বইমেলায় সিসিবি সংকলন

ক্যাডেট কলেজ ব্লগ আগামী বইমেলাকে উপলক্ষ্য করে ই-বইএর গন্ডী ছেড়ে কাগজে ছাপা সংকলন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। চার সদস্যের একটি সম্পাদক প্যানেল ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমাদের আপাতত পরিকল্পনা হচ্ছে বই নয়, বরং ম্যাগাজিন আকৃতির একটি মোটাতাজা সংকলন বের করা।

সিসিবি-র সকল সদস্যদের কাছে অনুরোধ করা যাচ্ছে, আপনারা আরও বেশি যত্ন নিয়ে আপনাদের লেখা ব্লগে প্রকাশ করুন, যেন আমরা সেরা লেখাটা সহজেই বেছে নিতে পারি। এছাড়া আপনার পুরাতন লেখাগুলোর সঠিক বিষয়বস্তু নির্বাচন করে তা সংরক্ষণ করুন।

সবার মতামত কাম্য। এ সম্পর্কিত আপডেট নিয়মিত আপনাদের সামনে হাজির করা হবে।
সবাইকে অনেক ধন্যবাদ।

৫,২৪৫ বার দেখা হয়েছে

৯৪ টি মন্তব্য : “বইমেলায় সিসিবি সংকলন”

  1. মরতুজা (৯১-৯৭)

    ঘাটতে গিয়া পাইলাম। সানা ভাই, আপ্নে তো শিশু হয়া গ্যালেন। আমরা তো অহন নানির পেটে (কপিরাইট বে্লাল স্যারঃ কেমিস্ট্রি)। স্বাগতম সাইফুদ্দাহার ভাই 🙂 ।

    পুরো নাম: Saifud Dahar Shahid

    ক্যাডেট নাম: Saifuddahar

    ক্যাডেট নং: 263

    ব্যাচ: 6

    কলেজ: ফৌজদারহাট ক্যাডেট কলেজ

    অবস্থান সময়কাল: 1961-1965

    সদস্য হয়েছেন: ০৯-১৬-০৯

    জবাব দিন
  2. ওয়াও! দারুণ!
    আমার তো লেখার হাত ভালো না 🙁

    কোন বিশেষ উপলক্ষে আমার নামটা ছাপায়া দেওন যায় না, যেমন ধরেন "যারা বিভিন্ন কাজে সহায়তা করেছে"...... আমি একটু দৌড়াদৌড়ি করিই নাহয়... 😀
    তাইলে সবাইরে দেখাইয়া কইতাম, দেখ আমাগো ব্লগের বই। আমার নামও আছে একজায়গায় 😛

    দারুণ আইডিয়া। এবার সেরা লেখাগুলো বের হবে। আর সেই সাথে থাকবে একটা চমৎকার প্রতিযোগিতা, ভালো লেখা দেয়ার জন্য......

    ধন্যবাদ এডু-মডুদের। এবং এর জন্য যারা চিন্তা-ভাবনা করতে শুরু করেছেন তাদের...

    জবাব দিন
  3. হাসনাইন (৯৯-০৫)

    বাপরে...
    সিসিবি ইন্টার(-ন্যাশনাল)নেট ছেড়ে এখন ন্যাশনাল পর্যায়ে... :grr:
    সব উল্টা কামই আমার ভাল লাগে। 😛

    প্রিন্সিপাল, এডু, মডু , কেডু (কেউকেটা) সব স্যারের কাছে এক দাবি,
    বিশাল উদ্যোগ... সব ক্যাডেট এবং এক্সকে এই ম্যাগাজিন কাম বইখানা কেনার ডিক্রি জারি করা হোক। :grr:

    জবাব দিন
  4. হাসান (১৯৯৬-২০০২)

    সানা ভাই ভাব নেয় নাই, খুব সম্ভবত সাইফ ভাই গত দুই-তিন দিনের মধ্যেই জয়েন করেছেন, এবং তা এফসিসির গ্রুপমেইলে সানা ভাই লিন্ক দেয়ার পর 🙂

    সাইফ ভাই ব্লগ নিয়ে খুবই ইম্প্রেসড, আশা করি শীঘ্রই উনাকে আমরা রেগুলার দেখতে পাব 🙂

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    চমৎকার উদ্যোগ।
    স্বাগত জানাই।
    নিজের লেখা দেখতে মন চায় সেখানে । অতএব আমার প্রস্তাব বইয়েরর শেষে আমাদের সকল ব্লগারের দুলাইন করে কিছু থাকুক। তাইলে সি৯সিবির বইতে সিসিবির সবার অংশ গ্রহণ থাকলো।

    জবাব দিন
  6. ভালো উদ্যোগ। সেই সাথে চিন্তা জাগতেছে এতো বড় যে উদ্যোগ কে এতো খরচপাতি বহন করতেছে। বই বাজারে আসলে কারা কিনবে। আচ্ছা সব ক্যাডেটরা না হয় কিনলো, আমিও কয়েকটা কিনে আমেরিকায় যাদের বাসায় দাওয়াত খেতে যাব তাদেরকে একটা করে উপহার দিব (এরপর বেশি বেশি দাওয়াত দিলে বুঝবো আমাদের লেখা ভালো না হলে ...)। তারপরেও লাভ হবে তো। লাভ হলে কোন কথা নাই কিন্তু ক্ষতি হলে কারো যাতে একার না হয়।
    সিসিবির যে এই বিশাল আয়োজন সেটার পেছনে যারা আছে তাদেরকে কোন সন্মাননা পদক দেওয়া যায় না?

    জবাব দিন
  7. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    কম্পিউটার রিবুট করেফেলেছিলাম তাই লগ আউট হয়ে গিয়েছিলাম।
    নূরাফজা নামে আমার কমেন্ট আছে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  8. শাহরিয়ার (২০০৪-২০১০)

    ওয়েবসাইটের জন্য কোনটা বেশী ভালো??জুমলা নাকি ওয়ার্ডপ্রেস??জিহাদ ভাই হেল্প প্লিজ!চ্যাট এ আসেন!


    People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

    জবাব দিন
  9. রবিন (৯৪-০০/ককক)

    যথারীতি মন খারাপের আরেকটা পর্ব আসতেছে। আমি ভালো লিখতে না পারলে কি হবে, নিজের নাম দেখতে না পারলে মন খারাপ হয়। আগের ই-বুক এর পরও নাম খুজছিলাম।

    আরে নিজেদের প্রকাশনা এইটাও তো বিশাল ব্যাপার। জোস ডিসিশন। এই অধম কোনো কাজ এ লাগলে বলবেন স্যার। হাজির হয়ে যাবো।

    জবাব দিন
  10. শাওন (৯৫-০১)

    কি দারূন......বইমেলাতে সিসিবি এর বই...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।