেখসিতো! আর সাথে সাথে মডারেশনে পিরা গেছে আমার সাধের লেখাটা :((
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম্ভাই, শেষ লেখা লিখছেন বছর খানিক আগে ৩রা আগষ্ট। পরের লেখাটা কি পদত্যাগ করার পর লিখবেন বইলা সিদ্ধান্ত নিয়েছেন? 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( x-( x-(
আমি কমেন্ট মডারেশনে গেছে দেখে খুশীই হয়েছিলাম। নিজেকে কিছুটা সিআইএর এজেন্ট বলে মনে হচ্ছিল।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
জাতির এই ক্রান্তিলগ্নে আজ আর চুপ করিয়া বসিয়া থাকিবার সময় নয়। যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করিতে হইবেক। আসুন ভাইসকল, আজ এই রোদ্রতপ্ত বিদ্যুৎবিহীন গ্রীষ্মের খর দিনে শত্রুর মোকাবেলায় ঝাপিয়ে পরে দোজাহানের অশেষ নেকি হাসিলে সামিল হই।
:salute:
আল্লাগো এইডা কি দিলেন???!
অফ টপিক-মামনি কেমন আছে?
পিচ্চি আছে ভালই। তোমার দিনকাল কেমন যায়?
আসুন সবাই মাস্ফুর সুশীতল ছায়াতলে সমবেত হই
মুহাহাহাহাহা
আহা কী আরাম। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাস্ফুর সুশীতল ছায়াতলে = মাস্ফুর লুঙ্গির তলে
কামরুল হাসান (৯৪-০০)
মে ১৮, ২০১০ at ৮:২৪ অপরাহ্ন |
মুহাহাহাহাহা
আহা কী আরাম।
=)) =))
নাউজুবিল্লাহ এইগুলা কি হইতেছে এইখানে বিদাআতি কথাবার্তা? রকিব্বা কই গেলি-আমার ওজুর পানি দিয়া যা তো!
হাহাহা :))
মিয়া ফাইজলামি করেন? আমি তো সামীউরের কথা কইলাম , তার কত আরাম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কমেন্ট করে মডুদের কাজ বাড়াই... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিসিবির সাথেই আছি :gulli2:
মন্তব্য মডারেশন এ যাবার ব্যাপারে একটা জিনিস খেয়াল করলাম। ভুল ও হতে পারে। যারা নিয়মিত কমেন্ট করেন তাদের টা মডারেশন এ যায় না। মনে হয় ২-৩ দিন (ঠিক সময় বলতে পারব না ) এর জন্য আইপি এড্রেস সংরক্ষণ করা হয় তার মধ্যে কেউ কমেন্ট করতে থাকলে আর মডারেশন এর জন্য যায় না। যারা ১ সপ্তাহ পরে পরে কমেন্ট করতে আসে তাদের গুলা হয়ত মডারেশন এ যাচ্ছে। আমার এরকম হইছিল। অনেক দিন পর পর কমেন্ট করতে গিয়ে দেখতাম মডারেশন এ যাচ্ছে। ইদানিং আবার প্রতিদিন কমেন্ট করি কোনটাই যাচ্ছে না। 🙂
ফেসবুক ফোবিয়া :bash: :bash: :bash:
তোর এই কমেন্টটা লাইক করার অপশন খুঁজছি অনেক্ষণ :bash: :bash: :bash:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ব্লগ এডজুট্যান্টের ব্যাঞ্চাই। মডুদের সশ্রম ফাঁসি চাই।
সিসিবি সদস্যদের মন্তব্য নিয়ে এফবিয়াই এফবিয়াই খেলা চইলতো নো। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাম্রুল্ভাইয়েরসাথেসহমত।
আসলেউপ্রেরসকলেরসাথেইসহমত।
এডু-মডুদের যাবজ্জীবন ফাঁসি চাই।
এভাবে আমাদের মন্তব্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চলবে না!
বেশি করে কমেন্ট করুন,
মডুদের দৌড়ের উপর রাখুন। :grr: :grr:
~x( ~x(
:salute:
অতিথি বা লগইন ছাড়া সদস্যদের মন্তব্য তো সব সময়ই মডারেশন হয়ে আসে। এখন কি তারা মন্তব্যই করতে পারছে না?
বুঝলাম না। একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হ, সেটাই দেখলাম। লগইন না করলে মন্তব্যের বক্সটাই আস্তেছেনা, লেইখা রাখা হইছে মন্তব্য করতে হলে অবশ্যই লগইন করতে হবে 🙁
এডজুট্যান্ট স্যারের সশ্রম ব্যান সাথে মডু স্যারদের যাবজ্জীবন ই ডি চাই :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সিসিবি ডিলিট কইরা দেওয়া হোক
আমরা সিসিবির সাথে আছি,আপনি আছেন তো?
সব দোষ জিহাদের... 😡
ওর জন্ডিসোত্তর সশ্রম ব্যান চাই... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি কিন্তু ব্যাপারটা এ্যাপ্রিশিয়েট করছি। এই সিস্টেম চালু থাকলে অনেক ফালতু লোকের সমাগম এবং স্টুপিড মার্কা কমেন্ট আর হবে না। সিসিবি পরিবেশ ভাল থাকবে।
অবশ্য মডারেশন-এর অপশন যেহেতু আছে সেক্ষেত্রে ওটা সমস্যা হবার কথা না, যদি মডারেশন ঠিকমত হয়।
সিসিবি'র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।