ব্লগ লিখুন এ গেলে অটো সেভ অপশন চালু থাকার কারনে সাথে সাথে খসড়া হিসেবে লেখা সেভ হয়ে যায়। যার কারনে কিছু না লেখা হলেও একটা খসড়া থেকে যায়। যার কারনে এমন অনেক খসড়া আছে যেগুলোতে কোন লেখা নেই কিংবা এক দুই শব্দ আছে। আর অন্য অনেক কারনে অনেকেই খসড়া ফেলে রেখে একই লেখা পরবর্তীতে পাবলিশ করে ফেললেও সেই লেখার একটা খসড়া থেকে যায়। যার কারনে অনেক খসড়া জমে গেছে। সবাই যদি নিজের নিজের খসড়ার ব্যাপারটা নজর দিয়ে যেগুলো দরকার নেই মুছে ফেলি তাহলে মনে হয় লেখা সম্পাদনার জন্য সুবিধা হয়। খসড়া থাকার কারনে সেই লেখাগুলো মডারেটরদের মুছে ফেলা ভাল দেখায় না। তাই সবাইকে নিজের খসড়া লেখার দিকে একবার মনোযোগ দেবার জন্য অনুরোধ করা হল।
১৭ টি মন্তব্য : “খসড়া”
মন্তব্য করুন
খেয়াল রাখবো এডজ়ুটেণ্ট স্যার :salute:
:thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
বেশি খসরা জমার অসুবিধাটা বললে ভাল হতো ... :frontroll: :frontroll:
সত্যিকারের খসড়া জমায় কোনই অসুবিধা নাই মনে হয় তবে খালিখালি অর্থহীন এক দুই শব্দের খসড়া থাকার ও কোন মানে দেখি না। আর খসড়া ম্যানেজ করতে গিয়ে কেউ কেউ জমে থাকা কোন লেখা দেয় তাহলে তো আরো ভাল। হয়তবা নিজেই ভুলে গেছে ঐ খসড়ার কথা। মনে হল তাই বললাম।
:thumbup:
:thumbup: :thumbup:
স্যার খুব ভালো কথা বলসে :boss: :thumbup:
ধন্যবাদ স্যার :salute:
পুরা সাফা কিরকিরা কইরা ফেলছি 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমার কুনু লেখাই নাই তার উপ্রে আবার খসড়া 😀 , সো এডজুট্যান্ট স্যারের নেক নজরে পিড়ার চান্সও নাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি তো এই জন্যই কুন লেখা দেই না B-) B-)
এইবার একটা দিয়ে দেন... কলেজে থাকতে তো সাহিত্য কম রচনা করেন নাই 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
~x( ~x(
ঘরের কথা, পরে জানল কেমনে????
আজাদ আমি কিন্তু তোর গাইড B-) জবান বন। :grr: :grr:
ওক্কে বস... :salute: :salute: (এক ঘরেই(রুমেই) কতদিন ছিলাম না ?)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খেয়াল রাখবো ইনশাল্লাহ...... B-) B-)