‘রেড বুক’ নবায়ন প্রসঙ্গে

সময়ের সাথে তাল মিলিয়ে সিসিবি-র রেড বুক পৃষ্ঠাটিতে কিছু নতুন নীতি যোগ করা হয়েছে এবং পুরনো কিছু নীতিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। শুরুতেই এই মৌলিক বিষয়গুলো ঠিক করে ফেলা দরকার। ব্লগের অধিকাংশ সদস্যের মনোভাব অনুযায়ীই এই পরিবর্তনগুলো আনা হয়েছে। তারপরও সবাইকে রেড বুক পাতাটি পড়ে দেখতে অনুরোধ করা হল।
পড়ার পর নতুন কোন নীতি সংযোজন বা কোন নীতি সংশোধনের ব্যাপারে যে কেউ পরামর্শ দিতে পারেন। পরামর্শ যুক্তিযুক্ত এবং সময়োপযোগী হলে সেটি রেড বুকে যোগ করে দেয়া হবে।

২,৬৩৪ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “‘রেড বুক’ নবায়ন প্রসঙ্গে”

  1. তৌফিক

    আবার পড়লাম। একটা প্রশ্ন আছে।

    রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ। কিন্তু আমরা যে রাজাকারদের বিরুদ্ধে প্রচারণা চালালাম, সেটা কিভাবে রাজনৈতিক প্রচারণা থেকে আলাদা করা হবে? মানদন্ডটা কি হবে?

    ধন্যবাদ।

    জবাব দিন
    • রায়হান আবীর (৯৯-০৫)

      রাজাকারদের ছাগু হিসেবে ধরা যাইতে পারে। তাইলে আর রাজনৈতিক প্রচারণা হবে না। ছাগুবিতারণ প্রচারণা হবে।

      এডুর পোস্টে ফাইজলামী ঠিক হইতেছে না। যাই ফুটি।

      জবাব দিন
      • আমিন (১৯৯৬-২০০২)

        রেড বুক পড়ার আগেই এখানে জবাব দিতে হলো।
        সামুতে ছাগু ছাগু রাম এই সব শুইনা ,আমার কাছে একটা ফোবিয়া লাগে এইসব।
        রাজাকার বিরোধী চেতনা নিয়ে কথা বলতে আমি বরাবরই গর্বিত বোধ করি কিন্তু সামুর কিছু এটেনশন সিকার ভন্ড কিংবা জনপ্রিয়তালোভী মুক্তিযোদ্ধার সুরে না।
        আমরা প্রগতিশীলতার মাধ্যমে রাজাকারদের প্রতিহত করব।

        *** রাজাকারদের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচী চলতেসে।চল সবাই লাগি।
        পারলে ফর্ম প্রিন্ট করে বানিজ্য মেলায় আইসো শনিবার।
        আর ফর্মের প্রিন্টেড কপি আমার কাছে আছে।কেউ অংশ নতে চাইলে আমার সাথে কন্টাক্ট করো।

        জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    নাহ্‌, অনেক চিন্তা কইরাও দেয়ার মতন কোন পরামর্শ খুঁইজা পাইলাম না... :bash:

    আচ্ছা, রেড বুকের ব্যাক গ্রাউন্ড লাল দিলে কেমন হয়???? :-B
    সবাই এমন কইরা তাকান কেন??? 😕
    এত রাইতে লজিক ছাড়া কথা বার্তা কমু না তো কখন কমু???? O:-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. আলম (৯৭--০৩)
    ৮। কেউ একাধিক ছদ্মনাম বা নাম ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেলে তার সবগুলো নাম বা ছদ্মনাম বাতিল করা হবে, অর্থাৎ তার সবগুলো নামের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।

    😀 😀 জিহাদের বর্ষার নাম দিয়া কে জানি কমেন্টায়। আরো আছেঃ মস্ফুর যাস্ট ফ্রেন্ড রিমঝিম। 'নামহীন' নামেও কে যানি লেইখ্যা যায়, চুপেচুপে। এদের ধরার কোনো উপায় নাই? এদেরকে চিনতে চাই।:P 😛

    জবাব দিন
  4. টিটো রহমান (৯৪-০০)

    কি কি নতুন নীতি যোগ হল বুঝি নাইক্কা। ধুর .......বুঝুম কেমনে আগে তো রেডবুক পড়ি নাইক্কা। না পইড়াও আমি কোন নিয়ম ভাঙি নাইক্কা
    আমি বড় ভাল পোলা 🙂 🙂 🙂 🙂 (এইবার আর নাইক্কা কমু না)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  5. "ক্যাডেট এবং এক্স ক্যাডেট ব্যতীত ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট কোন কোন ব্যক্তিকে ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা সাপেক্ষে অতিথি সদস্যপদ দিতে পারেন।"

    "ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট" মানে কি? স্টাফ? :grr:

    জবাব দিন
  6. ফয়েজ (৮৭-৯৩)

    আচ্ছা, "অতিথি সদস্য" হবার ব্যাপারে আমার কিছু কথা ছিল। যেমন "তিথি" ভালো ব্লগার, এবং আমাদের ক্যাডেট পরিবারে চলে এসেছে, যদিও সে ক্যাডেট নয়। এখন তিথি যদি সদস্য হতে চায়, কিভাবে হবে? গাইড লাইন কি?

    আর একজন "কিংকং"। এক হতে পারে সে কোন ক্যাডেটকে বিয়ে করল তাহলে "তিথি" গ্রুপ। কিন্তু বিয়ে করল না, কিন্তু নিয়মিত পড়ে, মন্তব্য করে, বুঝা যায় সিসিবির পরিবেশ ওর ভাল লাগে, ও যদি সদস্য হতে চায়, কিভাবে হবে?

    তাহলে ক্যাডেট কলেজে পড়েনি, কিন্তু সিসিবির সদস্য হতে পারে এই রকম "অতিথি গ্রুপ" হতে পারে দুটা। এই দুই গ্রুপের গাইড লাইন যদি সুস্পষ্ট হয় তাহলে আমাদের ব্লগেরই ভাল হবে।

    আমি গাইড তৈরীর জন্য কোন টিপস দিতে পারছিনা বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। কারন হিসেবে বলতে গেলে বলব, ব্লগিং এ আমার অনভিজ্ঞতার কথা। আমি মাত্র এলাম এখানে (৫ মাস)।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • তৌফিক
      এই দুই গ্রুপের গাইড লাইন যদি সুস্পষ্ট হয় তাহলে আমাদের ব্লগেরই ভাল হবে।

      সিসিবি তো এখন পর্যন্ত লেখা অন্যত্র ছাপা হলে আপত্তি করে না। সমমনা ব্লগাররা তাদের পাঠক সার্কেল বাড়াতে পারলেন, সিসিবিও কিছু ভালো লেখা পেল। উইন-উইন সিচুয়েশন।

      জবাব দিন
    • ব্লগ এডজুট্যান্ট
      তাহলে ক্যাডেট কলেজে পড়েনি, কিন্তু সিসিবির সদস্য হতে পারে এই রকম “অতিথি গ্রুপ” হতে পারে দুটা। এই দুই গ্রুপের গাইড লাইন যদি সুস্পষ্ট হয় তাহলে আমাদের ব্লগেরই ভাল হবে।

      আমরা আপাতত ক্যাডেটদের বাইরে অন্য কাউকে সিসিবির সদস্য করার কথা ভাবছি না এর স্বাতন্ত্রের জন্যেই।

      “ক্যাডেট এবং এক্স ক্যাডেট ব্যতীত ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট কোন কোন ব্যক্তিকে ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা সাপেক্ষে অতিথি সদস্যপদ দিতে পারেন।”

      ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট বলতে বুঝানো হয়েছে, ক্যাডেট কলেজের শিক্ষক ও ক্যাডেটদের পারিবারিক সদস্য (বিশেষত স্ত্রী/ স্বামী)। তারা ইচ্ছা প্রকাশ করলে, কর্তৃপক্ষ বিবেচনা সাপেক্ষে অতিথি সদস্যপদ দিতে পারেন।
      অন্যান্য নন-ক্যাডেটদের ক্ষেত্রে, আপাতত শুধু মন্তব্য পর্যন্ত সীমিত রাখা হয়েছে। আশাকরি সবাই বুঝতে পারবেন। সিসিবির স্বাতন্ত্র্য হচ্ছে এটি ক্যাডেটদের ব্লগ।
      এর জন্যই নাম 'ক্যাডেট কলেজ ব্লগ'।
      ধন্যবাদ।

      জবাব দিন
      • ফয়েজ (৮৭-৯৩)
        ক্যাডেট এবং এক্স ক্যাডেট ব্যতীত ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট কোন কোন ব্যক্তিকে ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা সাপেক্ষে অতিথি সদস্যপদ দিতে পারেন।

        অতিথির ব্যাপারটা আরেকটু ব্যাখা করা দরকার। একজন অতিথি সদস্য কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না। নাকি অতিথি একজন পুর্ন সদস্যের মতই, শুধু পার্থক্য তিনি ক্যাডেট কলেজে পড়েন নি। আমার মনে হচ্ছে কার্যক্ষেত্রে (পোষ্ট এবং কমেন্ট মডারেশন) "সদস্য" আর "অতিথি সদস্য" এই দুটোর ব্যাখ্যা পাওয়া গেলে ধুসর ভাবটা কেটে যাবে। সদস্য কি পাবে আমরা জানি। অতিথি কি কি পাবেননা এইটা জানি না।

        আমরা আপাতত ক্যাডেটদের বাইরে অন্য কাউকে সিসিবির সদস্য করার কথা ভাবছি না এর স্বাতন্ত্রের জন্যেই।
        ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট বলতে বুঝানো হয়েছে, ক্যাডেট কলেজের শিক্ষক ও ক্যাডেটদের পারিবারিক সদস্য (বিশেষত স্ত্রী/ স্বামী)।

        এই দুটো কথা আর একটু ব্যাখ্যা করা দরকার।

        তার মানে হচ্ছে, পারিবারিক ভাবে যে কেউ ঢুকতে পারবেন অতিথি হিসাবে, যদি দু-পক্ষ চায় আরকি। সেক্ষেত্রে বাকি থাকে এক গ্রুপ। যারা
        যারা ক্যাডেটে পড়েননি এবং কোন ক্যাডেটের সাথে বিবাহ সুত্রে আবদ্ধ হননি।

        আক্কাইমা ডাউড দেয়ার জন্য সুরি।


        পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

        জবাব দিন
        • ব্লগ এডজুট্যান্ট
          “সদস্য” আর “অতিথি সদস্য” এই দুটোর ব্যাখ্যা পাওয়া গেলে ধুসর ভাবটা কেটে যাবে। সদস্য কি পাবে আমরা জানি। অতিথি কি কি পাবেননা এইটা জানি না।

          অতিথিরা সদস্যদের মতোই সকল সুবিধা উপভোগ করবেন। তাদের নিয়মকানুনও ক্যাডেট সদস্যদের মতোই হবে। শুধু পার্থক্য তিনি ক্যাডেট কলেজে পড়েন নি, তবে ক্যাডেট কলেজের সাথে সম্পর্কিত। আমাদের এখানে কিন্তু একজন ভাবী অতিথি লেখক হিসেবে লিখেছে এর আগে। আমরা সবাই তাকে উৎসাহিত করেছিও। সুতরাং আমাদের অন্য ক্যাডেট সদস্যদের স্ত্রী/ স্বামী লিখতে চাইলে তাদেরকেও সিসিবি স্বাগত জানাবে সানন্দে। একই কথা প্রযোজ্য ক্যাডেট কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য।
          মোট কথা আমরা আপাতত সিসিবিকে ক্যাডেটদের কমিউনিটি হিসেবেই রাখতে চাই।
          এর আগে কিন্তু এই ধরনের একটি পোস্টে আমরা সবাই একমত হয়েছি যে সিসিবি সবচেয়ে বড় ক্যাডেট কমিউনিটি হবে, এটাই সবার চাওয়া।

          এছাড়া অন্য যারা আছেন তারা মন্তব্য করতে পারবেন। কিন্তু সদস্য হয়ে লেখার আপাতত সুযোগ নেই।

          আক্কাইমা ডাউড দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

          জবাব দিন
  7. মাহমুদ (১৯৯৮-২০০৪)

    কোনো :just: ফ্রেন্ড,ধরেন তার সাথে রিলেশন একটু বেশী ক্লোজ,তারে কি অতিথি সদস্যপদ দেয়া যাবে? =)) =)) (মাস্ফ্যু ভাইর কথা ভেবে বলে রাখলাম :frontroll: :frontroll: :dreamy: :dreamy: )

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।