শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল- ২০১৮। “The Greatest Show on Earth”
এবারের বিশ্বকাপটাতে আসলে যে কে ফেভারিট, বলা কঠিন। সম্ভাব্য চ্যাম্পিয়ন এর তালিকায় শুরুতেই ফ্রান্সের নাম আগে আসা উচিত। আতলেটিকো মাদ্রিদের হয়ে সদ্যই ইউরোপা লিগ জেতা অতোয়ান গ্রিজম্যান রয়েছেন দলের আক্রমণভাগে। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়াম এমবাপের সঙ্গে রয়েছেন বার্সেলোনা তারকা উসমানে দেম্বেলে। দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবাও।ফরাসি কোচ দিদিয়ে দেশম এর দলটা এক কথায় ভয়ংকর।
অবশ্য কোচ্ বরখাস্তের ঝামেলাটা না ঘটলে ফ্রান্সের আগে রিয়াল তারকা সার্জিয়ো রামোসের নেতৃত্বাধীন স্পেনের নাম ই থাকতো।
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed