বিবেকের সাথে কথোপকথন

দ্রষ্টব্যঃ স্বপ্নচারী ভাইয়ের পোস্টটা পড়ার পর এই কবিতার থিমটা মাথায় আসে।

বিবেকের সাথে কথোপকথন
করে বারবার হেরে যাই।
আমায় পরাজিত হতে দেখে
হাস্য উপহাস করে আমার বিবেক।

এত কেন হারতে হয়?
হারতে কি
ভালো লাগে সবসময়?
হেরে গিয়ে নতুন করে
উপলব্ধি করি
বিবেকবোধের জলাঞ্জলি
দেয়া বোধহয়
হল না আমার।
তাই ঘুরে ফিরে
আবার পরাজয়ের
বৃত্তের মাঝে পড়ি।
কি জানি, হয়ত
পরাজিত হওয়াতেই
আমার আনন্দ।

২,১৭৭ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “বিবেকের সাথে কথোপকথন”

  1. বিবেকের কাছে পরাজিত হতে আনন্দ। কারন তবেই না আমার বিবেক বিসর্জন দিতে হবে না। সকল কুবৃত্তির ওপর বিবেকের জয় হবে।

    বিবেকের সাথে জিতেই তো আনন্দ..... কারণ বাকি পৃথিবী'র কাছে হেরে যাওয়ার পর এই একটাইতো বাকি থাকে যার সাথে জিতা যায়..... শুধু হেরে যাওয়ার জন্যে আসছি পৃথিবীতে এই কথাটা সত্যি হলে বেঁচে থাকা কঠিন হয়ে যেত.... তাই অন্ততপক্ষে একটি জিনিস থাকা উচিত যার বিরুদ্ধে আমি জিতব..... এটা যদি আমার বিবেক হয়, কোন সমস্যা নাই...

    ঠিকমত বলতে পারছি না কথাটা... এইজন্যে কমেন্ট করতে ইচ্ছা করেনা....কি বলতে চাই লিখতে পারিনা...

    আমি ক্রুসিফিকেশন এর কথা বলছি..... এখানে মানুষ নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায়.... বিবেকের কাছে হেরে নিজের সাথে জিতে যাওয়ার আনন্দ আসে এতে....

    জবাব দিন
    • ভাই,
      আপনি কী বলতে চাইছেন তা মনে হয় আমি বুঝতে পেরেছি।

      বিবেকের কাছে হেরে যাওয়া এর আরেক অর্থ নিজেকে কষ্ট দেয়া...

      আমি ক্রুসিফিকেশন এর কথা বলছি

      সম্ভবত সেই কথাটাই বলেছেন।

      আর আসলে বিবেকের সাথে জিতে নিজেকে কোন কঠিন কাজে নিয়োগ করলে তা পরবর্তীতে আরেকটি জয় পাবার পথে সাহায্য করে... এই জয় পেলে পৃথিবীর বুকে তাবৎ জয় পাবার একটা সম্ভাবনা সৃষ্টি হয় বলে আমার বিশ্বাস। তার আগে নয়...

      জবাব দিন
  2. আদনান (১৯৯৭-২০০৩)

    "আমি মানুষ, আমি শ্রেষ্ঠ সৃষ্টি, আমি অনন্য, এই পৃথিবী আমার, যেখানে খুশি সেখানে যাব, যা ইচ্ছা তাই পাব; মানুষ হিসেবে পরিচিত হব এই সৃষ্টিকে ভালবেসে, সেবা দিয়ে।"

    এত সুযোগ থাকতে হারার জন্য এসেছি নাকি??

    জবাব দিন
  3. মেহবুবা (৯৯-০৫)

    এক টা মানুস শত বাধার মাঝেও স্থির থাকে শুধু বিবেকের কারনে। কারন সে তার বিবেকের কাছে পরিস্কার।কিন্তু তুমি দেখি হেরে আনন্দ পাও।আমি এটা মানতে পারলাম না।
    দারাও কবিতা টা আর একবার পরি..................

    বিবেকবোধের জলাঞ্জলি
    দেয়া বোধহয়
    হলোনা আমার।

    এটা কি বল্ লা বন্ধু? কারা বিবেকবধের জলাঞ্জলি দেয়?এটা তো একদমি ভাল কথা না।উউউম হহ ম।
    একজন খারাপ মানুসের বিবেক হইত একজন ভাল মানুসের থেকে ভাল...।কেবল জলাঞ্জলি দেয়ার জন্য মানব জাতির কলঙ্ক সে।
    ভাল থেকো।

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমার জানামতে বিবেক ওবেরয় বাংলা বোঝে না...সুতরাং এই কবিতার হিন্দী ভার্সনের তীব্র দাবী জানাই... 😡


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।