১। আমার লকার- এ “অপঠিত মন্তব্য ” নামে একটি অপশন যোগ করা হয়েছে। এটি কোন পোস্টে আপনার সর্বশেষ ভিজিট এর পর অপঠিত মন্তব্যের সংখ্যা এবং পোস্টের লিংক প্রদর্শন করবে। ব্র্যাকেটে প্রদর্শিত অপঠিত মন্তব্যের সংখ্যার ওপর ক্লিক করলে সরাসরি সবচে পুরোনো অপঠিত মন্তব্যে চলে যাবেন। আর পোস্ট লিংক এর ওপর ক্লিক করলে সংশ্লিষ্ট পোস্ট এ চলে যাবেন। সর্বোচ্চ পনেরটি পর্যন্ত অপঠিত মন্তব্যযুক্ত পোস্ট এর লিংক এই অপশনে প্রদর্শিত হবে। এর জন্য প্রয়োজনীয় তথ্য আপনার ব্রাউজারের কুকি থেকে সংগৃহিত হবে, ডাটাবেজ থেকে নয়। কাজেই আপনি যদি আপনার ব্রাউজারের কুকি পরিষ্কার করেন তাহলে অপঠিত মন্তব্যের সংখ্যাও পরিবর্তিত হয়ে যাবে।
২। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট গান্ধা টাইপ সার্চ ইঞ্জিন এর পরিবর্তে গুগুল কাস্টম সার্চ ইঞ্জিন যোগ করা হয়েছে। ফলে আগে যে জিনিসটি সার্চ করে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যেতনা সেটা এখন অনেক নির্ভূল ভাবে এবং অল্পসময়ের মধ্যেই পেয়ে যাবেন। বিশেষ করে সদস্য ডিরেক্টরিতে আপনার পরিচিত কাউকে খুঁজে পাওয়ার ব্যাপারে এটি বেশ সহায়ক হবে।
সবাইকে ধন্যবাদ। শুভ লেখালেখি।
অপশান দুটি আমাদের ব্লগটাকে আরও গতিশীল করবে। 'নিজের খেয়ে বনের মোষ' তাড়ানো সেইসব 'কর্তৃ্পক্ষ'কে সাধুবাদ।
আমার কিছু আবদার ছিল ...
১। আগে প্রতিটা লেখার উপরে 'আগের লিখা', 'পরের লিখা'তে যাবার লিংক ছিল ... এখন নাই। বারবার হোম্পেজে যেতে হয়। এই যেমন আমি, নানা সমস্যায় গত বেশ কিছু দিন অনুপস্থিত থাকার কারনে এখন সব গুলো লেখা একবসায় পড়তে শুরু করেছি ...
২। তাড়াহুড়া করে মন্তব্য করে ফেলার পর অনেক সময় ভুল-ভাল চোখে পড়ে ... যে কোন লেখায় নিজের মন্তব্য এডিট করার 'ক্ষমতা' চাই ...
খুব বেশি 'চাই চাই' করলাম ... সবশেষে তাই 'ক্ষমা' চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওয়েলকাম ব্যাক তাইফুর ভাই। সিসিবিও আপনাকে চায়। 😀
মাম্মা তুই কই আছিলি এতদিন 😡 😡
এডু স্যারের পোস্টে তোরে স্বাগতম দিলাম, এই কে আছিস আমার দোস্তরে এক কাপ চা দে।
এডু বস্ আইবার আগেই পলাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
তৌফিক, কাইউম, এবং ...
আমার এইখানের নেট প্রোভাইডার সহ পুরা আফ্রিকা ২৩ ডিসেম্বর থিকা 'বোতলে' ঢুইকা বইসা ছিল। তাদেরকে বোতল থিকা বাইর কইরা আনতে দেরী হই গ্যাছে। আজকেই কানেক্টেড হইলাম। সব লেখা পড়া শেষ করে আগে আপডেটেড হয়ে নেই তারপর শান্তি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ডেভুদের অনেক অনেক ধন্যবাদ। 🙂
@তাইফুর ভাই - কমেন্ট এডিটিং অপশন হয়ে যাবে। তবে তার জন্য একটু "সময়" চাই 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
আমরাও অপেক্ষা করতে চাই। 😀
ওকে করেন। তারজন্য একটা কথা "বলতে" চাই।
অপেক্ষার প্রহর যেন খুব বেশি দীর্ঘ না হয় এইজন্য সকলের :just: একটু "দোয়া" চাই।
সাতেও নাই, পাঁচেও নাই
ধণ্য হওয়া বাদ = ধণ্যবাদ জিহাদ।
আমি চাই, আমি যেন আর কিছু না চাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বেশি বেশি 'চাই' লিকে অভ্র'র সব 'চ' শেষ করে ফেলার জন্য তাইফুর ভাই, তৌফিক আর জিহাদের ভ্যাঞ্চাই। 😉 😉
ভীষণ ভাল পদক্ষেপ। হাততালি।
দারুণ :clap: :clap: :clap: :clap: ।
এটা আমারও কথা।
Life is Mad.
সহমত।
তবে এটার একটা লাভও আছেঃ
আগে শুধু লিংক ধরে ধরে আগের-পরের লেখায় চলে যেতাম, কিন্তু এখন বারবার হোমপেইজে গিয়ে দেখতে পারি কে কে অনলাইনে আছেন, প্লাস অন্যান্য আপডেটস। :clap:
জনগণের দাবীর মুখে এডজুট্যান্ট স্যার আবার লিংক দুইটা পুনর্বহাল করসেন। :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
এডজুট্যান্ট স্যার আমাদের জন্যে কতো কষ্ট করেন। 😀 😀 😀
কামরুল ভাই, চা আনাবো???? :-B O:-)
এই মুসতাকিম যা তো এডু স্যারের লাইগ্যা চা নিয়া আয়... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জিহাদ, কে এই 'এডজুটেন্ট স্যার'? :grr:
নেম'জ বন্ড।
জেমস বন্ড। :grr: :grr: :grr: :grr:
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কীরে মুস্তাকীম তুই চা আনোস??? :))
মুস্তাকীম আমা্র জন্য এক কাপ চা নিয়া আয় B-)
মুসতাকীম চা ওয়ালা :)) :)) :)) :))