আগামী ৮ই ডিসেম্বর সিসিবির দ্বিতীয় জন্মদিন।
আমরা চাচ্ছি এই জন্মদিনেও পূর্বের মত সিসিবি সদস্যদের একটা গেট টুগেদার এর আয়োজন করতে।
গেট টুগেদার এর আয়োজন, পাশাপাশি কারো অন্য কোন আইডিয়া থাকলে সেটাও শেয়ার করার জন্য অনুরোধ করা হলো।
সবাই দয়া করে মন্তব্যের মাধ্যমে সরব হোন। ধন্যবাদ।
:boss:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এডু সাহেব আসল কথাটাই কয়নায়।
আমাদের আসলে ছিল্যা কাইট্যা লবন লাগানোর জন্যে একজন বিল গেটস দরকার।
প্রাথমিক তালিকায় আমি সবার আগে মাস্ফুর নাম প্রস্তাব করছি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আর কয়দিন পরে হইলেই বিল গেটস এর ঘরজামাই মরতুজা ভাইরে ছাই দিয়া ধরা যাইতো :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
:(( :(( আমি তো নিজেই খাইয়া খাইয়া ছিল্লা কাটার ব্যবস্থা করি-আমারেই ছিল দিলে হইব ক্যাম্নে? বরং শুঞ্ছি কাম্রুল ভাই নতুন চাক্রিতে যুগ দিছে আমি এই ব্যাপারে উনার সহৃদয় যোগদান কামনা করছি :grr:
অফ টপিক-চান্দা দিতে হইলে আছি।বড় অনুষ্ঠান যেহেতু তাই একা একজনের উপর দিয়া না দিয়া সবাই ভাগ বাটোয়ারা করে খরচ যগাতে পারি যে যার সাধ্যমত-কি বলেন কাইয়ুম ভাই?
আনলিমিটেড মিস্টি চাই 😀 😀
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
লাব্বায়েক... 😀
ভেন্যু আর সময় জানায়া দিলে ২ দিন উপবাসপূর্বক হাজির হওয়ার ইরাদা করলাম। B-)
গেট টুগেদারের পাশাপাশি একটা গণবিবাহের আয়োজন করা যায়। পাত্ররা পাস করেছে, উপযুক্ত হইছে... 😉 :grr: 🙂 :gulti:
সহমত
পাত্রী'র মত কি? ;))
জাতি জানতে চায় 😛
-সহমত
x-( কিরে লাজ শরমের মাথা খায়া বইসা আছোস নি? x-( নিজেই নিজের বিয়ার কথা কইতাছোস,আমরা মুরুব্বিরা আছি কি করতে?যা গিয়া লং আপ হয়া থাক x-(
সহমত ;))
কাজি যখন জিগাইবে তখন দুলহা আর দুলহান একসাথে বলবে---
সহমত
=)) =)) =))
ভাবী কেমন আছেন?
এইটা ভালু বুদ্ধি। আশাকরি ব্লগাররা তাদের বিবাহতে কবুলের পরিবর্তে সহমত বলে নতুন যুগের সূচনা কর্বেন 😀 😀
দুইজন না।
কাজীর প্রত্যুত্তরে একজন বলবে সহমত।
আরেকজন বলবে ঐ
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz: :khekz:
( ঐ না বলে শুধু বুড়ো আঙ্গুল ও দেখানো যাইতে পারে)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহা, বেচারা রায়হানার অবস্থাতো সুবিধার লাগছেনা ;;)
পরীক্ষা শেষ, এখন এক কাজ করো, রান্না শিখার স্কুলে ভর্তি হও ;))
তৌফিক ভাইয়া আছি একরকম, ফ্যামিলি অসুস্থতা মাস চলছে 🙁
আজকে বলালাম তেলে ভাজা পরোটা ছাড়া অন্য কিছু আমি খাইতে পারিনা এই তথ্যটা মাথায় স্টোর করে রাখতে। শুনে আমারে বললো, লাথি দিবে। এহেন সন্ত্রাসী ক্যান আমার কপালে জুটলো :(( :((
এইজন্য'ই কইলাম, রান্নার ইস্কুলে ভর্তি হইয়া যা, আখেরে কাজ দিবো।
তাইলে আর কারো মাথায় কিস্যু স্টোর কইরা রাখতে হইবো না। :grr:
ইসস!!! মঈন ভাইয়ের জন্য খারাপ লাগতেছে :-B
খারাপ লাইগা কাম নাই, তোরও সময় আইবো? ;;;
জীবনে বিয়াই করুম না, কাইয়ুম ভাইয়ের মত 😀
ভাইয়ার মত মানে?? :chup:
তার তোর মত এত্ত এত্ত জ়াষ্ট ফেরেন্ড নাই 😡
আর তুই হইলি গিয়া ফেলার্টের বাদশাহ ;))
জাষ্ট ফ্রেন্ড তো ম্যাশ এর আন্ডারে,আমি পামু কই 🙁
আমি ফেলার্ট করিনাই :(( :(( :((
বিলাডি ম্যাশ ২ কোটী ফ্রন্ট্রোল, কুইক x-( x-(
তুই রেডী হও, তোরে পাঙ্গাইতে ভাইয়া আইতাসে :guitar:
🙁 😕 😕
তোরে না অপেরা হাউসের লগে লঙ্গাপ করায়া রাইখা আসলাম 😡 এইখানে আইসা ফেলার্টের বাদশাগিরি তোর বাইর করতাছি দাড়া, যতক্ষণ জিটুজি চলবে লঙ্গাপ থেইকা নামবি, আর তখন লাগাতার ফ্রন্ট্রোল দিতে থাকবি। পাঙ্গায়া তোর অজি পানি বাইর করা লাগবো :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) পাঙ্গায়া তোর অজি পানি বাইর করা লাগবো :grr:
এহেন সন্ত্রাসী ক্যান আমার কপালে জুটলো সামী রে, সব ইয়েরাই এইরকম :just: সন্ত্রাসী 🙁
সহমত 🙁
:khekz: :khekz: ;)) ;)) :frontroll: :salute:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কেয়ামত পর্যন্ত :frontroll: করতে থাক...
:frontroll: X কেয়ামত
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আয় হায়...এই ব্যবস্থা আর কয় দিন আগে হইল না কেন?৩ ডিসেম্বর আমি ইনশাল্লাহ বিবাহ করতেছি...এই বুদ্ধি কাজে লাগাইলে ত সিসিবি এর ডাউট এ বিবাহের খরচটা বাচতো...সহমত বলে বিবাহ সেশ করে দিতাম...!!!
পুরা ব্যাপারটাতেই সহমত। আমি টিকেট কাটতে গেলাম। মাস্ফ্যুদা পাত্রী রেডি রাইখেন। :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐ ছোট্ট তোর বিয়ার বয়স হয়েছে? 😡
তোর আগে লাইনে কয়জন আছে, সে খেয়াল আছে? :chup:
না মানে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই আর কী !!! 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
খাড়া তোর দৃষ্টান্ত উপস্থাপন বাইর করতেছি-জুনা ভাই আপনের রাবারের চাবুকটা ধার দেন তো! x-(
:)) :)) :))
😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার মনে হয় আমরা যদি বড় করে কিছু করতে চাই, তাহলে একা কাউকে না ছিলা দিয়ে (এহসান ভাইকে যেমন ইফতারের সময় দেয়া হয়েছে, এবং এর আগে লাবলু ভাইকে বেশ কয়েকবার) সবার সহযোগিতা করা উচিত।
এই ব্যাপারে বাকিরা কে কী বলেন জানা যাক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিন। 🙂
আমিন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
তৌফিক আর মাহমুদ ভাই কি আমার নাম প্রস্তাব করলেন??? ~x( ~x(
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
আমি একটা টীশার্টের প্রস্তাব করলাম। যেইখানে ব্লগ এর লিংক কমলা কালার দিয়া ছাপ্পা মারা থাকবে। যাতে সবার চোখে পড়ে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
কমলা না হয়ে হলুদ হলে ভাল লাগবে (আমার হাউজ কালার কিনা)
৮ তারিখ মঙ্গলবার, সন্ধ্যায় কি সবাই ঠিক টাইমে আসবে? অফিস আছে তো।
আমার প্রস্তাবঃ
১. একটা ছুটির দিনে অর্ধেক বেলার কোনো কিছু করা যায় কিনা।
২. খাওয়া দাওয়ার সাথে আর কিছুও (বেড়ানো, কোন প্রোগ্রাম) করা যেতে পারে।
৩. আর একটা ডোনেশন/চাঁদা রাখা হোক, ১০ বছরের সেগমেন্ট করে ৩ ধাপে।
ক। ২০০০ এর পরের ইন্টেক এর বাচ্চাদের জন্য অল্প
খ। ৮৯-৯৯ ইন্টেক মাঝারী (আমি ৮৯ এর 😛 )
গ। ৮৯ এর আগের বড়দের জন্য বেশী :))
রেশাদ ভাইরে স্যালুট।
শীতকাল আছে। বহুদিন বাসে ব্যানার চড়ায়ে পিকনিকে যাই না। ব্লগ প্রিন্সিপাল লাবলু ভাই অনেকদিন আগে কোথায় যেন একটা বাগানবাড়ির কথাও বলছিলেন। O:-)
ওই বাগানবাড়ী বড়দের জন্য =))
আমার বয়েস পোয়া শতাব্দী... ~x(
তুমি না সেই তারকা ব্লগার যে প্রথম প্রবাস পুনর্মিলনী আয়োজন করসিলা?
পোলাপান... তৌফিকরে দায়িত্ব দিলে কিন্তু ওইকাহিনী আবার হইতে পারে...
:(( :(( :((
তবু ভালো আমাকে তারকা ব্লগার বলে বুলাইছেন... 😛
সাইজে না বয়েসে? 😛
গেঞ্জিতে ঘন যে কোন রঙের মধ্যে(নীল বা কালো) টকটকে লাল রঙ দিয়ে সিসিবির ঠিকানা লিখলে দশ মাইল দূর থিকাও দেখা যাবে...
অফ টপিক- আমার হাউস কালার লাল।রেড রেড আপ আপ!!!
রেড রেড আপ আপ........
:thumbup:
www.cadetcollegeblog.com টা লাল রঙ দিয়ে প্রিন্ট করলে ভালো হয় :grr:
আমার জন্য একটা টি-শার্ট রাইখেন। কাইয়ূম ভাইয়া পয়সা দিয়ে দিবেন বলছেন। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার জন্য ও
ধুররররর !!!!!
কেম্নে কি :bash: :bash: :bash: :bash: :bash:
কোনো সম্ভাবনাই দেখতেছি না :(( :(( :(( :(( :(( :((
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভাগ্গিস এবারেরতা ভালো হবেনা :grr: লোকজন হবেনা, খুব কম মানুষ আসবে =))
কেউ গল্প বলতে পারবেনা, সবার কাছে খারাপ লাগবে 😀
লোক হবে না মানে । প্রয়োজনে লোক ভাড়া করে নিয়ে আসব । লোক হইতেই
হইব । 😀
:chup: :chup: :chup:
চ্যারিটি বিগিনস এট হোম
আমার মনে হয় এই বারের ২য় জন্মদিনটা বাদ দিয়ে ৩য় জন্মদিন টা ধুমধাম করে করার আয়োজন করি 😀
অ ট সবাই দোয়া করবেন আগামী কোরবানীর ঈদ টা দেশে করার ইচ্ছা আছে 😕
দেখি চিন্তা করে, তয় আমাদের বাদ দিয়া তুই একাই দেশে যাবি, এই দোয়া করা যাবেনা :grr:
বন্ধু বেঈমান 😕 😕
বন্ধু ফেলার্টার 😀
বন্ধু জামাই :))
😕
আমার মনে হয়, আমরা সানা ভাইএর বিহিদিন ইগের প্রস্তাব গ্রিহন করতে পারি।
গাজীপুর এর বাগান বাড়ী তে একদিন।
চাদা সবাই মিলে।
আনলিমিটেড মাস্তি।
মাস্ফুরে লং আপ।
:))
=)) =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
😉
:thumbup: :thumbup: :thumbup:
:(( :(( মাস্ফ্যু আবার কি করলো? :(( :((
😀
😀 :khekz:
আমরা সবাই ভাগাভাগি করে চাঁদা দিয়ে গেট-টুগেদার করতে পারি। ব্যাচ অনু্যায়ী চাঁদার ব্যবস্থা থাকবে (কেউ বেশি স্পন্সর করতে চাইলে আপত্তি নাই O:-) )।
আর গেট-টুগেদারের স্থান হিসেবে আমার পছন্দ ঢাকার বাইরের কোন জায়গা, যেমন- গাজীপুরের বাগানবাড়ি।
একদিন বা আধা-দিন ধরে গেট-টুগেদার হলে খুব ভালো হয়।
আর একটা ফুটবল ম্যাচ থাকতে হবে অবশ্যই। 😀
তানভীর ভাইয়ের সাথে সহমত। আড় ফুটবল খেলা অবশ্যই মোহামেডান আবাহনী.......
আমি লাবলু ভাইরে ক্যাপ্টেন আর আমারে ভাইস ক্যাপ্টেন কইরা মোহামেডান টিম গঠন করতাসি।
আবাহনীর সাপোর্টারটি সব গেলো কই????
ওরা না আইলে ওয়াক ওভার.......
চরম মারকুটে একজন ডিফেন্ডার দরকার হইলে আমারে মোহামেডান টিমে রাইখো। 😀
আমি নিজেও একজন মারকুটে প্লেয়ার। এণ্ড আই লাইক ফিজিক্যাল ফুটবল।
ওকে ডান।
অফটপিক : তোমার সাথে একটু কথা আছে। ফোন দিমুনে টাইম কইরা। ফোন নাম্বার কি তোমার ফেসবুকের টাই তো??
হ্যাঁ ওইটাই। ফোন দিও।
😮 😮 আপনেরা ব্যাচমেটরা তুমি তুমি কইরা কথা কন? 😮 😮
এক এনসার কয়বার দিমু ব্যাটা। লং আপ হ.......
:)) :))
মোহামেডান /মারকুটে ডিফেন্ডার 😀 😀 😀
কমন পর্ছে 😀 😀
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
স্ট্রাইকার আছি আমি 🙂
হিহি। কিন্তু আবাহনীর সাপোর্টার গুলা কই?
ওরা না থাকলে কেম্নে কী?
আমি আছি। ডিফেন্ডার (রিটায়ার্ড) 🙁 🙁
জন্মদিন্টা পিছাইয়া দেয়া যায় না, জানুয়ারী শুরু কিংবা ডিসেম্বরের শেষে। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না হইলে ভালো হয় 🙁
ইচ্ছা থাকলেও মনে হয় (অনেকটা নিশ্চিত) যে যোগদিতে পারবো না ...
সবাই ভাল করে মজা করুন এবং বেশি বেশি ছবি ব্লগ দিন... আমরা দেখেই শান্ত থাকি...
কী ঘটনা? সিসিবির দুই বছর উপলক্ষ্যে আরেকটা বিয়া করতে হবে? 🙁
ঠিকাছে, নিয়ম যখন। কী আর করা 😉 🙂
আমাদের একটারই যোগাড় হয় না, আরেকটার ধান্ধা করনের লাইগা শওকত ভাইরে :salute: :salute: :salute:
এইটাই তো স্পিরিট:)
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
অগ্রিম অভিনন্দন 😮 😮
চ্যারিটি বিগিনস এট হোম
কঠিন সহমত
🙂
আমার একটা আইডিয়া আছে, দুইটা কেক থাকবে, চার ফিট রেডিয়াসের B-)
সমাবেশের দিন এখনো কিলিয়ার হইল না... 🙁
আমার একটা আইডিয়া আছে... B-)
এই সমাবেশটাকে আমরা সিসিবি'র প্রমোশনের কাজে ব্যবহার করতে পারি...
আমরা কিছু পোস্টার বানালাম...রং চঙে...সিসিবি নিয়ে...এরপর সমাবেশে যেসব বিভিন্ন ভার্সিটির পোলাপাইন আইবো-তাদের হাতে ধরিয়ে দিলাম...যেমন, বুয়েটের দুই তিনজন পোস্টার সাঁটাবে ক্যাফেটারিয়া, হল এ...ঢাকা ভার্সিটির যারা, তারা সাঁটবে কলাভবন, টিএসসি, হল...এভাবে মেডিক্যাল, নসু, ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট...প্রতিটি ভার্সিটিতে ২/৩ টা করে পোস্টারিং করলাম... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup:
পোষ্টটা পইড়া ভাল লাগল। মাশরুফ আমারে আওয়াজ দিস প্রগ্রামের আগে
মামু তুমি আইয়া পড়ছ????শালা গেট টুগেদারের আগেই আমারে মনে পড়ে,তাইনা? বয়েজ এন্ড গার্লস-মাশহার কিন্তু নসুর নাম করা লাভ গুরু 😀
একটু্র জন্য মিস হয়ে গেল।
আশা করি খুব সুন্দর আর মজাদার সমাবেশ হবে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমি এইভাবে প্রমোট করার পক্ষপাতী না 😐
ইয়ে মানে বস আমার মনে হয় আইডিয়াটা খারাপ না- অনেক ক্যাডেট প্রচারের অভাবে এই ব্লগের কথা জানেনা... 😕
প্রচারতো ক্যাডেটরা নিজেরা নিজেরাই গ্রুপ মেইলে অথবা ফেসবুকে করতে পারে, ইউনিভার্সিটিগুলাতে পোস্টার লাগানোর থেকে আমরাই যদি নিজেদের ব্যাচমেট/জুনিয়র/সিনিয়রদের বলি সেটা আমি মনে করি বেশি কাজ দিবে।
এটা কি উপলক্ষে হবে না?
দুইটাই ঠিক মনে হয়।
উপলক্ষ, উপলক্ষ্য [ upa-lakşa, upa-lakşya ] বি.
১. প্রয়োজন, উদ্দেশ্য, অবলম্বন (পুজো উপলক্ষ্যে দেশে গেছে);
২. অজুহাত, ছুতো, অছিলা (তাঁর দেশসেবা উপলক্ষ্য মাত্র)।
[সং. উপ + √ লক্ষ্ + অ, য]।
রেফারেন্স এখানে এবং এখানে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
~x( 🙁
আবারো মিস। সবাই অনেক অনেক মজা করেন।
৮ তারিখে সারাদিন অফিস, শেষ হবে রাত নয়টা নাগাদ। তবে সেই সপ্তাহান্তে অনুষ্ঠান হলে অবশ্যই আসতে পারবো। আমি আগের অনুষ্ঠানটা মিস করেছি, এইবারও মিস হলে খুব খারাপ লাগবে! 🙁
আশপাশের কোনো ছুটির দিনে করার জোর দাবী জানাচ্ছি :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আর গেট-টুগেদারের স্থান হিসেবে আমার পছন্দ ঢাকার বাইরের কোন জায়গা, যেমন- গাজীপুরের বাগানবাড়ি।
আর একটা ফুটবল ম্যাচ থাকতে হবে অবশ্যই। 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঐ । বস কি মোহামেডান না আবাহনী ?
জানি কষ্ট পাবি তাও বলতে হবেই......আবাহনী :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আছি।
১২ তারিখ অনেকের সমাবর্তন থাকবে, এই ব্যাপারটা খিয়াল কইরেন 🙁
:hatsoff: :hatsoff: :hatsoff:
Life is Mad.
আবাহনী কি ওয়াকওভার দিবে নাকি? 😕
আবাহনী ওয়াকওভার 😀 😀
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
ডরাইছে আবাহনী ডরাইছে 😀 ইংলিশ লীগে গতকাল মাত্র একটা রেকর্ড হইলো ৯-১ কিনা! :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হ কইছে 😛
কাগজে কলমে বহুত পোলাপাইন লাফালাফি করতে পারে, করুক, তাতে আপত্তির কিছু দেখি না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যাক অনে......ক দিন পর সিসিবি তে এসে মন টাই ভালো হয়ে গেল...শেস পর্যন্ত একটা গেট টুগেদার ছুটির মদ্ধে পাবো...কবে কোথায আশ্তে হবে তারাতারি জানতে চাই......!!!
ভ্যেনু হিসেবে ক্যাডেট কলেজ ক্লাবও হতে পারে....যদি ম্যানেজ করা যায়।
তাইলে খানা পিনা দুইটাই হয় আরকি ;;; :dreamy: ;;)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:awesome:
৮ তারিখ তো ওয়ার্কিং ডে ! অফিস থেকে বের হতে হতেই ৮টা বেজে যায় 🙁
আশপাশের কোনো ছুটির দিনে করার জোর দাবী জানাচ্ছি :thumbup:
এবং আশা করি আনলিমিটেড আইসক্রিম থাকবে :party:
মিলার কনসার্ট চাই। 😀
মিলার কনসার্ট না হলে আগুন জ্বলবে ঘরে ঘরে
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
:shy: আমিও চাই :shy:
মিলার নয়া এলবাম আষছে 😀 😛 😛
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
এখনো দেখি দিন ঠিক হইলো না... ৮ তারিখে হইলে আমার সুবিধা হয়, কিছুটা হলেও সম্ভাবনা থাকে... এরপরে হলে কোন সম্ভাবনাই নাই 🙁
আর মোহামেডান পাট্টি দেখলাম কাগজে কলমে ভালই আওয়াজ তুলতেছে... এর জবাব আশা করি মাঠেই দেব :grr: ( আবাহনীর রাইট আউট )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আবাহনী - কথা নয় কাজে বিশ্বাসী...
দেখা হবে মাঠে
সহমত ।
মোহামেডান চৌকশ তারা কথায়/মাঠে সবখানেই পারদর্শী। 😀 😀
আবাহনীরা কথা কইবার পারে না সেটা কিসের লক্ষণ :grr: :grr:
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
আমি তো জানি ফুটবল খেলে পা দিয়ে... :ahem:
=)) =)) =))
মোহামেডান এ নাম লেখাইলাম। B-)
এতক্ষণ পর্যন্ত আবাহনীর যাও একটু আশা ছিল, আমার যোগদানের সাথে সাথে সেটাও তো চইলা গেল :gulti: :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ :grr:
অন টপিকঃ আমি ইলেভেনে থাকতে সিসিআর এ বেষ্ট ফুটবলার হইছিলাম কিন্তু :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কোন ইলেভেন? নাইন্টিন ইলেভেন? আই মিন ১৯১১? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আমিও মোহামোডানে নাম লেখাইলাম। জিহাদ যোগদানের পরও যা একটু আশা ছিল এখন বিশ্ববিখ্যাত স্ট্রাইকার রায়হান আবীর যোগ দেওয়ার পর সেটাও নাই হয়ে গেল 🙁
জিহাদ যোগ দিয়াই মোহামেডানের ভরাডুবি মোটামুটি নিশ্চিত করছিল, আর এখন তো কথাই নাই... বেচারা মোহামেডান :grr: :grr:
( বেদ্দপ পোলা, কালকে যাবার আগে দেখা কইরাই ভাগছে x-( )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি তো মোহামেডানে সবসময়ই আছি। এটাকিং মিডফিন্ডার (সেন্টার)। 😀
আপ্নের সাথে আমার ভালো জমবে। আমি উইঙ্গার (নিন্দুকেরা বলে উইং ব্যাক)।
গেট টুগেদার ছুটির দিনে চাই। শুক্কুরবার হইলে খুবই ভালা হয়, কারণ সিলেট থাইক্কা আসতে হইবে... আবার গিয়া অফিস ধরতে হইবেক। 🙁
ইয়ে... আমরতো মনে হয় তাইলে আমার আর মাঠে নামা লাগতেছে না... B-) আমি ছাড়াই তো মোহামেডান জিতে যাবে ইনশাল্লাহ...। সাবাশ, মোহামেডান...।
স্যার তাড়াতাড়ি তারিখটা জানায়ে দিন পিলিজ, অনেকদিন পিকনিকে যাই না, ফুটবলও খেলি না
মোহামেডান থেকে তো প্লেয়ার ধার দিতে হবে মনে হয়। আবাহনীর সাড়া শব্দউই তেমন পাইলাম না।
ইস!মিস করবো! :(( :((
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আবাহনী মাঠেই দেখাবে কেমনে জিততে হয়। আমি আছি গোল বার এ।
শুক্কুরবারে করলে বালা অয়। পিকনিক করলে আরো বালা অয়।।
ভাই প্রোগ্রামের কোন প্লানই তো দেখি নাই ... প্রোগ্রাম-এর schedule-টা কি কেউ জানাবেন?
চ্যারিটি বিগিনস এট হোম
আগের মন্তব্যের জন্য থুক্কু ... সবাই দয়া করে এইটা পড়েন ...
ভাইসকল/আপুরা/ভাবীগণ,
প্রোগ্রামের কোন প্লানই তো দেখি নাই … প্রোগ্রাম-এর schedule-টা কি কেউ জানাবেন?
চ্যারিটি বিগিনস এট হোম
প্রোগ্রামের প্ল্যান জানানো হোক। কালকে আমি খুলনা যাচ্ছি, আমিন (৯৬-০২)-এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করব। অপারগতায় আমাকে হাজির ধরেই প্ল্যান করার অনুরোধ জানানো গেল। 🙂
ইয়ে মানে সিডিউল জানতে মঞ্চায়। এডু স্যার কুনাই??
যাই হউক...প্রোগ্রাম হইবো...............আগামী ২৭ ডিসেম্বর...
কোনমতে-ই এর আগে নয়!!!(কোর্সের চাপে দিশেহারা হয়ে আছি...এর আগে হলে পারবো না!!!)
এর আগে হইলে...আমার অনুপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে গেট টুগেদারের দিন আগাইয়া আনার জন্যে আমি ম্যাস্ফুরে কিয়ামত তক্ :frontroll: দেয়াবো!!!!!!!!!!!!!!
কি বলেন...কাইয়ুম ভাই ?
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জ্বী ভাই ঠিক বলছেন 😀
জাতি যা যা জানতে চায়ঃ
১। প্রোগ্রামের তারিখ
২। প্রোগ্রামের জায়গা
৩। প্রোগ্রামের সূচী
৪। চঁাদার পরিমান
চ্যারিটি বিগিনস এট হোম