সিসিবির থিম পালটে গেছে। দীর্ঘদিন একই রকম সিসিবি দেখতে দেখতে যাতে ক্লান্তি চলে না আসে সেজন্যে নিয়মিত মেক-আপ, গেট-আপ পাল্টানোর কথা বলছিলেন অনেকে। সিসিবিও পরিবর্তনে বিশ্বাসী। তাই ঢেলে সাজানো হলো পুরো সিসিবি। নতুনভাবে ঢেলে সাজানোর জন্যে সিসিবির ডেভেলপমেন্ট টিমকে সবার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
নতুন রূপে দেখতে কেমন লাগছে, মন্তব্যে জানাতে ভুলবেন না। কোন উপদেশ, সমালোচনা থাকলে তাও জানাবেন নির্দ্বিধায়।
আর দেরি কেন ! ঘুরে আসুন নতুন রূপে সিসিবি।
আরে এইটা দেখি এক্কেবারে ঝকঝকে ফ্ল্যাটবাড়ির মত হইছে-আগের সবুজটায় ছিল পাহাড়ে বাংলোবাড়ির আমেজ আর এইটাতে শহুরে ঝকঝকে মাদকতা-সাব্বাস সিসিবি ডেভেলপমেন্ট টিম!!!!
ডেভেলপমেন্ট টিমকে শুভেচ্ছা... ব্যানারটা পরিবর্তনশীল করা হয়েছে মনে হয়... দারুন জিনিষ ...
হাউস ও পছন্দ হয়েছে...
সাইড বারের বানান গুলো ভেঙ্গে গিয়েছে মনে হচ্ছে... আর ইমো গুলা কই গেলো?
বাহ... এডু স্যার দেখি কবিতাও লেখে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হেডার টা ভালো হইছে। কিন্তু সামগ্রিকভাবে প্রথম দেখায় মনে হচ্ছে সচল কে দেখছি। এই জিনিষটা কেমন জানি লাগলো। সিসিবি কে অন্য কারো মতো দেখতে চাই না। সরি, এডু স্যার।
বাহ! সিসিবি রে দেখি কানিজ আলমাসরে দিয়া মেক-ওভার আর জাভেদ হাবিবরে দিয়া হেয়ার স্টাইল করানো হইসে! পুরাই টাসকি!
অ--সা--ধা--র--ণ
এক নজর দেখেই আমি চমকে উঠেছি। এ কী অপরূপ রূপ আমার প্রিয় ব্লগের! আহা!!
আসলেই এই চেহারাটা দারুণ লাগছে আমার কাছে। কেমন চকচকে সাজানো লুক স্যুটেড বুটেড হ্যান্ডসাম (উপমা পড়ে কেউ মানুষ মনে করতে পারে সিসিবি'কে!)
আর ইয়ে,আপনেরেও পিসিসি ভাবতে পারে......(ফ্রনট রোল))
তোর মাথায় অল্টাইম পিসিসি ঘুরে ক্যান?? :grr:
আন্দালিব ভাল কইসিস । পোলাটার হইলো কি?
ব্যানারের ঠিক নীচে পুরাতন ব্লগসমূহটা লেখাটা কেমন জানি চোখে লাগছে... আর ব্যাক গ্রাউন্ডটা সাদা হওয়াতে ফাকা ফাকা লাগছে...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আগের থিমটাও আমার প্রথমে ভালো লাগে নাই। এইটাও না। লেখার আকার ছোট হয়েছে। লেখার জায়াগাও আগেরটার চেয়ে কম হয়েছে।
আরও কিছু প্ল্যাগিং যুক্ত করা বাকী আছে বোধ করি। তখন হয়তো সুন্দর হবে। তবে প্রথম দেখায় আমার ব্যক্তিগত ব্লগটাইপ একটা কিছু মনে হয়েছে। গর্জিয়াস না।
যাই হোক, জিহাদ ভাই ডোন্ট মাইন্ড। এই পোস্ট তো দিসেনই যেন নিজে যা মনে করি সেটা বলার জন্য।
স্টাফ লাউঞ্জ ফিরে আসছে দেখি...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সবাইকে অনেক ধন্যবাদ।
আমরা আরো মতামত আশা করি।
পুরো থিমটা গুছিয়ে আনার কাজ এখনো চলছে। আসলে এবার থিম নির্বাচনের সময় আমরা simple is beautiful কথাটা মাথায় রেখে কাজ করেছি। ফলে আগের থিমের চেয়ে এটা অনেক সাদামাটা মনে হতে পারে। তবে অন্য বেশকিছু সুবিধার কারণে এটা বেছে নেয়া হয়েছে।
আর হঠাৎ করে রাতারাতি সব বদলে গেলে চোখে সয়ে নিতে একটু সময় লাগে। দুই কলাম থেকে তিন কলামে আসার পরও অনেক প্রতিক্রিয়া পেয়েছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত সেটা সবাই পছন্দ করেছিলো। আশা করি পুরো কাজ শেষ হলে এবারের থিমও সবার পছন্দ হবে।
ধন্যবাদ।
এই থিমটা আসলেই ভাল হয়েছে। আগেরটার চেয়ে তো অবশ্যই।
বেশি সাদা তো... চোখে লাগতেছে...
হয়ত আগামীতে অভ্যাস হয়ে যাবে... কালারফুল থেকে সাদা... এই ব্যাপারটার জন্য হয়ত আমরা আলাদা দেখতেছি...
সুন্দর হইছে সন্দেহ নাই...
ভুল বুঝিও না কেউ...
আরেকটু কালার হয়ত চোখের জন্যই ভালো হবে... এতদিন অনেক কালার দেখে আমরা অভ্যস্ত...
কেমন যেন সচলায়তনের মত লাগতাসে ... ... তবে মাঝে মাঝে টেস্ট চেন্জ হলে ভালই হয় ... ...
এট্টু ছোড ছোড লাগে, দুই একটা অক্ষর নাই হয়ে যায় মাঝে মাঝে। হোম পেজ এ "হাউস | সিক রিপোর্ট ..." এরিয়াটাতে দ্রুত চোখ বুলায়ে নিচে আইসা মনে হইলো পড়লাম "হাউ সিক"। তাড়াতাড়ি ফেরত গিয়া দেখলাম অন্য কিছু লেখা।
১। মেনুবারে নভিসেস ড্রিল বানানটা ঠিক করতে হবে।
২। কলামগুলার পেছনে অফহোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দেয়া যাইতে পারে। মূল ব্যাকগ্রাউন্ড সাদাই থাক।
৩। কাজ ভালো হইছে, পছন্দ হইছে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। সিসিবির নিজস্ব একটা থিম বানানো খুব কঠিন না হইলে ভবিষ্যতে যার যা আছে তা নিয়েই ঝাঁপায়ে পড়া যাইতে পারে।
আগেরটাই ভালো ছিল........ব্যক্তিগত মতামত
এই থিমটা ভাল লেগেছে । তবে ইমোটিকন গুলো গেল কোথায় । আর মাঝখানের কলামের প্রসস্থতা বাড়ানো যায় নাকি?
সকালে উঠে দেখলাম এই সাদা ব্যাপারটা কালকের মতন চোখে লাগতেছে না...
আর বড়ই ভালা পাইলাম-- 'হাউস' নামকরণের কথাটা অতীব বিনয়ের সাথে মডু/এডু মহলে বলেছিলাম... 😀
ভালো লাগলো...
এসে সিসিবি'র পালটানো রূপ দেখে চমকে উঠলাম ... মনে হচ্ছে, শরতের এক টুকরো মেঘ ...
ভাল হয়েছে ... ভাল লাগছে, আগেরটার চেয়ে ভাল লাগছে।
সাদামাটা এই থিমটা আমার খুব ভালো লেগেছে।
শুধু ইমো দিতে পারছিনা বলে মনটা একটু খারাপ......(দুঃখ......)
মডু টিমকে স্যালুট।
সাধারন - সাদাসিধে - শুভ্র সুন্দর ।
ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
সৈয়দ সাফী
ইমো গুলান গেলো কই???
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বহুতদিন পর নিজের বাড়িতে পা রাখলাম। ঢুকেই দেখি ...... কী তামশা !!! সব ফকফকা। সাদামাটা সাদা বাড়িটা দেখে কেমন যেন আমার পুরানো হাউসটার মতোই লাগলো। উপরের রংটা সবুজ হইলে এক্কারে সিরুম টাশকি খাইতাম।
একটা জিনিস, বাংলা ফন্টটা অন্য কোন একটা দেয়া যায় না। এইটা কিমুন কিমুন যেন লাগে। হয়তো সয়ে যাবে।
ওক্কে!!! চা হয়ে যাক তবে :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:teacup: :teacup:
:teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হায় হায়!!!!
বুঝতেছি না!!! এটা কী মরীচিকা নাকি!!!
আমার মনে হচ্ছে বহুরূপীর মতো উপরের বারটা বারবার রঙ বদলাচ্ছে।
যাই মাথায় পানি দিয়ে আসি
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমারো এইরকম লাগতেছে...
কাহিনী কী?
তাইলে আমি ঠিকই আছি তাইনা??
আমার খুব ভালো লাগলো... আসলেই সাদা মেঘ... না না... শরৎএর কাশফুল।
এই টিমটারে খাওয়ানো দরকার। খাওয়ানোর দায়িত্ব আমি নিলাম, বিল দিব সানা ভাই।
পোলাপাইন জোরে বলো... আমিন, সুম্মা আমিন।
হয়ে যাক তাহলে একদিন খাওয়াদাওয়া
ডান এবং বামের ফন্টগুলো ছোট ছোট লাগছে (এক্সপ্লোরার)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধুর......বহুদিন সিসিবির গেট টুগেদার হয় না! 🙁
উপরের ব্যানারটা নীল আর সবুজ রঙের আসে, কিন্তু লাল রঙের আসে না...... 🙁
আমার হাউস কালারের ব্যানার না আসায় সাম্প্রদায়িক এডু-মডুদের ব্যাঞ্চাইলাম...... :thumdown:
বামে আর ডানের ফন্টগুলোকে ছোট করে বরং মাঝখানের কলামের ফন্ট এর সাইজ বাড়ানো যেতে পারে। আর একটু বেশী সাদা সাদা লাগছে, চোখে লাগে। হালকা একটি রঙ দেওয়া যেতে পারে। ওভার অল ভাল। ইমোগুলো আগের মত হাতের কাছে পেলে ভাল লাগতো।
আমার কাছে এটাকে ভালো লাগছে সাদামাটার মাঝে।
যেটা ভালো লাগেনি সেটা হলো অন্য ব্লগের আদল আছে। বিশেষভাবে খারাপ লাগলো "মন্তব্য পেয়েছেন" এই কথাটি। এটাকে বদলিয়ে অন্য কিছু বলা যায় কী? এই শব্দটায় আমার ব্যক্তিগত এলার্জি আছে বলেই বললাম।
কেন যেন ভাল লাগেনি। ব্যক্তিগত মতামত। তবুও যারা কাজ করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার কথায় পাত্তা না দেওয়ার অনুরোধ করছি। অনেক কষ্ট করে এইরকম কাজ করার পর আমার মত কারো থেকে হঠাৎ এসে ভাল লাগেনি শুনতে নিশ্চয়ই খারাপ লাগার কথা তাই স্যরি।
ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে...
ইমো দিতে পারছিনা কেন? ইমো গুলা কই গেল...? কেউ কেউ দেখছি দিতে পারছে...কিন্তু আমিতো খুঁজেই পাচ্ছিনা...
লগ ইন করে থাকা সত্ত্বেও আমার নাম অন প্যারেডে দেখতে পাচ্ছি না। এইটা নতুন ফিচার না সমস্যা ?
আমি তো আপনাকে অন-প্যারেডই দেখছি ভাইয়া। রিফ্রেশ করে দেখেন তো।
কি আজব ব্যাপার !!!!!!! হঠাৎ আবার ঠিক হয়ে গেলো .।।... যাই হোক, সুন্দর থিম ......
আমার খুব ভালো লাগলো।বামে আর ডানের মার্জিনটাও বেশ বড়। দুইদিকেই তা কমাতে পারলে মাঝখানের জায়গাটা বাড়তো। বামে আর ডানের ফন্টগুলোকে ছোট করে বরং মাঝখানের কলামের ফন্ট এর সাইজ বাড়ানো যেতে পারে।
কিন্তু এইগুলা মনে হয় থিম এর বিল্ট ইন সেটিং। মাঝখানের অংশ তিন কলাম করার কোনো সুযোগ আছে কি?
আর ব্যানারগুলো বদলে যাচ্ছে। দারুণ!!! পুরো কাজ শেষ হলে মনে হয় ইমোটিকন গুলো ফিরে আসবে।
ভাল লাগছে, আগেরটার চেয়ে ভাল লাগছে।
যারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করছেন তাদের ফিডব্যাক আশা করছি ।
আমার উবুন্টুতে বেশি জোশ্ আসতেসে! কিন্তু সেই তুলনায় এক্সপির ভিউ হতাশাজনক 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
সত্যি। এক্সপি তে বড়ই বাজে দেখাচ্ছে।
এক্সপ্লোরারে প্রতিটা মার্জিনের পর অনেক বড় বড় একটা গ্যাপ দেখাচ্ছে। লগ ইন এর বক্স কলাম থেকে বেরিয়ে পড়েছে দেখতে অগোছালো লাগছে।
জিহাদ : ব্যানারে ফোটা ফোটা বৃষ্টি কি বর্ষার? (ইমো কৈ?)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাল। তবে:
১। ফন্ট বড় হওয়া দরকার।
২। ইমো ফেরত চাই।
৩। দুপাশের সাইডবারের অপ্রয়োজনীয় স্পেস কমিয়ে পোস্টের রিয়েল-এস্টেট বাড়ানো যেতে পারে।
আমি পরিবর্তনের পক্ষের লোক। ভালো হয়েছে। পরিবর্তনটা চোখে সইতে কিছুটা সময় লাগবে। কিন্তু রঙের এতো আকাল কেন? বড্ড বেশি সাদা। হাসপাতাল-হাসপাতাল লাগে!! আমি যদি এই বয়সে রঙিন থাকতে পারি, এডু তাইলে বুড়া হয় ক্যামনে?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস,
ছেলেপেলে এত কষ্ট করলো, আমি একটা খাওয়ানোর আওয়াজ দিলাম, আপনি ক্যান কিসুই কননা?
রেশাদ : কি কও? খানা-দানা? আয়োজন করো খানা-দানা গেট-টুগেদারের। আমি এইবারও প্রধান অতিথি!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই,
দোহাই লাগে---
একটা মাস অপেক্ষা করেন...... (মন খারাপ)
আমি সবগুলা মিস করছি... আর নাহঃ (দেয়ালে মাথা ঠুকা)
সবাই খায়াদায়া ছবি দেয়--
দেইক্ষা কষ্টে বুকটা ফাইট্টা যায়......(কান্নাকাটি)
এই ব্যাটা মাহমুদ তুই লেখা দেস না কেন? (রাগের ইমো) তোর ঘাড়ে কয়টা মাথা । তাড়াতাড়ি লেখা দে ।
আমার প্রিয় ইমোগুলা গেল কই স্পেশালি ফ্রন্ট্রুল(প্রিন্স স্যার প্রাপ্তবয়স্ক লেখার জন্য পানিশড করলে ক্যারী করমু কেম্নে?)। 'স্বাগতম, আব্দুল্লাহ (১৯৯৩-১৯৯৯) !' সাদা দেখায়।
নীল কালারের উপর ডিউ খুব ভাল লাগছে।লাল, সবুজ, নীল হইল বাট আমার হউস কালার হ্লুদ কই?!!
আমি আর কার ব্যান চামু আমারেই দেহি ব্যান করছে !!
তারপরও 'চেঞ্চ উই নীড' নীতিতে এত কষ্ট করার জন্য এডু মডুদের সাধুবাদ জানাই।
আগের থিমের চেয়ে ভাল হয়েছে। অভ্যস্ত হয়ে গেলে বোধহয় আরও ভাল লাগবে।
তবে ফন্ট সাইজ একটু কমে গেছে।
"হাউস" না হয়ে "হাউজ" হওয়া উচিত। প্রতিবর্ণীকরণের নিয়মানুসারে এমনটাই হওয়ার কথা। আমাদের কলেজেও একসময় হাউস কেটে হাউজের ব্যবহার শুরু করার চেষ্টা হয়েছিল। যদিও পুরো সফল হয়নি। কিন্তু হাউজ হলেই ভাল লাগবে।
ওহ, হেডারটাকে বড্ড বেশি নিঃসঙ্গ লাগতেছে। লেখাগুলো যেন উড়ে এসে জুড়ে বসেছে। হঠাৎ অভ্যাসের পরিবর্তনের কারণেও হতে পারে।
ঠিক
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার কিন্তু চমৎকার লাগছে।
অভ্যস্ত হতে একটু সময় নিবে এই যা!
এক্সপ্লোরারে সব সময়ই একটু ঝামেলা থাকে যে কোন কিছুর। ফায়ারফক্স, অপেরা, সাফারিতে দেখেছি কোন সমস্যা নেই।
উবুন্টুতে দেখে এতো সুন্দর লাগছে, আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
এই থিমটা অনেক ভার্সেটাইল। কমেন্ট বক্সগুলি খুব সুন্দর লাগছে দেখতে। সবার প্রোফাইল বক্সটাও খুব সুন্দর হয়েছে।
প্রতিবার রিফ্রেশে ব্যানার বদলে যাচ্ছে, এটা দারুণ।
ডেভেলপমেন্ট টিম জানিয়েছে, ফন্ট সাইজ কিন্তু আগের মতোই রাখা হয়েছে, হঠাৎ দেখছি বলে অনেকের কাছে হয়তো একটু ছোট লাগছে। কাজ এখনো চলছে। মাঝখানের মূল পোস্টের জায়গা দু'পাশে আরেকটু বাড়ানো হবে। আমারদের সবার প্রিয় ইমো অবশ্যই ফেরত আসবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
1) সবার প্রোফাইল বক্সটাও খুব সুন্দর হয়েছে।
2) ফায়ারফক্স, অপেরা, সাফারিতে দেখেছি কোন সমস্যা নেই।
3) অভ্যস্ত হতে একটু সময় নিবে এই যা!
সহমত......
সাদার মাঝে লেখাগুলো খুব সুন্দর লাগছে।
আর আমার প্রিয় ফন্ট এইটা ... (দাঁত বের করা হাসি)
এর পিছনে যারা কাজ করছে-- আমার আন্তরিক শুভেচ্ছা...
অনেকদিন পর সিসিবিতে এসে দেখি থিম চেঞ্জ। গুড। ভাল হয়েছে। বেশ ভাল লাগছে।
আমি এখনও কোনো অসুবিধার সম্মুখিন হইনি, হলে বলব। পেছনের সাদা-টা খারাপ না। আমার চোখেও লাগছে না। কিন্তু অন্য যাদের চোখে লাগছে তাদের পক্ষ থেকে বলছিঃ ব্যানারের সাথে মিলিয়ে একটা হালকা রং দিলে বোধহয় ঐ সমস্যাটা থাকবেনা।
সবকিছু বিচ্ছিন্ন দ্বীপের মতো লাগছে। মিল নাই 🙁
আবীর ভাইয়া, সেই বিচ্ছিন্ন দ্বীপে শুধু তুমি আর ... ?
( হায় হায় ইমো কই? )
সব কিছু খুব সুন্দর গুছানো লাগতেছে। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আচ্ছা মন্তব্য করার সময় ফন্ট এত ছোট লাগছে, লিখার সময় কিছুই দেখছিনা। মন্তব্যের শেষে সাবমিট করার পর ভুলগুলো চোখে পড়ছে। এটা কি শুধু আমার হচ্ছে?
Mobile edition er dike ektu takayen keu. Amar moto ovaga to mobile edition er upor beche asi. 😀
আমি অগ্নিশেয়াল ব্যবহারকারী 😀 সাথে ৫০% জানালা আর ৫০% উবুন্তু
চমৎকার ঝকঝকে এবং স্মুথ একটা থিম। ডেভু টিমরে :salute:
আমার কিছু অব্জার্ভেশন 😉
১. ফন্ট সাইজ ঠিকাছে, আগেরটার সাইজই। :just: সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য বিশাল জায়গা মনে হচ্ছে।
২. কমেন্ট করার বক্স এর ট্যাবগুলো একট্য ছোট লাগছে
৩. সাম্প্রতিক মন্তব্য কাল একটু হিজিবিজি ছিলো, আজকে ফকফকা 🙂
৪. কমেন্ট বক্সে থাম্বনেইল আভাটার এর সাথে কোন কোন লেখার স্পেস খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, একটা হরাইজন্টাল লাইন দিয়া দেয়া যায় কমেন্টএর আগে আগে।
৫. প্রোফাইল পেইজটা দারুণ লাগছে :thumbup:
৬. ইমো গুলা কুইক চাই 😡 (কমেন্ট পার্টির প্রাণের দাবী)
৭. মাঝখানের কলামে ব্লগের স্পেস আগেরটার সমানই, কিন্তু ঐ যে, সাদা ব্যাকগ্রাউন্ড হওয়াতে ছোট লাগছে। দরকার পড়লে মাঝের কলামটা আরেকটু বাড়ানো যায় কি?
৮. অনেক কিছু লেইখ্যা ফেলসি, এইবার খ্যামা দেই B-) তাও কই ব্যানারগুলা কিন্তু সেইরকম হইছে ;;;
আপাততঃ এই কয়টাই মনে আইছে, বাকিগুলা পরে পিড়া কিমুনে
সংসারে প্রবল বৈরাগ্য!
পরিবর্তনের পক্ষে আছি।
ভালো লাগছে নতুন আঙ্গিক। সাবাস এডু/মডু।
দুর্দান্ত, অসাধারন জট্টিল.....সাব্বাস ডেভু টীম...
এখনকার লুকটার প্রতি ভালো লাগা আমার দিনকে দিন বাড়তাছে 😀

আমার অগ্নিশেয়ালের পর্দাচিত্র শেয়ার করছি 😛
সবাইকে এরকমই দেখছেন?
---------------------------------------------------------------------
ব্লো আপ
---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
পুরো সাইট
---------------------------------------------------------------------
সংসারে প্রবল বৈরাগ্য!
হ্যা ভাইয়া, আমি ও এই রকম দেখছি। 🙂
অসাধারন একটা থিম হয়েছে। "simple is beautiful" আইডি্য়াটা আমার সব সময় পছনদ। অন্যরা মোটামুটি সব দাবিই বলে ফেলেছে, তার পরও.... :
🙂 ফনট সাইজ টা আর একটু বড় হলে লেখা পড়তে চোখের কস্ট কম হত!
🙁 ব্যানারের ডান দিকের :no: (চে.....) 😡 ছবিটার সাথে ক্যাডেট কলেজ এর কোনো সমপরক খুজে পাচিছ না : এখানে :just: 'barret ক্যাপ' এর একটা ছবি দেয়ার যন্য অনুরোধ করছি। আমার মনে হয় এটা প্রাসংগিক এবং অরথবোধক হবে।
সবাই কে শরতের শিশির ভেজা শুভেচছা
মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি ব্লগে নতুন বলেই বোধহয় ব্যানারের ব্যাপারটা বুঝতে পারেননি। সিসিবির ব্যানার কোন চিরস্থায়ী বন্দোবস্থ টাইপের কোন নীতি অনুসরণ করেনা। সমসাময়িকতা অনুযায়ী ব্যানার নিয়মিত পরিবর্তন হয়।
এবং ব্যানারে ক্যাডেট কলেজ কেন্দ্রীক ব্যাপারকেও সবসময় প্রাধাণ্য দেয়া হয়না। এর কারণ হিসেবে বলা যায় এটি এমন ব্লগ যেখানে ক্যাডেটরা কেবল মাত্র সদস্য হতে পারে কিন্তু এর ব্যাপ্তি যে কোন বিষয়েই হতে পারে। ব্যানারে কেবল সেই ব্যাপারটিরই প্রতিফলন ঘটে মাত্র।
ফন্টের ব্যাপারটা কয়েকদিন পরেই সহনীয় হয়ে যাবে। এ ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। আর ফন্ট হিসেবে সোলায়মান লিপি ব্যবহার করলেই তেমন ছোট লাগার কথা না।
সাতেও নাই, পাঁচেও নাই