সিসিবির দ্বিতীয় জন্মদিন পালন উপলক্ষ্যে

আগামী ৮ই ডিসেম্বর সিসিবির দ্বিতীয় জন্মদিন।

আমরা চাচ্ছি এই জন্মদিনেও পূর্বের মত সিসিবি সদস্যদের একটা গেট টুগেদার এর আয়োজন করতে।

গেট টুগেদার এর আয়োজন, পাশাপাশি কারো অন্য কোন আইডিয়া থাকলে সেটাও শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।

সবাই দয়া করে মন্তব্যের মাধ্যমে সরব হোন। ধন্যবাদ।

৭,৪৭১ বার দেখা হয়েছে

১৬২ টি মন্তব্য : “সিসিবির দ্বিতীয় জন্মদিন পালন উপলক্ষ্যে”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    এডু সাহেব আসল কথাটাই কয়নায়।
    আমাদের আসলে ছিল্যা কাইট্যা লবন লাগানোর জন্যে একজন বিল গেটস দরকার।

    প্রাথমিক তালিকায় আমি সবার আগে মাস্ফুর নাম প্রস্তাব করছি।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    আমার মনে হয় আমরা যদি বড় করে কিছু করতে চাই, তাহলে একা কাউকে না ছিলা দিয়ে (এহসান ভাইকে যেমন ইফতারের সময় দেয়া হয়েছে, এবং এর আগে লাবলু ভাইকে বেশ কয়েকবার) সবার সহযোগিতা করা উচিত।
    এই ব্যাপারে বাকিরা কে কী বলেন জানা যাক।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. সাব্বির (৯৫-০১)

    আমার মনে হয় এই বারের ২য় জন্মদিনটা বাদ দিয়ে ৩য় জন্মদিন টা ধুমধাম করে করার আয়োজন করি 😀
    অ ট সবাই দোয়া করবেন আগামী কোরবানীর ঈদ টা দেশে করার ইচ্ছা আছে 😕

    জবাব দিন
  4. রবিন (৯৪-০০/ককক)

    আমার মনে হয়, আমরা সানা ভাইএর বিহিদিন ইগের প্রস্তাব গ্রিহন করতে পারি।
    গাজীপুর এর বাগান বাড়ী তে একদিন।
    চাদা সবাই মিলে।
    আনলিমিটেড মাস্তি।
    মাস্ফুরে লং আপ।
    :))

    জবাব দিন
  5. তানভীর (৯৪-০০)

    আমরা সবাই ভাগাভাগি করে চাঁদা দিয়ে গেট-টুগেদার করতে পারি। ব্যাচ অনু্যায়ী চাঁদার ব্যবস্থা থাকবে (কেউ বেশি স্পন্সর করতে চাইলে আপত্তি নাই O:-) )।
    আর গেট-টুগেদারের স্থান হিসেবে আমার পছন্দ ঢাকার বাইরের কোন জায়গা, যেমন- গাজীপুরের বাগানবাড়ি।
    একদিন বা আধা-দিন ধরে গেট-টুগেদার হলে খুব ভালো হয়।
    আর একটা ফুটবল ম্যাচ থাকতে হবে অবশ্যই। 😀

    জবাব দিন
  6. হাসান (১৯৯৬-২০০২)
    আর গেট-টুগেদারের স্থান হিসেবে আমার পছন্দ ঢাকার বাইরের কোন জায়গা, যেমন- গাজীপুরের বাগানবাড়ি।
    আর একটা ফুটবল ম্যাচ থাকতে হবে অবশ্যই।

    কঠিন সহমত

    জবাব দিন
  7. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সমাবেশের দিন এখনো কিলিয়ার হইল না... 🙁

    আমার একটা আইডিয়া আছে... B-)
    এই সমাবেশটাকে আমরা সিসিবি'র প্রমোশনের কাজে ব্যবহার করতে পারি...
    আমরা কিছু পোস্টার বানালাম...রং চঙে...সিসিবি নিয়ে...এরপর সমাবেশে যেসব বিভিন্ন ভার্সিটির পোলাপাইন আইবো-তাদের হাতে ধরিয়ে দিলাম...যেমন, বুয়েটের দুই তিনজন পোস্টার সাঁটাবে ক্যাফেটারিয়া, হল এ...ঢাকা ভার্সিটির যারা, তারা সাঁটবে কলাভবন, টিএসসি, হল...এভাবে মেডিক্যাল, নসু, ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট...প্রতিটি ভার্সিটিতে ২/৩ টা করে পোস্টারিং করলাম... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  8. হাসান (১৯৯৬-২০০২)
    আমরা কিছু পোস্টার বানালাম…রং চঙে…সিসিবি নিয়ে…এরপর সমাবেশে যেসব বিভিন্ন ভার্সিটির পোলাপাইন আইবো-তাদের হাতে ধরিয়ে দিলাম…যেমন, বুয়েটের দুই তিনজন পোস্টার সাঁটাবে ক্যাফেটারিয়া, হল এ…ঢাকা ভার্সিটির যারা, তারা সাঁটবে কলাভবন, টিএসসি, হল…এভাবে মেডিক্যাল, নসু, ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট…প্রতিটি ভার্সিটিতে ২/৩ টা করে পোস্টারিং করলাম…

    আমি এইভাবে প্রমোট করার পক্ষপাতী না 😐

    জবাব দিন
  9. আন্দালিব (৯৬-০২)

    ৮ তারিখে সারাদিন অফিস, শেষ হবে রাত নয়টা নাগাদ। তবে সেই সপ্তাহান্তে অনুষ্ঠান হলে অবশ্যই আসতে পারবো। আমি আগের অনুষ্ঠানটা মিস করেছি, এইবারও মিস হলে খুব খারাপ লাগবে! 🙁

    জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)

    আশপাশের কোনো ছুটির দিনে করার জোর দাবী জানাচ্ছি :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
    আর গেট-টুগেদারের স্থান হিসেবে আমার পছন্দ ঢাকার বাইরের কোন জায়গা, যেমন- গাজীপুরের বাগানবাড়ি।
    আর একটা ফুটবল ম্যাচ থাকতে হবে অবশ্যই। 😛


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  11. যাক অনে......ক দিন পর সিসিবি তে এসে মন টাই ভালো হয়ে গেল...শেস পর্যন্ত একটা গেট টুগেদার ছুটির মদ্ধে পাবো...কবে কোথায আশ্তে হবে তারাতারি জানতে চাই......!!!

    জবাব দিন
  12. টুম্পা (অতিথি)

    ৮ তারিখ তো ওয়ার্কিং ডে ! অফিস থেকে বের হতে হতেই ৮টা বেজে যায় 🙁
    আশপাশের কোনো ছুটির দিনে করার জোর দাবী জানাচ্ছি :thumbup:
    এবং আশা করি আনলিমিটেড আইসক্রিম থাকবে :party:

    জবাব দিন
  13. আহসান আকাশ (৯৬-০২)

    এখনো দেখি দিন ঠিক হইলো না... ৮ তারিখে হইলে আমার সুবিধা হয়, কিছুটা হলেও সম্ভাবনা থাকে... এরপরে হলে কোন সম্ভাবনাই নাই 🙁

    আর মোহামেডান পাট্টি দেখলাম কাগজে কলমে ভালই আওয়াজ তুলতেছে... এর জবাব আশা করি মাঠেই দেব :grr: ( আবাহনীর রাইট আউট )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  14. মাহমুদ (১৯৯০-৯৬)
    আবাহনী – কথা নয় কাজে বিশ্বাসী…
    দেখা হবে মাঠে

    ঐ :grr:

    অন টপিকঃ আমি ইলেভেনে থাকতে সিসিআর এ বেষ্ট ফুটবলার হইছিলাম কিন্তু :grr:


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  15. রায়হান আবীর (৯৯-০৫)

    আমিও মোহামোডানে নাম লেখাইলাম। জিহাদ যোগদানের পরও যা একটু আশা ছিল এখন বিশ্ববিখ্যাত স্ট্রাইকার রায়হান আবীর যোগ দেওয়ার পর সেটাও নাই হয়ে গেল 🙁

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      জিহাদ যোগ দিয়াই মোহামেডানের ভরাডুবি মোটামুটি নিশ্চিত করছিল, আর এখন তো কথাই নাই... বেচারা মোহামেডান :grr: :grr:

      ( বেদ্দপ পোলা, কালকে যাবার আগে দেখা কইরাই ভাগছে x-( )


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন
  16. আহ্সান (৮৮-৯৪)

    গেট টুগেদার ছুটির দিনে চাই। শুক্কুরবার হইলে খুবই ভালা হয়, কারণ সিলেট থাইক্কা আসতে হইবে... আবার গিয়া অফিস ধরতে হইবেক। 🙁

    ইয়ে... আমরতো মনে হয় তাইলে আমার আর মাঠে নামা লাগতেছে না... B-) আমি ছাড়াই তো মোহামেডান জিতে যাবে ইনশাল্লাহ...। সাবাশ, মোহামেডান...।

    জবাব দিন
  17. রবিন (৯৪-০০/ককক)
    জিহাদ যোগ দিয়াই মোহামেডানের ভরাডুবি মোটামুটি নিশ্চিত করছিল, আর এখন তো কথাই নাই… বেচারা মোহামেডান

    আবাহনী মাঠেই দেখাবে কেমনে জিততে হয়। আমি আছি গোল বার এ।

    জবাব দিন
  18. আহমদ (৮৮-৯৪)

    আগের মন্তব্যের জন্য থুক্কু ... সবাই দয়া করে এইটা পড়েন ...
    ভাইসকল/আপুরা/ভাবীগণ,
    প্রোগ্রামের কোন প্লানই তো দেখি নাই … প্রোগ্রাম-এর schedule-টা কি কেউ জানাবেন?


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  19. তৌফিক

    প্রোগ্রামের প্ল্যান জানানো হোক। কালকে আমি খুলনা যাচ্ছি, আমিন (৯৬-০২)-এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করব। অপারগতায় আমাকে হাজির ধরেই প্ল্যান করার অনুরোধ জানানো গেল। 🙂

    জবাব দিন
  20. জুলহাস (৮৮-৯৪)

    যাই হউক...প্রোগ্রাম হইবো...............আগামী ২৭ ডিসেম্বর...
    কোনমতে-ই এর আগে নয়!!!(কোর্সের চাপে দিশেহারা হয়ে আছি...এর আগে হলে পারবো না!!!)
    এর আগে হইলে...আমার অনুপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গেট টুগেদারের দিন আগাইয়া আনার জন্যে আমি ম্যাস্ফুরে কিয়ামত তক্‌ :frontroll: দেয়াবো!!!!!!!!!!!!!!
    কি বলেন...কাইয়ুম ভাই ?


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।