খেলোয়াড় র‌্যাংকিং

[world-cup-predictor ranking=1 highlight=”css-styles”]

পয়েন্ট হিসাবের নিয়মাবলি:

* বিজয়ী দল সঠিক ভাবে প্রেডিক্ট করলে ৬ পয়েন্ট। ( ম্যাচ ফলাফল যদি ৩-১ হয় আর আপনি যদি প্রেডিক্ট করেন ৩-১, ২-১, ১-০, ৩-০ ইত্যাদি)

* সঠিক গোল সংখ্যা সহ সফল ভাবে খেলা ড্র প্রেডিক্ট করলে ৬ পয়েন্ট। (ম্যাচের ফলাফল যদি ২-২ হয় আর আপনি যদি ২-২ প্রেডিক্ট করেন)

* সঠিক ভাবে খেলা ড্র প্রেডিক্ট করলে কিন্তু গোল সংখ্যা ভুল করলে ৪ পয়েন্ট। (ম্যাচের ফলাফল যদি ২-২ হয় আর আপনি যদি ১-১, ৩-৩, ইত্যাদি প্রেডিক্ট করেন)

*** এই পয়েন্টগুলো ক্রম-বর্ধিত (Cumulative) উপায়ে গণনা করা হচ্ছে না, অর্থাৎ আপনি যেকোনো একটি পয়েন্ট পাবেন। (আপনার প্রেডিকশন এবং খেলার ফলাফল উভয়েই যদি ২-২ হয় তাহলে আপনি শুধু দ্বিতীয় নিয়ম অনুযায়ী ৬ পয়েন্ট পাবেন, সঠিক ড্র প্রেডিক্টের জন্য ৪ পয়েন্ট যোগ হয়ে ১০ নয়)

বোনাস পয়েন্টঃ

* খেলায় যে কোন দলের গোল সংখ্যা প্রেডিকশনের সাথে মিলে গেলে বোনাস হিসেবে থাকবে ২ পয়েন্ট । (প্রেডিকশন যদি হয় ৩-১ আর খেলার ফলাফল যদি হয় ০-১ বা ৩-০, উভয় দলের গোল সংখ্যাই মিলে গেলে মোট বোনাস হবে ২+২=৪)

* দু দলের গোল ব্যবধান সঠিক প্রেডিকশনের জন্য বোনাস হিসেবে থাকবে ২ পয়েন্ট। (প্রেডিকশন যদি হয় ২-০ আর খেলার ফলাফল যদি হয় ৩-১)

*** বোনাস পয়েন্ট আপনার মূল পয়েন্টের সাথে যোগ হবে।