আশার ঘর

অখাদ্য কবিতা দিয়ে বিরক্তির উদ্রেক ঘটানোর চেষ্টা হতে আমি বিরত হই নি।

জীবনের সাদা দেয়ালে
কালিমা লেপন করে করে
আজ যখন দেয়ালটার দিকে
চাইলাম, দেখি সাদা
কোন বিন্দু আর অবশিষ্ট
নাই। চুনকামের চেষ্টা
করে আর লাভ নাই।
এত কালি মোছা
যায় না বোধহয় আর।

তাই এই কালিমা নিয়েই
বাঁচতে শিখেছি।
কারণ অন্ধকারের মাঝেই
আলোর আশা দেখি,
আশার সমাধি গড়ার
মানুষ আমি নই।
আশায় তৈরি ঘরেই
যে আমি রই।

১,৪৯৪ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “আশার ঘর”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    অখাদ্য কবিতা দিয়ে বিরক্তির উদ্রেক ঘটানোর চেষ্টা হতে আমি বিরত হই নি।

    বাংলা সিনেমার ভাষাতে বলছি ------
    তোর সে স্বপ্ন পুরন হবে না রে শয়তান ......... :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:

    জবাব দিন
  2. একটা প্রোডাকশন হাউস দে শালা... সারাদিন সেইখান থেকে শুধু লেখা বের হবে...
    প্রতিদিন এতো সুন্দর করে লিখিস কীভাবে দোস??

    আমার একটা লিখতেই ঘাম ঝরে যায়... :(( :((

    আমার বুঝি আর ব্লগার হওয়া হলো না রে দোস...

    জবাব দিন
  3. মেহবুবা (৯৯-০৫)
    আশার সমাধি গড়ার
    মানুষ আমি নই।
    আশায় তৈরি ঘরেই
    যে আমি রই।

    খুব সুন্দর কথা বলেছ।
    কবিতা টা ভাল হইসে। এমন আশার বানি থাক লে শেসে মনে হয় ......নাহ শেস হয়ে যাই নি।
    তোমার লেখাগুল বেশ different. :clap:

    জবাব দিন

মওন্তব্য করুন : শার্লী (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।