একটা পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কথা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। সর্বশেষ গেট টুগেদারেও একটা ডাটাবেস তৈরির ব্যাপারে আমরা সবাই একমত হয়েছিলাম। তবে গত ১২-০৬-০৯ তারিখে তুহিনের ছুরিকাহত হবার ঘটনার পরে একটা তথ্যসমৃদ্ধ ডাটাবেস থাকার প্রয়োজনীয়তা আমরা সবাই আরো ভালোভাবে উপলব্দি করতে পারছি। সে প্রেক্ষিতেই আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ডাটাবেস তৈরির কাজ শুরু করতে। আমরা এমন একটি ডাটাবেস তৈরি করতে চাই যেখানে সব ক্যাডেট কলেজের সব এক্স ক্যাডেটদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যে কোন প্রয়োজনে আমরা সবাই যেন প্রয়োজনীয় মানুষটির সাথে সঠিক প্রয়োজনে যত দ্রুতসম্ভব যোগাযোগ করতে পারি।
আর সেই লক্ষ্যে ডাটাবেসে কি কি তথ্য সংযুক্ত করা হবে তার একটি প্রাথমিক লিস্ট তৈরি করা হয়েছে:
১। পুরো নাম
২। ক্যাডেট নাম
৩। ক্যাডেট নং
৪। ব্যাচ
৫। হাউস
৬। কলেজ
৭। অবস্থান সময়কাল
৮। রক্তের গ্রুপ
৯। বর্তমান ঠিকানা
১০। যোগাযোগের ইমেইল
১১। কনট্যাক্ট নাম্বার (মোবাইল / টেলিফোন )
১২। পেশা
১৩। বর্তমানে যেখানে নিয়োজিত আছেন
১৪। নিজের পেশার ব্যাপারে কাউকে যেভাবে সাহায্য করতে আগ্রহী
১৫। জন্ম তারিখ
এর পাশাপাশি অন্য কোন তথ্য সংযোজন অথবা বিয়োজনের ব্যাপারে কারো পরামর্শ থাকলে নিচে জানানোর জন্য অনুরোধ করছি। আপনাদের সবার মতামত খুব দ্রুত আশা করছি। কারণ আমরা ডাটাবেসের প্রাথমিক কাজ শেষ করার জন্য ডেডলাইন নির্ধারণ করেছি ১৫জুলাই, ২০০৯।
এ ব্যাপারে সবার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি।
দারুণ প্রস্তাবনা :thumbup: :thumbup: :thumbup:
ভেবে বলার চেষ্টা করছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: :thumbup: :thumbup:
দারুন উদ্যোগ :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিভাবে আপডেট পাঠাবো বলে দিলা না?
ভালো উদ্যোগ।
দুঃখিত, জিহাদের পোস্ট এডু স্যারের হয়ে গেছে। এডু স্যার মাফ করে দিয়েন, তুমি করে বলে ফেলছি। 🙂
কিসের আপডেট?? :-/
সাতেও নাই, পাঁচেও নাই
ডেটাবেজ তৈরী করতে হলে তো তথ্যগুলো যুক্ত করতে হবে বা আপডেট করতে হবে। আমি সেই কথাই বলছিলাম। আর এক্সেস প্রাইভেট করে দিতে হবে। নতুন সদস্য নেয়ার ব্যাপারে রেফারেল সিস্টেমও চালু করা দরকার, ডেটাবেজটা যাতে কেউ অপব্যবহার না করতে পারে।
ডাটাবেজ তৈরি শেষ হলে তো আপডেট করার প্রশ্ন আসে 🙂
এই পোস্টটা প্রধাণত দেয়া হয়েছে ডাটাবেজ এ ঠিক কি কি তথ্য থাকা জরুরী সে ব্যাপারে সবার মতামতের আশায়। সবার মতামত নেয়া শেষে ডাটাবেজ ডিজাইনিং এর কাজ শুরু হবে।
সাতেও নাই, পাঁচেও নাই
যে ফিল্ডগুলো দিলা ওইগুলার অনেকগুলোই তো প্রোফাইলে আছে, তাই আপডেটের কথা বলেছিলাম।
ঠিকাছে।
প্রোফাইলের গুলা সাধারণ তথ্য হিসেবেই আমরা ধরে নিচ্ছি। মানে সবার দেখার জন্য উন্মুক্ত।
কিন্তু আমরা যে নতুন ডাটাবেস করতে চাচ্ছি সেটাতে শুধু সদস্যদের প্রবেশাধিকার থাকবে।
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup: সাথে সবার একটি আসল ছবি সংযুক্ত থাকলে ভাল হয়।
খুব জরুরী এই ডাটা বেজ টা থাকা।
একটা প্রশ্ন ছিল। এই ডাটাবেজ টা সকলের জন্য উন্মুক্ত থাকবে নাকি শুধু ক্যাডেট রাই এর এক্সেস পাবে। বিশষ টা ভাবা দরকার।
হ্যা। একসেস শুধুমাত্র সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup:
:thumbup: :thumbup: :thumbup:
জন্যঃ বিশষ :bash: :bash:
পড়ুনঃ বিষয় :-B
জন্যঃ সাব্বির ভাই
পড়ুনঃ ফেলার্টার :))
অফ টপিক- আচ্ছা এই তথ্যগুলা কি মেইল করব?মেইল করলে কোথায়?নাকি ডাটাবেস তৈরি করার পর সেখানে সরাসরি ইনপুট হবে?সরি আমি খুবই কাঁচা টেকি বিষয়গুলোতে 🙁
খুব ভালো উদ্যোগ :thumbup:
কত সাল থেকে কত সাল ক্যাডেট ছিল সেটা এয়াড করলেও ভালো হয়
:clap :clap:
পারফেক্ট!
কিন্তু আমার বাকি সাজেশনগুলোর কি হল। বিশেষভাবে, পোস্ট/রাইটার সাবস্ক্রিপশনের ব্যাপারটা। পারা যাবে?
খুবই ভালো উদ্যোগ। আসতে আসতে চিন্তা করে বলতেছি।
আচ্ছা, দেশের একটা আলাদা ফিল্ড কি রাখা যায়? যেমন আমি এই যদি এই মাসে কানাডা যাই, কে কে আছে দেশ ফিল্টার দিয়ে দেখে কন্টাক্ট করলাম।
সত্যিই আসবেন নাকি???? :party: :party:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই মাসে না হোক, আসমু নে পরে
:hug:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও তবে একানা সাথে উনি থাকবে :shy:
আর্মি পার্টিদের যেহেতু কিছুদিন পর পর পোষ্টিং হয়, তাই ইউসুফ ভাই বর্তমানে কোথায় আছেন, সেটা জানার জন্য যদি একটা সুযোগ থাকে
আমার মনে হয় আর্মির কেউ যদি এখানে সদস্য হয়ে ডাটাবেজে তার পোস্টিং সংক্রান্ত তথ্য নিয়মিত আপডেট না করে তবে সেই ফিল্ডটা কোন উপকারে আসবে না, তার বদলে কামরুল যে বলেছে দুই লাইন নিজের সম্পর্কে দুই লাইনে একই তথ্য সংযোজন করে দিতে পারে।
মোবাইল নম্বরে ফোন করে জেনে নিবি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরে তাইফু ভাই কতোদিন পর
তাইফুর ভাই, কেমন আছেন?
:gulli2: :gulli2:
:duel: :duel:
:party: :party:
:-B :-B
O:-) O:-)
:chup: :chup:
:awesome: :awesome:
মরতুজা ভাই, খিয়া অইয়ে আমনের? 😕 :-/ ;))
marital status টা রাখা যেতে পারে
সহমত
রবিন, বৈবাহিক অবস্থা জেনে লাভ কি ?? 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সন্তান ছেলে মেয়ে এদের ইনফরমেশনও রাখা যাইতে পারে। পরে জাস্ট জামাই বা জাস্ট বউমা কেউ হইলেও হইতে পারে :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আর :just: ফ্রেন্ডদের ইনফরমেশন?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাইয়ের খালি ঝিকিঝিকি পম্পম টাইপ চিন্তা x-(
একি বলছ মাস্ফু ভাইয়া, আমরাতো খালি তোমার মুখেই শুনি " ঝিকিঝিকি, পম্পম " ......... 😉
ফয়েজ ভাই তো দেখি অনেক দুরদর্শী চিন্তা ভাবনা করে ফেললেন ......
পেশা এর ক্ষেত্রে আরেকটু ডিটেইলস করা যেতে পারে। যেমন আমি যদি ডাক্তার হই, তাহলে কিসের ডাক্তার? (এটা সার্চের জন্য সুবিধা হবে)
'নিজের সম্পর্কে দুই লাইন' এই ধরনের কিছু কি সংযুক্ত করা যায়? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল, তোর সম্পর্কে দুই লাইন যদি আমাকে লিখতে দেয়া হয় ... সেক্ষেত্রে আমি সহমত জানাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনার সম্পর্কে আমাকে :just: ১ লাইন লিখতে দিয়েন , তাইলেই হবে :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দারুণ একটা পদক্ষেপ :thumbup: :thumbup: :thumbup:
:thumbup: :thumbup:
এটা বোধহয় বেশ কষ্টসাধ্য হয়ে যাবে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আপাতত, সিসিবির লেখক - পাঠক দিয়ে শুরু হলে , আস্তে আস্তে আর্ও বাড়বে ... 😀
সিসিবি ফেসবুক 😀
:thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
poke দেয়া যাবে কি?
ক্যাডেট ফ্যামিলি'র 100% ক্যাডেট এই ব্লগের সদস্য না সুতরাং শুধু এই ব্লগের সদস্যদের ডাটাবেজ না বানিয়ে যদি সব কলেজের সব ক্যাডেটকে নিয়ে একটা ডাটাবেজ হয় তাহলে ভাল হয়........ এজন্য সব কলেজের সদস্যদের তথ্য নিয়ে তৈরী তাদের ডাটাবেজটাই ব্যবহার করা যায়......
এজন্যে যা করতে হবে:
১) প্রতিটা কলেজের ডাটাবেজ অ্যাডমিনকে একটা এপিআই দিতে হবে তাদের ডাটাবেজের সুনির্দিষ্ট কিছু ডাটা নেয়ার জন্যে........
২) সিসিবি সেই এপিআই ব্যবহার করে সেই তথ্য এই ব্লগে প্রদর্শন করবে....
এর ফলে যা হবে:
ক) নতুন করে কোন ডাটাবেজ ম্যানেজ করা লাগবে না এবং
খ) ১২ কলেজের(নতুন ২টি গার্লস কলেজের ডাটাবেজ এখন নেই কিন্তু একসময় হবে নিশ্চিত তাই তাদেরকেও হিসাবে ধরে) মাঝে মেলবন্ধন তৈরী হবে....
আমার মনে হয় সবার সাথে মেলবন্ধন করে করতে গেলে আমলাতান্ত্রিক জটিলতার কারন কাজ অনেক পিছিয়ে যাবে। আগে আমরা শুরু করি। পরে দেখা যাবে।
সহমত ... মেলবন্ধন অনেক সময়ের ব্যাপার ... কোন কোন এসোসিয়েশন ডিসিশান দিতে ( যোগ দিবে / দিবে না ) ৪-৫ মাস লাগাবে ...
ঐ
ঐ
:boss: যারা অন প্যারেড থাকবে তাদের সাথে চ্যাট এর ব্যবস্থা থাকলে ভাল। 😀 :khekz:
যারা অন প্যারেড থাকবে তাদের কে ফোন করে ইয়াহু কিংবা এম এস এন এ আসতে লা যেতে পারে :clap:
:khekz: :khekz:
আর তারা যদি দেশের বাইরে থাকে? তাহলেও কি ফোন করবে??? :-/
আসলে, ডাটাবেস এ - search option customization এর ব্যবস্থা থাকা দরকার। সেই অনুসারে টেবিল তৈরি করতে হবে - এবং তথ্য সগ্রহ করতে হবে।
উদাহরন - সার্চ বাই লোকেশন - আমরা সহজেই একটা শহর বা এলাকায় অবস্থানরত ক্যাডেট দের খুজে বের করতে পারব
সার্চ বাই পেশা - নিদৃষ্ট পেশার ক্যাডেট দের খুজে বের করতে পারব
সার্চ বাই গ্রুপ নিদৃষ্ট গ্রুপের (গ্রামীন ফোনে কর্মরত বা বুয়েটের ) ক্যাডেট দের খুজে বের করতে পারব
আমি বর্তমানে মালেয়শিয়ান একটি মোবাইল কোম্পানীর জন্য এ ধরনের একটা কাজ করছি। এডু স্যার চাইলে, আমি কিছু বিস্তারিত তথ্য মেইল করতে পারি ।
:thumbup: :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমারেও CC দিস তো। শেখার তো শেষ নাই। আর এখন OCP করতেছি। তাই কাজে লাগবো।
http://www.mysimplifieds.com/ এইটা আমাদের প্রজেক্ট, প্রায় ৫০ লাখ টাকার কাজ, আপনাদের টেলনর / ডিজি এর ক্লায়েন্ট। আপনার মেইল এড্রেসটা দেন ।
সুমন ভাই, নির্দিষ্ট ক্যাটেগরি অনুযায়ী সার্চিং টা আসলেই খুব ইম্পোর্ট্যান্ট।
কিন্তু আমাদের এখন আরো বেশি দরকার এই ব্যাপারে কিছু দক্ষ মানুষের স্বেচ্ছা সহযোগিতা। ডাটাবেস তৈরীর কাজ মূলত মইন ভাই নিসে। তারপরও উনি সময় বের করতে রাজী হইসেন কারণ ব্যাপারটা আসলে এখন খুব জরুরী হয়ে পড়সে। কিন্তু উনি খুব ব্যস্ত মানুষ। সাথে যদি আরো কয়েকজনের হেল্প পাওয়া যায় তাহলে খুব ভাল হইতো...
সাতেও নাই, পাঁচেও নাই
MySQL হলে আমি কিছু কাজ করে দিতে পারব ...
ঠিকাছে । থ্যাংকু। দরকার হলে সময়মতো জানাবো।
সাতেও নাই, পাঁচেও নাই
আমার ই মেইল
robin757@live.com
itsme@robin757.com
মেহেদী, তুমি কোন কোম্পানিতে আছো ????
ভাইয়া, আমি একটা সফটওয়ার ফার্মে কাজ করি (www.kasatria.com), আমাদের কোম্পানী টেলেনর (ডিজি মালয়শিয়া এবং ডিটাক - থাইল্যান্ড) এর ওয়েব সার্ভিস দেয়
মূল প্রস্তাব ঠিক আছে। কাজ শুরু করো, জলদি। মন্তব্যে আরো যেসব প্রস্তাব এসেছে সেগুলো হিসেবে নাও। যতোটা 'ইউজার ফ্রেন্ডলি' করা যায় ততো ভালো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বেসিক ইনফরমেশনগুলো নিয়ে যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় ততই ভালো 🙂
:thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
দারুন কাজ হবে :salute:
ডাটাবেজ যত বড়ই হোক, সাথে আছি 😀 :))
সংসারে প্রবল বৈরাগ্য!
যে কোন কাজে পারি না পারি সাথে আছি।
আমিও 😀
আমি যেকোনো কাজ এ আছি।
কালকে যাবি নাকি? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি অফিসে গিয়া তোরে জানামু নে।
:salute: