ক্যাডেট কলেজ ব্লগ আগামী বইমেলাকে উপলক্ষ্য করে ই-বইএর গন্ডী ছেড়ে কাগজে ছাপা সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। চার সদস্যের একটি সম্পাদক প্যানেল ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমাদের আপাতত পরিকল্পনা হচ্ছে বই নয়, বরং ম্যাগাজিন আকৃতির একটি মোটাতাজা সংকলন বের করা।
সিসিবি-র সকল সদস্যদের কাছে অনুরোধ করা যাচ্ছে, আপনারা আরও বেশি যত্ন নিয়ে আপনাদের লেখা ব্লগে প্রকাশ করুন, যেন আমরা সেরা লেখাটা সহজেই বেছে নিতে পারি। এছাড়া আপনার পুরাতন লেখাগুলোর সঠিক বিষয়বস্তু নির্বাচন করে তা সংরক্ষণ করুন।
সবার মতামত কাম্য। এ সম্পর্কিত আপডেট নিয়মিত আপনাদের সামনে হাজির করা হবে।
সবাইকে অনেক ধন্যবাদ।
🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দারুন খবর। কিন্তু আমি তো লিখতে পারি না। 😕
দেখি জুনিয়ার কাউরে দিয়া একটা কিছু লেখাইয়া আমার নামে পাঠাইয়া দিমুনে :grr: :grr:
হুম্মম্ম রকিব ভাই দারুণ লিখে 😀
নাজমুইইলল্যাআআআআ, স্টার্ট ফ্রন্টরোল আপটু প্রিন্সিপালের বাংলো। (ক.রা.- নাসির স্টাফ) :grr: :grr: :grr:
সাব্বির ভাই- নাজমুলের পোষ্টের সংখ্যা আমার দ্বিগুন, পোলা লেখেও ভালো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:frontroll: :frontroll: =((
😡 ওই নাসির স্তাফ ছিল নভিসেসে আমাগো স্টাফ।হালায় ব্যাপক খাইশটা ছিল।তুই অরে কই পাইলি? x-( x-(
ঐ ব্যাডা তো আমাগোরেও নভিসেস ড্রিল করাইতো। সেই যুগান্তকারী ডায়লগ কি ভোলা যায়ঃ
পেরেএএএএএএএএট... পা বুক পর্যন্ত উঠবে, ছিনা টান টান, ** ছিটকে পড়বে...... । :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 😮
:khekz: :khekz: :pira:
ভালো উদ্যোগ।
ভালা উদ্যোগ, :frontroll: :khekz: :hug:
আপনে ফ্রন্টরোল দেন কেন? 😮
স্যার শুনে খুব ভালো লাগলো আপনার নতুন উদ্যোগ :clap:
আইডিয়া জব্বর স্যার :clap:
শুরু করে দিলাম!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
দারুন উদ্যোগ :thumbup: :thumbup:
কামরুল ভাই আমারে এক কপি কিনা দিয়েন। :hug: :hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার কাছে চান কামরুল ভাই কিভাবে দিব 😮
আমি আপনাকে দিব 😡
নাজমুল, সুস্থ্য আছিস ভাই, তোর হইছে কি??
সাইধা সাইধা বই কিনা দিতে চাইতেছিস, এইবার একটু চিন্তায় পড়ে গেলাম। ~x(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পাশে কিন্তু আবার লাভ সাইন।রকিব রে-এরা ডিজুস যুগের পোলাপাইন।খুব খিয়াল কৈরা বাপ!
মাস্ফু ভাইয়া খালি দুষ্ট কথা বলে :shy:
:khekz: :goragori: :khekz:
সবচাইতে সুন্দর বইটা আপনারে কিনা দিমু আমি শুধু মাস্ফু ভাই এর কাছে ওনার কোনো আত্মীয়কে দাবি করতে পারবেননা B-)
দারুন খবর। খুব ভালো একটা উদ্যোগ।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
ভাইডি আপনেরে দেইখে সিরাম ভাল লাগল।
এ তুই কিরাম আছিস রে মাস্ফ্যু???
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
শুধু ক্যাডেট লাইফ সম্পর্কিত লেখাই প্রকাশিত হবে? নাকি সব ধরনের লেখা?
যেহেতু লেখা ক্যাটাগরাইজ করতে বলা হয়েছে, তাই ধারণা করছি সকল ধরণের লেখাই যাবে।
ঘাটতে গিয়া পাইলাম। সানা ভাই, আপ্নে তো শিশু হয়া গ্যালেন। আমরা তো অহন নানির পেটে (কপিরাইট বে্লাল স্যারঃ কেমিস্ট্রি)। স্বাগতম সাইফুদ্দাহার ভাই 🙂 ।
পুরো নাম: Saifud Dahar Shahid
ক্যাডেট নাম: Saifuddahar
ক্যাডেট নং: 263
ব্যাচ: 6
কলেজ: ফৌজদারহাট ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল: 1961-1965
সদস্য হয়েছেন: ০৯-১৬-০৯
😮 😮 😮 😮 এতদিন সিনিয়রমোস্ট হিসেবে ভাব নেওয়া আমাদের প্রিন্সিপাল সানা ভাই এইবার :duel: :duel:
তর খালি গাছ নিয়া কারবার। নে কাট :duel:
আহা!
গাছ কাটতে দেখলেই ভালো লাগে...
এদের জন্য আইসিসি তে প্লেস এক পিছনে পইড়া গেছিলাম... 🙂
😀
এডু মডু স্যাররা দেখি পুরাই বস্ :salute: :salute:
এইরাম দারুন আইডিয়া যদি ঠিকঠাক করন যায়, আহ্ :thumbup: :thumbup:
স্যারদেরকে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
এডু মডু স্যাররা দেখি পুরাই বস্ :salute: :salute:
এইরাম দারুন আইডিয়া যদি ঠিকঠাক করন যায়, আহ্ :thumbup: :thumbup:
স্যারদেরকে :salute:
x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
লাল্টু ভাই, শরীরটা ভালো??? 😛
কপি পেস্ট করা খুউব খারাপ জিনিস 😡 আমি কুনুদিন করসি কপি পেস্ট ?? কেউ দেখাইতে পারবো?? :guitar:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাই??? ;;) দেখামু??? ;;) প্রমান চাও??? ;)) ;))
আমিতো :just: কইসি কেউ দেখাইতে পারবো কিনা, আর তো কিছু কইনাই 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
ওয়াও! দারুণ!
আমার তো লেখার হাত ভালো না 🙁
কোন বিশেষ উপলক্ষে আমার নামটা ছাপায়া দেওন যায় না, যেমন ধরেন "যারা বিভিন্ন কাজে সহায়তা করেছে"...... আমি একটু দৌড়াদৌড়ি করিই নাহয়... 😀
তাইলে সবাইরে দেখাইয়া কইতাম, দেখ আমাগো ব্লগের বই। আমার নামও আছে একজায়গায় 😛
দারুণ আইডিয়া। এবার সেরা লেখাগুলো বের হবে। আর সেই সাথে থাকবে একটা চমৎকার প্রতিযোগিতা, ভালো লেখা দেয়ার জন্য......
ধন্যবাদ এডু-মডুদের। এবং এর জন্য যারা চিন্তা-ভাবনা করতে শুরু করেছেন তাদের...
দারুণ উদ্যোগ :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
উদ্যোগটা বড়ই চমৎকার।
দুর্বল লেখক... 😀
খানা নাই...।।
বাপরে...
সিসিবি ইন্টার(-ন্যাশনাল)নেট ছেড়ে এখন ন্যাশনাল পর্যায়ে... :grr:
সব উল্টা কামই আমার ভাল লাগে। 😛
প্রিন্সিপাল, এডু, মডু , কেডু (কেউকেটা) সব স্যারের কাছে এক দাবি,
বিশাল উদ্যোগ... সব ক্যাডেট এবং এক্সকে এই ম্যাগাজিন কাম বইখানা কেনার ডিক্রি জারি করা হোক। :grr:
মার্ভেলাস :clap: :clap: :salute: :salute: ।
অপেক্ষায় থাকলাম, সাথে প্রস্তুতিও 😛 😀 ।
Life is Mad.
সানা ভাই ভাব নেয় নাই, খুব সম্ভবত সাইফ ভাই গত দুই-তিন দিনের মধ্যেই জয়েন করেছেন, এবং তা এফসিসির গ্রুপমেইলে সানা ভাই লিন্ক দেয়ার পর 🙂
সাইফ ভাই ব্লগ নিয়ে খুবই ইম্প্রেসড, আশা করি শীঘ্রই উনাকে আমরা রেগুলার দেখতে পাব 🙂
চমৎকার উদ্যোগ।
স্বাগত জানাই।
নিজের লেখা দেখতে মন চায় সেখানে । অতএব আমার প্রস্তাব বইয়েরর শেষে আমাদের সকল ব্লগারের দুলাইন করে কিছু থাকুক। তাইলে সি৯সিবির বইতে সিসিবির সবার অংশ গ্রহণ থাকলো।
ঐ
অ ট : আসলেই ৯৬ এর পোলাপাইনের মাথা থেকে জটিল জটিল আইডিয়া বের হয় 😀
😕
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চমৎকার উদ্যোগ।
সাথেই আছি। 😀
উদ্যোগ চমৎকার ।
আছি সাথেই । 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ভালো উদ্যোগ। সেই সাথে চিন্তা জাগতেছে এতো বড় যে উদ্যোগ কে এতো খরচপাতি বহন করতেছে। বই বাজারে আসলে কারা কিনবে। আচ্ছা সব ক্যাডেটরা না হয় কিনলো, আমিও কয়েকটা কিনে আমেরিকায় যাদের বাসায় দাওয়াত খেতে যাব তাদেরকে একটা করে উপহার দিব (এরপর বেশি বেশি দাওয়াত দিলে বুঝবো আমাদের লেখা ভালো না হলে ...)। তারপরেও লাভ হবে তো। লাভ হলে কোন কথা নাই কিন্তু ক্ষতি হলে কারো যাতে একার না হয়।
সিসিবির যে এই বিশাল আয়োজন সেটার পেছনে যারা আছে তাদেরকে কোন সন্মাননা পদক দেওয়া যায় না?
:shy: শান্তাপু আমাকে সম্মাননা পদক দিতে বলছেন? :shy: কি দরকার ছিলো ;)) ;)) ;;) ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
ডজার পদকের ব্যবস্তা করতে হয় তাহলে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শান্তাপু আমাদীর চল্লিশোর্ধ যুবক কাইয়ুম্ভাইরে এইটা কি দিলেন =)) =)) =))
ভাইয়া তুমি তো গেসো, ;)) ;))
পদক পছন্দ হয়েছে??? ;;) ;;)
আমি তো ডজার নারে আপু, পেত্তেকদিন লগইন করিতো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
পেত্তেকদিন লগইন করেতো গুহা মানবের মত বইসা থাকো। :grr: :grr:
ডজাররে ডজার কইলে কথা বের হয় 😛
কম্পিউটার রিবুট করেফেলেছিলাম তাই লগ আউট হয়ে গিয়েছিলাম।
নূরাফজা নামে আমার কমেন্ট আছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমার এত্ত ভাল লেখা আছে, কোনটা রেখে যে কোনটা দেই... =))
এই জুনাটা কে?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপু আইজকা আপ্নের কি হইছে সত্যি কইরা কন।এক্টু আগে আমারে কইলেন ওইটা আমার পরথম লেখা,এখন আবার ব্লগের কমেনশিল্পী জুনায়েদ কবীর থুক্কু জুনাবৃক্ষ ভাইকে চিন্তে পার্তেছেন না... 🙁 🙁
আপু, এই Good looking, cool & handsome বান্দা...:shy
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাথে নূরানী চেহারা কইতে ভুলিসনা কিন্তুক 😛
আফা, তুমিই বইলা দাও...
আমার্শ্রম কর্তাছে...:shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:shy: দূর জুনা ভাই আমারে নিয়া এইগুলা কি কন শরম্পাইতো :shy:
আগে তো তরে নিয়া কিছু কই নাই...
আচ্ছা এই বার কই...যা, লুংগি পইড়া লংআপ হয়ে থাক..:grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা, কাইয়ুম ভাইরে অন প্যারেড দেখা যায় ;)) ;))
কাইয়ূম ভি ইকজন চিরম ডিজার...পিরা ফিউল...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বেলাডি জুনা, যা জামাইয়ের মাথাত্থেইকা লুঙ্গি টা খুইল্যা নিয়া নিজে পিড় x-( তারপর গিয়া সিসিবির আগের ই-বুকটার সাথে গিয়া লঙ্গাপ হয়া থাক x-(
ভাবসিলাম, ব্যানানের লগে করামু, কিন্তু তুই ঠিকই কইসোস, একটু ডজিং করি তাই ইবুকের লগেই হ গিয়া :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
হায় হায়, কইসিলাম তোরে ভাইয়ারে অন প্যারেড দেখা যায় ... শুনলিতো নাই। একটা কথাও শুনিসনা। বইনের কথা শুনতে হয়, এইবার বুঝো 😕
কাইয়ুম ভাই ব্যাপার না।
ট্রুথ হার্টস। 😀 😀
আমি কিন্তু বার্থ ডে বয়। আমারে লং আপ করায়েন না।
ওহ তুই তো বার্থ ডে বয়, ঠিকাছে, যা লঙ্গাপ করাইলামনা, তুই এককাজ কর, নেক্সট বার্থ ডে পর্যন্ত হ্যান্ডস ডাউন হয়া থাক x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
আয় হায় বার্থ ডে বয় ও দেহি রেহাই পাইলোনা। ভাইয়ার দেহি মাথা গরম, চায়ের পানি বসায় দিমু??? 😛
হুম ..ইকটু বিশি হয়া গিল না ...
ভাইয়া আমাদের বার্থ ডে বয়রে মাফ কইরা দাও 😀
কাইল্কা দিও 😀
উক্কে, বার্থডে বয়। যা ভইনের কথায় মাফ। তবে কালকে সকাল থেকে আবার এই জায়গায় দৌড়ে তালে তালে করতে থাকবি :grr: :grr: কত্ত বড় সাহস, সিনিয়ররে ডজার কয় :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
যাও আমিন ভাই সেহরীর সময় হয়ে এলো, বাঁইচ্যা গেলা 😛
কাইয়িম ভাই , গিট আপ হই । মিবাইলি তিন বাটন নষ্ট । তাই বানানির ইই অবস্থা ।
:grr:
ভাল উদ্যোগ ,চান্সে তেলাইয়া লই;)
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
😀 😀 😀
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
😀 😀 😀
তাইলে তো পোস্টের পর পোস্ট পাঠানো লাগে......যদি লাইগা যায়... 😀
ওয়েবসাইটের জন্য কোনটা বেশী ভালো??জুমলা নাকি ওয়ার্ডপ্রেস??জিহাদ ভাই হেল্প প্লিজ!চ্যাট এ আসেন!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
যথারীতি মন খারাপের আরেকটা পর্ব আসতেছে। আমি ভালো লিখতে না পারলে কি হবে, নিজের নাম দেখতে না পারলে মন খারাপ হয়। আগের ই-বুক এর পরও নাম খুজছিলাম।
আরে নিজেদের প্রকাশনা এইটাও তো বিশাল ব্যাপার। জোস ডিসিশন। এই অধম কোনো কাজ এ লাগলে বলবেন স্যার। হাজির হয়ে যাবো।
কি দারূন......বইমেলাতে সিসিবি এর বই...
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]