বন্ধু

অখাদ্য পর্যায়ের কবিতা লিখে মানুষের বিরক্তির উদ্রেক ঘটানোর মানসিকতা কাজ করছে আজ। তাই আরও একটা কবিতা।

“বন্ধু আমার একটা কথা শোন।”
“না।”
“কেন?”
“তোকে আর ভালো লাগে না তাই।”
“এত বড় পাপ কি করেছি
যে সব ভালো লাগা
বৃষ্টি মাখা বাতাসে উড়িয়ে দিলি!”
“আমি তা বলব না।”
“কেন?”
“কারণ
তোকে আর ভালো লাগে না যে।”

“আমায় কি করতে বলিস?
নিজের সব সম্মান বিসর্জন দিয়ে
তোর সামনে হাত জোড় করে
ক্ষমা চাইব?”
“তোর কিছুই করতে হবে না।
যা করেছিস তা ভুলতে
এক জীবন পার হয়ে যাবে।”
“এতটা কষ্ট দিয়েছি তোকে?”
“তা তো বলব না।
কারণ,
তোকে তো আর ভালো লাগে না।”

২,৬১১ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “বন্ধু”

  1. ৪র্থ হইছি... ICCLMM 2004 এ আমি ইংরেজী কবিতা আবৃত্তি তে এই প্লেস পাইছিলাম। সেইদিনের পর থেইকা এই নাম্বারটা দেখলে গা জ্বলে...

    আহা !!! কী একখান স্বপ্ন ছিলো জীবনে আইসিসি তে প্রাইজ পাওয়ার...
    :dreamy: :dreamy: :dreamy:

    এই জীবনে আর হইলো না। আইজকা কমেন্ট মারতে গিয়া দেখি আবার ৪র্থ।
    কী কইতে চাইছিলাম ভুইলা গেছিগা...
    পরে কমুনে... ...
    ~x( ~x( ~x(

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    এই জন্যই বলি...
    তুই-তোকারি কইরা প্রেম হয়না... :-B
    (কনফু আবার ধারে-কাছে নাই তো? :-/ )


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    শেষে এসে এইভাবে 'বোল্ড' করে দিলো!! হায়!!

    তবে আমার মনে হয় সম্পর্ক ভেঙে যাওয়ার হলে, তাকে জোর করে টিঁকিয়ে না রাখাই ভাল। তাতে ঝামেলা বাড়ে, দু'পক্ষেরই।

    'তুই' সম্বোধনটার কারণে এই কবিতায় বেশ একটা রহস্য এসে গেছে। 'তুমি' লিখলে নিছকই 'প্রেমের কবিতা' হয়ে যেত। এখন তা হয়নি। চাইলেই এটাকে বন্ধুদ্বয়ের কথোপকথন হিসেবে পড়া যায়! দারুণ ব্যাপার শার্লী। আরো লিখো।

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহবুবা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।