দ্বিধাবিভক্ত আমি

যেদিন থেকে
স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি,
অনেক সুখে আছি জানো?
তোমার কাছ থেকে
দূরে যেতে আজ আর
কষ্ট হচ্ছে না কোনো।
তুমি চলে যাবার পর
চেয়েছিলাম আমি
নিজেকে নিঃস্ব করে দিতে।
তিন মাস হতে চলল
কই আমিত ভালোই আছি
পাছে তোমার না নিঃস্ব হয় হতে।
তোমাকে এখন আর
চাইতে পারি না আমি,
পরিপূর্ণ আমি তোমাকে ছাড়াই,
কষ্ট দেয়ার চেষ্টায় কি পেলে?
এখন আমি শুধু
নিজের মাঝেই নিজেকে হারাই।

সুখের সীমান্ত নয় দূর
শুধু খুঁজতে জানতে হয়,
পৌঁছতে পারলে সেখানে আর
সুখ দুঃখের কোন ভেদাভেদ নয়।

২,০১৭ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “দ্বিধাবিভক্ত আমি”

  1. রকিব (০১-০৭)
    সুখের সীমান্তের নয় দূর
    শুধু খুঁজতে জানতে হয়,
    পৌছতে পারলে সেখানে আর
    সুখ দুঃখের কোন ভেদাভেদ নয়।

    ভালো লাগা দিয়ে গেলেন শার্লী ভাই।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : মহিব (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।